ভালোবাসা দিবসের ক্যাপশন- ভালোবাসার ক্যাপশন- ভালোবাসার এসএমএস

প্রিয় পাঠক আপনি কি ভালোবাসা দিবসের ক্যাপশন জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এ পোষ্টের মধ্যে ভালোবাসা দিবসের ক্যাপশন এবং ভালোবাসা দিবস নিয়ে উক্তি ও ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সম্পর্কে আলোচনা করব। আপনি পোস্টটি পড়তে থাকুন তাহলে ভালোবাসা দিবসের সুন্দর সুন্দর মেসেজ ক্যাপশন উক্তি পেয়ে যাবেন।
ভালোবাসা দিবসের ক্যাপশন
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন ভালোবাসা দিবসের শুভেচ্ছা মেসেজ এবং শুভ ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস এসএমএস ও ভালোবাসা দিবস কেন পালন করা হয় সেই সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।

ভূমিকা

১৪ই ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভালোবাসার দিবস পালন করা হয়ে থাকে। বিভিন্ন রকম কার্যকলাপের মাধ্যমে দিনটিকে সকলের গ্রহণ করে নিয়ে দিন তাৎপর্য অনুধাবন করতে সক্ষম হয়। ভালোবাসার দিবসে অবশ্যই ভালোবাসার মানুষকে সেটা যে কেউ হতে পারে পরিবার আত্মীয়-স্বজন বা অন্য কেউ সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানো উচিত।


বছরের এই একটি দিনকে বিশেষভাবে ভালোবাসার জন্য নির্ধারণ করা হয়েছে। এই দিনে কোথাও ঘুরতে যাওয়া ফুল কিনে দেওয়া এই বিষয়গুলো খুব সুন্দর।

ভালোবাসা দিবসের ক্যাপশন

ভালোবাসা দিবসের সবার প্রথমে যে জিনিসটার প্রয়োজন হয় তা হচ্ছে ক্যাপশন। সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য অথবা ফেসবুকে পোস্ট করার জন্য সুন্দর সুন্দর ক্যাপশন এর প্রয়োজন হয়। যখন আপনার ক্যাপশন সুন্দর হবে তখন শুভেচ্ছা অথবা পোস্টও অনেক বেশি সুন্দর হবে এজন্য পোস্ট করার ক্ষেত্রে অবশ্যই সুন্দর ক্যাপশন এর প্রয়োজন।

