শুভ জন্মদিন মেসেজ- প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া- শুভ জন্মদিন শুভেচ্ছা

প্রিয় পাঠক আপনি কি শুভ জন্মদিন মেসেজ জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে শুভ জন্মদিন মেসেজ এবং প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া সম্পর্কে বলব।
শুভ জন্মদিন মেসেজ
এছাড়াও আপনি পোষ্টের মধ্যে পাবেন শুভ জন্মদিন প্রিয় এবং ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় ও শুভ জন্মদিন শুভেচ্ছা সম্পর্কে। তাই কথা না বাড়িয়ে পোষ্টের দিকে আগানো যাক।

ভূমিকা

কারো জন্মদিনে তাকে শুভেচ্ছা জানানো উচিত এতে করে সে অনেক বেশি খুশি হয়। জন্মদিন যে কারো হতে পারে বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন প্রিয় মানুষ সকলেরই জন্মদিন আসে। জন্মদিনের দিনকে বিশেষভাবে সাজিয়ে তুললে সকলেই অনেক বেশি খুশি হয়। তার মাধ্যমে শুভেচ্ছা জানানোর মাধ্যমে এসব কাজগুলো করলে জন্মদিনের দিন আরো বেশি সুন্দর হয়।

শুভ জন্মদিন প্রিয়

প্রিয় মানুষকে জন্ম নিয়ে শুভেচ্ছা জানানো উচিত তাহলে সম্পর্ক অনেক সুন্দর হয় কারণ এইসব বিষয়গুলো যদি আপনি গুরুত্ব না দেন তাহলে সেভাবে সম্পর্কের উপর এবং তার উপরে আপনার কোন গুরুত্ব নাই।
  • আজকে তোমার জন্মদিন জীবনটা হোক রঙ্গিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনদিন, শুভ হোক তোমার জন্মদিন। শুভ জন্মদিন।
  • আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি যিনি তোমাকে আমাদের প্রিয়জন হিসেবে পাঠিয়েছেন তিনি যেন তোমাকে একজন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন।
  • আজকে তোমার জন্মদিন,আর এই বিশেষ দিনে আমার তরফ থেকে তোমাকে অনেক ভালবাসা ও প্রচুর শুভেচ্ছা জানাচ্ছি।
  • আজকে তোমার জন্মদিন,আর এই বিশেষ দিনে আমার তরফ থেকে তোমাকে অনেক ভালবাসা ও প্রচুর শুভেচ্ছা জানাচ্ছি।
  • আল্লাহর আশীর্বাদ তোমার দিন কাটুক নতুন নতুন সুখের আতিশয্য,আর তোমার চারপাশে ছড়িয়ে থাকুক খুশির আভাস।শুভ জন্মদিন।
  • আজকের এই শুভদিনে শুভক্ষণে সারা পৃথিবী যেন সুশোভিত হয়ে সাজানো রয়েছে কারণ আজকে তোমার জন্মদিন জন্মদিনের অনেক শুভেচ্ছা ,শুভ জন্মদিন।
