বিদ্যালয় সম্পর্কে ১৫ টি বাক্য-আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০টি বাক্য

প্রিয় পাঠক আপনি কি বিদ্যালয় সম্পর্কে ১৫ টি বাক্য জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে বিদ্যালয় সম্পর্কে ১৫ থেকে বাক্য ও আমাদের বিদ্যালয় রচনা ক্লাস 5 সম্পর্কে আলোচনা করব।
বিদ্যালয় সম্পর্কে ১৫ টি বাক্য

এছাড়া আপনি এই পোষ্টের মধ্যে পাবেন বিদ্যালয় সম্পর্কে ৫ টি বাক্য ও বিদ্যালয়ের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।

ভূমিকা

আমরা বিদ্যালয়ে পড়াশোনা করি পড়াশোনার অনেকগুলো বিষয়ে মধ্যে একটি বিষয় থাকে বিদ্যালয় সম্পর্কে রচনা লিখা। পড়াশোনার মধ্যে একটি কমন বিষয় হচ্ছে রচনা লেখা। রচনায় পর্যাপ্ত পরিমাণে নাম্বার থাকে যার কারণে রচনা লেখার ক্ষেত্রে অবশ্যই সৌন্দর্য সহকারে লিখতে হয় তাছাড়া স্যার ঠিকমতো নাম্বার দেন না।


রচনা লেখার কিছু নিয়ম এবং পদ্ধতি রয়েছে সেভাবে লিখলেই রচনায় পরিপূর্ণ নাম্বার পাওয়া যায়।

আমাদের বিদ্যালয় রচনা ক্লাস 5

আমাদের বিদ্যালয়

ভূমিকা : বিদ্যালয় হলো বই এবং শিক্ষকের মাধ্যমে জ্ঞান অর্জনের জন্য একটি নির্ধারিত প্রতিষ্ঠান।
আমাদের বিদ্যালয়ের নাম ইসলামকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এই বিদ্যালয়ের ৫ম শ্রেণির একজন শিক্ষার্থী। ( তুমি তোমার নিজের টা দিয়ে দিবা )

অবস্থান : আমাদের বিদ্যালয় টি সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি গ্রামে অবস্থিত। ( তুমি তোমার নিজের টা দিয়ে দিবা )

বিদ্যালয়ের বর্ণনা : আমাদের বিদ্যালয় টি একতলা বিশিষ্ট একটি ভবন। এখানে ৭ টি শ্রেণি কক্ষ এবং ২ টি অফিস কক্ষ রয়েছে। বিদ্যালয়টির সামনে খেলাধূলার জন্য একটি বিশাল মাঠ রয়েছে। মাঠের মাঝ বরাবর একটি বড় বটগাছ আছে। মাঠের একদিকে আছে সুন্দর ফুল বাগান। আমাদের বিদ্যালয়ে প্রায় ৩৫০ ছাত্র-ছাত্রী এবং ৮ জন শিক্ষক - শিক্ষিকা রয়েছেন।

এখানে শিশু শ্রেণি থেকে ৫ ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়ে থাকে। সকাল ১০ টা থেকে পাঠদান কার্যক্রম শুরু হয় এবং বিকাল ৪ টায় শেষ হয়। আমাদের বিদ্যালয়ের দরিদ্র এবং মেধাবী ছাত্র-ছাত্রীরা উপবৃত্তি পেয়ে থাকে। (  তুমি তোমার নিজের টা দিয়ে দিবা )

পরিবেশ : আমরা আমাদের বিদ্যালয়কে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি৷ শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের আন্তরিকতা ও ধৈর্যসহকারে পাঠদান করেন এবং স্নেহ করেন। আমরা আমাদের শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা করি। প্রতি বছর আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা সকল সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করি।

