মাছি মারার স্প্রে নাম- মাছি মারার ঔষধের নাম- তাসলা কীটনাশক দাম

প্রিয় পাঠক আপনি কি মাছি মারার স্প্রে নাম জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এ পোষ্টের মধ্যে মাছি মারা স্প্রে নাম - মাছির স্প্রে এবং মাছি মারার ঔষধের নাম - মাছি মারার ওষুধ কি সে সম্পর্কে আলোচনা করব।
মাছি মারার স্প্রে নাম
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন মাছি মারার আঠা - মাছি তাড়ানোর ঔষধ এবং তাসলা কীটনাশক দাম ও মাছি মারার মেশিন সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।

ভূমিকা

মাছির উপদ্রব অনেক বিরক্তকর। গরমকালে মাছির উপদ্রব বেশি হয়। মাছি অনেক খাবারে বসে এছাড়াও মাছি অনেক বিরক্ত কর পরিস্থিতি তৈরি করে। ফলের সিজন শুরু হলে তাদের উপদ্রথ আরো বেশি বেড়ে যায়। মাছি কোন খাবারে বসলে সেই খাবার খাওয়ার ফলে সেখান থেকে রোগ হওয়ার সম্ভাবনা থাকে।

তাসলা কীটনাশক দাম

এই কীটনাশক ব্যবহার করার মাধ্যমে মশা মাছে তেলাপোকা ছারপোকা এইসব দূর করা যায়। মশা মাছি দূর করতে এই কীটনাশক অনেক বেশি কার্যকর। দুই ধরনের ওজনের প্যাকেটে এই বিষ পাওয়া যায় ১৫ গ্রাম এবং ৩০  গ্রাম। ৩০ গ্রামের তাসলা কীটনাশকের দাম ৯০ থেকে ১০০ টাকা নিয়ে থাকে। ১৫ গ্রাম তাসলা কীটনাশক এর দাম ৪৫ থেকে ৫০ টাকা নিয়ে থাকে।

কেনার আগে অবশ্যই ভালোভাবে মেয়াদ এবং দাম যাচাই বাছাই করে নিবেন অন্যথায় তারা আপনাকে প্রতারিত করবে।

মাছি মারার মেশিন

মেশিন ব্যবহার করার মাধ্যমেও মশা মারা যায়। কিছু ইলেকট্রিক মেশিন রয়েছে যেগুলো রুমে অন করে রাখলে সে জায়গায় মশা এবং মাছি স্পর্শ করলেই মারা যায়। বাংলাদেশে বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামের মশা মাছি মারার মেশিন রয়েছে। মশা এবং মাছি মারার মেশিন দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ইনডোর মশা মারার মেশিন। আরেকটি হচ্ছে আউটডোর মশা মারার মেশিন।

মশা এবং মাছি মারার মেশিন ১০০ বর্গফুট এরিয়াকে মশা এবং মাছি থেকে সুরক্ষিত রাখতে পারে। এই মেশিনটি হচ্ছে ইনডোর মেশিন যা বাসায় ব্যবহার করা হয়। এই মেশিন বাংলাদেশের সাধারণত ৪০০ থেকে ৫০০ টাকা এরকম দামে শুরু হয়। আউটডোর মশা মাছি মারার যেসব মেশিন রয়েছে সেগুলো ১২০০০ থেকে ১৩ হাজার দাম থেকে শুরু হয়


