বাবার মৃত্যু নিয়ে স্ট্যাটাস- i miss you মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস

প্রিয় পাঠক আপনি কি বাবা না থাকার কষ্টের স্ট্যাটাস জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমিও পোষ্টের মধ্যে i miss you মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস লিখব।
i miss you মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন বাবার মৃত্যু নিয়ে স্ট্যাটাস এবং মৃত বাবাকে নিয়ে কষ্টের স্ট্যাটাস ও বাবা হারানোর কষ্টের স্ট্যাটাস সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।

ভূমিকা

পৃথিবীতে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। কোন মানুষ যখন মারা যায় সেই মানুষের সাথে জীবিত মানুষদের অনেক রকমের সম্পর্ক সৃষ্টি হয়। যে মানুষগুলো মারা যায় সে মানুষগুলো কারো না কারো বাবা। পৃথিবীতে যে একদিনের জন্য আসবে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু একটি অপ্রিয় সত্য।


আমাদের বিভিন্ন আত্মীয়-স্বজন প্রতিদিনের মারা যাচ্ছে।

i miss you মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস

মানুষ মারা গেলে তাকে সকলে মিস করে। একটা মানুষ পৃথিবীতে থাকাকালীন সময়ে তার সাথে সম্পর্কের অনেক গভীরতা সৃষ্টি হয়। যদি সেটা ভাবা হয় তাহলে তো তা আরো বেশি।
  • বাবা তোমার মত আমাকে কেউ আর শাসন করে না তোমার মত কেউ বকুনি দেয় না তোমাকে ভীষণ মনে পড়ে আমার।
  • জীবনের বড় বড় বাধা-বিপত্তি পেরিয়ে তুমি কিভাবে আমাকে সেই সকল কথাই মনে পড়ে বাবা অনেক মিস করি তোমাকে।
  • বাবা তুমি যখন ছিলে তখন আমার মাথায় একটি ছাতা হয়ে ছিলে আমার মাথায় বৃষ্টি যেন না পড়ে, আর এখন আমার মাথায় সেই ছাতা হয়ে নাই তুমি।
  • বাবা তুমি কেমন আছো তুমি কি ভালো আছো বাবা, এই পৃথিবী থেকে তুমি চলে যাওয়ার পর আমি অনেক কষ্টতে আছি বাবা তোমাকে ছাড়া এ পৃথিবীতে আমি একা একা খুব কষ্টতে জীবন কাটাচ্ছি।
  • আমার বাবা ছিলেন গল্পের আড়ালে থাকা মহানায়ক। i miss you baba
  • বাবা হলো বট গাছের ছায়া যা নিরাপদ ও শীতল।
  • বাবা!!! তোমার অভাব কেউ কখনো দূর করতে পারবে না।
  • বাবা হলেন সেই মানুষটা যে জীবনের সব পরিস্থিতিতে তোমার পাশে থেকেছে এবং থাকবে।
  • অনেক মিস করি বাবা তোমায়। পাড়ে ভালো থেকো
  • খেতে গেলে তোমায় অনেক মনে পরে খাওয়ার ওই টেবিলে, নিজের পাতের খাবারগুলো আমায় তুলে দিয়ে বলতে, বাবা তুমি খাও বেশি করে।
  • বাবা তুমি যেথায় রয়েছে ডাক শুনছো কি?অসহ্য যন্ত্রণা বুকে পুষে আমি পথ চলছি একা কি।
  • বাবা তোমাকে আমার আজ একটিবার দেখার জন্য হৃদয়ের ভিতর হাহাকার করে ওঠে। কিন্তু আমি সেটা কাউকে বোঝাতে পারিনা। কেন তুমি বাবা আমাকে রেখে বহুদূর চলে গেলে।
  • বাবার পা কি অন্য সবার চেয়ে অনেক দ্রুত চলে ? এত অল্প সময়ে এত শক্ত করে সব কিছু আগলে রাখেন।
  • যেখানেই থাকো তুমি বাবা দেখা দিয়ে যাও তোমায় নিয়ে আমি অনেক ভাবছি, আমায় ক্ষমা করে দাও।
  • থাকিতে পিতা মাতা – করিও যতন,হারাইলে বুঝবে সেদিন – হায়রেছো কি রতন।

বাবা না থাকার কষ্টের স্ট্যাটাস

বাবা না থাকা অনেক কষ্টের বিষয়। যাদের গেছে তারাই এ কষ্টটা বুঝতে পারে। পৃথিবীতে বড় বড় কষ্ট গুলোর মধ্যে এটি একটা।


