Lactogen 1 2 3 4,Prima1 2,NAN1 2 3 price in Bangladesh

প্রিয় পাঠক আপনি কি lactogen 1 price in bangladesh সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে lactogen 1 price in bangladesh, Lactogen 2 price in Bangladesh,Lactogen 2 180g price in Bangladesh,Lactogen 2 350g price in Bangladesh এবং Lactogen 3 price in Bangladesh,Lactogen 4 price in Bangladesh সম্পর্কে আলোচনা করব।
Lactogen 1 2 3 4,Prima1 2,NAN1 2 3 price in Bangladesh
এছাড়াও আপনি পোষ্টের মধ্যে পাবেনPrima 1 price in Bangladesh, Prima 2 price in Bangladesh,Prima 2 formula Milk,NAN 1 price in Bangladesh এবং NAN 2 price in Bangladesh,NAN 3 price in Bangladesh ও NAN 1 200g price in Bangladesh,NAN 1 400g price in Bangladesh,NAN 1 Dubai price in Bangladesh সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোষ্টের দিকে আগানো যাক।

ভূমিকা

বাচ্চারা জন্মের পরে যখন মায়ের বুকের দুধ খেলে সক্ষম না হয় বা মায়ের বুকের দুধ পর্যাপ্ত পরিমাণ না পায় তখন ডাক্তাররা প্যাকেট জাতীয় দুধ খাওয়ানোর জন্য পরামর্শ দেয়। প্যাকেট জাতীয় অনেক ধরনের দুধ রয়েছে সেগুলোর মধ্যে ল্যাক্টোজেন প্রাইমা এবং নান এ দুধগুলো অনেক বেশি জনপ্রিয়। 


বাচ্চাদের দুধের চাহিদা পূরণ করতে তাদেরকে এইসব দুধ খাওয়ানো হয়।

lactogen 1 price in bangladesh

বাংলাদেশে তিন রকমের প্যাকেটে ল্যাকটোজেন ১ পাওয়া যায় এবং বিভিন্ন রকমের প্যাকেটের দাম বিভিন্ন রকম।
  • ১৮০ গ্রাম ল্যাকটোজেন ১ এর দাম ২৫০ টাকা।
  • ৩৫০ গ্রাম ল্যাকটোজেন ১ এর দাম ৬৫০ টাকা।
  • ৪০০ গ্রাম ল্যাকটোজেন ১ এর দাম ৮৫০ টাকা।

সারা বছর এরকমই দাম থাকে। আপনি অবশ্যই দোকানে কেনার আগে প্যাকেটের গায়ে লেখা দাম ভালোভাবে দেখে নেবেন এবং মেয়াদও দেখে নিবেন যাতে করে বাচ্চাকে একদম পিওর দুধ খাওয়ানো যায়।

Lactogen 2 price in Bangladesh

বাংলাদেশে কয়েক ধরনের প্যাকেটে এবং কৌতায় ল্যাকটোজেন ২ পাওয়া যায় এবং প্রতিটি প্যাকেটের ওজন এবং দাম ভিন্ন ভিন্ন।
  • ১৮০ গ্রাম ল্যাকটোজেন ২ এর দাম ৩৪০ টাকা।
  • ৩৫০ গ্রাম ল্যাকটোজেন ২ এর দাম ৫১০ টাকা।
  • ৪০০ গ্রাম ল্যাকটোজেন ২ এর দাম ৭০০ টাকা।
  • ১ কেজি ৩০০ গ্রাম ল্যাকটোজেন ২ এর দাম ২৪৯০ টাকা।
  • ১ কেজি ৮০০ গ্রাম এটি বাংলাদেশে তৈরি হয় না এটি সম্পূর্ণ মালয়েশিয়ান পণ্য। এটার দাম ৪ হাজার টাকা।
বাজারে এই কয়েক রকমের ল্যাকটোজেন ২ পাওয়া যায়। কেনার আগে অবশ্যই আপনি ভালোভাবে মেয়াদ দেখে নিবেন কারণ মেয়াদ যদি ঠিকমত না থাকে সেক্ষেত্রে বাচ্চার জীবন হুমকিতে পড়বে এবং কেনার ক্ষেত্রে আবারো একবার দাম ভালোভাবে দেখে নিবেন।

