একতরফা ভালোবাসা নিয়ে উক্তি ক্যাপশন- অতিরিক্ত ভালোবাসা নিয়ে উক্তি
প্রিয় পাঠক আপনি কি একতরফা ভালোবাসা নিয়ে উক্তি জানতে চাচ্ছেন তাহলে পোস্টটা আপনার জন্য। আমি পোষ্টের মধ্যে একতরফা ভালোবাসা নিয়ে উক্তি এবং অতিরিক্ত ভালোবাসা নিয়ে উক্তি ও ভালোবাসা নিয়ে কবিতা লিখব। আপনি পোস্টটি পড়তে থাকুন তাহলে ভালোবাসা সম্পর্কে সুন্দর সুন্দর উক্তি স্ট্যাটাস পেয়ে যাবেন।
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি,হারিয়ে যাওয়া ভালোবাসা নিয়ে উক্তি এবং ভালোবাসা নিয়ে বাস্তব কিছু কথা ও ভালোবাসা নিয়ে কিছু উক্তি সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্ট এর দিকে আগানো যাক।
ভূমিকা
যখন কাউকে একতরফা ভালোবাসা হয় সেই ভালোবাসা পৃথিবীর সবচেয়ে কঠিন ভালোবাসা হয়ে দেখা দেয়। এমন কি আপনি যখন কাউকে অতিরিক্ত ভালবাসবেন তখন আপনি তার কাছ থেকে আস্তে আস্তে অবহেলা পেতে শুরু করবেন। ভালোবাসা হারিয়ে যাওয়া সত্যিই অনেক কষ্টের একটি বিষয়। যখন বাস্তবতা সামনে আসে তখন ভালোবাসা অনেক ক্ষেত্রেই হারিয়ে যাই।
একতরফা ভালোবাসা নিয়ে উক্তি
ভালোবাসা বিষয় কখনোই নিজের হাতে থাকে না। মনের অজান্তে অনেক সময় এমন মানুষকে ভালো লেগে যায় বা ভালোবাসা হয়। কখনোই সে আমার হবে না তারপরও আমরা সেই মানুষকে ভালোবাসি। এই ভালোবাসাকে একতরফা ভালোবাসা বলা হয়। একতরফা ভালোবাসায় কখনো পাওয়ার আশা থাকে না হয়তো পাওয়া যেতে পারে কিন্তু কোন পরিণত হওয়ার সম্ভাবনা থাকে না।
একতরফা ভালোবাসার মানুষের জন্য এতটাই কষ্টের যে যেমনভাবে কষ্ট আপনি ক্ষুধার্ত অবস্থায় চোখের সামনে খাবার দেখছেন অথচ খেতে পারছেন না তরফা ভালোবাসতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে তাছাড়া কখনোই আপনি ভালোবেসে যেতে পারবেন না। চলুন এবার আমরা সেই একতরফা ভালোবাসা নিয়ে কিছু উক্তি জানে যেগুলো আমাদের মনের সাথে মিলে যাবে।
- জীবনে এমন কিছু মানুষকে ভালোবাসা হয় তাদেরকে কখনো বলাই হয় না যে আমি তোমাকে ভালোবাসি এরকম ভালোবাসা সবসময় একতরফাই থেকে চাই।
- পৃথিবীতে সবচেয়ে কষ্টকর ভালোবাসা হচ্ছে একতরফা ভালোবাসা।
- একতরফা ভালোবাসার মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন ইচ্ছা ভালোবাসা যায় আবার যখন ইচ্ছা ঘৃণা করা যায়।
- আপনি যাকে ভালবাসেন সেও যে আপনাকে ভালোবাসবে বিষয়টা কখনো এমন নয় কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা একতরফাই থেকে যায়।
- পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে যারা বুকের ভিতরও কষ্ট চেপে রেখে সারা জীবন একজনকে একতরফা হিসেবে ভালোবেসে যায়।
- একতরফা ভালোবাসায় কখনো অপর পারে মানুষকে বোঝানো যায় না যে আমি তোমাকে কতটা ভালোবাসি একতরফা ভালোবাসা সবসময় অবহেলাতে রয়ে যায়।
- পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা হচ্ছে একতরফা ভালোবাসা এরকম ভালোবাসায় কোনো রকমের নোংরামি নেই।
- তুমি আমার কাছে এমন একজন যাকে আমি সারা জীবন ভালোবেসে যাবো তারপরও ভালবেসে মন ভরবে না হোক তোমার সাথে একতরফা ভালোবাসা তারপরও আমি তোমাকে ভালোবাসবো।
- তুমি আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা তোমার স্মৃতি নিয়ে আমি জীবন পার করে দিব যদিও তুমি আমার একতরফা ভালোবাসার মানুষ।
- পৃথিবীতে এত মানুষ থাকার পরও আমি তোমাকেই ভালোবাসি যদি সম্ভব হয় আমার ভালোবাসা বুঝে নিও আর যদি সম্ভব হয় না হতে আমি একতরফাই ভালোবেসে যাবো।
- একতরফা ভালোবাসা হচ্ছে সবচেয়ে শুদ্ধতম ভালোবাসা।
- একতরফা ভালোবাসার ক্ষেত্রে যাকে ভালোবাসা হয় তাকে নিজের চেয়েও বেশি ভাবা হয়।
