জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম 2024

প্রিয় পাঠক আপনি কি জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
নগদ একাউন্ট খোলার নিয়ম
এছাড়া আপনি এই পোষ্টের মধ্যে পাবেন নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।

ভূমিকা

আপনি যদি নগদ একাউন্ট এর সুবিধা নিতে চান বা লেনদেন করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেখানে সর্বপ্রথম একটি একাউন্ট খুলতে হবে। যদি আপনার নগদে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সেখান থেকে নগদের সুবিধা বা সেবা নিতে পারবেন না। যেকোনো বয়সের মানুষ নগদ একাউন্ট খুলতে পারবে।


নগদ এমন একটি ব্যাংকিং মাধ্যম যা প্রত্যেক বয়সের মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে।

জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম

নগর যেহেতু প্রত্যেক বয়সের মানুষের জন্য নগদ একাউন্ট খোলার অনুমতি দিয়েছে তাই আপনার যদি এনআইডি কার্ড না থাকে তারপরও নগদ একাউন্ট খোলা নিয়ে কোন রকমের চিন্তিত হওয়ার কারণ নেই। জন্ম নিবন্ধন সনদ দিয়েও নগদ একাউন্ট খুলতে পারবেন। যেসব ছেলেমেয়েদের বয়স 18 বছরের উপরে হয়নি তাদের এনআইডি কার্ড হয় না।

বর্তমানে প্রাইমারি স্কুলে ছেলে মেয়েদেরকে নগদের মাধ্যমে টাকা প্রদান করা হয়ে থাকে। সেইসব বাচ্চাদের টাকা নিতে হলে নগদ একাউন্টের প্রয়োজন হয়। আপনি চাইলে এখন সেই বাচ্চার জন্ম সনদ দিয়েও নগদ একাউন্ট খুলতে পারবেন। চলুন এবার আমরা জন্ম নিবন্ধন সনদ দিয়ে কিভাবে একাউন্ট খুলতে হয় তা জানি।