  • প্রিয় তুমি আমার স্বপ্নে থাকে সেই মানুষ যাকে আমি সবসময় চাইতাম তুমি আমার জীবনের অনেক বড় একটি পাওয়া আমি কখনোই তোমাকে হারাতে চাই না জন্মদিনের শুভেচ্ছা নিও,শুভ জন্মদিন প্রিয়।
  • আমি বারবার মুগ্ধ হয়ে যাই তোমার ওই সহজ সরল আচরণে আমার উদাসী করে দে তোমার ভালোবাসা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নতুন করে বারবার তোমার প্রেমে পড়তে চাই, শুভ জন্মদিন প্রিয়।
  • আমার জীবনে তুমি আসার পর থেকে জীবনের সমস্ত ধুলো পরিষ্কার হয়ে গেছে আমার অন্ধকার জীবনে এনেছো আলো আমার জীবনকে করে দিয়েছো মধুময় এবং রঙিন প্রিয়, শুভ জন্মদিন।
  • আমি চাই আমার জীবন তোমার আলোয় রঙিন হোক এবং আমি চাই জীবনের সমস্ত ইচ্ছা গুলো পূরণ করি তোমার জীবন কেন যেন আমি রঙিন করে দিতে পারি তোমার জীবনের সর্বোচ্চ সফলতা কামনা করি, শুভ জন্মদিন প্রিয়।
  • আজকের এই শুভদিনে শুভক্ষণে সারা পৃথিবী যেন সুশোভিত হয়ে সাজানো রয়েছে কারণ আজকে তোমার জন্মদিন জন্মদিনের অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন প্রিয়তমা।
  • আজকের এই শুভদিনে শুভক্ষণে সারা পৃথিবী যেন সুশোভিত হয়ে সাজানো রয়েছে কারণ আজকে তোমার জন্মদিন জন্মদিনের অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন।
  • তোমার ঐ নিষ্পাপ মুখের হাসি আমি অনেক ভালোবাসি আমি চাই সব সময় তুমি হাসিখুশি থাকো সবসময় তুমি আমার পাশেই থাকো এবং সারাটা জীবন আমাকে ভালোবাসো। শুভ জন্মদিন প্রিয়।
  • শুভ শুভ শুভদিন আজ তোমার জন্মদিন,শুভ হোক পথচলা,অটুট হোক কথাবলা,শুভ হোক তোমার প্রতিমুহূর্ত আর প্রতিদিন,শুভ জন্মদিন।
  • সমুদ্রের গভির থেকে নয়,নিলীমার নীল থেকে নয়, সাগরের জল থেকে নয়,অন্তরের গভীর থেকে বলছি শুভ জন্মদিন।
  • আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আপনি সদা খুশি থাকুন এবং আল্লাহর বরকত, রহমত, সন্তুষ্টি এবং আনন্দ আপনার জীবনে বইতে থাকুক। শুভ জন্মদিন।
  • হে আল্লাহর বান্দা! জন্মদিনে তোমায় জানাই হাজারো সুখের অভিবাদন। ভালো থেকো প্রতিটি ক্ষণে এইটায় শুধু আশা। জন্মদিনে নিও আমার, অনন্ত ভালোবাসা। শুভ জন্মদিন।