- তোমাকে ভালোবাসার জন্য আমি আবার জন্ম নিব অথচ দেখো আমি তোমাকে ভালোবাসার জন্যই মারা গিয়েছি।
- আমি জানি তুমি কখনোই আমাকে ভালবাসবে না কখনোই আমার প্রেমে পড়বে না আমি তারপরও তোমাকে ভালবেসে যাব একতরফাই ভালবেসে যাব।
- একতরফা ভালোবাসায় কোনো যোগাযোগ হয় না কোন কথা হয়না কোন মেসেজ হয় না তারপরও বুক ভরা ভালোবাসা রয়ে যায়।
- তোমার কাছে আমি শুধু এক ফোটা ভালোবাসা চাই তোমার সেই এক ফোটা ভালোবাসা দিয়ে আমি আমার মনের ফুলগুলোকে জীবিত করে তুলবো।
- একতরফা ভালোবাসা অনেক কঠিন বিষয় সারা জীবন তাকে মনের ভিতর লুকিয়ে রাখে নিজের মতো করে ভালোবেসে যাওয়া।
- জীবনে বারবার প্রেম আসে বারবার প্রেম চলে যায় এরপরও একতরফা ভালোবাসা গুলো চিরস্থায়ীভাবে মনের কোনোই থেকে যায় তুমি হলে আমার সেই একতরফা ভালোবাসা যা চিরকাল আমার মনে জায়গা করে থাকবে।
- একতরফা ভালোবাসায় কখনো ছেড়ে যাওয়ার ভয় নেই জীবনের শেষ নিশ্বাস মন্তব্যের মধ্যে টিকিয়ে রেখে ভালোবাসা যায়।
- কিছু মানুষ থাকে যাদেরকে চাইলেও মন থেকে মুছে ফেলা যায় না যদি ওর সাথে একতরফা ভালোবাসা তারপরও তাকে ভোলা যায় না।
- পৃথিবীর সবচেয়ে সুন্দর ভালোবাসা হচ্ছে একতরফা ভালোবাসা একতরফা ভালোবাসা শুদ্ধ এবং ভালোবাসার পরিচয় প্রদান করে বেড়ায়।
- তুমি আমার জীবনে কবিতা হয়ে এসেছিলে আমি সারা জীবন একা একাই তোমাকে নিয়ে কবিতা লিখে যাব তবুও আমার একতরফা ভালোবাসার কবিতা কখনোই শেষ হবে না।
- তুমি যদি ধৈর্যশীল না হও তাহলে একতরফা ভালোবাসা তোমার জন্য নয়।
- যেই ভালোবাসায় কোনো রকমের পাওয়ার আশা থাকে না সে ভালোবাসায় হচ্ছে একতরফা ভালোবাসা একতরফা ভালোবাসা সারা জীবন একা একাই ভালবেসে যেতে হয়।
- একতরফা ভালোবাসা এমন এক যুদ্ধের ময়দান যুদ্ধের ময়দানে পাওয়ার চেয়ে হারানোর তালিকায় বেশি এবং হাসিমুখের চেয়ে কান্না মুখের চিত্রই বেশি।
অতিরিক্ত ভালোবাসা নিয়ে উক্তি
পৃথিবীতে অতিরিক্ত কোন জিনিসই ঠিক না। অতিরিক্ত শাসন করার কারণে যেভাবে একটি সন্তান নষ্ট হয়ে যায় তেমনি ভাবে আপনি আপনার ভালবাসার মানুষকে যখন অতিরিক্ত ভালবাসতে থাকবেন তখন সে আস্তে আস্তে আপনার উপর থেকে মন উঠিয়ে নিয়ে আপনাকে অবহেলা করতে থাকবে। দেখা যায় যে সে তাকে ছেড়ে চলে গেছে।
ভালোবাসা সব সময় সীমার মধ্যে হওয়া উচিত। সে ক্ষেত্রে তার অবস্থা বুঝে প্রকাশ করা উচিত হবে।কখনোই কারো সামনে অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করতে যাবেন না। অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করা মানে নিজের অবস্থানকে আস্তে আস্তে ছোট করতে থাকা।
- ভালোবাসা সবসময় সীমার মধ্যে হওয়া উচিত। যখন অতিরিক্ত ভালোবাসা হবে তখন আস্তে আস্তে অবহেলা বেড়ে যাবে।
- একসময়ের অতিরিক্ত ভালোবাসা আস্তে আস্তে গিয়ে তা কষ্টের কারণ হয়।
- যারা কাউকে অতিরিক্ত ভালোবাসে একটা সময় গিয়ে তারা ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কান্না করে।
- আপনি যখন কাউকে অতিরিক্ত ভালোবাসা দিবেন সে আপনাকে সেই পরিমাণে কষ্ট দিবে।
- যখন কাউকে অতিরিক্ত ভালোবাসা হয় তখন হারানোর ভয়ও বেশি থাকে এবং সে মানুষটি একটি সময় হারিয়ে যায়।
- তোমাকে অতিরিক্ত ভালোবেসে আমি যা যা পেয়েছি তার চেয়ে কয়েক গুণ বেশি আমি হারিয়েছি।
- চোখের নিচের কালো দাগ কোন অসুখের জন্য হয় নাই এটি হচ্ছে তোমাকে অতিরিক্ত ভালোবাসার কারণে হয়েছে।
- যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা কখনোই ভালোবাসার দাম দিতে পারে না। সব সময় তারা অতিরিক্ত ভালোবাসাকে অবহেলা করে।
- কাউকে ভালোবাসি বলা যতটা সহজ তাকে অতিরিক্ত ভালোবাসা ততটাই কঠিন।