জন্ম নিবন্ধন দিয়ে দুইভাবে একাউন্ট খুলতে পারবেন। আপনি চাইলে বোতাম ফোনেও খুলতে পারবেন অথবা এপ্স দিয়েও খুলতে পারবেন। চলুন প্রথমে আমরা জানি কিভাবে বোতাম ফোনে জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খুলতে হয়।
  • প্রথমে আপনাকে ডায়াল করতে হবে *167# এটা লিখে ডায়াল করলে আপনার সামনে এমন একটি পেজ আসবে।
  • এখানে আপনাকে প্রথমে এখানে পিন সেভ করতে হবে পিন চার সংখ্যার হতে হবে। চার সংখ্যার পিন দেওয়ার পর ওকে করতে হবে।
  • এরপর আপনার সামনে আরেকটি পেজ আসবে সেখানে আবারও পূর্বের পেজের দেওয়া সেম পিন দিতে হবে।
  • এভাবে পিন দেয়া হলে আপনার সামনে আরেকটি নতুন পেজ আসবে সেখানে আপনি জন্ম নিবন্ধনের নাম্বার দিয়ে দিবেন তাহলে আপনার নগদ একাউন্ট জন্ম সনদের মাধ্যমে খোলা হয়ে যাবে।
চলুন এবার আমরা জানি অ্যাপসের মাধ্যমে কিভাবে জন্ম সনদ দিয়ে নগদ একাউন্ট খুলবেন। জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খুলতে হলে অবশ্য আপনার জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল হতে হবে অর্থাৎ ইংরেজি বাংলা উভয়তেই থাকতে হবে।
  • সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি ডাউনলোড করতে হবে।
  • নগদ অ্যাপ ডাউনলোড করার পরে অ্যাপস এর ভিতরে গিয়ে একাউন্ট খুলুন এ লেখার উপরে ক্লিক করবেন।
  • এরপর আপনার সামনে আরেকটি পেজ আসবে সেখানে দুইটি অপশন থাকবে একটি হচ্ছে রেগুলার এবং আরেকটি থাকবে ইসলামিক। আপনি এখানে রেগুলার অপশনে ক্লিক করবেন।
  • এরপর পরবর্তীতে ক্লিক করলে আপনার সামনে আরেকটি পেজ আসবে। সেখানে মূলত অপশন থাকবে আপনি চাইলে সেখানে এনআইডি কার্ড বা পাসপোর্ট অথবা জন্ম সনদের নাম্বার দিতে পারবে।
  • যারা জন্ম সনদ দিয়ে এখানে একাউন্ট খুলবে তারা জন্ম সনদের ছবি দিবে। উপর পৃষ্ঠা ছবি দেয়া হলে পরের পৃষ্ঠার ইংরেজিতে লেখা রয়েছে সেই পাশের ছবি দিতে হবে।
  • ছবি দেওয়া হলে আপনি পরবর্তী বা ক্লিক করবেন। সেখানে আপনার লিঙ্গ সিলেক্ট করতে বলবে। আপনি ছেলে নাকি মেয়ে সেটা নির্ধারণ করে দিবেন।
  • এরপর আপনার ছবি অথবা সেলফি চাইবে। সেখানে যার জন্ম সনদ দিয়ে একাউন্ট খুলছেন তার সেলফি দিয়ে দিবেন।
  • এরপর আপনার সামনে আরেকটি নতুন পেজ আসবে সেখানে আপনাকে পিন অর্থাৎ পাসওয়ার্ড সেট করতে বলবে। চার সংখ্যার একটা পিন সেখানে বসিয়ে কনফার্ম করলে আপনার একাউন্ট হয়ে যাবে।
আপনি এভাবে করলেই ঘরে বসেই নিজে জন্ম সনদ দিয়ে একাউন্ট খুলতে পারবেন। আপনি যদি এজেন্ট এর কাছে গিয়ে জন্ম সনদে একাউন্ট খুলতে চান তাহলে আপনার প্রয়োজন হবে
  • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • জন্ম নিবন্ধন কার্ড
  • একটি সচল সিম
  • মোবাইল
আরেকটা বিষয় আপনার মনে রাখা জরুরি তা হচ্ছে পিন নাম্বার কখনোই কাউকে বলবেন না। অবশ্যই পিনকে সবসময় মনে রাখবেন এবং মানুষের কাছে শেয়ার করা থেকে বিরত থাকবেন।

নগদ একাউন্ট খোলার নিয়ম

নগদ একাউন্ট খোলার তিনটি উপায় রয়েছে। আপনি তিনটি উপায়ের যেকোনো একটি উপায়ে নগদ একাউন্ট খুলতে পারবেন। উপায় তিনটি হচ্ছে
  • নগদ অ্যাপস এর মাধ্যমে।
  • নগদ কাস্টমার কেয়ারে গিয়ে।
  • *167# ডায়াল করার মাধ্যমে।
নগদ একাউন্ট খুলতে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টের প্রয়োজন সেই। ডকুমেন্টগুলো হচ্ছে
  • একটি মোবাইল।
  • একটি নিবন্ধিত সচল সিম।
  • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • গ্রাহকের ভোটার আইডি কার্ড।

*167# কোড ডায়াল করে নগদ একাউন্ট খোলার নিয়ম

যারা এপ্স বা কাস্টমার কেয়ারের ঝামেলায় পড়তে না চান তাদের জন্য এটি সহজ উপায়।
  • নগদ একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে ফোনের ডায়াল প্যাডে যেতে হবে।
  • এরপর এ *167# কোডটি তুলে ডায়াল করবেন।
  • এই কোড ডায়াল করার পরে আপনার সামনে একটি পেজ আসবে। সেখানে আপনাকে ৪ সংখ্যার পিন দিতে হবে। এরপর তিন বসিয়ে সেন্ড করতে হবে।
  • তারপর আপনার সামনে আরেকটি পেজ আসবে সেখানেও পূর্বের পেজে যেই পিন দিয়েছেন একই পিন দিতে হবে। দুইবার পিন দেওয়ার কারণ হচ্ছে আপনি যেই পিন দিচ্ছেন সেই পিন দেয়ার ক্ষেত্রে শতভাগ নিশ্চিত কিনা সেটা যাচাই করে নেয়।