শুভ জন্মদিন মেসেজ

জন্মদিনের দিন সর্বপ্রথম কাজ হবে যার জন্মদিন তাকে শুভেচ্ছা জানানো। শুভেচ্ছা জানানোর জন্য শুভেচ্ছা মূলক মেসেজের প্রয়োজন হয়। যদি আপনি তাকে সুন্দরভাবে শুভেচ্ছা জানাতে পারেন তাহলে সে অনেক বেশি খুশি হবে।

  • এলো খুশির শুভদিন,আজ তোমার জন্মদিন, সর্বদা থাকে যেনো তোমার মন, এমনি আনন্দে lরঙিন।শুভ জন্মদিন।
  • সমুদ্রের গভীর থেকে নয়, নিলীমার নীল থেকে নয়, সাগরের জল থেকে নয়, অন্তরের গভীর থেকে বলছি তোমায়। শুভ জন্মদিন।
  • তুই আমার সেই বন্ধু যে মুখ দেখেইবলতে পারিস মনের খব। আসলেই তোকে ছাড়া আম জীবনে চলতে পারবো না সারা জীবন এভাবে পাশে থাকিস।শুভ জন্মদিন বন্ধু।
  • অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও,মন দাও বর্তমানের দিকে। সাজাও সুন্দর সুন্দর পরিকল্পনা, সফলতা পদচুম্বন করুক তোমাকে। আনন্দের জোয়ার আসুক তোমার জীবনে, জন্মদিনের শুভেচ্ছা প্রিয়, তোমাকে। শুভ জন্মদিন।
  • তুই আমার সেই বন্ধু যে মুখ দেখেই বলতে পারিস মনের খবর। আসলেই তোকে ছাড়া আমার জীবন অচল। সারাজীবন এভাবেই পাশে থাকিস। শুভ জন্মদিন বন্ধু।
  • শুভ রজনী শুভ দিন,সামনে আসছে তোমার জন্মদিন, জন্মদিনে কি বা দেবো তোমায়, এক তোড়া গোলাপ ফুল আর এক বুক ভালোবাসা ছাড়া কিছুই নেই যে আমার । শুভ জন্মদিন।
  • বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ । তোমার জন্য সূর্য হাসছে, গাছেরা নাচছে, পাখিরা গান গাইছে, কারন আমি সবাইকে বলেছি শুভেচ্ছা জানাতে । শুভ জন্মদিন।
  • জন্মদিনে কি বা দিবো তোমায় উপহার ?বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার । শুভ জন্মদিন।
  • বাড়লো আরেকটা বছর তোমার জীবনের সাথে, এগিয়ে যাও সন্মানের সাথে, আনন্দের সাথে আরো দূরে । ইচ্ছে হোক তোমার পুরন । শান্তি থাকুক তোমার প্রানে । ভালবাসুক সবাই তোমার এই জন্মদিন থেকে । শুভ জন্মদিন।
  • মিষ্টি সোনা ছোট্ট পরী আজ তোমার জন্মদিন। বড় হয়ে তুমি শুধাবে আমার সকল ঋণ ভালোবাসায় সিক্ত করে তোমায় করছি বড় বৃদ্ধকালে তুমি আমায় দেবে সুখের আলো। শুভ জন্মদিন।
  • A ফর আমি B ফর বলতে C ফর চাই D ফর দারুণ E ফর একটা F ফর ফাটাফাটি G ফর গোপন কথা : : : H ফর হ্যাপি বার্থডে।
  • আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি কারন এই স্পেশিয়াল দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে। শুভ জন্মদিন।
  • সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্মদিন হোক উজ্জ্বল, জন্মদিনের আন্তরিক অভিনন্দন।
  • জীবনের এই সুন্দর দিনটা পরিবার ও বন্ধু -বান্ধব,প্রিয়জনদের সাথে মজা করে কাটাও। জন্মদিনের শুভেচ্ছা নিও।
  • এই বিশেষ দিনে ঈশ্বর তোমায় আনন্দ এবং চিরন্তন সুখ দান করুক। তুমি নিজেই একটি উপহার, সবকিছুর সেরা প্রাপ্য। শুভ জন্মদিন।
  • সারাজীবন যেন আমি তোর বন্ধু হয়ে পাশে থাকতে পারি। আজকের দিনটা অনেক মজায় উপভোগ করে কাটা। খুব ভালো থাকিস। শুভ জন্মদিন।
  • জন্মদিন একটি নতুন বছরের মতো এবং আপনার জন্য আমার সুখ পূর্ণ একটি দুর্দান্ত বছর কামনা রইল। শুভ জন্মদিন বন্ধু।
  • জীবনে বয়স গুরুত্বপূর্ণ নয়, জীবনে গুরুত্বপূর্ণ বেঁচে থাকা। তাই যখন জন্মদিন আসে তখন সেই বছরের জন্য কৃতজ্ঞ হন। শুভ জন্মদিন ডিয়ার।
  • আমি আশা করি আপনার সব ইচ্ছা পূরণ হবে। শুভ জন্মদিন বন্ধু।
  • হ্যাপি বার্থ ডে মাই গার্ল। আজকের এই দিনটা প্রচুর মজা এবং আনন্দের সঙ্গে উপভোগ কর। জীবনে সব খুশি যেন ভগবান তোমাকে দেয়। আমার জীবন ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সারাজীবন এইভাবেই আমার পাশে থেকো।

প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

সবার জীবনে একজন প্রিয় মানুষ থাকে বিশেষ করে বন্ধুবান্ধব বা অন্য কোন প্রিয় মানুষ থাকতেই পারে। জন্মদিনের দিন প্রিয় মানুষকে শুভেচ্ছা জানানো অনেক জরুরী তাছাড়া সম্পর্কের মধ্যে টানা পড়া পড়তে পারে।