  • বাবা আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন। যার কারণে সূর্যের তাপ আমাদের ছুঁতে পারে না।
  • একা একা ওপার চলে গেলে বাবা তুমি স্বার্থপর।
  • বাবা মানে এমন একটা বটগাছা আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার বাবা।
  • বাবা তুমি যদি আজকে থাকতে তাহলে কোথাও না ভালো হতো তুমি নেই বাবা পৃথিবীটা শূন্য শূন্য লাগে।
  • যখন তুমি পাশে ছিলে তোমার মূল্য হয়তো দিতে পারিনি আজ তুমি দূরে গিয়ে তোমার মূল্য আমি বুঝতে পারি।
  • সকল কষ্টের ফল আমি তোমার দিতে চাই বাবা কিন্তু তুমি কেন এত আগে আমায় হারিয়ে একা রেখে চলে গেলে।
  • বাবা ছাড়া প্রতিটি মুহূর্তই কঠিন থেকে বিশাল বড় হয়ে যাচ্ছে যার কারণে বোঝা যাচ্ছে বাবার অবদান কতটা ছিল আমার জীবনে।
  • সেই দিনগুলোর কথা আজও বাবা খুবই বেশি মনে পড়ে, যেন মনে হয় তোমার কাছে ছুটে যাই।
  • বাবা আমি কখনো তোমায় বলতে পারিনি। আমি তোমায় অনেক বেশি ভালোবাসি বাবা আই লাভ ইউ বাবা।
  • বাবা হলো এমন একটা মানুষ যে তার জীবনে যতই খারাপ পরিস্থিতি ও কষ্ট আসুক না কেন তাও সেই বাবা তার পরিবারের পাশে থাকে।
  • হে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আপনি আমার বাবাকে ক্ষমা করুন এবং তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমিন।
  • আল্লাহ, আপনি তো দয়াবান আপনি আমাদের সকলের মৃত বাবাকে ক্ষমা করে তাদেরকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন আমীন।
  • পৃথিবীতে একটিমাত্র জিনিস আছে যেটা অমূল্য কিন্তু বিনামূল্যে জন্ম থেকেই সবাই পেয়ে যায়।

বাবার মৃত্যু নিয়ে স্ট্যাটাস

পৃথিবীতে সবাই মারা যাবে। বিভিন্ন সময় বিভিন্ন জনের বাবা মারা যায়। চাইলেও সবাইকে আটকে রাখা সম্ভব নয়। মানুষ যাবে।

  • হে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আপনি আমার বাবাকে ক্ষমা করুন এবং তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমিন।
  • বাবা আপনার মৃত্যুকে আমি আল্লাহর ইচ্ছামত স্বীকার করছি। শুধুমাত্র আপনি দুনিয়ায় নয় বরং আখেরাতেও আমার জন্য সুখ এনেছেন। আপনাকে আল্লাহ যেন ক্ষমা করেন এবং আমি আপনার আত্মার মাগফিরাত প্রার্থনা করছি।
  • বাবা তুমি কোথায় হারিয়ে গেলে কোন অজানায় ও কোন অচিনপুরে, তোমার ছেলেটা কাঁদছে বাবা বসে আছে একা, কতদিন আমি দেখিনি বাবা তোমায় দেখেনি দুচোখ ভরে।
  • বাবার সন্তুষ্টিতে আল্লাহ তায়ালা সন্তুষ্ট আর বাবার অসন্তুষ্টিতে আল্লাহ তায়ালা অসন্তুষ্ট।
  • আজ আমি বাবা হয়েছি, এখন সব বুঝতে পারছি। বাবাদের প্রতিটা তিরস্কারের মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা।
  • অর্থের বিনিময়ে হয়তো বাজার থেকে আনন্দদায়ক জিনিস কিনতে পারা যাবে কিন্তু বাবা-মায়ের ভালোবাসা কখনোই কেনা সম্ভব নয়।
  • বাবা নামক মানুষটা যখন থাকে না তখন যেন মাথার উপর ছায়াদানকারী বটবৃক্ষটাও থাকে না।
  • ছোট থেকেই বাবা মার কোলে মাথা রেখে ঘুমিয়েছি,আজ বাবা-মা নেই, তাই ঘুমটাও আর আগের মতো হয় না।
  • তোমার মতো করে না কেউ আমায় শাসন,মনে পরে তোমার দেওয়া বকানি গুলো আজ মনে পরছে ভীষণ।
  • বাবা তুমি কোথায় হারিয়ে গেলে,কোন অজানায় কোন অচিনপুরে?তোমায় ছেলে কাঁদছে বাবা- কাঁদছে একা বসে। কতদিন আমি দেখি নি তোমায়, দেখি নি দু’চোখ ভরে
  • সবচেয়ে অভাগা সেই ছেলে, যার বাবা মা জীবিত থাকা অবস্থায় সে জান্নাত নিশ্চিত করতে পারলো না।
  • আপনি আমার জন্য এখনও বড় উপহার হয়ে আছেন, আমি যতই খারাপ পথে পা বাড়াতে পছন্দ করে থাকি না কেন?.. আপনি প্রেম ভালোবাসা দিয়ে আমার ভাঙা আত্মাকে মেরামত করেছেন, আমাকে নতুন শুরু বা পরিকল্পনা করতে সাহায্য করেছেন এবং আমাকে আবার আমার নিজের উপর অত্মবিশ্বাসি করেছেন।

