ফেসবুক স্ট্যাটাস- সুন্দর ফেসবুক স্ট্যাটাস- স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস

প্রিয় পাঠক আপনি কি ফেসবুক স্ট্যাটাস নিতে চাচ্ছেন তাহলে এই পোস্টটা আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে ফেসবুক স্ট্যাটাস এবং সুন্দর ফেসবুক স্ট্যাটাস বলব।
সুন্দর ফেসবুক স্ট্যাটাস
এছাড়াও আপনি এই পোস্টের মধ্যে পাবেন স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।

ভূমিকা

পৃথিবীতে যত রকমের সোশ্যাল মিডিয়া আছে বাংলাদেশের মানুষ সেই সকল সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করে ফেসবুক। ফেসবুকে প্রতিদিন পোস্ট করতে বা স্টোরি দিতে অথবা স্ট্যাটাস বা ক্যাপশন দিতে আমাদের বিভিন্ন রকম কথার প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় ছবির সাথে ক্যাপশন না মিলার জন্য সে ছবি দেখতে ভালো লাগে না।

এই পোষ্টের মধ্যে আপনারা সুন্দর সুন্দর ফেসবুকের যাবতীয় স্ট্যাটাস পাবেন।

ফেসবুক স্ট্যাটাস

ফেসবুকে স্ট্যাটাস দিলে অবশ্যই তা সুন্দর হওয়া উচিত কারণ এই স্ট্যাটাসের উপরে অনেকজন অনেক কিছু নির্ভর করে এবং চিন্তা ভাবনা করে। আপনার স্ট্যাটাস যদি সুন্দর না হয় তাহলে পোস্টটা আপনার সাথে মানাবে না। চলুন এবার আমরা সুন্দর সুন্দর স্ট্যাটাস জানি।

1 বিশ্বস্ত বলতে পৃথিবীতে শুধুমাত্র নিজের ছায়া, যা কখনো বিশ্বাসঘাতকতা করে না...!😌

2 -অহং'কার মুক্ত বিনয়ী মানুষ'
-স্র'ষ্টা এবং সৃ'ষ্টির সবার কাছেই প্রিয়'...!❤‍🩹

3 নিজ লক্ষে এগিয়ে যাও আল্লাহর উপরে ভরসা রেখে ইনশাআল্লাহ সফলতা আসবেই ....!💙🖤

4 •••মেনে নিলেই শান্তি,,
°°°মনে নিলেই অশান্তি!!!

5 জিবণ নামের ট্রেন একদিন...
মৃত্যু নামের স্টেশন এ থামবে.... 🙂

6 কারো মায়ায় জড়ানো খুব সহজ,
কিন্তু মায়া কাটানো বড্ড কঠিন..।🥺🫂💔

7 সব থেকে আনন্দের বিষয় হচ্ছে নিজেই নিজের মোন আর শরীর কে আঘাত করে পাগলের মতো হাসা.!

8 হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে অনেকে আমার থেকে মুক্তি পেয়ে যাবে আর আমিও মুক্তি পেয়ে যাবো এই মায়াবী পৃথিবী থেকে...!

🙂 9 হাজারো অ'শান্তির মাঝে, তুমি আমার একমাত্র শান্তির জায়গা...!!❤‍🩹

10 •𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡 𝐈 𝐚𝐦 𝐬𝐭𝐫𝐨𝐧𝐠 𝐛𝐞𝐜𝐚𝐮𝐬𝐞, 𝐈 𝐃𝐞𝐩𝐞𝐧𝐝 𝐨𝐟 𝐀𝐥𝐥𝐚𝐡......!!❤‍🩹

11 শূণ্যতা ঠিকই একদিন পূর্ণতা পাবে༎
শুধু থেকে যাবে পুরোনো স্মৃতি গুলো..❤‍🩹

12 তুমি ছাড়া সব জায়গা শূন্য লাগে.!
কারণ.............!