চলুন এবার আমরা কিছু সুন্দর সুন্দর ক্যাপশন জানি-
  • আজ বিশ্ব ভালোবাসা দিবস আজকের এই দিনে তোমার জন্য মন ভরা ভালবাসা এবং ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল।
  • আমি তোমাকে নতুন ভাবে ভালবাসতে চাই প্রতিদিন তুমি আমার কাছে হবে নতুন প্রতিটি দিনে আমার কাছে তোমার ভালোবাসা দিবস তুমি কখনোই আমার কাছে পুরাতন হবে না আজকে একটি বিশেষ ভালোবাসা দিন আজকের দিনে আমি তোমাকে বলছি আমি তোমাকে ভালবাসি। শুভ ভালোবাসা দিবস।
  • ভালোবাসা মানে হচ্ছে আবেগের পাগলামি ভালোবাসা হচ্ছে কিছু সময় দুষ্টামি ভালোবাসা মানে কল্পনার ভেতর তোমাকে নিয়ে ডুবে থাকা ভালোবাসা মানে অন্যের ভেতর নিজের অস্তিত্ব খুঁজে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
  • তুমি আমার একমাত্র স্বপ্ন শিল্পীর রঙে আঁকা ছবি তুমি আমার চাঁদের মিষ্টি আলো সকাল বেলার সূর্যের আলো তুমি আমার নদীর একমাত্র ঢেউ তুমি আমার ভালোবাসার বিভিন্ন রকমের ফুটন্ত ফুল হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
  • দিনের পরের দিন যাই দিনের পরে দিন আসে সময়ের স্রোতে সবকিছু ভাসে কেউ কাঁদে আর কেউবা হাসে তাতে কি আমার আসে যায় খুঁজে দেখো তোমার আশেপাশে কেউ তোমায় তার জীবনের চেয়েও অনেক বেশি ভালবাসতে জানে ভালবাসা দিবসের শুভেচ্ছা।
  • ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিস বন্ধু আমি তোদেরকে অনেক বেশি ভালোবাসি আমার কাছে তোরাই সব জন প্রেমিকার চেয়ে তোরা আমার কাছে অনেক গুনে বেশি উত্তম।
  • শুধু একবার বল ভালবাসি কখনোই হারাতে দেবো না তোমায় এবং তোমার মুখের হাসি যতই না আসুক ঝড় বৃষ্টি তোমার মনের গহনে জমতে দেবো না এক ফোটাও চোখের জল বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
  • ভালো একবার যখন বেশি ফেলেছি ছাড়বো না আর তো কোনদিন হাল আমি তোমার পাশে ছিলাম থাকবো চিরকাল হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
  • আমি তোমাকে কখনোই বলছি না আমাকে ভালোবাসো আমি শুধু বলছি আমাকে ভালবাসতে দাও তোমাকে আমি এতটাই ভালোবাসবো যতটুকু ভালোবাসা তুমি চাও আজকের বিশেষ দিনে বলতে চাই ভালোবাসা দিবসের অনেক অনেক ভালোবাসা।
  • মনের ঘরেতে বেজে উঠল এলারাম মনে করিয়ে দিল হয়ে গেছে যে সময় মনের ভিতর থেকে হৃদয় বারবার বলে হচ্ছে আমি ভালোবাসি তোমায় ভালোবাসা দিবসে অনেক অনেক শুভেচ্ছা।
  • ব্যর্থ আমি হবো না তুমি যে আমার সত্তাসঙ্গিনী। শান্তি গুলো সব আমার তোমারই মাঝে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
  • ভালোবাসা এক অন্যরকম অনুভূতি কখন কাকে ভালো লেগে যায় তা নিজেই বলা অসম্ভব আর কাউকে ভালো না থাকাও অনেক কষ্টকর তেমনি আমিও তোমাকে আজকের দিনে না বলে থাকতে পারছি না আমি তোমাকে অনেক ভালবাসি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
  • আমি যদি বৃষ্টি হতাম স্পর্শ করে দেখতাম তোমাকে ধুয়ে দিতাম তোমার যত বিষাদ, আমি তোমাকে জড়িয়ে নিতাম আর কখনোই কষ্ট পেতে যেতাম না। ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
  • ভালো লাগে তোমার পরশ ভালো লাগে তোমার সুন্দর আবেগ ভালো লাগে তোমার চোখের দিকে তাকিয়ে ডুবে যেতে পারবো না আমি ছাড়া তোমাকে কখনো থাকতে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
  • আজ আমি তোমার মধ্যে নেই কোথাও যেন আমি হারিয়ে গিয়েছি। তোমাকে চোখের সামনে দেখলে আমার সবকিছু ফুরিয়ে যায় আমি তোমাকে অসম্ভব বেশি ভালোবাসি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।

ভালোবাসা দিবস নিয়ে উক্তি

এমন কিছু উক্তি রয়েছে যেগুলো ভালোবাসা দিবস কেউ উপস্থাপনা করা। উক্তিগুলো ছোট হতে পারে তবে উক্তি গুলার তাৎপর্য অনেক বেশি গভীর এবং সুন্দর। আমাদের অনেক মনীষীরা অনেক রকমের উক্তি বলে গেছে। বিশেষ করে ভালোবাসা নিয়ে তো পৃথিবীতে অসংখ্য উক্তি রয়েছে।