- অতিরিক্ত ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখা উচিত যাতে করে দুইজনার মধ্যে সম্মানটা বজায় থাকে।
- প্রয়োজনের তুলনায় মানুষ যাই পাই সেটাই অবহেলা করে এজন্য কাউকে কখনো অতিরিক্ত ভালোবাসা উচিত নয়।
- অতিরিক্ত ভালোবাসা বেশি দিন বাঁচে না কারণ তাতে প্রত্যাশা বেশি থাকে এবং অবহেলা সহ্য করার ক্ষমতা হারিয়ে যায়।
- ভালোবাসা আপনাকে যা দেবে তার চেয়ে বেশি আরো কেড়ে নেবে।
- যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে আর সেই কথা মনে পড়ে দুজনেই কান্না শুরু করে সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা।
- নিজেকে ভালবাসতে শেখো এবং অপরকেও ভালোবাসো তাহলে দেখবেন আপনার জীবনে ভালোবাসার অভাব হবে না।
- জীবনে যে একবার ভালবাসা পায় সে সুখ শান্তি ছাড়া বসবাস করতে পারে।
- যে ব্যক্তি অতিরিক্ত ভালোবাসার পাওয়ার পরম মূল্য দিতে পারল না সে অত্যান্তই দুর্ভাগা এবং হতভাগা ব্যক্তি।
- কেউ যদি তোমার অতিরিক্ত ভালোবাসা না বুঝে তাহলে নিজেকে নিঃস্ব ভাববার কোন কারণ নেই কারণ জীবন এতটা উত্তর এবং সহজ না।
- ভালোবাসার কম দিতে কখনোই সম্পর্ক খারাপ হয় না যখন অতিরিক্ত ভালোবাসা হয় তখনই সম্পর্ক খারাপ হতে থাকে।
- আমি তোমাকে অতিরিক্ত ভালবেসে ততটাই খুশি ততটা তুমি অতিরিক্ত ভালোবাসা পেয়ে খুশি।
- অতিরিক্ত ভালোবাসা এমন এক শর্ত যেখানে কষ্ট পাওয়ার জন্য নিজেকে গড়ে তোলারওয়াদা করা হয়।
- ভালোবাসা যেমন বাতাসের মতো তেমনি অতিরিক্ত ভালবাসাও বাতাসের মত যা দেখা যায় না শুধু অনুভব করতে হয়।
- যেখানে ভালোবাসা এবং অতিরিক্ত ভালোবাসা রয়েছে সেখানে জীবন রয়েছে এবং কষ্টও আছে।
- আমি তোমাকে অতিরিক্ত ভালোবেসে কোন দোষ করছি না বরং তুমি আমাকে অবহেলা করে নিজেকে তুচ্ছ করছো।
ভালোবাসা নিয়ে কবিতা
মানুষ যখন প্রেমে পড়ে তখন সে কবিতা লিখতে পারে এবং পৃথিবীর সবকিছু এমন দৃষ্টিভঙ্গিতে দেখে যে তার কাছে সবকিছুই সুন্দর লাগে। বিশেষ করে ভালবাসার মানুষকে নিয়ে অসংখ্য রাত জেগে জেগে কবিতা লেখা হয়। যখন সে কবিতা ভালোবাসার মানুষ পড়ে সুন্দর বলে তখন নিজেকে সার্থক মনে হয়। কবিতা লেখার জন্য অবশ্যই নিজেকে একজন নারীর সংস্পর্শে নিতে হবে।
অন্যথায় প্রেম ভালোবাসা ছাড়া কবিতা কখনো এলাকা সম্ভব নয়। পৃথিবীতে ভালোবাসার জন্য অসংখ্য কবিতা রচিত হয়েছে যদি পৃথিবীতে প্রেম ভালোবাসা না থাকতো তাহলে কখনো এত কবিতা গান তৈরি হত না।
- মৃত্যুর সময় মনে হয়ে পৃথিবীকে সবচেয়ে বেশী সুন্দর মনে হবে,শেষ বিদায়ের সময় যেমন সবচেয়ে সুন্দর মনে হয়েছিলো তোমাকে।
- মানুষ তখনই হারায়,যখন সে হারানোর ভয়ে কিছু আঁকড়ে ধরে রাখতে চায়।
- কখনো বলিনি আমাকে ভালোবাসতেই হবে, বলেছি আমাকে ভালোবাসতে দিতেই হবে তুমি আমাকে ভালোবাসবে কিনা সেটা তোমার ব্যাপার আমার নয়। স্বাধীনতাহীন প্রেমের মৃত্যুর চেয়ে করুণ প্রেমের মৃত্যু আর কি হতে পারে। প্রেম তো আর কিছুই নয় স্বাধীনতার শুরু।
- পৃথিবী তাকেই মারে যে তার নিজের কাছে নিজেই মরে যায়,যেমন শীতের দিনে আগুন শুকিয়ে যাওয়া কাঠকে পোড়ায় বলো আগুন কি আর ভালোবেসে পোড়ায়,তাকেই পোড়ায় যে তার নিজেকে না ভালোবেসে শুকিয়ে যায়।
- এমন কাউকে খুঁজি না -যে আমাকে তার হৃদয় দিয়ে দেবে,খুঁজি তাকে - যে আমার অসহ্য নিঃসঙ্গতায় নিঃশব্দে পাশে এসে বসবে বরং এ দেয়া নেয়ার অনন্ত চক্র থেকে মুক্ত হোক হৃদয়, তারপর তারা পাশাপাশি থাক, যেমন মরুভূমিতে বেদুইনের পাশে থাকে তার নিজের ছায়া।
