ফেসবুকে পোস্ট করার মত কিছু কথা- ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
প্রিয় পাঠক আপনি কি ফেসবুকে পোস্ট করার মত কিছু কথা জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে ফেসবুকে পোস্ট করার মত কিছু কথা এবং ছেলেদের ফেসবুক স্ট্যাটাস বলব।
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন সিঙ্গেল ছেলেদের ফেসবুক স্ট্যাটাস। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো।
ভূমিকা
ফেসবুক বাংলাদেশের কম বেশি সবাই ব্যবহার করে। ফেসবুক ব্যবহার করার সময় মনের অনেক কথাই ফেসবুকে লেখা হয়ে থাকে। ছবি পোস্ট করে ক্যাপশন দেয়া বাদে অনেক সময় ফেসবুকে স্ট্যাটাস দেয় মনের কথা থেকে বা নিজের ভালোলাগা থেকে হয়ে থাকে। ফেসবুক স্ট্যাটাস যত বেশি সুন্দর হবে বা অর্থ বহুল হবে তার সৌন্দর্য আরো বেশি বেড়ে যাবে।
সব সময় ফেসবুক স্ট্যাটাস কে সুন্দর করা উচিত এজন্য আমি এখন স্পেশাল সুন্দর এবং জোস জোস ফেসবুক স্ট্যাটাস বলব যাতে করে আপনি আপনার ফেসবুকে সেই সব পোস্ট করতে পারেন।
ফেসবুকে পোস্ট করার মত কিছু কথা
ফেসবুকে নিজের অনেক কথায় প্রকাশ করা হয়। ফেসবুক স্ট্যাটাস অনেক সময় নিজের মন মত হয় না যার কারণে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হয় না। এখন থেকে যেন আপনার ফেসবুকের সাথে আজ মন মত হয় এবং আপনি আনন্দচিত্তেই ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন এবং মানুষ আপনাকে অনেক বেশি স্মার্ট ভাবে সে দিকে লক্ষ্য রেখে এখন আমি কিছু স্ট্যাটাস বলব।
আপনি এসব ফেসবুকে ব্যবহার করলে সবাই আপনাকে অনেক বেশি স্মার্ট ভাববে।
1 আমার আমিত্ব যুদ্ধ বিদ্ধস্ত এই পৃথিবীর উন্নাসিকতায়...
2 কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি 🌸
তোমাকেই আজ বেধে নিয়েছি আমারো হৃদয়মাঝে❣
3 আজকের এ দেয়ালের এ পাশের চিত্র সেদিনের প্রতিফলন 🌸🦋
4 স্নিগ্ধাকে নিয়ে ঘুরার অনেক শখ ছিল তারপর জীবন এমনভাবে ঘুরলো আমার সব শখ শেষ হয়ে গেল 🌸🦋✌
5 সে-ই আমার শত্রু
যে আমাকে নিয়ন্ত্রণ করতে চায়।
তুমি স্বাধীন
আমাকে নিয়ে যা ইচ্ছা ভাবার ;-;
আমি স্বাধীন
তোমার ভাবনা নিয়ে কিছুই না ভাবার :-:
6 নেশা কি লাগাইলা ছবিতে দয়াল
কি মায়ার ছবি
7 জানোয়ারের পেট থেকেই কেবল জানোয়ার জন্মায় না
মানুষের পেট থেকেও জানোয়ার জন্মায়।
জানোয়ারের পেট থেকে জন্মানো জানোয়ারের চেয়েও
মানুষরূপি জানোয়ারগুলো বেশি হিংস্র হয়।
8 যারা ভালবাসার অভিনয় করে তারা কত্ত হ্যাপি আর যারা ভালবাসে তারা কেমন আছে তার দৃষ্টান্ত তুই নিজেই।
9 আমি ভালবাসা কে ঘৃণা
করতে পারিনা,কারণ
সে নিষ্পাপ..কিন্তূ আমি
তাদের কে ঘৃণা করি,
যারা সেই নিষ্পাপ ভালবাসা
কে নিয়ে প্রতারণা করে....
