বডি ফর্সা হওয়ার ক্রিম- স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম

প্রিয় পাঠক আপনি কি বডি ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে বডি ফর্সা হওয়ার ক্রিম এবং স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে আলোচনা করব।
বডি ফর্সা হওয়ার ক্রিম
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো এবং কালো মেয়ে ফর্সা হওয়ার ক্রিম ও মুখ ও শরীর ফর্সা করার ক্রিম সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।

ভূমিকা

প্রতিটি মানুষের সুন্দর চাই সে কালো হোক বা ফর্সা হোক। অনেকে আছেন যাদের গায়ের রং কালো এজন্য তারা ফর্সা হওয়ার চেষ্টা করে। ফর্সা হওয়ার অনেকগুলো উপায় থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে ক্রিম ব্যবহার করা। বাংলাদেশে অসংখ্য কসমেটিকের কোম্পানি রয়েছে সে কোম্পানিগুলো ফর্সা হওয়ার জন্য বিভিন্ন রকমের ক্রিম তৈরি করে আসছে।


অনেক ক্রিম আছে যেগুলো ব্যবহার করলে লাভবান হওয়া যায় আবার অনেক ক্রিম আছে যেগুলো ক্ষতিকর।

স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম

এমন কিছু ক্রিম রয়েছে যেগুলো ব্যবহার করা ফলে মানুষ স্থায়ীভাবে ফর্সা হয়ে যায়। কিছু কিছু ক্রিম থাকে যেগুলো ব্যবহার করার ফলে মানুষ ফর্সা হয় এবং সেই ক্রিম ব্যবহার করতে থাকলে মানুষ ফর্সা হতে থাকে। এছাড়া সে ক্রিম ব্যবহার না করলে আস্তে আস্তে আবার আগের রূপে ফিরে যাই। বিপরীত দিকে কিছু ক্রিম রয়েছে

যেগুলো ব্যবহার আপনি একবার করলে আপনি স্থায়ীভাবে ফর্সা হয়ে যাবেন। চলুন এবার আমরা সেইসব ক্রিমের নাম জানি
  • L'Oreal Paris white perfect night cream
  • GARNIER light complete body cream
  • Golden Pearl beauty cream
  • Super viga Spray
  • Bella vita organic papyblem pigmentation Blemish Cream
  • Lakme Absolute perfect Radian brightening night cream
  • O3plus Night Cream
  • Emami Fair and Handsom Cream
  • Lotus Herbal Night Cream
  • Garnier Skin Naturals Light Complete Serum Cream
  • Super Viga Spray
  • whitening cream
  • Plum E luminous deep moisturize
  • Kojie San Kojic Acid Cream
  • Bioaqua Pink Cherry Whitening Cream
  • doctor whitening cream
এখানে যেসব ক্রিমের নাম বলা হলো আপনি এই ক্রিমগুলো ব্যবহার করলে স্থায়ীভাবে ফর্সা হয়ে যাবেন। কোন ক্রিম ব্যবহার করার আগে আপনার উচিত হবে ডাক্তারের সাথে পরামর্শ করা। ডাক্তার আপনার স্কিনের দিকে লক্ষ্য রেখে যদি সে ক্রিম ব্যবহার করতে দেয় তাহলে আপনার জন্য ব্যবহার করা উচিত হবে।


কেনার আগে অবশ্যই ভালোভাবে দাম দেখে নেবেন এবং সে পণ্যের মেয়াদ আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বডি ফর্সা হওয়ার ক্রিম

অনেকে আছে যারা শরীর ফর্সা করার চেষ্টা করে কিন্তু পারেনা শরীর ফর্সা করার জন্য কিছু ক্রিম রয়েছে সেই ক্রিম গুলা ব্যবহার করলে পুরো শরীর ফর্সা হয়ে যায়। শরীর ফর্সা করার জরুরী তাছাড়া অনেক ক্ষেত্রে শরীর ফর্সা না হওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
  • Dermadew glow cream
  • Victoria's Secret Bombshell Paradise Body Lotion
  • The Body Shop British Rose Instant Glow Body Butter
  • Rajkonna Lotion
  • Enchanteur Perfumed Body Lotion
  • Cetaphil Moisturising Cream
  • Enchanteur Perfumed Body Lotion Charming Satin Smooth
  • Aloevera Perfect Fairness Body Lotion
  • Guanjing Beauty Kojic Acid Whitening Body Lotion
  • NIVEA Lotion Body Milk Intensive Moisturiser
  • Lafz Body Lotion
  • P Vita Melasma Cream
  • OSUFI Whitening Body Cream
  • Patanjali Whitening Body lotion 
  • Khazana Body lotion
  • White Spa Body lotion
  • Botanica Pure Residence
  • Lafz Body Lotion Cocoa Butter
  • dove body lotion Nourishing Radiance
  • Nivea Men ডার্ক স্পট রিডাকশন ক্রিম