- যে ভালোবাসে শুধু তাকে নয়,যে ঘৃণা করে তাকে ভালোবাসতে পারাই উচ্চতর হৃদয় ঐশ্বর্যের প্রকাশ। যদিও এই ঘৃণা শাসিত পৃথিবীতে এই কথা অনেকের কাছেই অযৌক্তিক ও হাস্যকর মনে হবে, কারণ আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে অধিকাংশ মানুষ তো নিজেকেই ভালোবাসতে পারে না, আর নিজেকে যে ভালোবাসতে পারে না, ঘৃণা করে গভীর মনে, সে কিভাবে ভালোবাসবে অন্যকে।
- মানুষ একদিন ঠিকই পরস্পরকে ভালোবাসা শুরু করবে, কিন্তু ততক্ষণে দেখবে ঘৃণায় তারা এতদূরে চলে গেছে যে, ভালোবাসি বললেও কেউ আর শুনতে পারছে না এভাবে মানুষ একদিন সত্যিই পৃথিবীকে ভালোবাসা শুরু করবে, কিন্তু তাদের লোভে পৃথিবী এতই মুমূর্ষু হয়ে যাবে যে, তাকে বাঁচানোর জন্য কোনো ভালোবাসাই আর কাজে আসবে না।
- আমার হৃদয়ে ঢেলে দাও তোমার হৃদয়ের হাজার বছরের নিঃসঙ্গতা তাতে যদি নিঃসঙ্গতা কমে এই ভয়ংকর নিঃসঙ্গ মহাশুন্যের।
- দেখি তোমাকে আছো দাঁড়িয়ে আনমনে নীল শাড়িতে। হাজার ভিড়ে সব ছাড়িয়ে শুধু তুমি আমার চোখে। পথের ধারে তোমার আশায় ভালোবাসার ধূসর আলোতে আছি দাঁড়িয়ে স্বপ্ন নিয়ে তোমার আকাশে সুর ঝরাতে। এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে।
- প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায় হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা। তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই, হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।
- শুধু তোমার কণ্ঠ শুনবো বলে রাতের পর রাত জাগা আমার। চোখে ঘুম নিয়ে জেগে জেগে স্বপ্ন দেখা তুমি ভালো থেকো, যদি না আমার না হও অন্য কারো হয়ো না। যদি ইচ্ছে হয় না হয় আমার সাথে তুমি করো ছলনা তুমি অন্য কারো হইয়ো না।
- আমি যদি তোমার মতো হই আমি হয়তো লিখতে বসবো তোমায় নিয়ে কোন অভিযোগের বই কিন্তু আমি তোমার জন্য সবার মত না আমি ভাবতাম তুমি বুঝতে পারো এখন আর ভাবি না।
- কতদূর যেতে চাও, বলো কতোটা সীমানা পেরিয়ে? জানো কি তুমি? মনের কাছে দূরত্ব কিছু নয় আমায় আর কতোটা বোঝাবে? জানি আজও কথা হেসেই ওড়াবে তবু কেন জানি অপারগ আমি পড়ে থাকি তোমার মাঝে।
- কেও কভু জানবে না অলস বিকেলে তোমায় খুজেছি কত, কষ্টের তাড়না ফুলের সুবাসে শুখিয়েছি হৃদয় কত হতে পারে ভুল মানুষের পরীর পক্ষে কী করে সম্ভব হয় আগুন জ্বলবে নরকে তোমার অভিশপ্ত প্রেম।
- কত দূর যাবে তুমি আমায় ফেলে একা, তোমার ডানা দুটি আমি যে পুড়িয়ে ফেলেছি। শুকনো পাতারই মতো তুমিও ঝরে যাবে, তোমার সব কিছু মিশে যাবে ধুলোর সাথে।
- পাহাড় চুড়ায় বেয়ে আকাশ তো ছুতে দেখিনি স্রোতস্বিনীর হাওয়ায় পারি দাও সমুদ্দর আছড়ে পরে সে ঢেউ আমার বুকে, দুরন্ত বেগে নাকি কাদিয়ে আমাকে সেই চখের জল এই ভেজ তৃষ্ণার্ত হৃদয় এ শুধু আমি মরিচিকার মত।
- আজও চোখের কোণে জমে আছে লোনা জল। আজও কপালে জড়িয়ে আছে তোমার চুম্বন। যদি তুমি চাও ফিরিয়ে নিতে পারো সব। যদি তুমি চাও ফিরিয়ে নিতে পারো সব। মায়াবী আমায় আর কোনো জোছনা ডাকেনি মায়াবী কোটি বছর তোমায় দেখিনি।
- কত আদরে ভালবেসেছি,তোমার ওই মিষ্টি হাসি তোমাকেই আজ বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে, পথে যেতে হায় সে ভালবাসায় দুরু দুরু বুকটা কেঁপে যায় ছুঁয়ে দিলে মন আজো আজীবন,হৃদয় সপেছি তোমায়।
- কতোনা ভালো হত তুই আসতি যদি ফিরে স্বপ্ন দিয়ে মোরা এই ভালোবাসার নীড়ে আজীবন হয়ে রইতাম আমি তোর কৃতদাস ইহকালটাই করে দিতাম তোর জান্নাতে বসবাস এখন এমনি করে "পূজো" কেমনি করে দেবো অন্য কোন "দেবী" কে। তারচেয়ে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে যেতি।
- এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিও, এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটা, খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও, পত্র দিও।