10 পৃথিবীতে দুটি অনুভূতি কখনোই লিখে প্রকাশ করা যায় না। ১ - পাওয়ার অনুভূতি ২ - হারানোর অনুভূতি।"Zunayed Evan" Vai🖤
11 আমি জানি একদিন আমি থাকবো না ৷ অনুপস্থিত হয়ে যাব ৷ কেউ কেউ হয়তো আমাদের গান গুলো বাজাবে ভোর ৫ টায় ! আমি নেই তবুও আমাকে ডাকলেই পাওয়া যাবে '''হেডফোনের ছিদ্র দিয়ে ফিস ফিস করবো সারারাত,
কী আশ্চর্য !!
12 এই শীতে আবেগ জড়িত কন্ঠে 'আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না' বলা মানুষটাই দেখবে আগামী শীতে দিব্যি বেঁচে থাকবে অন্যকাউকে নিয়ে।
13 তোমাকে কল্পনা করতে গিয়ে,
তোমার চেহারাটা কল্পনা করতে পারিনা 🥺
এর থেকে হৃদয়বিদারক কল্পনা আর কি হতে পারে! 🖤🥀
14 কেঁদে কেঁদে তুমি আনন্দের ওহি শোনাও
আমি শুধু ৩২ টা দাঁত বের করে চোখ ভিজিয়ে ফেলি
15 স্মৃতিরা বড্ড বেহায়া স্বভাবের হয়,
তারা পিছু ছাড়ে না! "🖤
16 পৃথিবীটা আসলে অন্ধকার, শুধু মাঝে মাঝে আলো এসে পড়লে অন্ধকারকে দেখা যায় না। আলোতে সব কিছু দেখা যায়; অন্ধকার ছাড়া। সকাল হয়ে গেছে; এর মানে এই না যে এখানে কোন রাত নেই। এর মানে হল আলোর প্রতিফলনে অন্ধকার ঢেকে গেছে।
17 এখন আর কোন কিছু কাউকে Explain করতে ভালো লাগে না। বুঝলে বুঝুক,না বুঝলে ভুল বুঝুক...❤❤
18 এরপর বিষন্ন দিন বাজেনা মনোবীণ,অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন,হাজার কবিতা বেকার সবই তা, হাজার কবিতা বেকার সবই তা।❤❤
19 ছেড়া স্যান্ডেল তালিপট্টি মেরে মাইল মাইল হাঁটা যায় কিন্তু বিশ্বাসে তালিপট্টি লাগিয়ে এক কদমও হাঁটা যায় না।
20 অন্যকে ছোট করার চাইতে বরং নিজেকে বড়ো করো। তুমি নিজে বড়ো হলে সে আপনাতেই ছোট হবে।
21 মস্তিষ্কের বামদিকে প্রিফ্রন্টাল কর্টেক্সে সুখ এবং দুঃখ একসাথে থাকে। আমরাই বরং এদের আলাদা করে দেখি।
22 "তুমি ভালোবাসা খুঁজতে যেও না, ওটা তোমার কাজ নয়। বরং খেয়াল করে দেখো- তোমার ভিতরে কী কী প্রাচীর তুমি গড়ে তুলেছ, যা তোমাকে ভালোবাসা থেকে বঞ্চিত করছে"। - মাওলানা রুমি
23 শত্রুরা আমাদের মনে নেতিবাচক চিন্তার প্রভাব ফেলতে পারে না। বন্ধুরা পারে, কেননা তাদের কথা আমরা বিশ্বাস করি।
24 যখন নতুন কিছু করতে শুরু করবে, তখন দুনিয়া তোমাকে পাগল বলবে। আর যখন সফল হবে তখন দুনিয়া তোমার জন্য পাগল হবে।
25 আমার ভেতরে আমি সবাইকে খুঁজে পাই কিন্তু সবার ভেতরে আমি আমাকে খুঁজে পাই না।
26 ঘোর খুব খারাপ জিনিস। ঘোরের ভেতরে আকাশের চিল’কে মনে হবে সিলভার কালারের বিমান !