তুমি যে আমার সেই অজানা এক অনূভুতি.!
13 প্রসঙ্গ যখন তুমি !🌸
তখন অসম্ভব ভালোবাসি আমি..!🌸
14 সিনেমা কম করো প্রিয় চলো নাটক শুরু করি....! 🤧

15 তোমার চোখের মুগ্ধতায় আমার পরিপূর্ণ ভালোবাসা...!!🖤💖

16 তুমি আমার শহরে উত্তল বাতাস হয়ে এসো..!!
আমি তোমাকে ঝাপটে ধরে বুকের মাঝে আটকিয়ে নিবো..!!🙂❤‍🩹

17 অতীত ভুলো …!!
সবাই বলে…!!
তবে কিছু অতীত ভুলা অসম্ভব …!!

18 এসো আমার শহ'রে না বলা গল্পে'র অহে'তুক ভিড়ে !🌸

19 রঙিন হোও …!!❤‍🩹
তবে রং বদলাও না…!!❤‍🩹

20 নিজেই নিজের আপন,বাকি সব বিজ্ঞাপন! 😊

21 তারপর আমি যা ফেলে আসি, সেদিকে আর ফিরেও তাকাই না! 😊

22 মানুষ নিরাপদ যায়গায় বসে ভয় পেতে খুব ভালোবাসে!😊

23 জীবন নিখুঁত নয়, কিন্তু আমি আছি!😊

24 কোলাহল থেকে দূরে সরে" নিরবতা উপভোগ করার ইচ্ছেটা ক্রমশ বেড়ে যাচ্ছে! 😊
25 কিছু দুঃখ একান্ত ব্যক্তিগত 🖤

26 নকল মানুষ হওয়ার চেয়ে, খারাপ মানুষ হওয়া ভালো!😊
27 আমি মিশুক হই,আর মানুষ সস্তা ভাবে!😊

28 আশা যত কম,সুখ শান্তি তত বেশি!😊

29 যারা দূরে গেছে,তারা দূরেই থাকুক😊

30 মানুষ হইতে গেলেই ঝামেলা,🥀
অমানুষের কোন দুঃখ থাকে না!💔🙂

সুন্দর ফেসবুক স্ট্যাটাস

ফেসবুকের স্ট্যাটাস যত সুন্দর হবে দেখতে তারা তত ভালো লাগে। আপনার স্ট্যাটাসের উপরে আপনার চিন্তাভাবনাকে অনেক সময় বিচার করা হয়। বিশেষ করে আপনি স্ট্যাটাসের ক্ষেত্রে যত সুন্দর করবেন মানুষ আপনার ভিতরের বিষয়গুলোকে তত সুন্দরভাবে দেখবে। চলুন এবার আমরা সুন্দর সুন্দর স্ট্যাটাস জানি।

1 💔চারিদিকে আধার অশ্লীল কালো
স্রষ্টার কাছে মিনতি দেখাও একটু আলো!🙂💔

2 বিষন্নতা আর শূন্যতা মিলিয়ে জীবন আজ অসম্ভব সুন্দর।

3 একটা তুমি সামনে আসলে, আমার অভিমানে'রা ও তোমায় ভালোবাসে!"🖤🌸

4 তোমাদেরকে ভালবেসে যদি আমি ব্যর্থ হই। তাহলে ব্যর্থই আমার ভালোবাসা 💔😔

5 বাকরুদ্ধ কয়েকটি প্রশ্নে
সঙ্গী কিছু নিঃসঙ্গতা!
জীবন সুন্দর!🌼

6 একা আয়নায়, ভুল বায়নায়,
মুখ দেখা যায় দুঃখী দ্রষ্টার
তবু দিনমান, ভুলে অভিমান,
হয় দেয়ালের সুখী পোস্টার!

7 বিক্ষত এই সময়ে
শান্ত অভিব্যক্তির আড়ালে
বেঁচে থাকে ভয়ের রাজ্য
অবচেতনায়🤝

8 কারো কোনো বিকল্প হয় না, আর আমগো তো বিকল্প হয় ই না!

