শুভ জন্মদিন বন্ধু স্ট্যাটাস- শুভ জন্মদিন প্রিয়- জন্মদিনের স্ট্যাটাস
প্রিয় পাঠক আপনি কি শুভ জন্মদিন প্রিয় মানুষকে কিভাবে উইশ করতে হয় সে সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে শুভ জন্মদিন প্রিয়, শুভ জন্মদিন বন্ধু এবং বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা সম্পর্কে আলোচনা করব। আপনি পোস্টটি পড়তে থাকুন তাহলে প্রিয় মানুষ এবং বন্ধুকে কিভাবে উইশ করলে সুন্দর হবে সে সম্পর্কে জানতে পারবেন।
এছাড়াও আপনি এ পোষ্টের মধ্যে পাবেন বেস্ট ফ্রেন্ড এর জন্মদিনের শুভেচ্ছা, প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা, বন্ধু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ফানি, এবং জন্মদিনের স্ট্যাটাস সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্ট এর দিকে আগানো যাক।
ভূমিকা
আমাদের জীবনের কমবেশি সবারই একজন প্রিয় মানুষ থাকে। জন্মদিনের দিনটি তার জন্য অনেক বিশেষ হয়। প্রত্যেক মানুষের চেয়ে তাকে অবশ্যই আলাদাভাবে উইশ করা এবং দিনটিকে সুন্দর করে তোলা অতি জরুরী। প্রিয় মানুষ আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর করে তুলে এজন্য আমাদের উচিত তার জন্মদিন কে সুন্দর করে তোলা।
শুভ জন্মদিন বন্ধু - বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা
আমাদের জীবনের কমবেশি সবারই বন্ধু থাকে। বন্ধু আমাদের জীবনের একটি অংশ। বন্ধু ছাড়া অনেক কিছুই অসম্পূর্ণ রয়ে যায়। বন্ধু থাকলে পথ চলা অনেকটাই সহজ হয়। বন্ধুর জন্মদিন নিয়ে সবার অনেক বেশি আগ্রহ থাকে কারণ বন্ধুরা না থাকলে জন্মদিনের কোন মানেই হয় না জন্মদিনে বন্ধুরা পাশে থাকলে জন্মদিন সবচেয়ে বেশি আনন্দের হয়।
তারা জন্মদিন কে আরো বেশি আনন্দিত করে তোলে।
- শুভ জন্মদিন বন্ধু। তোমার জীবনে এই দিনটি বারবার ফিরে আসুক তোমার জীবন হোক অনেক সুন্দর এবং রঙিন তোমার জন্য অসংখ্য শুভকামনা।
- শুভ জন্মদিন বন্ধু। নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করো এবং সেই আলো সবার মধ্যে ছড়িয়ে দাও তোমার পথ চলা সুন্দর হোক।
- জন্মদিনের অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল বন্ধু। তোমার মত বিশেষ জ্ঞানীগুনে এবং ভাল মানুষের জন্মদিন আজকে তোমার জন্য আমার মন থেকে অনেক দোয়া রইল এভাবে তোমার জীবনে বারবার দিনটি আসুক।
- শুভ জন্মদিন কলিজার বন্ধু। তুমি যেমন সুন্দর তোমার জীবনের জন্য তেমনি সুন্দর হয় এবং আজকের দিনটি তোমার সুন্দর হোক।
- তোমার জীবন অনেক রঙিন হোক তোমার প্রতিটা দিন যেন সুখের হয় শুভ জন্মদিন বন্ধু আমার আজকের এই দিনে তোমার জন্য দোয়া করি তুমি যেন সুন্দর একজন জীবন সঙ্গী পাও এবং একসাথে হাজার বছর বেঁচে থাকো। শুভ জন্মদিন।
- হ্যাপি বার্থডে টু ইউ আমার বন্ধু। এক হাজার বার তোমাকে জন্মদিন শুভেচ্ছা। সব প্রিয় মানুষদের নিয়ে আজকের এই দিনটি উদযাপন করো এবং সবার সাথে হাসিখুশি বিনিময় করে দাও।
- এমন কিছু বন্ধ থাকে তাদেরকে ফেসবুক পেমেন্ট করা ছাড়াও তাদের জন্মদিন মনে থাকে তুমি সে মানুষগুলোর মধ্যে একজন তোমাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা বন্ধু শুভ জন্মদিন।
- জীবন হচ্ছে একটি ভ্রমণের পথ প্রতিটি মাইল হেঁটে হেঁটে উপভোগ করতে শিখো এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সুখেও আনন্দে কাটাও হাসিতে ভরে যাক তোমার মুখ। শুভ জন্মদিন আমার কলিজার বন্ধু।
- বন্ধুত্ব এমন একটা জিনিস যা কখনোই চুক্তিপত্রে স্বাক্ষর করার মাধ্যমে হয়না এটি সম্পূর্ণ মনের বিষয় তোর সাথে আমার মনের অনেক মিল এই মিল যেন সারা জীবন থাকে। শুভ জন্মদিন বন্ধু।
- বন্ধু তোমার তোমার পাশে থেকে আমি সারা জীবন একসাথে পথ চলতে প্রস্তুত কখনোই আমি তোমাকে ছেড়ে যাবো না বন্ধু তুমি আমাকে ছেড়ে যেও না। শুভ জন্মদিন বন্ধু।