আপনি এসব ক্রিম ব্যবহার করলে আপনার বডি ফর্সা হয়ে যাবে। একটা বিষয় লক্ষ্য রাখা জরুরি তা হচ্ছে যখন আপনি বাইরে যাবেন তখন সানস্ক্রিন মেখে নিবেন তাহলে আর সূর্যের রোশনি আপনার শরীর কালো হবে না। যতটুক সম্ভব চেষ্টা করতে হবে নিজের শরীরকে রোদ থেকে বাঁচানো। যখন আপনি রোদ থেকে নিজের শরীরকে বাঁচিয়ে রাখতে পারবেন তখন আপনার শরীর আর কালো হবে না।

ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো

ফর্সা হওয়ার অনেক রকমের ক্রিম রয়েছে সব ক্রিম ব্যবহার করলে যে মানুষ ফর্সা হবে বিষয়টা এমন না। কিছু বিশেষ ক্রিম রয়েছে যেগুলো ব্যবহার করলেই ফর্সা হওয়া সম্ভব হয়ে ওঠে। ফর্সা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করার পাশাপাশি নিজের ত্বকের যত্ন নিতে হবে। যদি আপনি শুধু ক্রিম ব্যবহার করেন এবং নিজের ত্বকের যত্ন না নেন তাহলে কোন ভাবে ফর্সা হওয়া সম্ভব হয়ে উঠবে না।

ফর্সা হওয়ার জন্য যেসব ক্রিম ভালো সেগুলোর নাম হচ্ছে
  • Bioaqua Pink Cherry Whitening Cream
  • Mamaearth Rice Oil Free Face Moisturizer with Rice Water for Glass Skin
  • BIOTIQUE BIO COCONUT CREAM 4 doctor whitening cream
  • Lakmé Absolute Perfect Radiance Skin Lightening Night Crème
  • Ponds Age Miracle Wrinkle Corrector Night Cream
  • Himalaya Revitalizing Night Cream
  • Pond’s Gold Radiance Youthful Night Repair Cream
  • Garnier Skin Naturals Light Complete Serum Cream
  • ওলি ন্যাচারাল হোয়াইট অল ইন ওয়ান ফেয়ারনেস নাইট ক্রিম
  • Newface Whiting Cream
  • Alike
এসব ক্রিম ব্যবহার করলে আপনি দ্রুত সময়ের মধ্যে ফর্সা হয়ে যাবেন। ক্রিম ব্যবহার করার পূর্বে অবশ্যই ভালো হবে নিজের চেহারাকে পরিষ্কার করে নেবেন। সব সময় নিজের চেহারার যত্ন নিতে হবে। চেহারায় যাতে কোন রকমের ময়লা জমতে না পারে অথবা ড্রাক সার্কেল না পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে।


ব্ল্যাকহেডস এবং হোয়াইট হ্যাট এগুলোকে জমতে দেয়া যাবে না তাহলে ক্রিম ব্যবহার করলে আপনি খুব ভালো ফলাফল পাবেন।

কালো মেয়ে ফর্সা হওয়ার ক্রিম

অনেকে আছেন যারা মানুষের বিবেচনায় কালো। বিশেষ করে যেসব কালো মেয়ে আছেন তারাও অধিকাংশ সময় হীনমন্যতায় ভোগেন। সেই হীনমন্যতার স্থান থেকে ক্রিম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে থাকে। প্রথমত মনে রাখতে হবে পৃথিবীতে যে মানুষ হিসেবে জন্ম নেবে সেই সুন্দর। কালো হওয়ার কারণে কেউ যদি কাউকে তুচ্ছতাচ্ছিল্য করে তাহলে এটা তার দোষ