27 ‘ভুল’ না করা মানে ‘সঠিক’ হবার জন্য চেষ্টা না করা।
অথচ আমরা ভুল করলে শাস্তি দেই। যা উৎসাহিত করে চেষ্টা না করাকে।
28 একা মানুষের কোন পিছুটান থাকে না, কথাটা আসলে ঠিক না। জীবনের প্রতি ভালোবাসা হলো সব চাইতে বড়ো পিছুটান।
29 যে আসবে না; তার কাছে না আসার অনেক গুলো যুক্তি থাকবে।কিন্তু যে আসার সে কেবল ভালোবাসার জোরেই আসবে।
30 ভয় আমাদেরকে দ্বিতীয়বার অনুমান করায়। যা সন্দেহ করে আমাদের ক্ষমতাকে!
ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
ছেলেদের ফেসবুক স্ট্যাটাস মেয়েদের তুলনায় ভিন্ন হয়ে থাকে। ছেলেদের অনেক কথা থাকে যেগুলো প্রকাশ করা সম্ভব হয় না। অনেক সময় ইশারা ইঙ্গিতে বা দূরের কোন বিষয়বস্তুর সাথে মিলিয়ে নিজের ভেতরের কথা প্রকাশ করে থাকে। ছেলেদের ক্ষেত্রে সব রকমের স্ট্যাটাস ফেসবুকে মানায় না কারণ ছেলেদের মধ্যে এক ধরনের ব্যাপার থাকে
যার কারণে তাদের স্ট্যাটাস গুলো একটু স্পেশাল হওয়া দরকার।
1সবচেয়ে খারাপ একাকীত্ব হলো নিজেকেও ভালো না লাগা!
2 মানুষকে চেনা যায় না। অনুমান করা যায়।
3বৃহৎ আনন্দ থেকে সংক্ষিপ্ত সুখ উত্তম। কেননা উভয়ই তার সমপরিমাণ দুঃখ ফিরিয়ে দেবে।
4প্রেম যখন অভ্যাস হয়, তখন সেখানে প্রেম থাকে না। জীবনের ক্ষেত্রেও তাই।
5 “আঘাত করলেও কষ্ট আঘাত পেলেও কষ্ট।”
6 “পাওয়া কাকে বলে, যে মানুষ জানে না সে ছোঁয়াকেই পাওয়া মনে করে।”
7 ছোট্ট আগুনের শিখা বাতাসে নিভে যায়। কিন্তু বিশাল যে আগুন, বাতাস পেলে ফুলে-ফেঁপে উঠে।
8 আমি কীভাবে ভালোবাসব, সেটা কেবল আমি নির্ধারণ করি না। আমি যাকে ভালোবাসি সেও নির্ধারণ করে।
9 অধিকাংশ মানুষ এমন, এদেরকে সমস্যার কথা বললে, এরা তোমাকেই সমস্যা মনে করবে !
10 ঘৃণা সব সময় অসুন্দর হয় না। আবার ভালোবাসাও সব সময় সুন্দর হয় না।
11 মানুষের মূল্যায়ন হওয়া উচিৎ তার সৃষ্টির মধ্য দিয়ে, সফলতার মধ্য দিয়ে না।
12 আমি যতটা প্রকাশ করি
তার চেয়ে দ্বিগুণ ভালোবাসি
তোমায়..)❤💘❣💌
13 সবচেয়ে জঘন্য অপরাধ
নিজেকে ছোট করা
14 আশাবাদ মরুভূমিতে গোলাপ চাষ করে গোলাপের অপেক্ষা করা নয়, আশাবাদ হলো কোথায় গোলাপ চাষ করতে হবে সেটা আগে জানা
15 মানুষ অদ্ভুত পৃথিবীতে একা এসেও একাকিত্বকে মেনে নিতে পারে না!
16 মন থেকে ঘৃণা কমান
মানুষ অন্যকে তখনই ঘৃণা করে
যখন সে নিজেকে ঘৃণা করে।
17 প্রেমের বিরাট দামে শুধু মৃত্যুকে কিনে আনা,
দেয়ালের নিরব গায়ে কিছু লেখা নেই তুমি ছাড়া!🤍
18 পোড়ো, পুড়তে থাকো হৃদয়;
ছাই থেকে ফিনিক্স হয়ে
জন্ম নেবে নতুন সময়।
19 এখানে মৃত্যু ছাড়া আর কোনো প্রিয় বন্ধু নেই।
এ শহরে নিঃসঙ্গতার চেয়ে সুন্দরী আর কোন প্রেমিকা নেই!!