এবং এসব মেশিন ৬ ০০০ বর্গফুট এরিয়া পর্যন্ত মশা হতে সংরক্ষণ করতে পারে। চলুন এবার আমরা কিছু মশা এবং মাছি মারা মেশিনের নাম এবং দাম জানি
  • USB Mosquito Killer Lamp দাম ৪৫০ টাকা
  • Electronic Mosquito Killer দাম ৫০০ টাকা
  • Mosquito Killer Electric Shock Eco-Friendly LED Lamp দাম ৫৫০ টাকা
  • Riddexi Pest Repelling Aid Rodent Roaches Repellent Control দাম ৬৫০ টাকা
  • Electronic Mosquito Repellent দাম ৭০০ টাকা
  • Yage YG-M104 Mosquito Trap দাম ৮৫০ টাকা
  • High-Tech Electronic Mosquito Killer Lamp দাম ৫৫০ টাকা
  • Electric Mosquito Insect Killer Zapper Lamp দাম ৭০০ টাকা
  • Advanced Design Safe Effective 12W Moskil Pest Controller দাম ১১০০ টাকা
  • Mini Mosquito Fogging Machine দাম ১২৫০ টাকা
  • Mini Thermal Fogger MS-5000 Pest Control দাম ১৪০০ টাকা
  • 3-In-1 Mosquito Killer Lamp দাম ১৫০০ টাকা
  • Pest Killer China দাম ১৬০০ টাকা
  • 40-Watt UVA Tube Mosquito Pest Killer দাম 1900 টাকা
  • 20-Watt UVA Tube Mosquito Pest Killer দাম ২৬০০ টাকা
  • Smart Auto Mosquito Killer দাম ২৫০০ টাকা
  • Aspectek HR292-1 Electronic Insect Killer দাম ২৬০০ টাকা
  • KB-100 Mini Fogger Machine দাম ১৫০০ টাকা
  • 360-Degree Mosquito Killer Lamp দাম ৩৩০০ টাকা
কেনার আগে অবশ্যই ভালোভাবে দাম যাচাই-বাছাই করে নিবেন। উপরে যে মডেল এবং দাম বলা হলো সেসবের দাম কিছুটা কম হয়তো কিছুটা বেশি নিবে। আপনি কেনার আগে ভালোভাবে দাম যাচাই-বাছাই করে নিলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না।

মাছি মারার স্প্রে নাম - মাছির স্প্রে

কিছু স্প্রে রয়েছে যেগুলো ব্যবহার করার মাধ্যমেও মাছি দূর করা যায়। এই স্প্রেগুলো যেসব জায়গায় মশা এবং মাছি থাকার সম্ভাবনা থাকে সেসব জায়গায় স্প্রে করলে মশা এবং মাছি উভয়তে মারা যাবে।
  • ফিনিশ FINIS মশা এবং মাছি দূর করতে এই স্প্রেটে অনেক ভালো কার্যকরী। গরুর খামারের মাছি দূর করতেও সাহায্য করে ফিনিশ স্প্রে।
  • Extra Fly
  • Black Flag
  • Zap
  • Raid
  • Kala Hit
এসব প্রতিটা স্প্রে মশা এবং মাছি দূর করতে অনেক ভালো কাজ করে। আপনি এই স্প্রেগুলোর মধ্যে যেকোনো একটি স্প্রে ব্যবহার করলে মশা মাছি দূর করতে পারবেন। এসব স্প্রে ছাড়াও একটি উপায় রয়েছে আপনি চাইলে সেই উপায়ে নিজে বাসাতে বসেই স্প্রে তৈরি করতে পারবেন। সেই স্প্রে ব্যবহার করার কারণে ও মাছের দূর করা যায়।


সেই স্প্রে বানানোর পদ্ধতি হচ্ছে প্রথমে কিছু পরিমাণ পানি নিতে হবে এরপর সেই পানির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিবেন তারপর সেখানে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং দুই টেবিল চামচ পরিমাণ স্যাভলন দিবেন। এরপর তিনটি উপাদান একসাথে ভালোভাবে মিক্স করে নিয়ে বোতলে নিয়ে স্প্রে করলেই মশা মাছি দূর করতে পারবেন।

