বসন্ত নিয়ে উক্তি ফেসবুক স্ট্যাটাস ছন্দ এবং ক্যাপশন
প্রিয় পাঠক আপনি কি বসন্ত নিয়ে উক্তি জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে বসন্ত নিয়ে উক্তি এবং বসন্ত নিয়ে কবিতা ও বসন্ত নিয়ে ফেসবুক স্ট্যাটাস লিখব। আপনি পোস্টটি পড়তে থাকুন তাহলে বসন্ত সম্পর্কে সুন্দর সুন্দর উক্তি স্ট্যাটাস জানতে পারবেন।
এছাড়াও আপনি এই প্রশ্নের মধ্যে পাবেন বসন্তের শুভেচ্ছা ছন্দ এবং বসন্ত বরণ ও বসন্তের প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয় কেন সে সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।
ভূমিকা
বসন্তের সাজে সব কিছু নতুন ভাবে সজ্জিত হয়। প্রকৃতিকে নতুন রূপ দিয়ে নতুন ভাবে প্রাণ ফিরিয়ে আনে। প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বেশি হয় যে মানুষ মুগ্ধ রূপে চেয়ে থাকে এবং সেই সৌন্দর্যে নিজেকে বারবার মুগ্ধ করে। বাঙ্গালীদের কিছু মৌলিক অনুষ্ঠান রয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে বসন্ত উৎসব।
বিভিন্ন আয়োজন এবং অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে বাংলাদেশের প্রতিটি জেলায় পালন করা হয়।
বসন্ত নিয়ে উক্তি
বসন্ত যেহেতু একটি সুন্দর সময় সে তো বসন্ত নিয়েও অনেক সুন্দর সুন্দর উক্তি রয়েছে। বসন্তকে একেক জন একেক ভাবে বর্ণনা করে বিভিন্ন রকমের কবি সাহিত্যিকের কাছে বসন্ত ভিন্ন রকম।
- এসেছে আবার ফিরে ঋতুরাজ বসন্তদক্ষিণা বাতাস মনকে করেছে আনমনা নব কলেবরে সেজেছে প্রকৃতি ,হয়েছে সে প্রাণবন্তআবার এসেছে বসন্ত।
- আমার ইচ্ছে করে বসন্ত হয়ে পলাশের রং মাখতে ইচ্ছে করে ভোরবেলা হয় বকুলের কাছে থাকতে,কৃষ্ণচূড়ার আবির মেখে রঙিন হয়ে সাজতে সবার রঙে রং মিশিয়ে নতুন করে বাঁচতে।
- বসন্ত এলো এলো এলোরে,পঞ্চম স্বরে কোকিল কুহুরে।
- সূর্য-ঘড়ি সাত সকালে, ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গোনে আজ কার? বাসন্তিরা সবুজ টিপে, লাল সাদা আর হলুদ পাড়ে হাত ধরেছে তার।
- মনের আকাশে ঐ ফাগুন; পিয়াসী পাখি উড়ে যায় সুদূরেতে, কার যেছায়া মাখি।
- বসন্ত এলো এলো এলো রে পঞ্চম স্বরে কোকিল কুহরে মুহু মুহু কুহু কুহু তানে।
- প্রেমহীন জীবন আর বসন্ত ছাড়া প্রকৃতির সৌন্দর্য তা কি হয় নাকি।
- এই বসন্তে এত ফুল ফোটে,এত বাঁশি বাজে,এত পাখির কিচির মিচির আওয়াজ যেন প্রকৃতির এই অমায়িক রূপ শুধু এই বসন্তেই দেখা দেয়।
- কখনো দিগন্ত, কখনো শ্রাবণ, কখনো বা বসন্তে আমি শুধু তোমাকেই খুঁজি।
- যেদিন প্রভু আশা সৃষ্টি করেছিলেন সম্ভবত সেদিনই তিনি বসন্ত তৈরি করেছিলেন।