20 তোমাকে এত ভালোবাসি এত ভালবাসি তোমাকে
দেবীও যতটা ভালোবেসে কাছে টেনে নেয়নি অসুরকে।
21 রক্তের হ্রদে কিভাবে ডুবে যায়! তুমি চলে যাবার পর এই জনাকীর্ণ শহর ভয়ংকরভাবে ফাঁকা লাগে...
22 আমার একমাত্র আনন্দ হয় তখনই,
যখন টের পাই সব চেনাজানা মানুষ থেকে অনেক দূরে আছি।
23 বিমূর্ত এই রাত্রি আমার
মৌনতার সুতোয় বোনা
একটি রঙ্গিন চাঁদর।
আবিদা সুলতানা।
24 পরিবার হলো সেই জায়গা, যেখানে সবাই তোমাকে ভালোবাসে কিন্তু কেউ তোমাকে বোঝেনা !
25 জ্বর মূলত মাকে মনে পড়ার অজুহাত!
26 জীবিত মানুষ কখনো জীবিত,মানুষকে ভালবাসতে পারে না!
27 "শৈশবে এক জোনাকিকে খুন করেছিলাম
বলেই কি পৃথিবীতে এতো অন্ধকার!!"
28 "আমি আর এক মাকড়সা এই ঘরে থাকি
দুজনে মিলে স্বপ্নের জাল বুনে যাই"
29 আজীবন বন্ধুদের সাথে কাটিয়ে দিতে চেয়েছিলাম বলেই মনে হয় আমি এমন বন্ধুহীন !
30 বাঁচা সহজ,
বাঁচার মতো বাঁচা কঠিন...🖤
সিঙ্গেল ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
সিঙ্গেল ছেলেদের স্ট্যাটাস ভিন্ন হয়ে থাকে। সিঙ্গেল ছেলেদের জীবনে প্যারা আছে কষ্ট আছে হাসিখুশি আছে সবকিছুই আছে আর যাই হোক প্রেমিকার মতো প্যারা নামক জনি ছেলেদের জীবন নাই। এই জায়গা থেকে সিঙ্গেল ছেলেদের অবশ্যই খুশি হওয়া উচিত। যার জীবনে প্রেমিকা না প্যারা আছে তার জীবন শেষ।
1 "মৃত্যু গন্তব্য হলেও,
আমাদের পথ কখনো এক নয়.!"
2 হতাম যদি সোনালী ডানার চিল,
আকাশের বিন্দু থেকে মেঘ এনে দিতাম তোমার ডানায়'☁
3 রক্তের টানের চেয়েও বড় এখন টাকার টান."
4 তোমাদের কখনো নিজের দিকে তাকানোর সাহস ছিলনা বলে,
সবসময় তাকিয়েছ অন্যের দিকে। ❤
5 "খোঁপা খুলে তোমার পিঠের উপর আছড়ে পড়া
চুলের মতো বৃষ্টি নেমেছে শহরে"
6 সব রয়েছে।
হারিয়ে গেছো তুমি।
এই মন পায়নি তোমায়।
যেখানে থাকতে তুমি ❤🩹
7 তোমার নিষ্পাপ বিস্মিত হাসির জন্য আমি পৃথিবীর সব কিছুকে বড় অথবা ছোট করে দিতে পারি...🖤😊
8 "স্বাধীন মানুষের জন্য পৃথিবী এক নরক, আর শুধুমাত্র পরাধীনেরাই এই নরকে সুখী হতে পারে"
9 কে দেবে মুক্তি, কে দেবে শান্তি?
সমুদ্র আমাদের ছিল না।
10 পৃথিবীর সব আনন্দ একদিন কোথায় গিয়ে শেষ হয় জানেন? যখন মানুষের কোন আশা থাকে না।
আর সব কষ্ট ? কষ্টের কোন শেষ নেই। কষ্ট সয়ে যায়।
11 আমি তো তোমাদের পথের কাটা হয়ে
আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়।
12 জীবনের দামে বেঁচে দেয়া গান
আমার গানের শহর আমাকে ছাড়া
বিদায় বেলায় আমাকে দেয়
উত্তাল সমুদ্র রাতে বাচাঁর অভিশাপ !