  • ভালোবাসা সব সময় গোপন রাখার বিষয় ভালোবাসাকে অতিরিক্ত প্রকাশ করতে নেই মানুষের নজর লেগে যাবে।
  • যে ভালোবাসা যত গভীর সে ভালোবাসা তত বেশি সুন্দর হয়।
  • মাঝেমধ্যে ভালোবাসা প্রকাশ করা ভালো তাছাড়া ভালোবাসা অর্থহীন হয়ে যায়। ভালোবাসা মানুষের জন্য সবকিছু তৈরি করতে প্রস্তুত থাকা ভালো যাতে করে সে ভালোবাসা অনুভব করতে পারে।
  • মানুষের অকাল মৃত্যু হতে পারে কিন্তু প্রেমের কখনো অকাল মৃত্যু নেই প্রেম চিরন্তন রয়ে যায়।
  • ভালোবাসা হচ্ছে এক ধরনের অদ্ভুত মায়া যেখানে পুরুষ এক নারীকে বা নারী কোন পুরুষকে সম্পন্ন আলাদাভাবে দেখে আলাদা ভাবে রাখে এই অনুভূতি কখনোই প্রকাশের মত নয়।
  • ভালোবাসা হচ্ছে এক সুপ্ত সুন্দর স্নিগ্ধ অনুভূতি যা নিজের ভিতরে যত বেশি প্রস্ফুটিত হয় তত বেশি আনন্দ পাওয়া যায়।
  • ভালোবাসার মধ্যে একটা চুক্তি হওয়া উচিত যে চুক্তিপত্রে লেখা থাকবে দুজন দুজনকে ভালো রাখার সমস্ত দায়িত্ব নেবে কখনো কাউকে কেউ ছেড়ে যাবে না সর্বদা হাত ধরে পাশে থাকবে।
  • ভালোবাসার মানুষের সাথে কখনোই রক্তের সম্পর্ক হয় না তারপরও দেখা যায় রক্তের মানুষের চেয়ে অনেক বেশি ভালোবাসা হয়ে যায়।
  • মাঝে মাঝে হৃদয়ের সম্পর্ক আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক বংশের সম্পর্ক চেয়েও অনেক বেশি উপরে হয়ে যায়।
  • ভালবাসার ক্ষেত্রে জিব্বা মিথ্যা কথা বলতে পারে কিন্তু কখনোই ভালোবাসার চোখ মিথ্যা কথা বলবে না চোখকে ভালোবাসার জন্যই প্রকাশিত করে রাখা হয়।
  • তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না। তোমায় বুকের মাঝে রাখবো ছেড়ে দেবো না।
  • ভালোবাসার মানুষের মধ্যে একটি মহৎ গুণ হচ্ছে ক্ষমা মাঝেমধ্যে ক্ষমা করা উচিত কিন্তু ক্ষমাই করতে না পারা সম্ভব হয় তাহলে ভালোবাসায় কি যায়।
  • আমি বেঁচে আছি তোমার স্পর্শে তুমি আমার সত্য আমি ভালোবাসি তোমায় তুমি আমার।
  • প্রেম ভালোবাসার মধ্যে কোন বাধ্যবাধকতা থাকা উচিত নয় যে কয়দিন টিকবে টিকলো না দেখলে নাই জোর করে সম্পর্ক হয় ভালোবাসা নয়।
  • তারপর বল আমার মৃত্যুর পরে আমাকে কয়দিন ভালবাসবে আমিও গুনে গুনে তোমাকে সেই কয়দিন ভালোবাসবো।
  • তোমার হৃদয়ের যতটা আমাকে দিতে পারো তার চেয়ে বেশি আমি তোমাকে আমার হৃদয় দিতে পারি না তুমি তোমার হৃদয় দেয়ার ব্যাপারে কৃপণ হলে আমিও আমার হৃদয় দেয়ার ব্যাপারে অনেক বেশি কৃপণ।
  • পৃথিবীতে সবাই প্রেমে পড়ে সবাই ভালোবাসে কেউ প্রকাশ করে কেউ করেনা কেউ পায় কেউ পায় না এতোটুকুই পার্থক্য।
  • এই পৃথিবীতে সবাই প্রেমে পড়ে তার চেয়ে বিপরীত স্বভাবের মানুষের সাথে বেশি প্রেম হয়।
  • পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার রয়েছে মানুষকে অনেক ভাবে অত্যাচারিত করা সম্ভব পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর অত্যাচার হচ্ছে ভালবাসার অত্যাচার এ অত্যাচারের বিরুদ্ধে কখনোই কোন কিছু বলা যায় না মামলা করার কোন সুযোগ নেই শুধু চুপচাপ সহ্য করে যেতে হয়।
  • কাউকে পছন্দ ভাবে ভালোবাসার মধ্যে এক রকমের দুর্বলতা থাকে যখন সে থাকেনা তখন নিজেকে সামান্য ও তুচ্ছ মনে হয় এ ব্যাপারটা নিজেকে অনেক বেশি ছোট করে অতিরিক্ত কোন কিছুই ভালো না।