Lactogen 2 180g price in Bangladesh

১৮০ গ্রাম ওজনের প্যাকেতেও Lactogen 2 পাওয়া যায়। ওজনের ওপর নির্ভর করে এ দুধের দাম হয়ে থাকে।
  • ১৮০ গ্রাম ল্যাকটোজেন ২ এর দাম ৩৪০ টাকা।
কেনার আগে ভালোভাবে দাম যাচাই বাছাই করে নেবেন এবং মেয়াদ দেখে নেবেন ও সরকার অনুমোদিত কিনা সে দিকে লক্ষ্য রাখবেন।

Lactogen 2 350g price in Bangladesh

৩৫০ গ্রাম ওজনের প্যাকেটেও Lactogen 2 পাওয়া যায়।
  • ৩৫০ গ্রাম ল্যাকটোজেন ২ এর দাম ৫১০ টাকা।

কেনার আগে ভালোভাবে মেয়াদ এবং দাম যাচাই বাছাই করে নেবেন ও তা সরকার অনুমোদিত কিনা সে দিকে লক্ষ্য রাখবেন।

Lactogen 3 price in Bangladesh

বাজারে কয়েক ধরনের প্যাকেটে ল্যাকটোজেন ৩ পাওয়া যায়। প্রতিটি প্যাকেটের ওজন অনুযায়ী দাম ভিন্ন ভিন্ন হয়।
  • ৩৫০ গ্রাম ল্যাকটোজেন ৩ এর দাম ৬৭০ টাকা।
  • ৪০০ গ্রাম ল্যাকটোজেন ৩ এর দাম ৬২০ টাকা।
বাজারে এই দুই প্যাকেটে ল্যাকটোজেন ৩ পাওয়া যায়। দোকান থেকে কেনার আগে অবশ্যই প্যাকেটের গায়ে মেয়াদ দেখে নেবেন এবং দাম ভালোভাবে যাচাই করে নিবেন অন্যথায় আপনি প্রতারিত হবার সম্ভাবনা থাকে। বিশেষ করে মেয়াদের দিকে লক্ষ্য রাখা জরুরী তাছাড়া মেয়াদ পার হওয়া এমন পণ্য আপনার বাচ্চাকে খাওয়ালে বাচ্চার মৃত্যু হতে পারে।

Lactogen 4 price in Bangladesh

বাচ্চার বয়স যখন দুই বছর হয়ে যায় তখন থেকে পাঁচ বছর বয়সের বাচ্চাদেরকে Lactogen 4 চার খাওয়ানো হয়।
  • ল্যাকটোজেন চার ৩৫০ গ্রাম ওজনের প্যাকেজের দাম ৬০০ থেকে ৬৫০ টাকা নিয়ে থাকে।
  • ১৮০ গ্রাম লেকটোজেন ৪ এর দাম ২৬০ থেকে ৩০০ টাকার মধ্যে।
কেনার আগে অবশ্যই ভালো ভাবে দাম যাচাই-বাছাই করে নিবেন এবং মেয়াদের দিকে লক্ষ্য রাখবেন।

Prima 1 price in Bangladesh

প্রাইমা দুই রকমের দুধ পাওয়া যায়। প্রাইমা ১ এটি হচ্ছে শূন্য থেকে ছয় মাস বয়সী শিশুদের জন্য। প্রাইমা ১ ৪০০ গ্রাম ওজনের কৌটার দাম ৭৫০ টাকা। অনেক সময় অনেক দোকানে ৭৮০ টাকাও নিয়ে থাকে। কেনার আগে ভালোভাবে মেয়াদ এবং দাম দেখে নেবেন।