- বসন্ত আমাকে আর এই বাড়িতে থাকতে দিবে না, আমাকে অবশ্যই বাইরে বেরিয়ে আসতে হবে এবং আবার বাতাসে গভীরভাবে শ্বাস নিতে হবে।
- আমি বসন্তের লক্ষণগুলি দেখতে জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশ অনেক নীল, গাছগুলি অনেক উদীয়মান এবং সূর্য খুব উজ্জ্বল ছিল।
- সুন্দর বসন্ত এসেছিল এবং যখন প্রকৃতি তার মনোরমতা পুনরায় শুরু করে, তখন মানুষের আত্মাও পুনরুজ্জীবিত হতে পারে।
- বসন্ত দরজার বাইরে ফুটে থাকা ফুলের তালা খুলে দেয় গ্রীষ্ম সূর্যের আলো উষ্ণ করে উজ্জ্বল কাঠের মেঝে উন্মোচন করে শরৎ বৃষ্টির ঝরনার মতো পাতা ঝরানো গাছের তালা খুলে দেয় শীতকালে আপনার জিহ্বায় পালকের মতো সাদা হয়ে যাওয়া তুষার ফলকগুলি খুলে দেয়।
- বসন্ত হল অগ্রগতির প্রতীক এবং চ্যালেঞ্জ সত্ত্বেও এগিয়ে যাওয়ার অনুস্মারক।
- কখনো বা চাঁদের আলোতে কখনো বসন্তসমীরণে সেই ত্রিভুবনজয়ী, অপার রহস্যময়ী আনন্দ-মুরতিখানি জেগে ওঠে মনে।
- ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল , ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল । চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় ,বেণুবনে মর্মরে দক্ষিণবায়।
- দেখো বসন্তের বাতাস বইছে আজি এসো বসন্তের রঙে সাজি, আজ ঘুরে ফিরে চাইছে না যে আমার এ মনের মাঝি।
- ধরণী আজ উঠিছে সাজি মনের দক্ষিণ দার খুলে দেবো আজি মাতাল হবো সুখে আজকে অনন্ত সার্থক হবে ফাগুন, সার্থক বসন্ত।
বসন্তের কবিতা ক্যাপশন
বসন্ত দিনে কোথাও ঘুরতে যাওয়ার পরে ছবি তুলে পোস্ট করতে হলে অবশ্যই ক্যাপশনের প্রয়োজন হয়। বসন্ত সম্পর্কিত ছবি পোস্ট করার জন্য বসন্ত নিয়ে অনেক কবিতা ও সুন্দর সুন্দর ক্যাপশন আছে চলুন এবার আমরা সেগুলো জানি=
- হে বসন্ত,খনিকের মায়ায় যাসনে তুই চলে.. যদিও যাবি, যাস তুই আমায় একটু বলে। যাবার সময়, দিস আমায় তোর রঙের একটু খানি ছোয়া। দিবি কি আমায়?? আমি এই অল্প খানি চাই, সারাজীবন থাকবো আমি তোরই অপেক্ষায়।
- গাছে গাছে নতুন পাতা ফুল ফুটছে বেশ। সব পাখির মন খারাপ.. শীতের হল শেষ। নতুন রুপে,নতুন সাঁঝে নিভাবে মনের আগুন। তাইতো আজ প্রকৃতি জুড়ে।। বসন্তের ফাগুন।
- দেখো বসন্তের বাতাস বইছে আজি এসো বসন্তের রঙে সাজি, আজ ঘুরে ফিরে চাইছে না যে আমার এ মনের মাঝি।
- সকাল বেলা ঘুম থেকে উঠে যেই মেলেছি আখি সামনে যকে দেখেছে সেজন কি তুমি? বাসন্তি রঙ শাড়ীতে আজ লাগছে অপরূপা খোলা চুলে জবা ফুলে বেঁধেছো ঐ খোপা।