9 সহজ সুন্দর

10 মৃত্যু তুমি মূল্যবান, সবার প্রধান রুজি
-মারজুক শাহ

11 ক্লান্ত প্রাণ চারিদিকে জীবন-মৃত্যু সমুদ্রের ফেনাময় সফেন

12 এখন ও দেখা মেলেনি,পারিচিত হতে পাড়িনি ভিনসেন্ট ভ্যান গগ এর খুনি পিস্তল, চাকুর সাথে

13 বৃষ্টির মাঝে নিজেকে শূন্য টাকার শেখ নোটের মতো ভিজাচ্ছি, ভিজছি আর স্বস্তি পাচ্ছি 
শান্তিও যদি সংক্রামক হতো..........

14 হৃদয় গভীরে, অবাক দৃষ্টিতে থমকে দাড়িয়েছে মহাকাল এখানে 🖤

15 লাইফের সবচেয়ে বড় ব্যর্থতা নিজের পটেনশিয়াল কে মিট করতে না পারা!

16 পুরো দিন সবার সাথে হেসেই কাটাই,কিন্তু নিজের সাথে দেখা হয় মধ্যরাতে।😅💔

17 পরিচিত "পারফিউম "
এর ঘ্রাণ মানুষকে অতীতে নিয়ে যায়❤😊🥀

18 কল্পনায় কোন দুঃখী মানুষ নাই...!!🙂

19 সংক্ষিপ্ত জীবন ;
তবুও কত কাহিনী 🙂

20 খারাপ সময় হল এক ধরনের ধৈর্য পরীক্ষা,কখনো হাল ছাড়বে না, হাল ছেড়ে দিলে তোমার নিয়তি তোমাকে ছেড়ে দিবে।

21 হাসি জিনিসটা সত্যি খুব অদ্ভুত!
হাজারো দুঃখ লুকানোর জন্য
একটা মিষ্টি হাসি যথেষ্ট!😊😊

22 যে সূর্য ডুবে গেছে,
আগামীকাল সে আবার উঠবে।
শুধু থেকে যাবে আজ রাতের অন্ধকার।

23 অপেক্ষা করো, বিশ্বাস রাখো , ধৈর্য ধরো
শেষটা সুন্দর হবে ইনশাআল্লাহ!🖤🌸☺

24 কি যে মায়া লাগে আমার........
নিজের জন্য......আহারে......😅😅

25 বন্ধু শব্দটা ছোটো কিন্তু এর অর্থ অনেক বড়ো ,…..
যা বোঝার ক্ষমতা সবার থাকেনা 🙂🙂😊

26  আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে🥲
তুমি সেই পূণতা আমার অনুভবে😅😅

27 আমার গানের শব্দ সুরের অন্তরালে ☺
তোমায় আঁকি কান্না চেপে,
মহাকালের ক্লান্ত পথে☺

28 তোমার জন্য পথ হারিয়ে অজানায়
তবু তোমার লেখায় কথায়,
ফেরে ক্লান্ত আমার অলস সময় ☺
কত স্মৃতি অন্ধকারময় । 🙃☺

29 আমি প্রচন্ড ব্যর্থ মানুষ,
আমি এতই ব্যর্থ যে,
ব্যর্থতাই সফলতা আমার😅😊

30 পথহারা সত্য মিথ্যের মিছিলে
বাক্সবন্দী বিবেক পড়ে থাকে🙃

স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস

অনেকে আছেন যারা একটু স্টাইলেশ ফেসবুক স্ট্যাটাস ব্যবহার করে থাকে stylish facebook status দেখতে ভালো লাগে কারণ সেই লেখাগুলোর মধ্যে এক ধরনের স্টাইল থাকে যার কারণে লেখাগুলো আরো বেশি স্টাইল সম্পন্ন এবং স্ট্যাটাসটা আরো বেশি সম্পন্ন হয়ে যায়।