Prima 2 price in Bangladesh

ছয় মাস থেকে দুই বছরের বাচ্চার জন্য প্রাইমা ২ তৈরি করা হয়েছে। বাচ্চা বড় হওয়ার সাথে সাথে তাদের শরীরে পুষ্টি চাহিদা বেশি হয়ে যায় যার কারণে তাদেরকে প্রাইমা ২ খাওয়ানো হয়।
  • ৪০০ গ্রাম ওজনের দাম ৭৩০ থেকে ৭৮০ টাকার মধ্যে নিয়ে থাকে।
কেনার আগে আরেকবার ভালোভাবে দাম যাচাই-বাছাই করে নেবেন তাহলে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না।

Prima 2 formula Milk

যেসব বাচ্চার বয়স ৬ মাস থেকে দুই বছরের মধ্যে তাদেরকে প্রাইমা দুই খাওয়ানো হয়। একটি বাচ্চা যখন তার মায়ের বুকের দুধ না পায় বা তাদের কোন সমস্যার কারণে খাওয়ানো না যায় তখন তাদেরকে ডাক্তাররা এই প্রাইমা খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকে। এ দুধ বাচ্চার শরীরের দিকে লক্ষ্য রেখে বানানো হয়।

প্রাইমা ২ ৪০০ গ্রাম ওজনের প্যাকেটের দাম ৭৩০ থেকে ৭৮০ টাকার মধ্যে হয়ে থাকে। মায়ের বুকের দুধের মত কোন দুধ কখনোই হবে না। যখন মা তার সন্তানকে দুধ খাওয়ানোর জন্য সবল সুস্থ না থাকে তখন ডাক্তাররা তাকে ফর্মুলা দুধ খাওয়ানোর জন্য বলে। ফর্মুলা অনেক রকমের দুধ রয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে প্রায়মা।

প্রাইমা দুধ বাচ্চাদের শরীরের দিকে লক্ষ্য করে বানানো হয় যার কারণে তার বাচ্চাদের শরীরের জন্য অনেক বেশি উপকার হয়। অনেক রকমের দুধ রয়েছে যেগুলো খাওয়ার কারণে বাচ্চাদের পাতলা পায়খানা হয়ে থাকে কিন্তু প্রাইমা দুধ এমন ভাবে তৈরি করা যা খাওয়ার ফলে কখনোই বাচ্চাদের পাতলা পায়খানা হওয়ার মতো সমস্যা দেখা দেয় না।

প্রাইমা দুধ খুব সহজে বাচ্চার ক্ষুদা নিবারণ করতে পারে এবং মায়ের বুকের দুধের যে অপূর্ণতা থাকে সেটা খুব সহজে পূরণ করে দেয়। প্রাইমা দুধ খাওয়ার কারণে বাচ্চার ওজন বৃদ্ধি নিয়ে কোন রকমে চিন্তা করতে হয় না। নিয়ম করে ঠিকমতো এই দুধ খাওয়ানোর কারণে বাচ্চার ওজন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হয়। আরেকটি উপকারিতা হচ্ছে

অন্য দুধের তুলনায় প্রাইমার দুধের দাম কম এজন্য যারা মধ্যবিত্ত পরিবারের রয়েছেন তারা যদি কোন অসুবিধা জন্য শিশুকে ফর্মুলা দুধ খাওয়ানোর চিন্তা করেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে প্রায়মা দুধ খাওয়ানো। এই দুধ দামেও কম এবং মান ও গুণগত দিক দিয়েও অনেক ভালো।

NAN 1 price in Bangladesh

এই দুধ বিভিন্ন রকম ওজন আকারে পাওয়া যায় ভিন্ন রকম ওজনের দাম ভিন্ন হয়
  • ৮০০ গ্রাম নান ১ এর দাম ৩৭০০ টাকা। অনেক সময় এ দুধের দাম কম বেশি হয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ে থাকে কোন কোন জায়গায় ৪০০০ টাকার উপরে নেয় আবার কোন কোন জায়গায় ৩৬০০ টাকাও নিয়ে থাকে।
  • ৪০০ গ্রাম নান ১ এর দাম ১৪০০ টাকা।
  • ৩৫০ গ্রাম নান ১ এর দাম ১২০০ টাকা।
  • ২০০গ্রাম নান ১ এর ৭৫০ টাকা।