- চারিদিকে ভাসছে কোকিলের সুর, প্রকৃতি যেন দিচ্ছে ডাক। তোমার মনে আছে যতো গ্লানি। তা আজ সব ধুয়ে মুছে যাক। শুভ বসন্তের শুভেচ্ছা নিও।
- বসন্তের রঙ্গ যেন মাতিয়ে রেখেছে আমার মনে। তাই তোমার কথা আমি ভাবছি প্রতিক্ষনে। পূবালি বাতাসে যেন উড়ছে মাথার চুল। তোমাকে বসন্তের শুভেচ্ছা জানাতে আমি করিনি ভুল।
- প্রকৃতিকে নতুন করে সাজাতে বসন্ত আসবে। তেমনি তোমার জীবনেও সুখ আসবে। তাই আগত বসন্তকে নতুন করে বরন করে নাও।
- বিশ্ববাসীর মন জয় করার জন্য আসে বসন্ত আর বসন্ত শুখা কোকিল শীতের জড়তা কাটিয়ে বসন্ত নিয়ে আসে অপরূপ সৌন্দর্যের এক নতুন জগতে। নতুন সাজে সেজে ওঠে আমাদের ধরনী এবং মনে আনন্দের অনাবিল ঘটে।
- আকাশে মনে বইছে প্রেম আর নয়নে লাগলো নেশা করা যে ডাকিল পিছে-বসন্ত এসে গেছে।
- ফাল্গুনের আগুন লেগেছে নবীন হৃদয়ে, বসন্ত আজ সেজেছে পলাশের রঙে।
- নতুন গাছে নতুন পাতা ফুল যাকে যাকে, সব পাখিরই মন খারাপ শীত হয়েছে শেষ, নতুন ফুলে নতুন রূপে ফুল ফুটেছে যাকে যাকে। তাইতো তাইতো এলো ফাগুন মাস।
- বাঙালি ঋতুর রাজা বসন্ত সব কিছুতে নতুন জীবন ও বসন্তের আনন্দ যোগ করে।
- ফাগুন মাসের শীতের তীব্র শীতের রাতে তোমাকে পাওয়ার জন্য বাঙালি ঋতুর রাজা বসন্তের আশার প্রতিশ্রুতিই যথেষ্ট।
- কোকিল পাখির মধুর কন্ঠে ,ফুলের গন্ধে আজ মন মেতে উঠে , বাঙালির সেরা ঋতু বসন্তই ছুয়ে দিয়েছে মনের অজান্তে, তাইতো আজ মন নেচে ওঠে।
- আমরা বাতাস ,আকাশ এবং সূর্যের সাথে বন্ধুত্ব করব এবং আমাদের হৃদয় ঘরে বসন্ত আনব।
বসন্ত নিয়ে ফেসবুক স্ট্যাটাস
বসন্তের দিনে কম বেশি সবাই ফেসবুকে পোস্ট করে বা স্টোরি দেয়। পোস্ট বা স্টোরি দেয়ার ক্ষেত্রে অবশ্যই সুন্দর ক্যাপশন প্রয়োজন। বিশেষ করে ফেসবুকের চাহিদা অনুপাতে চলুন এবার আমরা বসন্ত সম্পর্কিত ফেসবুক স্ট্যাটাস জানি-
- ধরণী আজ উঠিছে সাজি মনের দক্ষিণ দার খুলে দেবো আজি মাতাল হবো সুখে আজকে অনন্ত সার্থক হবে ফাগুন, সার্থক বসন্ত।
- প্রথম ফাগুন দিনে একগুচ্ছ গোলাপ দিলেম কিনে। সেই সে গোলাপ ফুটেছিল সাহারার প্রান্তরে একটি একটি করে।
- একঝাক পাখি এসে ঐকতানে , গান গায় এক সাথে ভোর বিহনে, অচানক দুনিয়াটা আজব লাগে, আড়মোড়া দিয়ে সব গাছেরা জাগে, লাল নয় কালো নয় সবুজ পাতা, জেগে ওঠে একরাশ সবুজ পাতা।
- ফাগুনে নতুন আকাশ উড়ায়, বৃষ্টি নীল পানি ফেলে। প্রকৃতির রঙের মাঝে হাসির বিস্ময় পায়,ফাগুনের প্রেম ও আনন্দে মন ভরে যায়।
- বসন্তের আলোকে প্রেমের ফুল খেলে, আনন্দের সবুজ ঘাস দেখলে। শুভ বসন্তের শুভেচ্ছা।
- বসন্তে পূর্ণিমা উঠে এলো, মনের পাখিরা পড়ে আসলো। শুভ বসন্তের আগমন।