পিন অবশ্যই চার সংখ্যার হতে হবে চার সংখ্যার নিচে পিন হওয়া যাবে না। আপনি দুইবার দিলেই আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে। পরবর্তীতে তারা আপনার সেই নাম্বারে একটি মেসেজ পাঠিয়ে জানিয়ে দিবেন। এভাবে একাউন্ট খুললে কোনরকম ছবি বা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার ঝামেলা নেই।

অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম

আপনি অ্যাপের মাধ্যমেও নগদ একাউন্ট খুলতে পারবেন। এপস এর মাধ্যমে নগদ খোলার জন্য কিছু ধাপ রয়েছে । নিচে ধাপগুলো বলা হলো
  • অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটি ডাউনলোড করতে হবে।
  • এরপর নগদ অ্যাবসে যাওয়ার পরে একাউন্ট খুলুন এই লেখার উপরে ক্লিক করবেন।
  • এরপর পরবর্তী ক্লিক করলে আপনার সামনে আরেকটি পেজ আসবে। সেখানে যে নাম্বার দিয়ে নগদ একাউন্ট খুলবেন সেই নাম্বার দিতে বলবে।
  • আপনি সেই নাম্বার দিয়ে পরবর্তী লেখার উপরে ক্লিক করলে আপনাকে সেই সিমটি কোন কোন অপারেটর সেটা সিলেক্ট করতে হবে। গ্রামীণ হলে গ্রামীন রবি হলে রবি বা বাংলালিংক হলে banglalink; সিলেক্ট করার পরে পরবর্তীতে ক্লিক করবেন।
  • এরপর আপনার সামনে আরেকটি পেজ আসবে সেখানে আপনার এনআইডি কার্ডের ছবি দিতে হবে। প্রথমে এনআইডি কার্ডের উপরের পৃষ্ঠার ছবি এবং তার নিচে এনআইডি কার্ডের পিছনে ছবি দিবেন। ছবি দেয়া হয়ে গেলে পরবর্তী ক্লিক করবেন।
  • তারপর আপনার সামনে আরেকটি পেজ আসবে সেখানে আপনার সকল তথ্য লেখা থাকবে। যদি সেখানে কোন ভুল তথ্য দেখতে পান তাহলে তার সঠিকভাবে লিখে দেবেন।
  • এরপর পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার সামনে আরেকটি পেজ আসবে সেখানে আপনার লিঙ্গ সিলেক্ট করতে অর্থাৎ আপনি ছেলে নাকি মেয়ে সেটা সিলেক্ট করবেন এবং আপনার একাউন্টে রেগুলার নাকি ইসলামিক তা সিলেক্ট করবেন।
  • তারপর পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার সামনে আরেকটি পেজ আসবে সেখানে আপনার সেলফি তুলতে হবে। যার এনআইডি তাদের ছবি দিয়েছেন এখন তারই সেলফি তুলতে হবে। সেলফি তোলার সময় অবশ্যই আলোকিত জায়গায় তুলবেন যাতে চেহারা স্পষ্ট ভাবে আসে। সেলফি তোলা হয়ে গেলে এরপর আপনি পরবর্তীতে ক্লিক করবেন।
  • তারপর আপনার সামনে আরেকটি পেজ আসবে সেখানে আপনি চার সংখ্যার পিন কোড দিতে হবে সেই পিন কোড দিয়ে পরবর্তীতে ক্লিক করলেই দিলে আপনার নগদ একাউন্ট খোলা হয়ে যাবে।
এপসে একাউন্ট খোলা একেবারে সহজ। আপনি এই উপায়ে ধারাবাহিকভাবে লক্ষ্য করলে নিমেষের মধ্যেই নগদ একাউন্ট খুলে ফেলতে পারবেন।

