মধুময় বাদামের রেসিপি- মধুময় বাদামের উপকারিতা- মধুময় বাদামের দাম কত
প্রিয় পাঠক,আপনি কি মধুময় বাদাম খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে চাচ্ছেন,তাহলে এই পোস্টটি আপনার জন্য।আমরা চেষ্টা করব মধুময় বাদাম খাওয়ার উপকারিতা এবং মধুময় বাদাম রেসিপি ও যাবতীয় তথ্য সবগুলো তুলে ধরার।আপনি এই পোস্টটি পড়তে থাকুন আপনি তাহলে এই পোষ্টের মধ্যে আপনার মনে জমা মধুময় বাদাম সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
এছাড়াও আপনি পোস্টে পাবেন মধুময় বাদাম খাওয়ার নিয়ম,মধুময় বাদামের রেসিপি,মধুময় বাদামের উপকারিতা এবং মধুময় বাদামের দাম কত এ সম্পর্কে সবকিছুই আপনি জানতে পারবেন।এই চলুন কথা না বাড়িয়ে পোস্ট এর দিকে আগানো যাক।
ভূমিকা
আপনার কাছে হানি নাট শব্দ টা বড়ই পরিচিত যার মানে হচ্ছে মধুময় বাদাম।মধুময় বাদাম এমন একটি খাবার যার মধ্যে অনেক রকমের ফলমূল রাখা হয়।যেমন আখরোধ,বাদাম,মধু,আলু বোখরা,ত্বীন ফল, এবং বিভিন্ন রকমের ফল রাখা হয়।যেগুলোর সবগুলোই আমাদের শরীরের জন্য উপকারী।মধু এবং বাদামের যে উপকারিতা আছে সকালবেলা দুইটা একসাথে খাওয়ার কারণে এটার উপকারিতা আরো বেড়ে যায়।
বর্তমান সময়ে আমরা হানি নাট বা মধুময় বাদাম করনার সময় থেকে জানতে পেরেছি বা পরিচিত হয়েছি। তাই আজকে চলুন আমরা হানি নাট বিষয়ে যাবতীয় তথ্য জেনে নেই,যাতে করে আমরা বুঝতে পারি মধুময় বাদাম কতটা উপকারি এবং এটা আমাদের জন্য কতখানি জরুরী।
মধুময় বাদাম খাওয়ার নিয়ম
মূলত এটা এক ধরণের খাবারের জিনিস,এটা কোন ওষুধ নয়।
- যেকোনো সময় খাওয়া যায় তবে উত্তম সময় হচ্ছে রাত্রে ঘুমানোর কিছুক্ষণ পূর্বে এক চামচ থেকে দুই চামচ খাওয়া এবং সকালে খালি পেটে খাওয়ার চেষ্টা করা।
- মধুময় বাদাম খাওয়া কালীন সময় চেষ্টা করা প্রতিদিন এক গ্লাস দুধ এবং সাথে দেশি মুরগি বা হাঁসের ডিম খাওয়ার এতে করে আপনি আরো বেশি উপকৃত হতে পারবেন।
- আপনি যদি কাজ করার সময় ক্লান্ত হয়ে যান তাহলে এক চামচ বা কিছু পরিমাণ মধুময় বাদাম খেয়ে নিন এতে করে আপনার ক্লান্তি ভাব দূর হয়ে যাবে এবং আপনার কাজ করতে সুবিধা হবে।
মধুময় বাদাম খাওয়ার উপকারিতা
মধুময় বাদাম এমন একটি খাবার যেখানে ভরপুর উপকারিতা এবং ভিটামিন রয়েছে। আপনি মধুময় বাদাম সম্পর্কে কতটুকু জানেন তা আমার জানা নেই। আমি আপনাকে মধুময় বাদামের উপকারিতা সম্পর্কে বিস্তারিত বলবো।তাই চলুন মধুময় বাদামের উপকারিতা সম্পর্কে জেনে নিন।
- মধুময় বাদাম আপনার ওজন কমাতে সাহায্য করবে।আপনি যদি ওজন কমানোর জন্য কোন উপাদান বা কোনো ওষুধ খুঁজে বেড়ান সে ক্ষেত্রে আপনার জন্য মধুময় বাদাম সেরা হবে।
- ডায়াবেটিসের সমস্যা দূর করতে মধুময় বাদামের গুরুত্ব অপরিসীম।
- মধুময় বাদাম ক্যান্সারের রোগকেও দূরে রাখতে সহায়তা করে কারণ এতে মধু এবং বাদামের অনেক পরিমাণ ভিটামিন থাকে যেগুলো ক্যান্সারের সাথে লড়াই করতে ক্ষমতা রাখে।
- স্মৃতিশক্তি বৃদ্ধি করতে মধুময় বাদামের গুরুত্ব অপরিসীম এবং আপনি যদি কোন কিছু মনে রাখতে না পারেন সে ক্ষেত্রেও মধুময় বাদাম আপনার কাজে আসবে।
- গর্ভবতী মহিলাকে মধুময় বাদাম খাওয়ানোর চেষ্টা করুন এতে করে তার যেসব পুষ্টিগুণ দরকার সেসব সে পেয়ে যাবে এতে করে বাচ্চাও সুস্বাস্থ্য সহকারে পৃথিবীতে আসতে পারবে।
- আপনি যদি যৌন ক্ষমতায় অক্ষম হোন তাহলে এটা আপনার জন্য ভীষণ উপকারী।আপনি এটা নিয়মিত খাওয়ার ফলে আপনার অক্ষমতা দূর হয়ে যাবে।আপনি নিজে সুখি মানুষ হবেন এবং আপনার স্ত্রীও সুখি হবে।
তাই নিয়মিত মধুময় বাদাম খাওয়া শুরু করুন।
মধুময় বাদাম রেসিপি