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

মেসেজ ভালোবাসার দিনে ভালোবাসার মানুষকে শুভেচ্ছা জানাতে হয়। শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে মেসেজের প্রয়োজন হয় যদি আপনি সুন্দরভাবে মেসেজ দিয়ে তাকে শুভেচ্ছা না জানান সেক্ষেত্রে আপনার কপালে আশা করা যায় অনেকটাই দুঃখ রয়েছে। প্রত্যেক প্রেমিকা বা প্রেমিক আশা করে থাকে যে ভালোবাসা দিবস অথবা বিশেষ বিশেষ দিবসগুলোতে ভালোবাসার মানুষ উভয় উভয়কে শুভেচ্ছা জানাবে।
  • তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রেমের প্রস্তাব গ্রহণ করার জন্য এবং আমাকে ভালোবাসার জন্য আমি অনেক বেশি ভাগ্যবান কারণ তুমি আমাকে ভালোবাসো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
  • তুমি পৃথিবীর একমাত্র মেয়ে যে আমার জীবনে আসার পরে আমার জীবন পরিবর্তন করে দিয়েছো অনেক মানুষ আমার জীবনে এসেছে কেউ পরিবর্তন করতে পারেনি তুমি আমাকে অনেক বেশি খুশি রাখো সবসময় এজন্য ধন্যবাদ। ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিও আমার ভালোবাসা।
  • ভালোবাসা মানে আবেগ নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটি অনুভূতি যা কিছু শুধুমাত্র ভালোবাসার মানুষ ভাষায় অথবা আচরণে প্রকাশ করা হয় আজকের এই ভালোবাসা দিবসে তোমাকে জানাই ভালোবাসা শুভেচ্ছা।
  • পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক বেশি কঠিন কিন্তু তুমি আমাকে যে সত্যি ভালোবাসো আমি এতে অনেক বেশি আনন্দিত হ্যাপি ভ্যালেন্টাইন ডে মাই লাভ।
  • পৃথিবীতে প্রথম দ্বিতীয় তৃতীয় বলতে কোন ভালোবাসা নেই যখন যাকে ভালোবাসা হয় সেটাই প্রথম প্রেম তুমি আমার কাছে সারা জীবনের প্রথম প্রেম হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
  • আমি আপনার সৌন্দর্য ধারা মুগ্ধ এবং আপনার মায় আবদ্ধ আপনার ভালবাসায় আটকে আছে আশ্চর্যের পিছনে আমি সবসময় আপনার কথাই ভাবি আমি আপনার সাথে ১০০০ বার ভালোবাসা দিবস পালন করতে চাই শুভ ভালোবাসা দিবস।
  • খুঁজে নে কারো মন তোমার মন পাবো বলে ধরেনি কারো হাত তোমার হাত ধরবো বলে হাতে নিয়ে কারো সাথে তোমার পাশাপাশি হাঁটবো বলে বাসিনি কাউকে ভালো তোমাকে সারা জীবন ভালোবাসবো বলে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
  • আমি তোমাকে আমার জীবনে পেয়ে অনেক বেশি আনন্দিত ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিও আমার প্রিয়তমা।
  • তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ বা মহিলা আমি তোমাদের বারবার মুগ্ধ হই বারবার ভালোবাসি হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
  • তুমি আমার জীবনের সব তোমাকে ছাড়া আমি দিশেহারা ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিও শুভ ভালোবাসা দিবস।
  • ইতি বছরের একমাত্র দেন তবে তোমার জেনে রাখা উচিত আমি তোমাকে প্রতিদিন প্রতিমুহূর্তে প্রতি সেকেন্ডে ভালবাসি আজকের এই বিশেষ দিনে তোমাকে অনেক বেশি ভালোবাসা দিলাম ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
  • রোদ ছাড়াও একটি ফুল ফুটতে পারে কিন্তু একটি মানুষ কখনোই ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না আমি তোমার ভালোবাসা ছাড়া নিষ্প্রাণ ভালোবাসা দিবসে অসংখ্য ভালবাসা।
  • তোমার জন্য আমার অসংখ্য ভালবাসা তুমি আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ আমি সারাজীবন তোমার পাশে থাকবো কথা দিলাম ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা ভালোবাসা নিও প্রিয়।
  • একমাত্র জিনিস যা আমার দিন তৈরি করে তা হল তোমার আমার চারপাশে থাকা। আমার প্রতিটি দিনকে সার্থক করার জন্য ধন্যবাদ। শুভ ভালোবাসা দিবস।
  • আমার একমাত্র লক্ষ্য তোমার সাথে জীবন কাটানো,তোমাকে খুশি রাখা এবং তোমাকে ভালোবাসা। শুভ ভালোবাসা দিবস আমার ভালোবাসা।

