মেগা ফিডের দাম ২০২৪- সোনালি মুরগির ফিডের দাম

প্রিয় পাঠক আপনি কি মেগা ফিডের দাম ২০২৪ জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টে আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে মেগা ফিডের দাম ২০২৪ এবং সোনালি মুরগির ফিডের দাম কত সে সম্পর্কে আলোচনা করব।
মেগা ফিডের দাম ২০২৪
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন সোনালী স্টার্টার ফিড দাম এবং Mega fish feed price in Bangladesh,50 kg mega fish feed price in bangladesh সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোষ্টের দিকে আগানো যাক।

ভূমিকা

বাংলাদেশের ফিডের অনেক কোম্পানি রয়েছে সেসব কোম্পানিগুলোর মধ্যে একটি হচ্ছে মেগা ফিড এবং আরেকটি হচ্ছে সোনালী মুরগির জন্য ফিড। এই ফিড গুলো চাহিদাও বাংলাদেশের যথেষ্ট পরিমাণে রয়েছে। এই দুই কোম্পানির গুণগত দিক এবং মানগত দিক ভালো হওয়ার কারণে মানুষের কাছে এই ফিডগুলো চাহিদা অত্যন্ত বেশি।


চলুন আমরা এবার এই ফিড গুলো সম্পর্কে বিস্তারিত জানি।

সোনালী স্টার্টার ফিড দাম

সোনালী স্টার্টার ফিড দুই রকমের বস্তা তে পাওয়া যায় একটি হচ্ছে ৫০ কেজি ওজনের এবং আরেকটি হচ্ছে ২৫ কেজি ওজনের। এই ফিড মূলত সোনালি মুরগির জন্য তৈরি করা।
  • ৫০ কেজি ওজনের সোনালী স্টার্টার ফিডের দাম ৩১৫০ থেকে ৩২০০ টাকার মধ্যে হয়ে থাকে।
  • ২৫ কেজি ওজনের সোনালী স্টার্টার দাম ১৬৫০ থেকে ১৭০০ টাকার মধ্যে হয়ে থাকে।
কেনার আগে অবশ্যই ভালোভাবে দাম যাচাই-বাছাই করে নেবেন এবং মেয়াদ দেখে নেবেন।

মেগা ফিডের দাম ২০২৪

ফিডের দাম সবসময় বস্তার ওপর নির্ভর করে এবং ক্যাটাগরীর উপর নির্ভর করে হয়ে থাকে।
  • মেগা বয়লার প্রি স্টার্টা ফিডের ৫০ কেজি ওজনের বস্তার দাম ৩২০০ থেকে ৩৩০০ টাকার মধ্যে হয়ে থাকে।
  • মেগা বয়লার প্রি স্টার্টা ফিডের ২৫ কেজি ওজনের বস্তার দাম ১৭০০ থেকে ১৭৫০ টাকার মধ্যে হয়ে থাকে।
  • মেগা সোনালী কক গ্রোয়ার ফিডের দাম ৫০ কেজি ওজনের বস্তার মূল্য ৩০০০ থেকে ৩১০০ টাকার মধ্যে হয়ে থাকে।
  • মেগা ২৫ কেজি ওজনের ভাসমান ফিডের দাম ১৬৫০ থেকে ১৭৫০ টাকার মধ্যে হয়ে থাকে।
  • মেগা ফ্লোটিং স্টার্টার ফিড এর দাম ২০০০ থেকে ২১০০ টাকার মধ্যে হয়ে থাকে।
  • মেগা ভাসমান নার্সারি মাছের ফিড ১ এর দাম ১২০০ থেকে ১৩০০ টাকার মধ্যে হয়ে থাকে।
  • মেগা ক্যাটেল ফিডার দাম 25 কেজি ওজনের বস্তার ১৩০০ থেকে ১৩৫০ টাকার মধ্যে হয়ে থাকে।
  • মেগা কাইটেল ইকোনোমি 25 কেজি ওজনের বস্তা দাম ১০০০ থেকে ১১০০ টাকার মধ্যে হয়ে থাকে।

আপনি এরকম দামের মধ্যে মেগা ফিড পেয়ে যাবেন। তারপরও কেনার আগে অবশ্যই ভালোভাবে দাম যাচাই বাছাই করে নিবেন এবং মেয়াদ দেখে নিবেন তাহলে আপনি প্রতারিত হওয়ার কোন সম্ভাবনা থাকবে না।

Mega fish feed price in Bangladesh

মেগা মাছের ফিডের দাম ২৫ কেজি ওজনের বস্তার ১২০০ থেকে ১৩০০ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। মেগা ২৫ কেজি ওজনের ভাসমান ফিডের দাম ১৬৫০ থেকে ১৭৫০ টাকার মধ্যে হয়ে থাকে। মেগা ভাসমান নার্সারি মাছের ফিড ১ এর দাম ১২০০ থেকে ১৩০০ টাকার মধ্যে হয়ে থাকে।

50 kg mega fish feed price in bangladesh

৫০ কেজি ওজনের মেগা মাছের ফিডের দাম ২৫০০ থেকে ২৬০০ টাকার মধ্যে হয়ে থাকে।

সোনালি মুরগির ফিডের দাম

সোনালী মুরগির জন্য ফিড খাওয়াতে চাইলে আপনি অনেক রকমের ফিড পাবেন। আপনি যেই ফিড নিতে যান না কেন দাম কম বেশি হয়ে থাকে। আপনি যদি কেজি আকারে সোনালী মুরগীর জন্য ফিড কিনতে চান নারিশ সোনালি মুরগির ফিড কিনতে গেলে ৫০ কেজি ওজনের বস্তার দাম ২৫০০ থেকে ২৬০০ টাকা নিয়ে থাকে।


এছাড়া আপনি যেসব বিভিন্ন কোম্পানী রয়েছে সেসব কোম্পানির ফিড কিনতে গেলে প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে নিবে এর বেশি ফিডের দাম হবে না।

শেষ কথা

কেনার আগে অবশ্যই পণ্যের দাম এবং মেয়াদ সবসময় ভালোভাবে দেখে নিতে হবে তাছাড়া আপনি এই ফিড ব্যবহার করলে মাছ বা মুরগি অথবা গরুর উপরে উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি হবে যার কারণে গরুর ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url