কষ্টের পিক- ইমোশনাল কষ্টের পিক- মেয়েদের ও ছেলেদের কষ্টের পিক
পাঠক আপনি কি কষ্টের পিক দেখতে যাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে কষ্টের পিক এবং ইমোশনাল কষ্টের পিক দেখাবো।
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন মেয়েদের কষ্টের পিক এবং কষ্টের পিক ছেলে ও মানুষের কষ্টের পিক দেখাবো। আপনি পোস্টটি পড়তে থাকুন তাহলে সব কষ্টের পিক দেখতে পাবেন।
ভূমিকা
প্রতিটি মানুষের জীবনে কষ্ট থাকে। ছেলে হোক অথবা মেয়ে হোক সবার জীবনে এক ধরনের কষ্ট আসে। কষ্ট বিভিন্ন সময় বিভিন্ন কারণে আসতে পারে। এই কষ্টের কোন সীমারেখা থাকে না। কোন কোন কষ্ট দীর্ঘ সময়ের জন্য হয় আবার কোন কষ্ট স্বল্প সময়ের জন্য হয়। কষ্টের পরে অবশ্যই স্বস্তি থাকে। সেই স্বস্তি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ইমোশনাল কষ্টের পিক
যাদের ইমোশন যত বেশি তাদের কষ্ট তত বেশি। মূলত ইমোশন থেকেই কষ্টটা আসে এজন্য যাদের ইমোশন কম আবেগ কম তাদের কষ্ট খারাপ লাগা কম। আপনার যত বেশি আবেগ থাকবে আপনি তত বেশি কষ্টে পতিত হবেন।
কষ্টের পিক
পৃথিবীতে সবারই কষ্ট আছে। কষ্টহীন মানুষ পৃথিবীতে নেই। যদি মানুষের কষ্ট না থাকতো তাহলে সুখের মর্ম সে কোনদিনই বুঝতো না। কষ্ট আছে বিধায় পৃথিবীতে সুখের এত মূল্য। জীবনে কষ্ট আসবে কষ্ট যাবে নিজেকে ঠিক রাখতে হবে। কষ্টের মাঝখান দিয়ে নিজেকে হাসতে হবে। আপনি যখন প্রচুর পরিমাণে হাসতে থাকবেন তখন কষ্ট আপনাকে ঘায়েল করতে পারবে না।
যদি আপনি কষ্টে ভেঙে পড়েন তাহলে সেই কষ্ট আপনাকে আরো ভেঙে ফেলবে। সবসময় মনে রাখতে হবে এত সামান্য বাতাসে ভেঙ্গে পড়ে গেলে কিভাবে দাঁড়াবে কালবৈশাখে।
কষ্টের পিক ছেলে
কষ্ট ছেলেদেরও থাকে ছেলেরাও কষ্ট পায়। শুধু মেয়েদের মত ছেলেরা কষ্ট প্রকাশ করতে পারে না এতোটুকুই। বরং ছেলেদের কষ্ট অনেক বেশি থাকে। একটা ছেলের কষ্ট বুঝতে হলে সারা জীবন পার হয়ে যাবে তারপরও তার কষ্ট বোঝা ওঠা সম্ভব হবে না।
মেয়েদের কষ্টের পিক
মেয়েদের কষ্ট সাধারণত বেশি থাকে কারণ তারা কষ্ট সহ্য করতে পারে না। অল্পতেই কেঁদে দেয়। তাদের কষ্ট খারাপ লাগা বেশি বিশেষ করে তাদের মুড সুইমিং এর জন্য কষ্ট বেশি হয়। অনেক সময় তারা অল্প কষ্ট তেও কেটে দেয় আসলে মেয়েরা নরম মনের মানুষ।
মানুষের কষ্টের পিক
প্রত্যেকটি মানুষ যদি কষ্ট আছে। মানুষ মাত্রই কষ্ট পাবে এটা স্বাভাবিক। কারো কষ্ট কম কারো কষ্ট বেশি। প্রতিদিনই মানুষ কষ্ট পাচ্ছে। পৃথিবীতে যতদিন থাকবে ততদিনই কষ্ট পেতে হবে। কষ্টের কোন সীমা নাই। যারা সবচেয়ে বড়লোক তাদেরও কষ্ট রয়েছে। যারা সবচেয়ে গরিব তাদেরও কষ্ট রয়েছে। আসলে কষ্ট বিষয়টা সবার জন্যই।
শেষ কথা
জীবনের কষ্ট আসবে কষ্ট ছিল। কষ্টের জন্য জীবনকে থামিয়ে রেখে লাভ নাই। আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। কষ্টের মধ্যে যদি জীবনকে নিয়ে না যেতে পারেন তাহলে কখনোই নিজের ভালো একটা অবস্থানে পৌঁছাতে পারবেন না। কষ্ট হতাশা দুঃখ থাকবে এগুলোকে সাইডে রেখে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে।
জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। আপনি যতই মন খারাপ করে বসে থাকেন না কেন আপনার সময় যাবে সুতরাং কষ্টকে এক পাশে রেখে জীবনকে এগিয়ে নিয়ে যান।
সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url