বাঘ সম্পর্কে ১৫ টি বাক্য- বাঘ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজি
প্রিয় পাঠক আপনি কি বাঘ সম্পর্কে ১৫ টি বাক্য জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোস্টের মধ্যে বাঘ সম্পর্কে ১৫ টি বাক্য ও বাঘ সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজি তে আলোচনা করব।
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন বাঘ সম্পর্কে ৩টি বাক্য। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টার দিকে আগানো যাক।
বাঘ সম্পর্কে ৩টি বাক্য
- বাংলাদেশে বাঘের আস্তানা হচ্ছে সুন্দরবন।
- একটি বাঘিনী বা বাঘ দুই থেকে পাঁচটি বাচ্চা জন্ম দিতে পারে।
- বাঘ পুরুষ এবং মহিলা উভয় লিঙ্গের হয়। পুরুষ বাঘ দেখতে মহিলা বাঘের তুলনায় অনেক বেশি সুন্দর।
বাঘ সম্পর্কে ১৫ টি বাক্য
বাঘ বাংলাদেশের জাতীয় পশু। অনেক সময় এই স্কুলে অথবা বিভিন্ন রকম প্রতিযোগিতায় বাক সম্পর্কে দশটি বা ১৫ তে বাক্য লিখতে বলা হয়। সে সময় যদি সুন্দরভাবে বাঘ সম্পর্কে দশটি বাক্য বা ১৫ বাক্য লেখা হয় তাহলে পুরস্কৃত হওয়ার সম্ভাবনা থাকে এবং সবার কাছে নিজের অনেক সুনাম হয়। তাই চলুন এবার আমরা বাঘ সম্পর্কে ১৫ টা বাক্য জেনে নেই।
- বাংলাদেশের জাতীয় পশু হচ্ছে বাঘ।
- বিড়াল প্রজাতির মধ্যে বাঘ হচ্ছে অন্যতম একটি বড় প্রাণী।
- বাংলাদেশের অধিকাংশ বাঘ সুন্দরবনের পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন পার্কে বাঘ রয়েছে।
- বাঘ জন্মের পরে সাতদিন পর্যন্ত চোখে দেখতে পায় না। সাত দিন যাবার পরেই এরা ঠিকভাবে চোখে দেখতে পায়।
- একটি পুরুষ বাঘের ওজন ২২১ কেজি এবং একটি মহিলা বাঘের ওজন ১৪৯ কেজি পর্যন্ত হয়ে থাকে।
- একটি বাঘ গড়ে ১০ থেকে ১৫ বছর জীবিত থাকে। অনেক বাঘ আছে যেগুলো ২৬ বছর পর্যন্ত জীবিত থাকে।
- বাঘেরা তাদের খাবার শিকার করার মাধ্যমে খেয়ে থাকে।
- বাঘেরা কখনো মরা প্রাণী খায় না। তারা শিকার করে জীবিত প্রাণী খায়।
- বাঘের গর্জন এত দায় তীব্র যে তার তিন কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়।
- বাঘের দুইটি চোখ। দুই চারটি। পা দুটি কান ও একটি লেজ রয়েছে। বাঘ পায়ের দ্বারা পশু শিকার করে।
- বাঘেরা পানিতে সাঁতার কাটতে অনেক পছন্দ করে এবং এরা ভালো মানের সাঁতারু ও এরা সাঁতার করার মাধ্যমেও অনেক সময় শিকার করে।
- বাঘেরা বিশাল জায়গা জুড়ে ঘুরে বেড়াতে পছন্দ করে এবং তারা একা একা চলাফেরা করতে স্বাচ্ছন্দ বোধ করে।
- বাঘেরা একবার বসলে ওঠার আগ পর্যন্ত ৪০ কেজি পর্যন্ত মাংস খেতে পারে।
- মহিলা বাঘের তুলনায় পুরুষ বাঘ দেখতে আরো বেশি সুন্দর হয়।
- প্রতি বছরের ২৯ জুলাই ইন্টারন্যাশনাল টাইগার ডে হিসেবে পালন করা হয়।
বাঘ সম্পর্কে 10 টি বাক্য ইংরেজি
- Royal Bengal tiger is our National animal.
- Royal Bengal Tiger is the strong animal.
- Royal Bengal Tiger is more stronger then deer, dog, cheetah tiger and donkey etc.
- Normally the Royal Bengal Tiger we can found in Bangladesh, Nepal, Bhutan and Myanmar.
- It is the national animal of Bangladesh.
- Royal Bengal Tiger is the carnivorous animal.
- we can the Royal Bengal Tiger in Sundarbans.
- The Royal Bengal Tiger is almost vanish from Bangladesh.
- If we want to protect our national treasure, we have to become more conscious about its.
- Public and government awareness can save The Royal Bengal Tiger.
শেষ কথা
বাঘ বাংলাদেশের জাতীয় এবং প্রাকৃতিক সম্পদ। দিন দিন সুন্দরবন থেকে বাঘ অনেকটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। এজন্য আমাদের উচিত হবে আমাদের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার।
সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url