মাছি মারার আঠা - মাছি তাড়ানোর ঔষধ

আঠা ব্যবহার করার মাধ্যমেও মাছি মারা যায় এতে এমন এক বিশেষ পদ্ধতিতে বানানো যেখানে মাছি বসলেই সেখান থেকে উঠতে পারবে না যার কারণে আপনি খুব সহজেই সেই মাছিকে মেরে ফেলতে পারবেন। উন্নত দেশগুলোতে এই পদ্ধতিতে মাছি মারা হয়। এটি রোল সিস্টেমে থাকে একটি কাগজে আঠা লাগানো থাকে তা রেখে দিলে মাছি সেখানে এসে বসে এতে করে মাছি সেখানে আটকে যাই।

মাছি মারার সেই আঠার নাম হচ্ছে ফ্লাই গুলো ট্র্যাপ ( Giant Hanging Fly Glue Roll ) এটা রোল আকারে থাকে যার কারণে অনেকদিন পর্যন্ত এটা ব্যবহার করা যায়। এই আঠা এতটাই শক্তিশালী যে পানি বা কুয়াশায় নষ্ট হয় না এবং মাছি বা মশা একবার আটকে গেলে কোনভাবে সেখান থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না।

এটার দাম ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে হয়ে থাকে। এই রোল লম্বায় ১০ মিটার এবং প্রস্থে ২৫ সেন্টিমিটার হয়। যখন এখানে মশা মাছি আটকে যায় মরে যাবে বা এ পণ্যটি ব্যবহার করা হয়ে যাবে তখন সেটাকে পুড়িয়ে ফেলতে হবে। আপনি চাইলে এই আঠা ব্যবহার করার মাধ্যমেও আপনার বাসা বাড়ি থেকে মাছি দূর করতে পারবেন।

মাছি মারার ঔষধের নাম - মাছি মারার ওষুধ কি

কিছু ওষুধ রয়েছে যেগুলো ব্যবহার করার মাধ্যমে মাছি মারা সম্ভব হয়। সেই ওষুধগুলো কোন খাবারের সাথে মিশিয়ে ছিটিয়ে রাখলে মাছি যখন সেই কাবার খেতে আসে বা সে খাবারে মুখ দেয় তখন সে ওষুধের কারণে মাছি মারা যায়।
  • No Kroach
  • Cockroach Out
  • ফিনাইল
  • Finis Insect powder
  • তাসলা ১০ ডব্লিউপি
  • জাদীদ ২০০ এসএল
  • সাহার ৮০ ডব্লিউডিজি
  • সাহাম ৫ এসজি
  • লুবাদা ১০ ডব্লিউপি
  • তালাফ ২০ এসএল
  • শাবাব ৫ ইসি
  • হিসান
আপনি এই সব ওষুধের ভিতরে যেকোনো একটি ওষুধ ব্যবহার করলে বাড়ি থেকে মশা মাছে পোকামাকড় দূর করতে পারবেন। ওষুধের শরীরে যে নিয়ম পদ্ধতিতে ব্যবহার করতে বলা হয় সে পদ্ধতিতে ব্যবহার করবেন বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।


অন্যথায় বড় কোন ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবসময় ছোট বাচ্চা থেকে এই ওষুধ এবং যে খাবারের সাথে ওষুধ মিশাবেন সেগুলো দূরে রাখবেন। কেনার আগে ভালোভাবে মেয়ে আর যাচাই-বাছাই করে নিবেন। যদি সে ওষুধের মেয়াদ না থাকে তাহলে সে ওষুধ কোন কাজ করবে না।

শেষ কথা

সব সময় আপনাকে চেষ্টা করতে হবে মশা মাছি থেকে নিরাপদ থাকার এবং কোন ভাবে যেন খাবারে মশা মাছি বসতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। স্প্রে ব্যবহার করার মাধ্যমে অথবা মেশিনের সাহায্যে বা ওষুধ ব্যবহার করে আপনি মশা মাছি দূর করতে পারবেন।

আমার এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করুন যাতে করে তারাও মাছি দূর করার স্প্রে ওষুধ এবং মেশিন সম্পর্কে সবকিছু জানতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url