1 মনুষ্যত্বই মানুষের আসল পারফিউম যার সুঘ্রাণ মৃত্যুর পরেও থেকে যায়

27 অধিকাংশ ক্ষেত্রেই যিনি আপনার বেস্টফ্রেন্ড'!
আপনি তার বেস্টফ্রেন্ড না!'💔
নাম মাত্র সম্পর্কে আর আমি বিশ্বাসী নই

2 যখন যে পাশে থাকবে সেই আমার শুভাকাঙ্ক্ষী হোক সুসময় বা দুঃসময় পাশে তো ছিলো
কিছু মানুষের কাছে পৃথিবীর সব চেয়ে সুন্দর জিনিস হচ্ছে ফুল🌸🥺
ফুলকে গুরুত্ব না দিলে সৌন্দর্যকে অপমান করা হয়

3 এতো আর্তনাদ, এতো দুশ্চিন্তা, এতো আক্ষেপ, এতো অভিমান,এই দম আটকে থাকা গল্পের মাঝে জীবনটা থমকে গেছে 🙂

তবুও আলহামদুলিল্লাহ মনে হয় ভালোই আছি🙂🙂

5 যে হাজার ব্যস্ততা,থাকা সত্বেও আপনাকে কখনো ব্যস্ততা দেখায় নি, সে মানুষ'টা আপনার হোক!'🖤

6 🌸If I Die Don't. Cry
 
Just Look AT Tha Sky And Sey

Goodbye🖐

7 জীবনের একটা সময় যখন বুঝবেন কেউ আপনাকে বুঝলোনা তখন বুঝবেন কোথাও কেউ নেই!!🫠

28 👉👉সময়কে সময় দিন👇👇
...................... 🙃🙃 তাহলে দেখবেন 🙃🙃
😏😏একদিন সব ঠিক হয়ে গেছে 🤨🤨 

8 I can't stop being 🤟 awesome. It's in my blood.🫤🌸

9 🌸“জীবন যদি ভবিষ্যদ্বাণীমূলক হতো তাহলে এটি জীবন থাকতো না, এবং স্বাদ ছাড়াই হয়ে যেত।”🤟

29 🔐‘যদি তুমি এমন কিছু পেতে চাও, যা তোমার কখনো ছিল না, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে, যা তুমি কখনো করো নি।’👾🕳 

10 ................................অবহেলায়......................
......................লােহাতেও মরচে পরে...............
................................আর.........................,.....
......... আমরা তাে রক্তমাংসের মানুষ মাত্র........

11 - কেউ প্রকাশ করে, আর কেউ হাসির মাধ্যমে আড়াল করে.!🙃💔
অসম্ভব বিষন্নতা!🖤🌸 

12 __তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়,
£তেমনি🧐
বিপদে পরলেও আপনজনের মূল্য বোঝা যায়।’

13 --এক প্রহর আনন্দে কাটলে🥳
--এক ঋতু কেটে যায় বিষন্নতায় 🥹💔

14 😶সরলতা হল সবচেয়ে মূল্যবান পরিবর্তিত সংস্করণ™ 

15 ~💞হাসিটা public 🤗🤗
~😌অনুভূতিগুলো friends..🥰🥰
~😔আর কষ্টগুলো 💔 only me
💔🥀

16 ছোট্ট একটা জীবন।তাও কতো না পাওয়ার আ'ক্ষেপ।মাঝে মাঝে মনে হয় জীবন বড়ই সুন্দর আবার মাঝে মাঝে মনে হয়,এমন জীবন কেনো দিলো সৃষ্টিকর্তা?
তার পরেও মানুষ আশায় বাঁচে।সত্যি জীবন অদ্ভুত রকমের সুন্দর।❤ 

17 আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ,
পথে পথে পড়ে আছে জুই ফুল
আমরা হয়তো এসবের নই কিছু
তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল🖤

18 যে মানুষগুলোর হাতে পায়ে ধরে ভালোবাসা ভিক্ষা চেয়ে নিতে হয়, সেই মানুষগুলো কখনোই আমাদের আপন মানুষ নয়...😊
তুমি এমন ধীরে এসো,
যাতে মুখোমুখি হলেই আমার আয়ু শেষ হয়।
তোমার চলে যাওয়া দেখতে না হয়😊🥀