কাস্টমার কেয়ারে নগদ একাউন্ট খোলার উপায়

আপনার যদি নিজে একাউন্ট খোলার ঝামেলায় পড়তে না চান তাহলে আপনার জন্য সহজ উপায় হবে আশেপাশের কোন কাস্টমার কেয়ারে যাওয়া। বাংলাদেশের প্রতিটি জেলাতেই নগদের কাস্টমার কেয়ার রয়েছে। আপনি সেখানে গেলেই তারা নিজ দায়িত্বে আপনার নাম্বারে নগদ একাউন্ট খুলে দেবে। কাস্টমার কেয়ারে নগদ একাউন্ট খোলার জন্য কিছু জরুরি।


যেসব ডকুমেন্ট দরকার সে ডকুমেন্টগুলো হচ্ছে
  • ভোটার আইডি কার্ড
  • পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
  • নিবন্ধিত সচল সিম
  • একটি মোবাইল
এ কয়েকটি কমেন্ট থাকলে আপনি কাস্টমার কেয়ারে গেলেই তারা আপনার সিমে নগদ একাউন্ট খুলে দেবে। কাস্টমার কেয়ারে গিয়ে নগদ একাউন্ট খোলার পরে ৫০ টাকা ক্যাশ ইন করলেই আপনার নগদ একাউন্ট একটিভ হয়ে যাবে।

নগদ একাউন্ট সম্পর্কিত মানুষের প্রশ্নের উত্তর

প্রশ্ন :: নগদ একাউন্ট কিভাবে চেক করতে হয়?

নগদ একাউন্ট চেক করার জন্য আপনাকে আপনার ফোনে ডায়াল প্যাডে গিয়ে *167# লিখে ডায়াল করতে হবে। এরপর আপনার সামনে একটি পেজ আসবে সেখানে ৭ নাম্বার অপশনে ক্লিক করতে হবে। সাত নম্বর অপশনের নাম হচ্ছে my nogod এরপর ওকে করলে আপনার সামনে আরেকটি পেয়ে যাবে।

সেখানে গিয়ে এক নাম্বার অপশন ক্লিক করবেন এরপর আপনি একাউন্ট খোলার সময় যে পিন দিয়েছেন সেটিং দিয়ে ওকে করবেন তাহলে আপনি আপনার নগদ একাউন্ট চেক করতে পারবেন।

প্রশ্ন :: নগদ এর কোড কি?

নগদ একাউন্ট চেক করা বা সব তথ্য জানার কোড হচ্ছে *167#

প্রশ্ন :: নগদ অ্যাপে টাকা পেতে কি ফি দিতে হয়?

নগদ অ্যাপ এ কারো থেকে টাকা নিতে যেটাকে ক্যাশ ইন বলা হয় সেটা করলে কোন রকমের চার্জ কাটা হবে না। নগদে ক্যাশ ইন ফ্রী।

প্রশ্ন :: নগদ ক্যাশ আউট খরচ কত?

অ্যাপস এর মাধ্যমে রেগুলার একাউন্ট থেকে ক্যাশ আউট করলে ১০০০ টাকায় ১২ টাকা ৫০ পয়সা খরচ নিবে। অ্যাপসের মাধ্যমে ইসলামিক একাউন্ট থেকে ক্যাশ আউট করলে ১০০০ টাকায় ১৫ টাকা নিবে। ফোনের ডালপ্যাড থেকে নগদের কোড ডায়াল করে ক্যাশ আউট করলে এক হাজার টাকায় ১৫ টাকা ক্যাশ আউট চার্জ। 

শেষ কথা

উপরে নগদ একাউন্ট খোলা যাবতীয় উপায় বলা হয়েছে। আপনি যেকোনো একটি উপায়ে নগদ একাউন্ট খুললেই আপনার সিমে নগদ একাউন্ট হয়ে যাবে। নগদ একাউন্টের অনেক সুবিধা রয়েছে। আপনার জন্য সবচেয়ে ভালো হবে নগদ একাউন্ট ব্যবহার করা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url