- গল্পটা , শেষ এইভাবেই হোক থেমে যাক যত কানাকানি ঠিকানায়, দূরত্ব লেখা থাক শেষ হোক দ্বিধার টানাটানি অভিমানী ! ক্ষমা করে দিও তুমি এখানে ফেরা আর হবে না জানি কেউ না জানুক কষ্টে ডুবেছি দু"জনে কতখানি ! কেউ না জানুক,কেউ না জানুক কিছু তো প্রেম হয়,অমীমাংসিত চিরকাল বয়ে বেড়ায় হৃদয়ের ক্ষত।
- আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে আরও একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাতছানিতে সাড়া দিই কী হবে না ভেবে আরও একবার হাতটা ছুঁয়ে দ্যাখ আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে, নিজেকে।
- আমি তার মেঘের ভেলায় ভেসে যাই বহুদূর নীল আকাশে খুঁজে বেড়াই হারানো কত সুর নীরবে থাকা আমার অস্তিত্ব হারিয়ে যায় শরতের ঐ সকাল ভোরের ঐ কুয়াশায়।
- জানি আলোয় ভিজবে চেনা পার্কস্ট্রিট তবু ট্যাক্সি ধরবে তুমি এয়ারপোর্ট নিয়ে সুটকেস ভর্তি শুণ্যতা হাতছানি দেয় অন্য শহর ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই- আর পিছু ডাকা আমার সিলেবাসে নেই; ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই বিষাদ চিহ্ন সানগ্লাসে নেই।
- যদি কোনোদিন ভুল করে মনে পড়ে যায় স্মৃতির পাতায় খুঁজে পাই যদি কোনোদিন মেঘের ভাঁজে তোমাকে হারায় বৃষ্টির শব্দে খুঁজে যায়! ভেসে আসো তুমি আমারি স্বপনে আঁধারের কালো অন্ধকারে, মরি আমি তোমার নেশায় তোমার ছবি এঁকে যায়।
ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি
প্রেম ভালোবাসা ইসলামে বৈধ তবে সেটা অবশ্যই হতে হবে যেমন বাবা-মাকে ভালোবাসা অথবা স্বামী স্ত্রীকে ভালোবাসা ভাই-বোনকে ভালোবাসা এরকম। একটি অপরিচিত মেয়ে এবং ছেলের মধ্যে ভালোবাসা কখনোই ইসলাম সমর্থন করে না। ইসলামই ভালোবাসা উক্তি বলতে সেই ভালোবাসায় বোঝায় যে ভালোবাসা বৈধ এবং ইসলাম সমর্থন করে।
ইসলামী ভালোবাসার উক্তিকে কখনোই বর্তমানে প্রেম ভালোবাসা বলতে যেই ভালোবাসা বোঝায় তার সাথে মিলালে কখনোই হবে না। এটি সম্পূর্ণ ভিন্ন এক ধরনের ভালোবাসা যে ভালোবাসার ভালবাসলে সাওয়াব পাওয়া যায়।
- তোমার জন্য যেটা ভালো হয় সেটাই আল্লাহ করে থাকেন নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
- তোমার ভাগ্যে যা রয়েছে তা অবশ্যই তোমার কাছে পৌঁছাবে যদিও তা ওহুদ পাহাড়ের মাথায় থাকে
- অবশ্যই মানুষকে ভালোবাসো মানুষকে ভালোবাসার মধ্যে সওয়াব রয়েছে।
- প্রেম হলো পবিত্র এজন্য ইসলাম যেসব মানুষকে বৈধ করেছেন সেই সব মানুষকে ভালবাসলে ইবাদতস্বরূপ ধরা হয়।
- প্রতিটি ভালোবাসা যদি ইসলাম মেনে হয় তাহলে অবশ্যই সে ভালোবাসার মধ্যে বরকত রয়েছে।
- আল্লাহ তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু সাল্লাম এর মধ্যে যেই প্রেম ছিল সেই প্রেমী পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম।
- ঐ ব্যক্তি উত্তম যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই তার থেকে পৃথক হয়।
- মানুষের কল্যাণ কামনা করা এবং তার জন্য কল্যাণের দোয়া করাও ভালোবাসার সমান।
- যে ব্যক্তি প্রকৃত খোদা প্রেমে সেই ব্যক্তির সহচরতে থাকলে অন্তরে খোদার প্রতি প্রেম ভালোবাসা সৃষ্টি হয়।
- যদি কেউ একান্ত আল্লাহকে ভালোবাসে তাহলে পৃথিবীর সমস্ত মানুষ এবং সবকিছু তাকে ভালবাসবে।
- তুমি আল্লাহ তাআলার ভয়ে যা কিছু ছেড়ে দেবে আল্লাহতালা তোমাকে তার চেয়ে কয়েকগুণ ভালো কিছু উপহার দেবে।
- নিজের বউকে ভালবাসলে আল্লাহ তায়ালা সে ভালোবাসায় সওয়াব দেয় এবং বরকত দান করে।
- নিজের মায়ের চেহারার দিকে একবার ভালবাসার নজরে তাকালে আল্লাহতালা ওমরা করার সওয়াব দান করে।
