১০০ টি মাছের নাম- সামুদ্রিক ছোট মাছের নাম- ৫০ টি মাছের নাম

প্রিয় পাঠক আপনি কি ১০০ টি মাছের নাম জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে ১০০ টি মাছের নাম এবং ৫০ টি মাছের নাম নাম সম্পর্কে আলোচনা করব।
১০০ টি মাছের নাম
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন সামুদ্রিক ছোট মাছের নাম এবং ছোট মাছের নাম সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।

ভূমিকা

আল্লাহ তায়ালার মত অসংখ্য সৃষ্টির মধ্যে একটি হচ্ছে মাছ। পৃথিবীতে অনেক রকমের মাছ রয়েছে। প্রতিটি দেশের মানুষে মাছ খেয়ে থাকে। বিশেষ করে বাঙ্গালীদের কাছে মাছ অনেক পছন্দের একটি খাবার। একটি কথা প্রচলিত আছে ভাতে বাঙালি অর্থাৎ মাছ ছাড়া বাঙালির একেবারে চলে না। বাংলাদেশের প্রধান মাছ হচ্ছে ইলিশ।


পুকুর নদ-নদী খাল-বিল সমুদ্র প্রতিটি জায়গাতেই বড় ছোট মাঝারি আকারে মাছ পাওয়া যায়। প্রতিটি মাছের স্বাদ ভিন্ন রকম।

সামুদ্রিক ছোট মাছের নাম

নাম সামুদ্রিক মাছের স্বাদ এমনিতেই ভিন্ন রকম এবং তুলনায় অনেক বেশি হয়ে থাকে। সমুদ্রের যেসব ছোট মাছ রয়েছে সেগুলোতে অনেক রকমের ভিটামিন রয়েছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকার। সমুদ্রের ছোট মাছের প্রতি মানুষের চাহিদা অনেক বেশি কারণ এই মাছ খেতে অনেক সুস্বাদু লাগে।

সমুদ্রে অনেক রকমের ছোট মাছ পাওয়া যায়।
  • রূপচান্দা
  • ফলিচান্দা
  • ট্যাকচান্দা
  • হাউস পাতা
  • পেখম ময়ূরী
  • ফাঁসা
  • ট্যাকচান্দা
  • উড়ুক্কু মাছ
  • মাইট্যা মাছ
  • প্রজাপতি
  • সোনালি বাটা
  • কালো পোয়া
  • পটকা সাদা
  • পোয়া রাঙা
  • কই
  • মুইচ্ছা হাঙর
  • থুট্টা হাঙর
  • কোরাল
  • করাতি হাঙর
  • হাতুড়ি হাঙর
  • পাবদা
  • রকফিস
  • সিলভার ফিস
  • গোল্ড ফিস
  • সীবাস মাছ
  • ফ্ল্যাট ফিস
  • সাদা পোয়া মাছ
  • কালো পোয়া মাছ
এইসব মাছ সমুদ্রে পাওয়া যায়। কক্সবাজারের দিকে গেলে আপনি এই সব মাছ আরো বেশি পাবেন।

১০০ টি মাছের নাম

বাংলাদেশে অসংখ্য মাছ রয়েছে। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম মাছ রয়েছে। এক এক মাছের স্বাদ একেক রকম। চলুন এবার আমরা ১০০ মাছের নাম জানি-
  1. ইলিশ
  2. কাতল
  3. কৈ মাছ
  4. তিমি
  5. চিংড়ি মাছ
  6. চান্দা মাছ
  7. গলদা চিংড়ি
  8. গজার
  9. কাচকি
  10. তেলাপিয়া
  11. মাগুর
  12. সুরপুটি
  13. সিলভার কাপ
  14. শিং মাছ
  15. পাঙ্গাস
  16. টেংরা
  17. বোয়াল
  18. বাটা
  19. মিনার কাপ
  20. চেলা মাছ
  21. বাইম
  22. পাবদা
  23. মধু পাবদা
  24. কাবি পাবদা
  25. টেংরা
  26. শোল
  27. বোয়াল
  28. খলশে মাছ
  29. নাপতে কৈ
  30. মৃগেল মাছ
  31. চিতল
  32. টাকি মাছ
  33. চাপিল মাছ
  34. আইর মাছ
  35. বেলে মাছ
  36. গাড় কাতলা
  37. লায়ন
  38. ঘনিয়া 
  39. ফলুই
  40. রুই
  41. কানি পাবদা
  42. কাল বাউশ
  43. জেলি মাছ
  44. মিরকা
  45. ডারকা মাছ
  46. চিতল মাছ
  47. ময়া মাছ
  48. আইর মাছ
  49. বাতাসি মাছ
  50. কাঠাল পাতা মাছ
  51. পুঁটি মাছ
  52. নুনা টেংরা
  53. নুনা বেলে
  54. ট্যাপা মাছ
  55. বাচুয়া বাচা
  56. তল্লা আইড় ধাইন মাছ
  57. রাজ পুঁটি
  58. নিলোটিকা
  59. এংরট মাছ
  60. কোইটুর
  61. চেওয়া মাছ
  62. রূপচান্দা
  63. ফলিচান্দা
  64. ট্যাকচান্দা
  65. হাউস পাতা
  66. পেখম ময়ূরী
  67. ফাঁসা
  68. উড়ুক্কু মাছ
  69. মাইট্যা মাছ
  70. প্রজাপতি
  71. সোনালি বাটা
  72. কালো পোয়া
  73. পটকা
  74. সাদা পোয়া
  75. রাঙা কই
  76. মুইচ্ছা হাঙর
  77. থুট্টা হাঙর
  78. কোরাল
  79. করাতি হাঙর
  80. হাতুড়ি হাঙর
  81. পাবদা
  82. রকফিস
  83. সিলভার ফিস
  84. গোল্ড ফিস
  85. সীবাস মাছ
  86. ফ্ল্যাট ফিস
  87. সাদা পোয়া মাছ
  88. কালো পোয়া মাছ
  89. গ্রাস কাপ
  90. মাগুর মাছ
  91. গণি চাপিলা
  92. তেলে টাকি
  93. ফ্যাকাসে মলা
  94. নারকেলি চেলা
  95. ভেটকি মাছ
  96. লইট্যা মাছ
  97. বিগ হেড কার্প
  98. প্যারোট
  99. তারা বাইম
  100. দেশি বাতাসী মাছ
  101. কোশি টেংরা