শুভ ভালোবাসা দিবস

ভালোবাসা দিবস আসে সবার মনকে রঙিন করে তুলতে এবং ভালোবাসায় ভরে দিতে। এই দিনে সবার প্রতি সবার ভিতরে অন্যরকম ভালোবাসা কাজ করে। সকাল থেকে একসাথে ঘুরা দিনটি সুন্দরভাবে কাটানো সব মিলিয়ে অনেক সুন্দর কিছু মুহূর্ত পার হয়।

  • আজ বিশ্ব ভালোবাসা দিবস,ভালোবাসার এই দিনে আমার সকল কাছের মানুষ প্রিয় জনদের প্রতি অনেক অনেক ভালোবাসা।
  • আমার জীবনের ভালোবাসাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তুমি আমার জীবনে অনেক আনন্দ, সুখ এবং ভালবাসা নিয়ে এসেছ। তোমাকে আমার পাশে পেয়ে আমি কৃতজ্ঞ। আমি তোমাকে প্রতিদিন আরও বেশি ভালবাসি।
  • ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস, জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ | জান, আমার জান, তুমি আমার প্রাণের মাঝে প্রাণ হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
  • আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি. কিন্তু আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজার করে ভালোবাসতে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
  • হতে পার তুমি মন থেকে দুরে তথাপি, রয়েছো মোর নয়ন পুরে॥ হয়তো তুমি নেই এই হৃদয়ে, তবুও রয়েছো পরশের-ই ভিতরে। কারণ, ভালবাসি শুধুই তোমারে।
  • চোখে আছে কাজল কানে আছে দুল, ঠোট যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি, এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি ভালোবাসা দিবসের অসংখ্য শুভেচ্ছা।
  • ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
  • তোমায় আমি ভালোবাসি ভালোবেসেই যাবো শুধু তুমি পাশে থেকো ভালোবাসার মর্যাদা টুকু দিও। ভালোবাসা দিবসের শুভেচ্ছা প্রিয়তম।
  • একটু কাছে এসো পাশে আমার বসো চোখে চোখ রেখে একটা কথা বলো তুমি আমায় সত্য ভালোবাসো শুভ ভালোবাসা দিবস।
  • আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তোমার মুখের ছবি সবসময় আমার মনে ভাসে। যা কখনো মুছে ফেলা সম্ভব নয় হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
  • মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে,যেওনা হৃদয় থেকে দূরে হারিয়ে,আমি যে ভালোবাসি শুধুই তোমাকে। ভালোবাসা দিবসের শুভেচ্ছ।
  • মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা,সারা জীবন পেতে চাই তোমার ভালবাস। শুভ ভালোবাসা দিবস।
  • একদিন দুজন হাঁটবো আবার উড়বে তোমার চুল,একদিন শূন্য বাতাস ছুঁয়েযাবে কৃষ্ণচূড়ার ফুল। ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা।
  • আমি ভাসবো যে স্রোতে তোমায় ভাসাবো সে স্রোতে আমি ডুববো যে জলে তোমায় ডোবাবো সে জলে একটি নাওয়ে দুইটি পাখি প্রেম যমুনার কোলে হাওয়ায় হাওয়ায় উড়বো দুজন দুঃখ ব্যথা ভুলে। শুভ ভালোবাসা দিবস।
  • যত দূরেই থাকো রবে আমারে হারিয়ে যেওনা কখনো তুমি। ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