যে সৌন্দর্যের সব রং সম্পর্কে তার ধারণা নাই। কালো হলে কখনো হীনমন্যতায় ভুগবেন না। আপনি যেমন আছেন তেমনি সুন্দর। কারো জন্য বা সমাজের জন্য ফর্সা হতে গিয়ে ক্রিম ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখা উচিত। আপনার চেহারার রং ফর্সা না হওয়ার কারণে কেউ যদি আপনার সাথে না মিশে তাহলে সাথে তার ব্যর্থতা। আপনার না।

এরপরও যদি আপনি ক্রিম ব্যবহার করতে চান তাহলে কিছু ক্রিম আছে যেগুলো ব্যবহার করলে হয়তো আপনার চেহারার রং কিছুটা পরিবর্তন হতে পারে
  • Ponds white beauty cream
  • Garnier skin natural light complete serum cream
  • Super Viga Spray
  • GARNIER light complete body cream
  • Himalaya Revitalizing Night Cream
  • Ponds Age Miracle Wrinkle Corrector Night Cream
  • doctor whitening cream
  • Skin Recovery Essence Toner
  • Cle De Peau Beauty Essential Refining Essence Toner
  • মাইল্ড অ্যান্ড মাইন্ড হোয়াইটেনিং ক্রিম
  • বেবী পিংক মশ্চারাইজিং হোয়াইটনিং ক্রিম
  • Etude Soon Jung
আপনি এই ক্রিমগুলো ব্যবহার করলে আশা করা যায় আপনার চেহারার আগের চেয়ে উন্নতি হবে। আমি আমার নিজস্ব মতামত অনুযায়ী বলছি আপনার জন্য কোনভাবেই উচিত হবে না ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম ব্যবহার করা। আপনার যেমনই আছেন তেমনই ভালো সব। সময় আপনার মনে রাখতে হবে পৃথিবীতে আপনি একজন।


আপনার কোন কপি নেই। আপনি যেমনই হন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দর মানুষ আপনি।

মুখ ও শরীর ফর্সা করার ক্রিম

রোদে যাওয়ার কারণে মুখ শরীর উভয়টি কালো হয়ে যায়। মুখ শরীর কালো হওয়ার কারণে দেখতে অনেকটাই খারাপ দেখায়। সব সময় চেষ্টা করতে হবে মুখ এবং শরীরকে রোদে থেকে বাঁচানোর। যদি এরপরও তা কোন ভাবে রোদের আলোর কারণে কালো হয়ে যায় সেক্ষেত্রে কিছু ক্রিম আছে যেগুলো ব্যবহার করলে খুব সহজেই শরীর থেকে রোদে পোড়া বা অন্য কালো ছাদ দূর হয়ে যায়
  • Emami Fair and Handsom Cream
  • Lotus Herbal Night Cream
  • Kojie San Kojic Acid Cream
  • Dermadew glow cream
  • Victoria's Secret Bombshell Paradise Body Lotion
  • Lafz Body Lotion
  • Lafz Body Lotion Cocoa Butter
  • Newface Whiting Cream
  • Mamaearth Overnight Repair Face Cream
  • The Body Shop Vitamin E Night Cream

আপনি এই ক্রিম এবং লোশন ব্যবহার করলে আপনার মুখ ও শরীর উভয় দিয়ে ফর্সা হয়ে যাবে। ক্রিম ব্যবহার করার পরেও সব সময় চেষ্টা করতে হবে শরীরে যেন কোন ভাবে রোজ সূর্যের আলো না লাগে তাহলে আবার আগের মত অবস্থা হয়ে যাবে।

শেষ কথা

মুখের ত্বক অনেক সেনসিটিভ একটা স্থান। এখানে ক্রিম ব্যবহার করলে অবশ্যই নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। কখনো অতিরক্ত মাত্রায় ব্যবহার করা যাবে না। যখন অতিরিক্ত ব্যবহার করবেন তখন উপকারের পরিবর্তে অপকারিতা পাবেন। এটা আপনার ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকর হিসেবে দেখা দেবে।

সুতরাং ক্রিম ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমার এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনদের মাঝে শেয়ার করুন যাতে করে তারাও চেহারা এবং শরীর ফর্সা করার ক্রিমের নাম জানতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url