  • জীবনে বয়স গুরুত্বপূর্ণ নয়,জীবনে গুরুত্বপূুর্ণ বেচে থাকা।তাই যখন জন্মদিন আসে তখন সেই বছরের জন্য কৃতঞ্জ হন।শুভ জন্মদিন ডিয়ার। আই লাভ ইউ।
  • আজকে তোমার জন্মদিন জীবনটা হোক রঙ্গিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনদিন, শুভ হোক তোমার জন্মদিন। শুভ জন্মদিন।
  • আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি যিনি তোমাকে আমাদের প্রিয়জন হিসেবে পাঠিয়েছেন তিনি যেন তোমাকে একজন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন।
  • তোমার জন্মদিন এর জীবনটা হোক সুন্দর। যেন না আসে দুঃখ কোনদিন। শুভ হোক তোমার প্রতিটি জন্মদিন।
  • আল্লাহ তোমাকে কুরআনের আলোকে জীবন চলার তৌফিক দান করুক। সেই সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। শুভ জন্মদিন প্রিয়।
  • আজকে আমার পৃথিবীর মধ্যে সবথেকে কাছের এবং পছন্দের মানুষের জন্মদিন আর এই জন্মদিনে তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া। সারা জীবন ভালো থাকুন এই আশাই করি।
  • আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে।
  • এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে। হ্যাপি বার্থডে।
  • জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই, আমার জানা সবচেয়ে সুন্দর মানুষটিকে, তোমার একটা হাঁসিতে আলোকিত হয় চারিদিক, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। শুভ জন্মদিন।
  • আজকের এই দিনটি স্মৃতির পাতায় পাতায় ফুটিয়ে তোলা উচিত কারণ, আমার প্রিয় মানুষটি আজকের এই দিনে পৃথিবীতে এসেছে। প্রিয় শুভ জন্মদিন।
  • আমার জীবনে তুমি আসার পর থেকে জীবনের সমস্ত ধুলো পরিষ্কার হয়ে গেছে। তুমি আমার অন্ধকার জীবনে এনেছো আলো, তাইতো আমি তোমায় বাসি এত ভালো। শুভ জন্মদিন প্রিয়।
  • প্রিয় আজকেই সেই দিন যে দিনটির জন্য আমি পুরো একটি বছর অপেক্ষা করে থাকি। কখন আসবে আজকের এই দিনটা আর আমি তোমাকে শুভেচ্ছা জানাবো সেটা ভাবি। শুভ জন্মদিন প্রিয়।
  • প্রিয়, আমি চাই তোমার জন্মদিনে তুমি অত্যন্ত খুশি হো এবং আমার সাথে তোমার স্পেশাল দিনটি উপভোগ করো। তুমি আমার জীবনের সব কিছু।
  • আমার প্রিয়, জন্মদিনে তোমার জন্য সমস্ত ভালোবাসা ও শুভেচ্ছা! তুমি আমার জীবনের সব কিছু, আমি চাই তোমার জন্মদিন অসাধারণ হোক।
  • গত জীবনের সব দুঃখ, দুর্দশা ও গ্লানি ভুলে আগামির প্রতিটি দিন তোমার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও প্রশান্তি। তোমার জন্মদিনে এটাই প্রত্যাশা ও দোয়া করি। শুভ জন্মদিন।
  • মানুষের জীবনে ভুল হয়,ভুল আমিও তোমার কাছে করেছিলাম হয়তো। তুমি চাইলে তো আমাকে মাফ করে দিতে পারতে। আজকের এই দিনে একটা চাওয়া তোমার কাছে, ফিরে এসো হে প্রিয়সি ভীষণ ভালোবাসি আমি তোমাকে। জন্মদিনের অনেক অনেক শুভকামনা ও দোয়া।
  • এই দিনটি তোমার মতোই সুন্দর এবং তোমার হাসির মতোই রৌদ্রোউজ্জল হোক। শুভ জন্মদিন ভালোবাসা।

শুভ জন্মদিন শুভেচ্ছা

জন্মদিন আসলে অবশ্যই শুভেচ্ছা জানাতে হবে। যদি ঠিকভাবে শুভেচ্ছা না জানানো হয় তাহলে মন খারাপ করে এজন্য অবশ্যই যার জন্মদিন হবে সেদিন তাকে শুভেচ্ছা জানাবেন।