- বসন্তকে যদি তোমার মত নিজের কাছে যত্ন করে রেখে দিতে পারতাম, তবে মনের বড় ইচ্ছেটা পূরণ হতো। আমার খুব ইচ্ছে! একদিন বসন্তের উৎসবে ভালোবাসার আমেজে মাতবো দুজনে।
- হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতে যত আছে হয়তো গাহেনি পাখি অন্তর উদাস সুরে হয়তো কুসুম কলি ঘিরে আকাশে মেলিয়া আখি তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক।
- দেখো বসন্তের বাতাস বইছে আজি এসো বসন্তের রঙে সাজি, আজ ঘুরে ফিরে চাইছে না যে আমার এ মনের মাঝি।
- বসন্ত মাস ভালোবাসায় ভরপুর তুমি আর আমি ঘুরবো সারা দুপুর বসন্তের ফুল গুজে দেবো তোমার খোপায় ভালোবাসার এটাই তো সেরা সময়।
- দেখো বসন্তের বাতাস বইছে আজি এসো বসন্তের রঙ্গে সাজি আজ ঘরে ফিরতে চাইছে না যে আমার এ মনের মাঝি।
- ফাগুনের প্রথম সকালে মেঘের কাছে পাঠালাম চিঠি সে চিঠি হারিয়ে যাবে কিনা আছলের আচমকা বাতাসে তবুও প্রতি ফাগুনে পাথাবো চিঠি আকাশের খোলা খামে সবাইকে ফাল্গুনের অনেক শুভেচ্ছা।
- বুকে নিয়ে ফুল শিমুল,পলাশ, কৃষ্নো চূড়া বুকে নিয়ে রক্তিম লাল ফুল অর্জন করেছি একুশ স্বাধিনতা বসন্ত।
- কোকিলের মিষ্টি মধুর ডাক গাছের ফুলের সুন্দর সমাহার সবকিছুতেই লেগে আছে বসন্ত তাই সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা।
বসন্তের শুভেচ্ছা ছন্দ
ছন্দের মাধ্যমে কোন কিছুকে উপস্থাপনা করলে তা আরো বেশি দেখতে সুন্দর হয়। তেমনিভাবে আপনি বসন্তের শুভেচ্ছাকে ছন্দ আকারে প্রকাশ করলে তা আরো বেশি দেখতে সুন্দর দেখাবে।
- ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা ফাগুনের বাতাসে মিশে আছে মিষ্টি হাওয়া প্রকৃতির প্রাণ পেয়েছে নতুন ভাবে, আজ তাই পহেলা ফাগুন।
- ফাগুনের প্রথম সকালে মেঘের কাছে পাঠালাম চিঠি সে চিঠি হারিয়ে যাবে কিনা আছলের আচমকা বাতাসে তবুও প্রতি ফাগুনে পাথাবো চিঠি আকাশের খোলা খামে সবাইকে ফাল্গুনের অনেক শুভেচ্ছা।
- ফাগুনের দিনের শুরুতে ফাগুনকে আমন্ত্রন করার জন্য হলুদ শাড়ি, মাথায় ফুলের টায়রায় সেজেছে নারী। হলুদ পাঞ্জাবি পড়ে সেজেছে পুরুষ, বাতাসের ভেসে যাচ্ছে বসন্তের সুর।
- আজ প্রকৃতি সেজেছে তার নতুন রুপে। চারিদিকে ডাকছে অসংখ্য পাখি। আর আমি শুধু তোমাকেই বসন্তের শুভেচ্ছা জানিয়ে রাখি।
- দেখো বসন্তের বাতাস বইছে আজি এসো বসন্তের রঙে সাজি, আজ ঘুরে ফিরে চাইছে না যে আমার এ মনের মাঝি।
- ও বসন্ত হাওয়ারে, ও বসন্ত হাওয়া গোপনে বন্ধুর বাড়ি কইরো আসা যাওয়া আমার কথা কইয়ো তারে, বুকের মধ্যে খা খা করে সে বিহনে হয়না নিদ্রা হয়না নাওয়া- খাওয়া।