ভালোবাসা দিবস sms

ভালোবাসা দিবসের দিন সর্বপ্রথম যে কাজটি হয় তা হচ্ছে এসএমএসের মাধ্যমে অপরজনকে শুভেচ্ছা জানানো। শুভেচ্ছা জানানোর পন্থা সচরাচর মেসেজেও হয়ে থাকে। খুব কম সময় সামনাসামনি বলার সুযোগ হয়। যখন ঘুরতে যাওয়া হয় তখনই সামনাসামনি বলার সুযোগ থাকে এর আগ অব্দি মেসেজে বলতে হয়। তাই মেসেজের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে অবশ্যই সুন্দরভাবে মেসেজ করতে হবে।
  • শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে, হাত দুটো দাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষন। ভালোবাসা দিবসের শুভেচ্ছা
  • টিপ টিপ বৃষ্টি পরে,তোমার কথা মনে পড়ে,এ মন না থাকে ঘরে, জানিনা তুমি আসবে কবে,এ প্রান শুধু তোমায় ডাকে ,আমায় ভালবাসবে বলে, ফুল হাতে থাকবো দাঁড়িয়ে বলবো আমি তোমায় পেয়ে, সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুজে। শুভ ভালোবাসা দিবস।
  • প্রেমের সোনার রঙে নিজেকে নিয়েছি রাঙিয়ে, জতনে গেথেছি মালা তোমায় দেব পরায়ে। ভালোবাসা দিবস অনেক শুভেচ্ছা হ্যাপি ভ্যালেনটাইন ডে
  • বনলতা ফুলে ফুলে ঢাকা দূর নিলিমায় ওঠে চাঁদ বাকা। ওই পথে চেয়ে থাকি কি যে ভালো লাগে। তোমার সঙ্গে দেখা করতে মনে শখ জাগে। সারা জীবন পাশে থাকবো ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও।
  • তুমি রবে আমি রব আর রবে না কেউ sms পাঠাবে তুমি উঠবে প্রেমের ঢেউ। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
  • ভালোবাসা শব্দটা হয় না কখনো পুরানো হয় না কখনো মলিন হয় না ধূসর কিংবা বর্নহীণ যা শুধু রংধনুর রঙে রঙিন হোক না সেটা এপার কিংবা ওপারের তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা। ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
  • তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ , আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো শুভ ভালোবাসা দিবস।
  • ভালবেসে এই মন,তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে,পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন,তুই যে আমার জীবন। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
  • মনে ঘড়িতে বাজছে অ্যালার্ম হয়েছে সময়,ভেতর থেকে বলছে হৃদয় আজ ভালোবাসি তোমায় । ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
  • আপনি যখন কাউকে ভালোবাসেন, সে আপনাকে যতই কষ্ট দেয় না কেন, সে যতই প্রতিশ্রুতি ভঙ্গ করুক না কেন, সে যতবারই ব্যর্থ হোক না কেন, আপনি সবসময় তাকে ভালোবাসেন। শুভ ভালোবাসা দিবস ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
  • কেউ তোমার মতো করে আমাকে বোঝে না। তোমার সাথে থাকাই হ’ল প্রতিটি উপহারের প্রতি আমার ভালোবাসা চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা প্রিয়তম।
  • আমার এই দেহে যতক্ষন থাকবে নিঃশ্বাস ততোদিন আমি তোমার উপর রাখবো বিশ্বাস কারণ,তুমি আমার ভালোবাসা, তুমি আমার জান। তোমাকে দিতে চাই আমার মন। ভালোবাসা দিবসের ভালোবাসা নিও।
  • আমি তাজমহল গড়তে চাইনা, যা একদিন ভেঙ্গে পড়বে। আমি ইতিহাস রচনা করতে চাইনা, যা একদিন সবাই ভুল যাবে। আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই, যার সাথে আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।
  • যখন তোমার ফোন ওয়েটিং পাই, তখন আমার অনেক খারাপ লাগে। আমার কথায় তুমি যদি মন খারাপ করো, তখনও আমার খুব খারাপ লাগে। আমি জানিনা, ভালোবাসা কি। তবে তোমাকে ছাড়া আমি এক মুহুর্ত কল্পনা করতে পারিনা। ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা শুভ ভালোবাসা দিবস।
  • তুমি আমার শুরু,তুমি আমার শেষ,তুমি আমার ভালোবাসার সুখের যত রেশ। শুভ ভালোবাসা দিবস।