  • শুভ জন্মদিন! আমার আদরের কলিজার টুকরো। আজ তোমার জীবনের একটি বিশেষ দিন। সৃষ্টিকর্তার দেওয়া আমার জীবনের একটি সেরা উপহার ও শ্রেষ্ঠ সম্পদ তুমি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমার কোলে তোমাকে পাওয়ায়। সারাটা জীবন এভাবেই আদর করে আমার ছায়াতলে রাখতে চাই তোমায়। শুভ জন্মদিন।
  • আজ তোমার একটা বিশেষ দিন,দিনটা হয়ে উঠেছে রঙ্গিন। পাখিগুলো গাইছে গান ফুলেরা সাজিয়েছে বাগান। শুভ জন্মদিন প্রিয়।
  • এই জন্মদিনে তোমাকে কী গিফট করা যায় তা বসেবসে ভাবছিলাম। কিন্তু কিছুই মেলাতে পারিনি। পৃথিবীর কোনো কিছুই তোমার উপহারের যোগ্য না। কারণ, তুমি নিজেই পৃথিবীর জন্যে একটা উপহার। শুভ জন্মদিন প্রিয়তমা।
  • শুভ জন্মদিন বান্ধবী। আজকে কিন্তু তোর জন্মদিন উপলক্ষে মাখা মাখি হবে! আরে উল্টা পাল্টা ভাবিস না। কেক মাখা মাখি হবে, অন্য কিছু না।
  • সত্যিকারের বন্ধু হওয়ার যেসকল গুণ দরকার সবগুলোই ছিল তোমার মধ্যে,তাইতো তুমি আমার সবথেকে ভালো বান্ধবী জায়গাটা মনের ভিতর করে নিয়েছিলে খুব ভালোবাসি বান্ধবী তোমাকে ভালো থেকো শুভ জন্মদিন।
  • হ্যাপি বার্থডে টু ইউ প্রিয় ভাই। তুমি আমাদের সকলের আদরের। তাই আমি চাই তুমি জীবনে অনেক বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করো আর নিজেও সফল হও। কারণ তুমি সফল হলেই আমি নিজেকে সফল মনে করব। তাই সবসময়ই ভালো করে পড়াশোনা করতে হবে এবং লক্ষ্য নির্ধারণ করে ভবিষ্যৎ পথচলা শুরু করতে হবে। অনেক অনেক শুভকামনায় তোমার বড় ভাই।
  • আমি আপনাকে জানাতে চাই তুমি আমার জীবনে সবচেয়ে বড় শুভেচ্ছা। সমস্ত ভালোবাসা এবং সাপোর্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভ জন্মদিন প্রিয় ভাই।
  • আমাদের জীবনে ভিন্ন দিক আমাদের দূরে রাখছে ঠিকই কিন্তু ভালোবাসা ও বন্ধুত্ব আমাদের এক করে রাখছে। শুভ জন্মদিন প্রিয় বড় ভাই।
  • শুভ জন্মদিন প্রিয়, আজকের এই জন্মদিন আমি বারবার পালন করতে চাই।তোমাকে আরও শতশত বার জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই, সৃষ্টিকর্তা তোমাকে যেনো আমার পাশে শতশত বছর এভাবেই ভালোবাসার বাধনে বেঁধে রাখে।
  • শুভ জন্মদিন আপু। তোর আগামীর পথ চলা সুন্দর হোক এবং তোর জীবনের প্রতিটি বছর যেন ফুলের মত সুগন্ধি হয় হাজার বছর বেঁচে থাক ভালোবাসা নিস।
  • আরও একটা বছর জীবন থেকে চলে গেল বেড়ে যাচ্ছে আরও একটি মোমবাতি কালো ছিলাম আজও আছে থাকবো সারা জীবন তোমার জীবনের পথ চলার সাথী শুভ জন্মদিন।
  • গ্রীষ্মকালের ফুল বর্ষার অনজনে শীতের গীতালি হেমন্তের মিতালী শীতকালের পিঠাবলি ও কুয়াশা বসন্তের নতুন গাছের নতুন ফুল এভাবে ভরে উঠুক তোমার মন জীবন তোমার তরে এই দিনগুলি বারবার ফিরে আসুক শুভ জন্মদিন।
  • তোমার জন্মদিনে তোমাকে ভালোবাসার সমুদ্র উষ্ণ শুভেচ্ছা। তুমি আমার জীবনের প্রথমও শেষ ভালোবাসা। আমি তোমার সাথে ভালবেসে পথ চলতে চাই। তোমার জীবন সুখে ভরপুর হয়ে যাক। শুভ জন্মদিন।
  • তোর বিয়েতে অনেক নাচ গান হবে দুইজন সেম কালারের পাঞ্জাবি পড়বো অনেক আনন্দ হবে তোকে ছাড়া কোন কিছু কল্পনা করা সম্ভব না। বন্ধু শুভ জন্মদিন।
  • তোমাকে ভালোবেসে আমি আমার জীবনের সত্যিকারের অর্থ বুঝতে পেরেছি। তুমি ছাড়া এখন সবকিছু নিরর্থ লাগে। আমার হাতটি ধরে সারা জীবন থাকো। আজকের বিশেষ দিনে আমি তোমাকে মন থেকে আবার বলছি ভালোবাসি শুভ জন্মদিন।
  • শুভ জন্মদিন বন্ধু। তোমার জীবনে এই দিনটি বারবার ফিরে আসুক তোমার জীবন হোক অনেক সুন্দর এবং রঙিন তোমার জন্য অসংখ্য শুভকামনা।

শেষ কথা

এখানে সুন্দর সুন্দর সব স্ট্যাটাস এবং শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে আপনি মন মত অর্থাৎ আপনার তার সাথে যেমন সম্পর্ক সে হিসেবে নাম বা সম্বোধন বসিয়ে নিবেন তাহলে হয়ে যাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url