এই হচ্ছে বাংলাদেশের বহুল প্রচলিত 100 টি মাছের নাম প্রতিটি খেতে অনেক সুস্বাদু।

৫০ টি মাছের নাম

বাংলাদেশ মাছের কোন রকমের অভাব নেই। খাল বিল নদী নালা পুকুর-পর্বত এসবে অসংখ্য পরিমাণে মাছ রয়েছে। চলুন এবার আমরা আরো ৫০ টি মাছের নাম জানি-
  1. লাইলন মাছ
  2. চান্দা
  3. ঠ্যালা মাছ
  4. বাইন মাছ
  5. কোলার
  6. দেশি চিংড়ি
  7. গলদা চিংড়ি
  8. এঞ্জেল মাছ
  9. গজার মাছ
  10. বাগদা চিংড়ি
  11. তিমি
  12. রাজ পুটি
  13. শিং মাছ
  14. মাগুর মাছ
  15. কাচকি মাছ
  16. মেনি মাছ
  17. চিতল মাছ
  18. মলা মাছ
  19. আইর মাছ
  20. মেনি মাছ
  21. বামোস
  22. চাকা
  23. বাঁশ পাতা
  24. শাল বাইম
  25. ফলি
  26. নাপতে কই
  27. বাচা
  28. নাপতে আইড়
  29. নান্দিনা
  30. খলিশা
  31. তিল খোশা
  32. কাল বাউশ
  33. ঘাং মাগুর
  34. তিতপুটি
  35. নাম চান্দা
  36. রিটা
  37. রাণী পাঙ্গাস
  38. পাঙ্গাস
  39. ছেপ ছেলা
  40. গুলসা
  41. গনিয়া
  42. বাগাইর
  43. এলং তিলা
  44. গুজি আইড়
  45. বালাচাটা
  46. গুতম
  47. কুচিয়া
  48. দেশি সরপুঁটি
  49. গোল্ড ফিস
  50. দেশি চিতল

ছোট মাছের নাম

ছোট মাছ সকলের পছন্দ। ছোট মাছের স্বাদ অন্য মাছের তুলনায় আরো বেশি হয় এবং ছোট মাছ চেয়ে পুষ্টিগুণ ভিটামিন আয়রন বেশি থাকে যার কারণে মানুষ ছোট মাছ অনেক বেশি খায় এবং ছোট মাছ খাওয়ার জন্য খোঁজ করে। চলুন এবার আমরা ছোট মাছের নাম জানি-
  • পুঁটি মাছ
  • নুনা
  • টেংরা
  • রূপচান্দা
  • ফাঁসা
  • কৈ মাছ
  • সোনালি বাটা
  • চেলা মাছ
  • ডারকা মাছ
  • প্রজাপতি
  • ময়া মাছ
  • হাউস পাতা
  • ফলিচান্দা
  • পেখম ময়ূরী
  • চান্দা মাছ
  • চিংড়ি মাছ
  • তেলাপিয়া

এইসবে ছোট মাছ আপনি চাইলে এসব ছোট মাছের মধ্যে কিনে খেতে পারেন। এসব ছাড়াও আরো অনেক প্রজাতির মাছ রয়েছে যেগুলো সামুদ্রিক এলাকায় পাওয়া যায়।

শেষ কথা

মাছ বাঙালের একটা আবেগের স্থান। বাঙালির জন্ম জন্মান্তর থেকে মাছের সাথে সম্পর্ক রয়েছে। মাছ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো দেখে মাছ খাবেন। কখনোই পচা বা মেডিসিন দিয়ে বড় করা এরকম মাছ খাবেন না তাহলে আপনার শরীরের জন্য এটা ক্ষতিকর হবে।

আমার এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনদের মাঝে শেয়ার করুন যাতে করে তারাও মাছের নাম জানতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url