ভালোবাসা দিবস কেন পালন করা হয়

১৪ ফেব্রুয়ারিতে বাংলাদেশে ঘটা করে এদিন পালন করা হয়। শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রতিটি দেশে এই দিনটিকে ভালোবাসা দিন হিসেবে পালন করা হয়ে থাকে। যদিও বলা হয় ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনও দিন বা তারিখ নেই; সপ্তাহের সাত দিন এবং বছরের ৩৬৫ দিনই ভালোবাসার দিন। তবু ১৪ ফেব্রুয়ারিকে ভালোবাসা প্রকাশের একটি প্রতীক হিসেবে গণ্য করা হয়।

যে কারণে এ দিনটিকেই ভালোবাসা প্রকাশের দিবস হিসেবে নেওয়া হয়েছে। এর পেছনে কতগুলো ঐতিহাসিক ঘটনা রয়েছে। ভালোলাগা আর ভালোবাসার প্রবৃত্তি মানুষের সহজাত। কিন্তু সহজাত এই প্রবৃত্তি প্রকাশ করায় জীবনও দিতে হয়েছে অনেককে। তাই জন্মসূত্রে পাওয়া ভালোবাসা নামের সেই অব্যক্ত অনুভূতি প্রকাশ করতে গিয়ে যাদের জীবন দিতে হয়েছে;

তাদের মহিমান্বিত করতেই প্রতি বছর নির্দিষ্ট এই দিনটি পালন করা হয়। তবে প্রতি বছরের ১৪ ফেব্রুয়ারিই কেন ভালোবাসা দিবস উদযাপন করা হয় এ নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, ভালোবাসার জন্য এই দিনে মানুষের জীবন ত্যাগের ইতিহাস। এর মধ্যে সবচেয়ে প্রচলিত ইতিহাসটি হচ্ছে রোমের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনের।

তিনি ছিলেন মানবপ্রেমিক ও খ্রিষ্টধর্ম প্রচারক। আর রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস ছিলেন বিভিন্ন দেব-দেবীর পূজায় বিশ্বাসী। সম্রাটের পক্ষ থেকে তাকে দেব-দেবীর পূজা করতে বলা হলে ভ্যালেন্টাইন তা অস্বীকার করায় তাকে কারারুদ্ধ করা হয়। সম্রাট বারবার খ্রিষ্টধর্ম ত্যাগের আজ্ঞা প্রত্যাখ্যান করলে ২৭০ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় আদেশ লঙ্ঘনের দায়ে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