- যে ব্যক্তি ভালবাসতে জানে সে কখনোই অহংকারী হয় না ভালবাসতে পারে এমন ব্যক্তি সব সময় নম্র ভদ্র এবং ধৈর্যশীল হয়।
- কাউকে ভালবাসলে আল্লাহর জন্যই ভালোবাসা উচিত নয়তোবা সেই ভালোবাসা কখনোই হাসিল হয় না।
- যখন কোরআন তেলাওয়াত করবেন তখন মনে মনে ভাববেন আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলছেন এবং সেখান থেকে আল্লাহ তায়ালার সাথে প্রেম তৈরি হবে।
- আল্লাহ তাআলা যে শ্রেণীর মানুষকে ভালোবাসে এবং যে কাজ করলে ভালোবাসে সে কাজগুলো করতে থাকুন তাহলে দেখবেন আল্লাহতায়ালা আপনাকে ভালবাসতে শুরু করেছে।
- সব সময় নিজের অধীনস্থ ভালোবাসার মানুষের জন্য দোয়া করতে হয় তাহলে আল্লাহ খুশি হবে।
- যখন তুমি কাউকে ভালবাসবে তাকে বলবে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি এবং আমি তোমার সাথে জান্নাতে থাকতে চাই।
- আমার জীবনে আল্লাহর পরে যদি কারো স্থান থাকে তাহলে সেটা হতো তুমি আমি তোমাকে পেয়ে অনেক ভালো আছে এবং আমি তোমাকে সারা জীবন আমার সাথে চাই।
- যে ব্যাক্তি মানুষকে দয়া করে না আল্লাহতালা ও তার উপর দয়া করেন।
- সব সময় মনে রাখবে তোমার শত্রু শত্রু তোমার বন্ধু এবং তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু।
- যে ব্যক্তি নিজের মর্যাদা নিজে বুঝে না এবং নিজেকে ভালোবাসে না অন্যরাও তাকে ভালোবাসে না এবং মর্যাদা দেয় না।
- বুদ্ধিমান ও সত্য বাদী ব্যক্তি ছাড়া আর কখনো কারো সঙ্গতা কামনা করা উচিত নয়।
- বড়দের সম্মান করো এবং ছোটদের স্নেহ করো তাহলে দেখবে ছোটরাও তোমাকে সম্মান করবে এবং বড়রাও ভালবাসবে।
- অতিরিক্ত সমালোচনা করা থেকে বিরত থাকুন অতিরিক্ত সমালোচনা ঘৃণা ও খারাপ চরিত্রের দিকে আস্তে আস্তে নিয়ে যেতে থাকে।
হারিয়ে যাওয়া ভালোবাসা নিয়ে উক্তি
অনেক সময় না চাইলে অনেক কিছু হারিয়ে যায় তেমনভাবে একটা সময় গিয়ে ভালোবাসা হারিয়ে যায়। কোন কোন মানুষ আসে হারিয়ে যাওয়ার জন্য এগুলো বিষয় নিয়ে আক্ষেপ করার কিছু নেই। যে যাওয়ার সে এমনিতেই যাবে। হয়তো মানুষটা ভুল ছিল এজন্য চলে গেছে এজন্য নিজেকে আবার নতুনভাবে তৈরি করা উচিত এবং সবকিছু গুছিয়ে নিয়ে নিজেকে এগিয়ে নেয়া যাওয়া উচিত।
- যে চলে যাওয়ার সে এমনিতেই যাবে আক্ষেপ বাড়িয়ে লাভ নেই যে চলে গেছে তার জন্য সুনাম করতে থাকুন।
- রক্তিম আকাশ, স্তব্ধ সে ক্ষণে ফিরবে না আর জানিয়ে গেলে দিন কেটে যায় রুদ্ধ বেদনায় মন কেঁদে যায় অন্তরালে তুমি কেঁদেছিলে নিরবে কোনো অবহেলায় আমি বুঝিনি কি শূন্যতা হাসির আড়ালে।
- হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে কত ভালোবাসা হৃদয়ের গহীনে বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে ছিলো না হতাশা আলোকিত জীবনে।
- মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে কত সুখের স্বপন ভেঙে গেছে হেলায় মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে কত সুখের স্বপন ভেঙে গেছে হেলায়।
- জীবন আমার বড় বদলে গেছে জীবন আমার বড় বদলে গেছে তুমি কোথায় আছো কেমন আশা ছিল তোমাকে পাবার তুমি ছিলে হৃদয়ে আমারতুমি কোথায় আছো কেমন।
- প্রতিদিন আমার মনে পড়ে তোমায় অতীত স্মৃতিগুলো ভালোবাসা মনে আশা ছিলো কেন এমন হলো তোমাকে ভেবে মন আমার উদাস হতে চায় চলে গেলে কোথায় কোন দুর অজানায়।
- স্বপন নেই চোখে আশা নেই বুকে ভেঙ্গে গেল ঝড়ে আবেগ নেই মনে শুধু তোমায় পড়ে আমার মনে ব্যাথারই স্রোতে মন আমার হারাতে যে চায় চলে গেলে কোথায় কোন দূর অজানায়।