- রাস্তাগুলি জীবন্ত, সঙ্গীত এবং নাচের সাথে, বসন্তের রঙ, সুযোগ বাড়ায়। আনন্দ ও হাসি ছড়িয়ে দিতে এবং হাসি আনতে,আশেপাশের সবার জন্য, এই সুন্দর মাইলে।
- পহেলা ফাল্গুন শুধু একটি উৎসব নয়, এটা মনে করিয়ে দেয় যে, ভবিষ্যত যাই হোক না কেন, এই দিনটির স্মৃতি আমাদের সবসময় ধরে রাখতে হবে।
- পহেলা ফাল্গুন, নতুন সূচনার প্রতীক, নতুন শুরু এবং আশা, কোনও জয় ছাড়াই। আসুন আমরা এই দিনটি খোলা হৃদয় এবং আনন্দের সাথে উদযাপন করি,বসন্তের সৌন্দর্যকে আলিঙ্গন করুন এবং প্রতিটি ছেলের মধ্যে ভালবাসা ছড়িয়ে দিন।
- পহেলা ফাল্গুন, বসন্তের উৎসব,সবার জন্য আনন্দ নিয়ে আসুন, সবকিছু। প্রকৃতির রঙ, জীবনের রঙ হাসি, সঙ্গীত এবং ঝগড়ার সাথে উদযাপন করা হয়।
- ফুল ফুটলো রাশি রাশি, উদাস মনটা বেজাই খুশি। বসন্তের আগমনে, ফুল ফুটেছে সব বাগানে। তাই কোকিল গান করে,মনের টানে।
- প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে মনের মাঝে একি সুর বাজে। শিমুলের বনে আজ লেগেছে আগুন, আজ কি তবে আবার এসেছে ফাগুন?
- কত বসন্ত আসে কত বসন্ত চলে যায় কত কোকিলের পথ হারিয়ে কণ্ঠ থেমে যায় অবলীলায়। শুধু আমি কোথাও যেতে পারলাম না তোমাকে ছেড়ে কোথাও না।
- হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র-সঙ্গীতে যতো আছে, হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে। আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক।
- আজি আসিয়াছে বসন্ত, গাছে গাছে ফুটিয়াছে ফুল;= গজিয়াছে নব পল্লব, পাখিরা করিছে কলরোল। প্রকৃতি সাজিয়াছে অপরূপ সাজে, জনমনে প্রফুল্লতা সর্ব কাজে।
বসন্তে প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয় কেন
ফুল ফুটুক আর না ফুটুক আজি বসন্থ কবি সুভাস মুখোপাধ্যায়ের এই অমর পঙক্তিটি ও ‘নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন’ নারীর সাথে বসন্তের তুলনা করে বয়োজ্যেষ্ঠদের মুখ থেকে শোনা কবীর ভাষায় এই পঙক্তিটি বাঙ্গালির জীবনে আবার ফিরে এসেছে। মাঘ মাস শেষ হতে না হতেই প্রকৃতিতে বইতে শরু করেছে ফাল্গুনের হাওয়া।
ঋতুরাজ বসন্ত তার আগমনী বার্তা নিয়ে প্রকৃতির দরজায় কড়া নাড়ছে। বছর ঘুরে প্রকৃতির তার নানা পরিবর্তন পেরিয়ে আবার সেজেছে নতুন রূপে। বসন্তের আগমনে শীতের রিক্ততা ভুলিয়ে ফাগুনের আগুনে মানুষের মন আর প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। বসন্তের রঙ্গ ও রূপে নিজেকে সাজাতে প্রকৃতি এখন মেতে উঠেছে।