26 কখনো দুঃখ ভালোবাসি নাই মানুষকে ভালোবাসছি,
অথচ আজীবন মানুষ নয়,দুঃখই সঙ্গ দিল...🙂 
জীবনে কিছু মুহূর্ত থাকে যা
কখনো ভোলা যায় না।
🙃🙃🙃🙃

19আপনি যদি সমালোচনা হজম না করতে পারেন, তাহলে আপনি নেতা হওয়ার যোগ্য না

 20~শিকল আমি নাই বা হলাম ,না-ই বা কাটলাম ডানা, আমি পাখি রঙহীন বলে🖤
রঙীন পাখির কী উড়তে মানা"!~

25 আমি এমন এক পর্যায়ে আছি যেখানে আমি আমার মত থাকতে পছন্দ করি, আমার জগৎ ছোট, কিন্তু সেটা সুন্দর। আমি নিজেকে গোপন রাখি নিজের ভেতর, কাউকে নিজ থেকে আগ বাড়িয়ে জানার ইচ্ছে হয় না আমার।

কে আমাকে সুন্দর বলল, কে আমাকে কুৎসিত বলল, কে আমাকে খারাপ বলল, কে আমাকে ভালো বলল, আমি এসবের তোয়াক্কা করি না। আমি আমার নিজের দিকে তাকিয়ে মুগ্ধ হই বার বার, আমি আমার নিজের ত্রুটিগুলোকে খুঁজে বের করি, এবং শুধরে নেওয়ার চেষ্টা করি।

এখন কেউ জীবন থেকে চলে যেতে চাইলে তাকে সাদুবাদ জানিয়ে সম্মানের সহিত যেতে দিচ্ছি এই ভেবে যে- কোনকিছু চিরস্থায়ী না। আমাকে যারা ভালোবাসে তারা ছাড়া কেউ আমার সাথে থাকবেনা এটাই তো নিয়ম, ওতে দুঃখ পাওয়ার, বা আশ্চর্য হওয়ার কিছু নেই। 

21কি ভাবতেছেন সব কিছু শেষ হয়ে গেছে?সব রাস্তা বন্ধ হয়ে গেছে?আপনার পাশে কেউ নাই ? যখন জীবনে চলার পথে সব রাস্তা বন্ধ হয়ে যায়! তখনই আল্লাহ তাআলা উনার রাস্তা খুলে দেন। হতাশ হওয়ার কিচ্ছু নাই ! এমনকি আল্লাহ যে রাস্তা খুলে দিবেন, সেটা সবচাইতে উত্তম রাস্তা!চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে ! ইনশাআল্লাহ 💙

22---পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো ফুল🌸
--ফুলের সৌন্দর্যের কোনো ক্যাপশন হয় না
---ফুলের ক্যাপশন তার নিজের সৌন্দর্য..🥰
---ফুল সবসময়ই শুধু সুগন্ধিই ছড়ায় না😍
--- মাঝে মাঝে কিছু সুন্দর মুহূর্তও দিয়ে যায়.. 🫶

23 জীবনে কত বিষাক্ত সাপ নিয়া ঘুরতাছি,রাসেল ভাইপার তো কিছুই না🐍

24 আমার বন্ধুর অভাব নেই! তবে কারো খবর না নিলে, কেউ আমার খবর নেয় না শুধু এটুকুই! 😊

শেষ কথা

এখানে সুন্দর সুন্দর এবং স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস দেয়া হয়েছে আপনি এসব স্ট্যাটাস ব্যবহার করলে সবাই আপনাকে অনেক বেশি স্মার্ট এবং কুল নাইন্দের কারণ প্রত্যেক স্ট্যাটাস অনেক ভেবেচিন্তা করে লেখা হয়েছে যাতে করে আপনাকে মানুষের সামনে স্মার্ট প্রমাণ করা

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url