গরুর বীজের দাম ২০২৪- ক্রস গরু চেনার উপায়- শাহীওয়াল গরুর বীজের দাম

প্রিয় পাঠক আপনি কি ক্রস গরু চেনার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে ক্রস গরু চেনার উপায় এবং শাহীওয়াল গরুর বীজের দাম কত সে সম্পর্কে আলোচনা করব।
গরুর বীজের দাম ২০২৪
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন ব্র্যাক গরুর বীজ এবং এসিআই সিমেনের দাম ও গরুর বীজের দাম ২০২৪ সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।

ভূমিকা

গরু অনেক জাতের হয়ে থাকে। ভিন্ন গরুর বৈশিষ্ট্য একেক রকম। এক জাতের গরুর সাথে অন্য জাতের গরুর কোন রকমের মিল থাকে না। কিছু ব্যাসিক মিল থাকলেও যেসব বড় বড় বিষয় থাকে সেই মিলগুলো থাকে না। গরুকে বিষ দেয়ার মাধ্যমে বাচ্চা উৎপাদন করা হয় বীজেরও বিভিন্ন জাত রয়েছে। একেক রকম জাতের বৈশিষ্ট্য এক এক রকম


এবং দামের দিক দিয়েও প্রতিটি জাতের দাম ভিন্ন ভিন্ন।

ব্র্যাক গরুর বীজ

ব্র্যাকের বীজের কিছু ভাগ রয়েছে একটি হচ্ছে ১০০% hf আরেকটি হচ্ছে ৭৫% hf এবং আরেকটি হচ্ছে ৮৭.৫% hf । আপনি যে রকমের বীজ দিবেন গরুর বাচ্চা সেই রকমেরই হবে তিনটা বীজের বাচ্চা ধরন এবং গঠন ভিন্ন রকম। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ৭৫%hf যে বীজ রয়েছে সেই বীজ কারণ এই বীজ থেকে যে গরু হয় সেই গরু বাংলাদেশের আবহাওয়ার সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারে।

এছাড়া যে বাকি দুই রকমের বীজ রয়েছে সেগুলো বাংলাদেশের সচরাচর হয় না। খুবই কম মানুষ রয়েছেন যারা ওই দুই রকমের বীজ নিয়ে থাকেন। বাংলাদেশের আবহাওয়ার সাথে এবং খাবারের দিক দিয়ে ওই দুই রকমের বীজের থেকে যে গরু হয় সেগুলো বাংলাদেশে বড় হওয়া অনেকটাই কষ্টকর। বিজের উপর নির্ভর করে গরুর দুধ নির্ভরশীল হয়।

অনেক সময় দেখা যায় ৭৫% বাদে বাকি যে দুই ধরনের বীজ রয়েছে সেগুলো প্রয়োগ করার কারণে গাভীর দুধ ভালো হয় না। আশা করি আপনি বুঝতে পেরেছেন ব্র্যাকের কোন বীজ নিলে আপনার গরুর জন্য ভালো হবে।

ক্রস গরু চেনার উপায়

এক ধরনের বড় রয়েছে যেগুলোকে ক্রস গরু বলা হয়। ক্রস গরু চেনার কিছু উপায় রয়েছে সে উপায় গুলো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন গরুতে ক্রস গরু নাকি অন্য গরু।
  • ক্রস গরু তাদের বয়সের তুলনায় অনেকটা লম্বা হয়।
  • ক্রস গরুর পিঠে গোস্ত কম হয়।
  • ক্রস গরুর পা দেশী গরুর পায়ের তুলনায় অনেক উঁচু হয়।
  • ক্রস গরুর মাথাও লম্বাতে বড় হয়।
  • গরুর যে গলগম্বর রয়েছে সেটা ক্রস গরুর অনেক ঝুলে যায়।
  • ক্রস গরুর চামড়া অন্য গরুর তুলনায় অনেক মোটা হয়।
  • ক্রস গরুর মেরুদন্ড একটু আঁকাবাঁকা হয়। একেবারে সোজা হয় না।
  • মেরুদন্ডের পিছনে যে দুই হার রয়েছে সে হার বেশি ছড়ানো থাকে না।
  • ক্রস গরুর দুধের শীরা একেবারে নাই বললেই চলে।
  • ক্রস গরু সারা দিনে ১০ লিটার দুধ দিতে পারে।