প্রকৃতি ধারণ করছে রূপলাবণ্যে ভরা মনোহর পরিবেশ। ফাল্গুনের আগুনে শীতের তীব্র রুক্ষতা কেটে পাতা ঝড়া বৃক্ষগুলির মাথায় দেখা দিয়েছে সবুজ পাতা, কুলি ও ফুল। প্রকৃতিতে বসন্তের সাজ সাজ রব শীতের জীর্ণতা কাটিয়ে ফুলে ফুলে সজ্জিত প্রকৃতি জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। সরেজমিনে নাটোরের লালপুর উপজেলার (ওয়ালিয়া-দয়ারাপুর)
সড়কের গিয়ে দেখা যায় ফুলবাড়ি ব্রিজ সংলগ্ন রাস্তার ধারের নতুন কুড়ি ও ফুলে কয়েকটি শিমুল গাছে রঙিন হয়ে আছে। শীতের খোলসে ঢেকে থাকা ফলজ বাগান গুলিও এখন মুকুলে ভরপুর। রাস্তার দুই ধার দিয়ে মেহগুনি ও কড়ই গাছ গুলি প্রকৃতির আদরমাখা স্পর্শে জেগে উঠেছে। শীতের রুক্ষতা কাটিয়ে প্রকৃতি ফিরে পেতে চলছে
ফুল, ফল ও সবুজের এক অপরূপ সমারহ যা এনে দিয়েছে বসন্ত। পলাশ ও শিমুলের প্রস্ফুটিত হাসিতে শিমুল বনে যেন লেগেছে লেলিহান লাল রঙ্গের আগুনের ছোয়া। বসন্তের কোকিলও তার মিষ্টি কুহুতানে মাতাল করতে এসেছে ঋতুরাজ বসন্তের সবুজ-শ্যামল বাংলায়। নিয়ম অনুসারে ছয় মাস অন্তর অন্তর ঋতু বদলায় তার রূপ, রং আর সৌন্দর্য।
ছয় মাস আগের প্রকৃতি আর আজকের প্রকৃতির মধ্যে অনেক পার্থক্য। প্রকৃতির নিয় বয়োজ্যেষ্ঠদের মুখ থেকে শোনা যায় এক ঋতুর আবহাওয়া আর এক ঋতুর ১৫ দিন আগেই বিস্তার লাভ করে। তাই তো মাঘ মাস শেষ হতে না হতেই প্রকৃতিতে বইতে শরু করেছে ফাল্গুনের হাওয়া। বসন্তের হাওয়ায় শিমুল ও পলাশ গাছে ফুটতে শুরু করেছে ফুল।
বসন্তের বার্তা নিয়ে পলাশ গাছের কলি খাওয়ায় মেতে উঠেছে রাঙ্গা টিয়া। সেই সাথে আম, লিচু, জাম ও বেল গাছে গুলিতে মুকুলে ভরপুর। লালপুর উপজেলার বনপাড়া-গোপালপুর, বনপাড়া-দয়রামপুর সড়কের দুই ধারের শিমুল গাছগুলি নতুন কুড়ি ও লাল ফুলে প্রকৃতি যেন অনাবিল আনন্দ ও নৈসর্গিক সৌন্দর্যের লীলাভ‚মিতে পরিনত হয়েছে।
ইট-কাঠের এই যুগে বসন্তে প্রকৃতি যেন তার সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে। নতুন কুঁড়িতে ছেয়ে গেছে উপজেলার ফলজ বাগানের বৃক্ষরাজি।
শেষ কথা
বসন্তকে সবসময় চেষ্টা করবেন সুন্দরভাবে সাজানোর এতে করে আপনার মন ভালো থাকবে এবং আপনার আশেপাশের মানুষেরাও হাসিখুশি থাকতে পারবে বসন্ত আসে পরিবেশকে নতুন করে সাজিয়ে তুলতে তেমনি ভাবে আপনি আপনার জীবনকে নতুনভাবে সাজিয়ে তুলতে চেষ্টা করুন।
আমার এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করুন যাতে করে তারা বসন্ত সম্পর্কে সুন্দর সুন্দর উক্তি স্ট্যাটাস ক্যাপশন পায়।
সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url