এই চার ধরনের নান ১ পাওয়া যায়। দুধ কেনার পূর্বে অবশ্যই প্যাকেটের গায়ে মেয়াদ এবং দাম দেখে নিবেন। অনেক সময় দেখা যায় দোকানদার বেশি নিয়ে থাকে এজন্য অবশ্যই কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং ভালোভাবে মেয়াদ দেখে নিবেন যাতে করে আপনার বাচ্চার জন্য ক্ষতি না হয় এবং শরীরের সম্পূর্ণ পুষ্টি পায়।

NAN 1 200g price in Bangladesh

২০০ গ্রামের প্যাকেটের ওজনেও নাম এক পাওয়া যায়।
  • ২০০গ্রাম নান ১ এর ৭৫০ টাকা।
কেনার আগে আরেকবার দাম ভালোভাবে দেখে নিবেন

NAN 1 400g price in Bangladesh

৪০০ গ্রামের ওজনের প্যাকেট ২০০ গ্রামের ওজনের প্যাকেটের তুলনায় বড় এবং দামের দিক দিয়েও ৪০০ গ্রামের দাম বেশি।
  • ৪০০ গ্রাম নান ১ এর দাম ১৩৫০ থেকে ১৪০০ টাকার মধ্যে হয়ে থাকে।
কেনার আগে মেয়াদ এবং দাম দেখে নিবেন তাহলেই হয়ে যাবে।

NAN 1 Dubai price in Bangladesh

নান এক দুবাই ৮০০ গ্রাম ওজনের প্যাকেটের দাম ৪ হাজার টাকা। ৪০০ নান দুবাইয়ের দাম ২৫০০ থেকে ২৬০০ টাকার মধ্যে। কেনার আগে আরেকবার ভালোভাবে দাম এবং মেয়ে আর যাচাই-বাছাই করে নিবেন।

NAN 2 price in Bangladesh

এই দুধ কয়েক রকমের ওজন আকারে পাওয়া যায়। এই দুধ অন্য দুধের তুলনায় ভালো হওয়ার কারণে দাম একটু বেশিই থাকে।
  • ৪০০ গ্রাম নান ২ এর দাম ১২০০ টাকা।
  • ৮০০ গ্রাম নান ২ এর দাম ৪০৫০ টাকা।
  • ৩৫০ গ্রাম নান ২ এর দাম ৯০০ টাকা।

এই তিন ওজনের নান ২ পাওয়া যায়। দুধ কেনার পূর্বে অবশ্যই ভালোভাবে মেয়াদ দেখে নিবেন এবং দামও ঠিকভাবে দেখে নিতে হবে কারণ অনেক দোকানে দাম বেশি নেয় এজন্য। যদি আপনার থেকে দাম বেশি নেয় তাহলে অবশ্যই আপনি তার প্রতিবাদ করবেন।

NAN 3 price in Bangladesh

অনেক ফার্মেসির দোকানে অথবা অনলাইনে কনফেকশনারির দোকানেও আপনি এই দুধ কিনতে পাবেন। দুধ কেনার পূর্বে অবশ্যই ভালোভাবে মেয়াদ দেখে নেবেন এবং দামও ঠিকভাবে যাচাই-বাছাই করে নিবেন।
  • ৩৫০ গ্রাম নান ৩ এর দাম ৯০০ টাকা।
  • ৮০০ গ্রাম নান ৩ এর দাম ৪ হাজার টাকা।
  • ৪০০ গ্রাম নান ৩ এর দাম ২০০০ টাকা।
আপনি দোকানে কিনতে গেলে এ দামের তুলনায় ৫০ থেকে ১০০ .টাকা কম বেশি হতে পারে। আপনি ভালভাবে যাচাই করে নিলে ঠকার সম্ভাবনা একেবারেই নেই।

শেষ কথা

কেনার আগে অবশ্যই ভালোভাবে দাম এবং মেয়াদের দিকে লক্ষ্য রাখতে হবে অনেক দোকানদার থাকে যারা আপনার থেকে বেশি নিবে এবং পণ্যটি সরকার অনুমোদিত কিনা সেদিকে লক্ষ্য রাখবেন তাহলে আপনার বাচ্চা একেবারে নিরাপদ থাকবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url