- শক্তি দাও বিধাতা, অনন্ত কাল ধরে জ্বলছে হৃদয় হয়তো কেউ বোঝে না কতো সত্য এ প্রণয় এসেছিলে বাঁচাতে আমায়, ভরে দিলে নতুন আশায় রূপকথার মত ভালোবাসা কত যে সুন্দর, বুঝে তোমারই কাছ থেকে স্বর্গেরই প্রতিরূপ।
- কখনো ভাবি নি তুমি চলে যাবে এভাবে রেখে আমায় একাকী আজও খুঁজে ফিরি নগরে-পল্লীতে খুঁজে তোমায় পেতেই হবে অস্তিত্ব তুমি আমার।
- কষ্ট আর বুঝি না, স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে ব্যর্থ আমি হবো না, তুমি যে আমার সত্তাসঙ্গিনী শান্তিগুলো সব আমার, তোমার হৃদয় মাঝে মোরা কেঁদেছি একই দুঃখে, হেসেছি একই সুখে কখনো ভাবি নি তুমি চলে যাবে।
- শুধু শুধুই ভাবনা যেতে চাইলে যাও চলে যাও তবু কেনো এ কান্না? জানি ভালো থাকতে শুধু বলোনা ভুলতে চাইনা বাঁচার উপদেশ দিন এমনই কাটবে খেয়ালের ফাঁদে।
- তোমাকে মনে পরবে যখনই জোছনা হাসে তোমাকে মনে পরবে যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে।
- যেই মোহের বন্যায় ভেসে যাওয়া ধন্য হলে তাতে পারিনি ভাসতে অস্তিত্ব ভুলে, ভুলে তাই বলোনা চলতে স্থবিরতাই সঙ্গী হলে মন পোড়াই থাকলে হতাশার ফাঁদে।
- যে যায় যাওয়ার পথে দেয়াল হবার কোন স্বপ্ন নাই যতই কাঁদাও আমায় চলি একা পথে।
- দুঃস্বপ্নের শেষ সীমানায়, চমকে ঘুম ভেঙ্গে যায় জেগে দেখি তুমি পাশে নাই, চোখ পড়ে খোলা জানালায় জোছনায় আলো নেই আর, হতাশার কালো আঁধার নির্বাক রয় ধরণী, দুঃখ যেনো আমারি।
- জীবনের সব আশায়, হতাশার আলিঙ্গনে ঘুণে ধরা স্বপ্নগুলো, সব যেনো এলোমেলো স্মৃতি নিয়ে আমি একা, ভাসমান এই জীবন তাই বুঝি বেঁচে থাকা, জানিনা শেষ কোথায়।
- এক ঝিম ধরা দিবা স্বপনে আনাগোনা সন্দেহে আমি একা মেতে উঠি পুণ্যে বিকশিত পাপের খেলায়, কারাগারের অবহেলায় পচন ধরে মনে, শরীরে কবে আসবে ফিরে ভালোবাসা।
- এক গোলক ধাঁধাঁয় আটকে পড়া, অবনত হৃদয়ে দিশেহারা ছুটি আমি, রাতের আলোকিত, নগর প্রণয়, ভালোবাসার প্রতারণায়, পচন ধরা বিশ্বাসে, আশায়।
- জন্ম মৃত্যুর আর্বতনে পুনর্জন্ম হবে তোমার আবার দেখা পাবো কখন, কে জানে? জন্ম মৃত্যুর আর্বতনে পুনর্জন্ম হবে তোমার আবার দেখা পাবো কখন, কে জানে?
- সোজা-সাপ্টা একথা সত্য কথা বলি তোমায় ভীষণ রকম ভালোবাসি হাজার যুদ্ধ বয়ে গেছে মনে তোমায় এই কথা বলব বলে বলা হয়নি কথা কি ছিলো এই মনে জানি আবার একটি জন্ম আমার কভু হবে না জানি আবার এমন করে তোমার দেখা পাবো না।
- সব আলো নিভে যাক আঁধারে শুধু জেগে থাক ঐ দূরের তারারা সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায় শুধু জেগে থাক এই সাগর আমার পাশে।
- শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গীটার হাতে নিস্তব্ধতা চৌচির উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না সাগরের বুকে আলপনা এঁকে দিয়ে যায় অবাক ভালোবাসায়।
- এত ভিড়েও আজও আমি একা মনে শুধুই যে শূন্যতা এত ভিড়েও আজও আমি একা মনে শুধুই যে শূন্যতা আঁধারে যত ছড়াই আলো সবই আঁধারে মিলায় ও যে কোথায় হারালো ব্যথা কাকে যে শুধাই।
- এ বিরহ রক্ত মাখা চাদরের তন্দ্রায় লজ্জা ক্ষোভ ঘৃণায় পরাজিত বোঝা তুমি নেই তুমি নেই তুমি ছিলেনা কখনোই।
- স্রষ্টার কাছে প্রার্থনা আমার তুমি আমায় ক্ষমা করো নিয়ে যাও তুমি বহুদূর এ নিষ্ঠুর স্মৃতি ভেঙে।
ভালোবাসা নিয়ে বাস্তব কিছু কথা - ভালোবাসা নিয়ে কিছু উক্তি
যদি আবেগ দিয়ে ভালোবাসা হয় সে ক্ষেত্রে অনেক রকমের ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে। ভালোবাসার ক্ষেত্রে সব সময় বিবেককে কাজে লাগানো উচিত। বাস্তবতাকে মাথায় রেখে যদি ভালোবাসাকে আগানো যায় সে ক্ষেত্রে অবশ্যই ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া যায়। শুধু আবেগ দিয়েই ভালোবাসা হয় না।