13 কেমন আছো কোথায়
মনে কী রবে
নেশা লাগে ঠোঁটে
নিশানা চোখে
14 যদি ভালোবাসতে এই আমাকে
জলোচ্ছাস বয়ে যাবে
15 পৃথিবীর সবচেয়ে সুন্দর কবিতা
এখনো লেখা হয়নি।
তোমাকে দেখার আগের মুহূর্তের মতো
অপেক্ষা করছে, উদ্গ্রীব হয়ে।
সবচেয়ে সুন্দর গান
এখনো তৈরি হয়নি, কিংবা
স্নানের সময় কানে জল ঢুকে গেছে
বলে, শুনতে পাইনি !!
16 কিছু কথা ব্যথা হবে, কিছু ব্যাথা কথা হবে
কিছু কথা কিছু ব্যথা মধ্য রাতে কাঁদিয়ে দেবে।
17 আমাদের কোন প্রেমিকা না থাকলেও একটা কেউ ছিল। যার সামনে দাড়ালে আমাদের বুক ধুপ ধুপ করে উঠত। দরজা বন্ধ করে ড্রয়িং খাতায় তাকে আঁকতাম। কপালের টিপ মাঝখান বরাবর না বসলে রাবার দিয়ে মুছে আবার আঁকতাম। সেদিন আর পড়ায় মন বসত না ! কী সব সোনালী দিন ছিল... আহা !
18 কিছু কিছু ঋণ শোধ না করা ভালো। সেটা শোধ করতে গেলে ঋণ কমে না, বরং বেড়ে যায়।
19 আমার দিকে তাকিয়ে সে
আমাকে না, অন্য কাউকে দেখত
আমাকে ধরে সে আমাকে না
অন্য কাউকে ধরত
20 কার মনের ভেতরে অনেক কথা
নীরব থাকে চোখের জলে
কে ভেবেছিল ভুল ভাবনা গুলো
অপ্রাসঙ্গিক কথা দিয়ে !
21 নষ্ট করো না আমাকে, নষ্টরা কষ্ট পায়। কষ্টরাই আবার নষ্ট করবে তোমাকে।
22 যখন নিজের সব কিছুতে অন্যরা মিশে থাকে, তখন বেঁচে থাকতে হয় নিজেকে ছাড়া।
23 আমার ভেতরে আমি সবাইকে খুঁজে পাই, কিন্তু সবার ভেতরে আমি আমাকে খুঁজে পাই না।
24 রাজ্য জয় করতে হয় সৈন্য দিয়ে; ভালবাসা জয় করতে হয় মুগ্ধতা দিয়ে।
25 আমার একটাই অহংকার আছে, সেটা হলো আমার কোন অহংকার নেই।
26 -এখনো বাকি আছে🖤
-সমোঝত মরণে
-হারানো দিনের মানুষ বিপন্ন অতীতে... 🫀
27 একজন ভুল মানুষ চলে যাবার অর্থ হলো, সঠিক মানুষটি আসার পথ তৈরী হয়েছে!
28 যা তুমি ভুলতে চাও, ভুলতে পারবে না
যা চাও মনে করতে, তা ভুলে যাবে।
29 অনেক মানুষ আছে যারা জীবনে নানান ঘাত প্রতিঘাত সহ্য করে পাথরের মতো শক্ত হয়ে থাকে। লোকে ধরেই নেই, পাথরের কোনো কষ্ট নেই। অথচ পাথরের কষ্ট এখানেই!
শেষ কথা
এখানে সুন্দর সুন্দর ফেসবুক স্ট্যাটাস দেয়া হয়েছে। এসব ফেসবুকে ব্যবহার করলে সবাই আপনাকে অনেক কুল মাইন্ডের এবং স্মার্ট মনে করবে। প্রত্যেকটা স্ট্যাটাসে অনেক সুন্দর অনেক বেছে চিন্তা ভাবনা করে এখানে দেয়া হয়েছে। আপনি আপনার বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করে তাদেরকেও সুন্দর সুন্দর স্ট্যাটাস নিয়ে আসার সুযোগ করে দিন।
সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url