আমরা অনেকে চাই যে আমরা সবকিছু বাসায় কিনে নিয়ে এনে আমরা নিজেরা মধুময় বাদাম বানিয়ে খাব এক্ষেত্রে আমাদের আত্মতৃপ্তি হয় এবং মধুময় বাদাম খাওয়ার ফলে যেসব উপকার হয় সেসব যেন খাঁটি শরীরে প্রবেশ করে। চলুন এবার আমরা কিভাবে মধুময় বাদাম বাড়িতে বানাতে হয় সে সম্পর্কে জেনে নেয়।মধুময় বাদাম বানানে যেসব উপদান লাগে সেসব হচ্ছে
- মিশ্র ফুলের মধু
- কালোজিরার দানা
- কাঠবাদাম
- কাজুবাদাম
- পেস্তা বাদাম
- আখরোট
- থাই চিনা বাদাম
- গোল্ডেন কিসমিস
- ব্ল্যাক কিসমিস
- খুরমা খেজুর
- সাদা তিল
- সূর্যমূখীর বীজ
- মিষ্টি কুমড়োর বীজ
- ত্বীন ফল
- (আরও কিছু উপাদান)
আপনি চাইলে এসব দিয়েও বানাতে পারবেন এছাড়াও আমি আরেক পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনি সেভাবেও বানাতে পারেন।এর জন্য যেসব উপদানসমূহ লাগবে সেসব হচ্ছে
- কাজুবাদাম
- পেস্তা বাদাম
- কাঠবাদাম
- চিনাবাদাম
- থাইবাদাম
- আলুবোখারা
- পামকিন সিড
- চিয়া সিড
- সাদা তিল
- মরিয়ম খেজুর
- ড্রাই মাঙ্গ
- আপেল
- চেরি ফল
- প্রেমিয়াম অ্যাপ্রিকট
- ত্বিন ফল
- রেড সিড লেস প্লাম
- গ্রীনসিড লেস প্লাম
- আখরোট
- কালোজিরা
- খেজুর
- গোল্ডেন কিসমিস
- খাঁটি মধু
এখন আপনি বাজার থেকে এসব কিনে নিয়ে এসে আপনি নিজের বাড়িতে বসে মধুময় বাদাম বানিয়ে খেতে পারবেন।
মধুময় বাদামের দাম কত
আমরা অনেকেই মধুময় বাদাম খাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় কিন্তু সেটার দাম নিয়ে দ্বিধার মধ্যে থাকি যে এসবের দাম কেমন হতে পারে।আবার কেউ কেউ মনে করে এসবের দাম অনেক বেশি আবার কেউ মনে করে খুবই কম।আপনাকে উপরে বাসায় মধুময় বাদাম বানানোর রেসিপিও বলে দেওয়া হয়েছে।আপনি যদি মনে করেন যে বাসায় বানানো ঝামেলা তাহলে আপনি অর্ডার করে কিনতে পারেন।তাই চলুন এবার আমরা মধুময় বাদামের দাম জেনে নেয়।
আপনি কিছু কিছু পেইজে এরকম দামে কিনতে পারবেন
- ৫০০ গ্রাম - ৫৫০ টাকা।
- ১০০০ গ্রাম (১ কেজি)১০৮০ টাকা।
- ১০০০ গ্রাম ( ১ কেজি) ৯৯০ টাকাতেও দিবে।
- ১০০০ গ্রাম (১ কেজির) দাম ১২০০ টাকা নিবে।
যেগুলো পেইজে ভালো এবং ব্রান্ডের সেসবের দাম একটু বেশী হয়।আপনার কাছে যেই পেইজকে বিশ্বাসযোগ্য মনে হবে আপনি সেখান থেকে কিনে নিবেন। আমরা উপরে মধুময় বাদাম রেসিপি,এবং মধুময় বাদামের দাম কত এসব সম্পর্কে জানলা।চলেন এখন মধুময় বাদাম খাওয়ার অপকারিতা জেনে নেয়।
মধুময় বাদাম খাওয়ার অপকারিতা
মধুময় বাদামে যেহেতু অনেক রকমের পুষ্টিকর ফল থাকে এজন্য খাবার ক্ষেত্রে সর্তক্ষ থাকতে হবে যাতে করে এটা আমাকে জন্য ক্ষতিকর না হয়।
- প্রতিদিন ১/২ চা চামচের বেশি না খাওয়া।আপনি বেশি খাইলে আপনার শরীর অতিরিক্ত গরম হয়ে যাইতে পারে।
- পেটের সমস্যা হতে পারে কারণ এখানে বাদাম ও মধু রয়েছে যেসব অতিরিক্ত খাওয়া পেটের জন্য ক্ষতিকর।
- যাদের এর্ল্যাজি রয়েছে তারা এসব খাওয়া থেকে বিরত থাকা উচিত।
মধুময় বাদামে ক্ষতির দিক খুব কম।আপনি চিন্তা ছাড়া খেতে পারেন কোন সমস্যা নাই তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকবেন।
শেষ কথা
আপনার জন্য উপরে মধুময় বাদাম খাইলে কি কি উপকার হয় এবং মধুময় বাদাম সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করেছি।আপনি উপরের পোস্ট পড়েই বুঝতে পারবেন এটা আপনার খাওয়া উচিত নাকি উচিত না।আমি আপনাকে পরামর্শ দিবো আপনি এটা একবার খেয়ে দেখতে পারেন।আশা করি উপকৃত হবেন।
আমার এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুমহলে এবং আত্মীয়দের কাছে শেয়ার করবেন যাতে করে তারাও মধুময় বাদাম সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হয়।
সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url