যখন বাস্তবতা সামনে আসে তখন ভালোবাসার দৃষ্টিপাত অনেকটাই বদলে যায় এজন্য ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই বাস্তববাদী হয়ে ভালোবাসা উচিত অন্যথায় তোমাকে শুধু কষ্ট পেতে হবে।
- ভালোবাসার সব সময় বেঁচে থাকে বিশ্বাস ভরসা আস্থা এবং দুইজন দুজনকে বোঝার মাধ্যমে।
- প্রকৃত ভালোবাসা সেটাই যেটাতে একজনার অনুপস্থিতিতে একজন অন্যজনকে অনুভব করতে পারে।
- ভালোবাসার আগে নিজের ক্যারিয়ার গড় উচিত তাহলে দেখবে পৃথিবীতে ভালোবাসার অভাব হবে না।
- যখন কাউকে ভালবাসবে তখন স্বার্থ ছাড়া ভালবাসতে হবে অন্যথায় তুমি স্বার্থের আগুনে জ্বলে পুড়ে যাবে।
- অভাব যখন ঘরে আসে তখন ভালোবাসা জানালা দিয়ে পালায়।
- ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই মানুষকে মন ভরে ভালোবাসা দেবে তার বিপরীতে তুমিও ভালোবাসা পাবে।
- ভালোবাসার ক্ষেত্রে আবেগে তুলনায় বিবেককে বেশি কাজে লাগানো উচিত অন্যথায় তোমাকে কষ্ট পেতে হবে।
- ভাঙতে তোমার ব্যথা হলাম জীবনের সখা প্রেমের বিরাট দামে মৃত্যুকে কিনে আনা।
- দেয়ালের নীরব গায়ে কিছু লেখা নেই 'তুমি' ছাড়া দেয়ালের গোপন ঘরেই মুক্তিই বন্দীদশা।
- এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল।
- প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই তো্মাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই। রোদ্দুর, চলো একসাথে হেঁটে যেতে চাই বহুদূর বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর
- যখন নিজের সব কিছুতে অন্যরা মিশে থাকে, তখন বেঁচে থাকতে হয় নিজেকে ছাড়া।
- সময় একদিন বলে দেবে, তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলবে।
- যখন আমার দুঃখ ছিল না তখনও আমি দুঃখী ছিলাম। কিন্তু যখন আমার দুঃখ আসতে শুরু করে তখন আমি দুঃখী না। এর দুটা কারণ। প্রথমটি, আমি ভান করেছি সুখের। আর দ্বিতীয়টি হলো আমি দুঃখকে স্বীকার করি নি।
- মুক্ত মানুষ বলে আসলে কিছু নেই। জীবনের কাছে সবাই বন্দী আর মৃত্যুর কাছে জীবন বন্দী।
- দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গিও একসাথে সত্য হতে পারে। ভালোর বিপরীত সব সময় মন্দ হবে,সেটা ঠিক না।
- যখন কেউ জেনে যাবে আপনাকে তার যতখানি প্রয়োজন, তার চাইতেও তাকে আপনার বেশি প্রয়োজন, তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। অবহেলার অশ্রু দু ধরনের হয়।একটি হলো অভিমান আর অন্যটি অপমান।
- তুমি মানচিত্র দেখে মানুষ বিচার করো না;অন্তরের কোনো মানচিত্র নেই !।
- অনুমান করা যায় না এমন-সুনসান নিথর রাতে, নিজেকে বুঝিয়েছি আমার ঠকে যাবার কারণ যেন অবিশ্বাস না হয়।
- আমি হয়ত আমার নিঃশেষ হয়ে যাবার উপাদান গুলো নিয়ে একটা কবিতা লিখতে পারব। কোথায় কমা বসবে, কোথায় সেমিকোলন; এসব দেখভাল করার জন্য বুজুর্গ ব্যক্তিগণ আছেন। তারা নিজেরা পারস্পরিক সংঘর্ষে, একে অন্যের মাথা ফাটিয়ে দেবে। তারপর রক্ত।
শেষ কথা
জীবনের প্রেম-ভালোবাসা করতে গেলে অবশ্যই অনেক রকমের বাধা-বিপত্তিতে পড়তে হয়। ভালবাসার বিভিন্ন রকম ধরণ থাকে একতরফা ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা হারিয়ে যাওয়া ভালোবাসা এগুলো জীবনের মূল উদ্দেশ্য না। এগুলো আসবে যাবে এগুলোতে পড়ে থাকলে জীবন চলবে না। জীবনকে নতুন ভাবে আগায় নেয়া যাওয়া উচিত এবং জীবনকে নতুন ভাবে শুরু করা উচিত।
আমার এই পোস্ট যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করুন যাতে করে তারা সুন্দর সুন্দর ক্যাপশন স্ট্যাটাস উক্তি পাই
সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url