আপনি যদি একটা গরুর মধ্যে এইসব লক্ষণ দেখতে পান তাহলে আপনার বুঝতে হবে এই গরুতে হচ্ছে ক্রস গরু। এইসব উপায় হচ্ছে ক্রস গরু চেনার। ক্রস গরু দেখতে দেশী গরুর মত কখনো হবে না। এরা সম্পূর্ণ ভিন্ন এক রকমের যার কারণে আপনি এই উপায়গুলো অবলম্বন করলে খুব সহজে ক্রস গরু চিনে ফেলতে পারবেন।

শাহীওয়াল গরুর বীজের দাম

গরুর অনেক জাতের বীজ রয়েছে সেই বীজগুলোর মধ্যে এক জাতের বীজের নাম হচ্ছে শাহীওয়াল। বাংলাদেশে এই বীজের প্রচলন রয়েছে। শাহিওয়াল বীজ দুই রকমের হয়
  • শাহীওয়াল ৮৭% hf এই বিজের দাম ৪৫০ থেকে ৫৫০ টাকার মধ্যে।
  • শাহীওয়াল ১০০% hf বীজের দাম ৫৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে।
এই বীজ দেয়ার আগে অবশ্যই ভালোভাবে দাম যাচাই-বাছাই করে নিবেন। অনেক সময় অনেকে এই দামের চেয়েও বেশি নিতে পারে যার জন্য আপনার সতর্ক থাকা উচিত। অনেকে আছেন যারা এর চেয়ে কম নিতে পারে।

গরুর বীজের দাম ২০২৪

গরুর অনেক রকমের বীজ রয়েছে। একেক জন খামারি বা একেক জন গরু পালক একেক রকমের বীজ ব্যবহার করে থাকে। প্রতিটা বীজের দাম ভিন্ন ভিন্ন। চলুন এবার আমরা গরুর বীজের দাম গুলো জানি
  • হলিস্টিন ফ্রিজিয়ান ১০০ % hf এর দাম ৫৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে।
  • হলিস্টিন ফ্রিজিয়ান ৮৭ % hf এর দাম ৪৭০ থেকে ৫৫০ টাকার মধ্যে।
  • ফ্লেকভি ১০০ % hf এর দাম ৬৫০ থেকে ৮৫০ টাকার মধ্যে।
  • ব্রাহামা ১০০ % hf এর দাম ১৫০০ থেকে ১৬০০ টাকার মধ্যে।
  • রেড চিটাগাং ১০০ % hf এর দাম ৩৫০ থেকে ৪৫০ টাকার মধ্যে।
  • গির ১০০ % hf এর দাম ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে।
  • শাহীওয়াল ৮৭ % hf এর দাম ৪৫০ থেকে ৫৫০ টাকার মধ্যে।
  • শাহীওয়াল ১০০% hf এর দাম ৫৫০ থেকে ৬৫০ টাকার মধ্যে।
বাংলাদেশের সাধারণত এই কয় জাতের বীজের প্রচলন বেশি এছাড়াও আরো কিছু বীজ রয়েছে,, দেয়ার আগে অবশ্যই ভালোভাবে বীজ এবং বীজের দাম ও উপায়টি দেখে নিবেন

এসিআই সিমেনের দাম

এসিআই সিমেনের মূল্য অনেক বেশি। এসিআই সিমেন ৮৭.৫% ৪০ থেকে ৪৫ দিনের বাচ্চার দাম ১ লক্ষ ২০ হাজার টাকার উপরে। অনেক সময় দেখা যায় ১ লক্ষ ৪০ থেকে ৫০ লক্ষ টাকাও হয়ে যায়। এটা অনেক ভালো জাতের।

শেষ কথা

গরুকে আপনি যেই বীজ দেন না কেন অবশ্যই আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে যাতে করে গরুর থেকে একটি সুস্থ সবল এবং সুন্দর বাচ্চা বের হয়। অনেক ক্ষেত্রে বীজ ভুলভাল দেয়ার কারণে গরুর বাচ্চা হয় না।

আমার এই পোস্ট যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করুন যাতে করে তারাও গরুর বীজ সম্পর্কে সবকিছু জানতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url