মৌমাছি সম্পর্কে ১৫ টি বাক্য-মৌমাছি কী কাজ করে? ২য় শ্রেণী

প্রিয় পাঠক আপনি কি মৌমাছি সম্পর্কে ১৫ টি বাক্য জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে মৌমাছি সম্পর্কে ১৫ টি বাক্য এবং মৌমাছি সম্পর্কে ৫টি বাক্য ২য় শ্রেণি সম্পর্কে আলোচনা করব।
মৌমাছি সম্পর্কে ১৫ টি বাক্য
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন মৌমাছি কী কাজ করে? ২য় শ্রেণী ও মৌমাছি মৌমাছি বাংলা কবিতা। তাই চলুন কথা না আবার এই পোস্টের দিকে আগানো যাক।

ভূমিকা

পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে মৌমাছি। মৌমাছি পুরুষ এবং মহিলা উভয় লিঙ্গের হয়। মৌমাছি মানুষের জন্য অনেক উপকারী। মৌমাছিদের প্রধান খাদ্য ফুল এবং ফলের রস। মৌমাছি আল্লাহ তৈরি মানুষের জন্য একটি অনেক বড় নেয়ামত এবং এই মৌমাছি আল্লাহর বিস্ময়কর সৃষ্টি গুলোর মধ্যে একটি।


অদ্ভুতভাবে সৃষ্টি করা হয়েছে এই মৌমাছিকে।

মৌমাছি সম্পর্কে ৫টি বাক্য ২য় শ্রেণি

  1. মৌমাছি আমাদেরকে আমাদের উপকারের জন্য মধু দেয়।
  2. মৌমাছিরা ফুলের এবং ফলের মধ্যে থেকে বিশুদ্ধ রস সংগ্রহ করে এবং সেখান থেকেই তারা মধু তৈরি করে।
  3. মৌমাছির শরীর দুই খন্ডের এবং এদের শরীরে দুই জোড়া দানা থাকে।
  4. পৃথিবীতে প্রায় ২০ হাজার প্রজাতির মৌমাছি আছে রয়েছে।
  5. মৌমাছি উড়ে উড়ে গুনগুন করে গান করে।
  6. মৌমাছিরা তাদের রানীর কথা অনুযায়ী চলে। কখনো তাদের রানীর কথার বিপরীতে যায় না।

মৌমাছি সম্পর্কে ১৫ টি বাক্য

  1. মৌমাছি বিভিন্ন ফলের এবং ফুলের রস সংগ্রহ করে মধু উৎপন্ন করে। আমাদের উপকারের জন্য মধু দেয়।
  2. মৌমাছি দেখতে অন্য প্রাণীদের তুলনায় অনেক বেশি সুন্দর।
  3. মৌমাছির শরীর দুই খন্ডের এবং তাদের জোড়া দানা রয়েছে ও তারা আকারে ছোট হয়।
  4. মৌমাছি যে জায়গায় বসবাস করে সেটাকে মৌমাছির চাক বলে।
  5. মৌমাছির আল রয়েছে। তারা এই আল দিয়ে মানুষকে কামড় দেয় এবং তাদের ছোবল অনেক বিষাক্ত।
  6. পৃথিবীতে প্রায় নয়টি গোত্রের ২০০০০ প্রজাতের মৌমাছি রয়েছে।
  7. মৌমাছি আল্লাহ তাআলার একটি আশ্চর্যজনক সৃষ্টি এবং এ মৌমাছির দ্বারা আল্লাহ তা'আলা আমাদের অনেক উপকার করেন
  8. মৌমাছিরা এক ফুল থেকে অন্য ফুলে উড়ে উড়ে যাওয়ার সময় গুনগুন করে গান করে।
  9. বসন্ত কালে মৌমাছিকে বেশি দেখা যায় কারন এই সময় প্রতি গাছে নতুন পাতা এবং নতুন ফুল ফুটে ও ফল আসতে শুরু করে।
  10. মৌমাছিরা তাদের প্রধান কথা মত চলে। কখনো তাদের প্রধানের কথার অমান্য করে না। তাদের প্রধান হচ্ছে তাদের রানী।
  11. কোরআন শরীফের মধ্যে মৌমাছিকে মৃত্যু বাদে সকল রোগের ওষুধ বলা হয়েছে।
  12. মৌমাছি প্রতি ঘন্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে।
  13. মৌমাছি ক্ষুধার্ত অবস্থায় থাকলে তারা দিনে ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।
  14. মৌমাছি প্রতি সেকেন্ডে তাদের দানা ২৪০ বার ঝাপটায়।
  15. বর্তমানে অনেক মানুষ মৌমাছিয়ে চাষ করে লাভবান হচ্ছে এবং তাদের আর্থিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি সচ্ছল হয়েছে।

মৌমাছি কী কাজ করে? ২য় শ্রেণী

মৌমাছি তারা নিজের খাবার নিজেরাই সংগ্রহ করে এবং মানুষের জন্য তারা উপকারে তরল পদার্থ তৈরি করে যেটাকে মধু বলা হয়। মৌমাছিরা এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে ঘুরে মধু আহরণ করে এবং সেই মধু তারা তাদের চাকে সংরক্ষণ করে। যখন তা নির্দিষ্ট পরিমাণে হয়ে যায় তখন মানুষ এই চাক থেকে মধু সংগ্রহ করে এবং সে মধুর দ্বারা উপকৃত হয়।


মৌমাছির প্রধান কাজ হচ্ছে ফুল এবং ফল থেকে রস সংগ্রহ করে সেটাকে মধুতে রূপান্তরণ করা অর্থাৎ মৌমাছি ফুল এবং ফল থেকে মধু আহরণ করে।

মৌমাছি মৌমাছি বাংলা কবিতা

বাংলায় একটি কবিতা রয়েছে যে কবিতার মধ্যে মৌমাছিকে এবং মৌমাছির কাজকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মৌমাছি ছাড়াও এই কবিতার মধ্যে পাখি এবং পিপীলিকার কাজকেও তুলে ধরা হয়েছে। 
কবিতার নাম হচ্ছে কাজের আনন্দ
লেখক নবকৃষ্ণ ভট্টাচার্য

মৌমাছি মৌমাছি
কোথা যাও নাচি নাচি,
দাঁড়াও না একবার ভাই।

ওই ফুল ফুটে বনে
যাই মধু আহরণে,
দাঁড়াবার সময় তো নাই।

ছোট পাখি ছোট পাখি
কিচিমিচির ডাকি ডাকি,
কোথা যাও বলে যাও শুনি।

এখন না কবো কথা
আনিয়াছি তৃণলতা,
আপনার বাসা আগে বুনি।

পিপীলিকা পিপীলিকা
দলবল ছাড়ি একা,
কোথা যাও,যাও ভাই বলি।

শীতের সঞ্চয় চাই
খাদ্য খুঁজিতেছি তাই,
ছয় পায়ে পিল পিল চলি।

শেষ কথা

মৌমাছিয়ে প্রাকৃতিক সম্পদ। এই মৌমাছি দ্বারা আমরা মানুষরা অনেক বেশি উপকৃত হয় এজন্য আমাদের উচিত হবে মৌমাছির চাককে কখনোই পরিপূর্ণ হবার আগে না ভাঙ্গা এবং মৌমাছির সাথে কোন রকমের যেন অন্যায় না হয় সেদিকে লক্ষ্য রাখা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url