ফলাফল : আমাদের বিদ্যালয়ের ফলাফল খুবই সন্তোষজনক। প্রতি বছর এই বিদ্যালয়ের প্রায় ১০০ শতাংশ শিক্ষার্থী পাশ করে এবং ২০-২৫ জন শিক্ষার্থী এ প্লাস ও ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে থাকে। (  তুমি তোমার নিজের টা দিয়ে দিবা )

উপসংহার : আমাদের বিদ্যালয়টি খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এটি একটি আদর্শ বিদ্যালয়। আমি এই বিদ্যালয়ে পড়াশোনা করতে পেরে খুবই গর্বিত। আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি।

বিদ্যালয় সম্পর্কে ১৫ টি বাক্য


বিদ্যালয় সম্পর্কে ১৫ টি বাক্য
  1. বিদ্যালয় হলো জ্ঞান অন্বেষণের জন্য নির্ধারিত প্রতিষ্ঠান।
  2. আমাদের বিদ্যালয় শহরের সবথেকে স্বনামধন্য একটি বিদ্যালয়।
  3. আমাদের বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।
  4. আমদের বিদ্যালয়ে প্রায় ৪০০ জন ছাত্র-ছাত্রী রয়েছে।
  5. আমাদের বিদ্যালয়ের একটি বিশালাকার খেলার মাঠ ও একটি সুন্দর ফুলবাগান রয়েছে।
  6. আমাদের বিদ্যালয়ে ৮ টি শ্রেণি কক্ষ এবং ২ টি অফিস কক্ষ রয়েছে এবং প্রতিটি কক্ষে বৈদ্যুতিক পাখা ও আলোর ব্যবস্থা আছে।
  7. আমাদের বিদ্যালয়ের পাঠ কার্যক্রম সকাল ৮.০০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত চলমান থাকে।
  8. আমাদের বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা উপবৃত্তি পেয়ে থাকে।
  9. আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক আন্তরিকতার সাথে পাঠদান করেন।
  10. আমাদের বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে।
  11. আমাদের বিদ্যালয়ে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।
  12. আমাদের বিদ্যালয়ের খেলাধুলা ও শরীরচর্চার সুযোগে রয়েছে।
  13. আমাদের বিদ্যালয়ের পরিবেশ খুবই মনোরম এবং পরিষ্কার পরিচ্ছন্ন।
  14. আমাদের বিদ্যালয়টি প্রায় ৭ দশক ধরে সুনামের সাথে পাঠদান করে আসছে।
  15. আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বার্ষিক ফলাফলের হার ১০০ শতাংশ উত্তীর্ণ।
  16. আমাদের বিদ্যালয় টি একটি আদর্শ বিদ্যালয়, আমি আমার বিদ্যালয়ের জন্য গর্বিত।

বিদ্যালয় সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

10 Sentences about Our School

  1. The name of our school is Islamkati Govt. Primary School.
  2. Our school established in 1938.
  3. It is located at Satkhira zilla, Tala upazila, Islamkati village.
  4. Our school is one storeyed building.
  5. It has almost 350 students and 8 teachers.
  6. The teachers of our school are very helpful and kind to us.
  7. Every year, the students of our school get good result from here.
  8. We took part at every co-curricular activities.
  9. Our school starts at 10:00 am and ends at 4:00 pm.
  10. Our school is an ideal school and I feel proud to be a student of this school.

শেষ কথা

অবশ্যই বিদ্যালয়েকে ভালোবাসা উচিত এবং নিজের বিদ্যালয়কে নিজেরই পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুন্দর রাখা উচিত এতে করে বিদ্যালয়ের সৌন্দর্য ও মান রক্ষা থাকবে। এই পোস্টটি লিখেছেন আমার একজন শুভাকাঙ্ক্ষী তার নাম শিমু।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Sumaiya Shimu
    Sumaiya Shimu ১৭ মার্চ, ২০২৪ এ ১১:১৬ PM

    Many many thanks for giving me this chance to help you ... And also thanks for showing credit... May Allah help you..

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url