সেই থেকেই দিনটির শুরু। আরও একটি প্রচলিত কাহিনী আছে সেন্ট ভ্যালেন্টাইনকে নিয়েই। সেন্ট ভ্যালেন্টাইন কারারুদ্ধ হওয়ার পর অনেক যুবক-যুবতী প্রতিদিন তাকে কারাগারে দেখতে আসত এবং ফুল উপহার দিত। তারা বিভিন্ন উদ্দীপনাসহ কথা বলার পর সেন্ট ভ্যালেন্টাইনকে জ্বলন্ত রাখত। এক কারারক্ষীর এক অন্ধ মেয়ে ভ্যালেন্টাইনকে দেখতে যেত।

অনেকক্ষণ ধরে তারা দুজন প্রাণ খুলে কথা বলত। একসময় ভ্যালেন্টাইন তার প্রেমে পড়ে যায়। সেন্ট ভ্যালেন্টাইনের আধ্যাত্মিক চিকিৎসায় অন্ধ মেয়েটি দৃষ্টিশক্তি ফিরে পায়। ভ্যালেন্টাইনের ভালোবাসা ও তার প্রতি দেশের যুবক-যুবতীদের ভালোবাসার কথা সম্রাটের কানে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ২৬৯ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেন।

এছাড়া খ্রিষ্টীয় ইতিহাস মতে, রক্তপিপাষু রোমান সম্রাট ক্লডিয়াসের দরকার এক বিশাল সৈন্যবাহিনীর। কিন্তু কেউ তার সেনাবাহিনীতে যোগ দিতে রাজি নয়। সম্রাট লক্ষ্য করলেন যে, অবিবাহিত যুবকরা যুদ্ধের কঠিন মুহূর্তে অত্যধিক ধৈর্যশীল হয়। ফলে তিনি যুবকদের বিবাহ কিংবা যুগলবন্দি হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন।


যাতে তারা সেনাবাহিনীতে যোগ দিতে অনীহা প্রকাশ না করে। তার এ ঘোষণায় দেশের যুবক-যুবতীরা ক্ষেপে যায়। যুবক সেন্ট ভ্যালেন্টাইন নামের এক ধর্মযাজকও সম্রাটের এ নিষেধাজ্ঞা কিছুতেই মেনে নিতে পারেননি। প্রথমে তিনি সেন্ট মারিয়াসকে ভালোবেসে বিয়ের মাধ্যমে রাজার আজ্ঞাকে প্রত্যাখ্যান করেন এবং তার গির্জায় গোপনে বিয়ে পড়ানোর কাজও চালাতে থাকেন।

একটি রুমে বর-বধূ বসিয়ে মোমবাতির স্বল্প আলোয় ভ্যালেন্টাইন ফিস ফিস করে বিয়ের মন্ত্র পড়াতেন। কিন্তু এ বিষয়টি একসময়ে সম্রাট ক্লডিয়াসের কানে গেলে সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেপ্তারের নির্দেশ দেন। ২৭০ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি সৈন্যরা ভ্যালেন্টাইনকে হাত-পা বেঁধে টেনে-হিঁচড়ে সম্রাটের সামনে হাজির করলে তিনি তাকে হত্যার আদেশ দেন।

ওই দিনের শোকগাঁথায় আজকের এই ‘ভ্যালেন্টাইন ডে

শেষ কথা

আপনার যদি ভালোবাসার মানুষ থাকে তাহলে অবশ্যই ভালোবাসা দিনকে সুন্দরভাবে পালন করবেন আর যদি না থাকে সে ক্ষেত্রে শুধু রিলেশন সম্পর্কে যে ভালোবাসা দিবস পালন করে তবে বিষয় এমন নিজের পরিবার-পরিজন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবার সাথে এই দিন পালন করা যায়।

আমার এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয়-স্বজনদের মাঝে শেয়ার করুন যাতে করে তারাও ভালোবাসা দিবসের সুন্দর সুন্দর এসএমএস পাই।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url