মৃত বাবাকে নিয়ে কষ্টের স্ট্যাটাস

বাবা মারা যাওয়ার পরে সকলেরই কষ্ট হয়। মৃত্যু জিনিসটার অর্থ বিচ্ছেদ হয়ে যাওয়া চিরজীবনের জন্য একজনের সাথে আরেকজনের জীবন এর যোগাযোগ শেষ হয়ে যাওয়া।


  • বাবা তুমি যদি আজকে থাকতে তাহলে কোথাও না ভালো হতো তুমি নেই বাবা পৃথিবীটা শূন্য শূন্য লাগে।
  • আর কতকাল আমি বাবা থাকবো একলা তোমায় ছেড়ে বলো তুমি আমায় একলা ফেলে গেলে কেন
  • ভুলেও পিতার অবাধ্য হওয়া যাবে না, কারণ পিতার দোয়া বা বদদোয়া উভয়ই কুঠারের আঘাতের ন্যায় অব্যর্থ।
  • বাবাকে হারানো মানে মাথার উপরের ছাদ হারিয়ে ফেলা।
  • যেখানেই থাকো তুমি বাবা দেখা দিয়ে যাও তোমায় নিয়ে আমি অনেক ভাবছি, আমায় ক্ষমা করে দাও।
  • একজন বাবা হলেন তার ইচ্ছাকে চাপা দিয়ে সন্তানের ইচ্ছাকে পূরণ করা।
  • বাবা তুমি বেঁচে থাকলে হয়তো আজকে আমার এত কষ্ট হতো না।
  • তুমি চলে যাওয়ার পরে আমার কেউ কখনো আদর করেনি। বাবা আমি তোমাকে অনেক বেশি মিস করি বাবা।
  • আমি কখনো কল্পনা করি নাই এভাবে অসময়ে আমার মাথা থেকে তোমার ছায়া সরে যাবে আমার জন্য এটা অনেক কঠিন একটা পরিস্থিতি
  • বাবা তুমি আমার কাছে একজন হিরো ছিলা। হিরো আছো সারা জীবন হিরো থাকবা আর তোমার মানুষ অনুপস্থিতে আমার জন্য অনেক কষ্টকর।

বাবা হারানোর কষ্টের স্ট্যাটাস

যার বাবা হারায় সে কষ্ট জানে যে বাবা হারানো কষ্ট কেমন। আসলে ক্ষত যার ব্যথা দেয় তারে।

  • বাবা মার মত পরম আত্মীয় পৃথিবীতে কেউ হয় না।
  • সেই দিনগুলি আজ বাবা বড্ড বেশি মনে পড়ে ছুটে যেতে ইচ্ছে করে তোমার কাছে।
  • সকল কষ্টের ফল আমি তোমার দিতে চাই বাবা কিন্তু তুমি কেন এত আগে আমায় হারিয়ে একা রেখে চলে গেলে।
  • যে ঘরে বাবা থাকে সেই ঘরে সূর্যের আলো হয়ে থাকে আর যেই ঘরে বাবা থাকেনা সেই ঘর অন্ধকার হয়ে যায়।
  • হে আমার রব, আপনি পৃথিবীর সকল বাবাকেই মৃত্যুর পরে জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন।
  • বাবা শুধু একজন মানুষ নন,স্রেফ একটি সম্পর্কের নাম নয়। বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্তের এক অদ্ভুত মায়াবী প্রকাশ।
  • কেবল সেরা বাবা তাদের বাচ্চাদের উড়তে দেয়। আমাকে উড়তে, ডানা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, বাবা।
  • বাবা ছেলের ভালোবাসার থেকেই কিছুই বড় হতে পারে না। এখনো অনেক ভালোবাসি তোমায় বাবা।
  • বাবা তোমার প্রতি ভালোবাসা অবিরাম।
  • বাবা হল সৃষ্টিকর্তার দেওয়া অমূল্য সম্পদ।

শেষ কথা

একজনের বাবা মারা যাওয়ার পর তার জন্য উচিত হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং ধৈর্য ধারণ করা। এছাড়া আর একটা ছেলের কাছে কোন রকমের উপায় থাকে না। এজন্য অবশ্যই বেশি বেশি দোয়া করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url