- শুভ জন্মদিন আমার বন্ধু। আজ এই শুভদিনে তোমার জীবন আরো শুভ হয়ে উঠুক তুমি এমন একজন মানুষ যাকে সর্বদা ভরসা করা যায় তুমি সবসময় আমার ভরসা যোগ্য প্রমাণ দিয়েছো ভালবাসি বন্ধু।
- অন্তরের অন্তস্থল থেকে তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন বন্ধু ট্রিট টা দিয়ে দিস।
- যারা প্রকৃত বন্ধু তারাই কেবল বন্ধু শব্দের গভীরতা বুঝতে পারে তোর মত বন্ধু পাওয়া আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার আমি তোকে পেয়ে অনেক খুশি এবং নিজেকে ভাগ্যবান মনে করে। শুভ জন্মদিন বন্ধু।
- আমার দুঃখ কষ্ট সব সময় তুই পাশে ছিল ভবিষ্যতেও থাকবে আশা করে আমিও তোর সবকিছুতে পাশে থাকব আজকে তোর জন্মদিন। শুভ জন্মদিন দোস্ত।
- শুভ জন্মদিন বন্ধু। হাজার কষ্ট দুজনে ভাগ করে নেয়ার নামে বন্ধুত্ব একসাথে হাজার মাইল পথ চলার নয় বন্ধুত্ব তুই আমার সেই বন্ধু যা আমার ভালোবাসার মানুষ।
- পৃথিবীতে মধুর কিছু শব্দ রয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব শব্দ টা যেমন মধুর তুইও হচ্ছিস তেমনি মধুর একজন মানুষ তোর সাথে আমি জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত থাকতে চাই। শুভ জন্মদিন বন্ধু।
- জন্মদিনের শুভেচ্ছা জানানো এতে মাত্র উইশ করা তোর জন্য আমি সবসময় মন থেকে দোয়া করি যেন তুই সবসময় ভালো থাকিস। শুভ জন্মদিন দোস্ত।
- আজ বাতাস অনেক বেশি সুবাসিত হয়েছে পাখিরা অন্য দিনের তুলনায় অনেক বেশি গান গাইছে কারণ আজকে তোর জন্মদিন বন্ধু শুভ জন্মদিন।
- আমার পাশে তোর মতো একজন বন্ধু থাকা মানে আমি পৃথিবীর যেকোন চ্যালেঞ্জ নিজেকে জিতিয়ে নিতে পারব আমি তোর উপর সবসময় ভরসা করি। শুভ জন্মদিন বন্ধু।
- জীবনে ভালো অবস্থানে যেতে অনেক মানুষের সাহায্য থাকে সেগুলোর মধ্যে তুই একজন আমার বন্ধু তোকে ছাড়া আমি সবকিছু অন্ধকার দেখি। শুভ জন্মদিন বন্ধু
শুভ জন্মদিন প্রিয় - জন্মদিন
প্রিয় মানুষকে যদি সুন্দরভাবে জন্মদিনের উইশ না করা হয় সেক্ষেত্রে প্রিয় মানুষ অনেক বেশি রাগ করে। পৃথিবীতে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন প্রিয় মানুষের জন্মদিনের দিন অবশ্যই আপনাকে শত ব্যস্ততা বলেও জন্মদিনের উইশ করতে হবে। যদি সঠিক সময় আপনি উইশ করতে না পারেন তাহলে আপনার কপালে দুঃখ আছে।
অবশ্যই প্রিয় মানুষকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উইশ করা উচিত এতে করে প্রিয় মানুষ অনেক বেশি খুশি হবে। আরেকটি বিষয় সবচেয়ে জরুরি তা হচ্ছে জন্মদিনের দিন প্রিয় মানুষের দিনটি সবসময় চেষ্টা করবেন সুন্দর করতে সে এতটুকু দাবি রাখে।
- আজ এমন একটি দিন যে দিনে আমার প্রিয় মানুষ পৃথিবীতে জন্ম গ্রহণ করেছিল। তুমি আমার কাছে অনেক বেশি স্পেশাল। আজকে আমি তোমাকে জানাই তোমার জন্মদিনের শুভেচ্ছা। এভাবে আমার সাথে সারা জীবন পার করার অনুরোধ রইলো।
- হে আমার প্রিয়তমা। আমি চাই আজকের দিনটি তোমার জীবনে বার বার আসুক এবং আমি যেন তোমার সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দিনটি হাসিখুশি ভাবে কাটাতে পারি সেই দোয়াই করি। শুভ জন্মদিন।
- তোমার কাছে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার জীবনে এসেছিলে তুমি না আসলে আমার জন্য হয়তো এত সুন্দর হতো না আজকের এই বিশেষ দিন আমি তোমাকে জানাই শুভ জন্মদিন আমার প্রিয়।
- দীর্ঘ এক বছর অপেক্ষা করার পরে আজকে আমার প্রিয় মানুষের জন্মদিন এই দিনটির জন্য আমি অনেক বেশি অপেক্ষা করতাম এই দিনটিকে আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয়। শুভ জন্মদিন আমার প্রিয়তমা তুমি সত্যি আমার কাছে অনেক বেশি স্পেশাল।
- তোমার মুখেরে নিষ্পাপ হাসিকে আমি অনেক বেশি ভালোবাসি। আমি চাই তুমি সারা জীবন হাসি খুশি থাকো হাসিখুশি ছাড়া তোমাকে কখনোই ভালো লাগেনা। শুভ জন্মদিন আমার প্রিয় মানুষ।
- তোমায় রিদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না তোমায় বুকের মাঝে রাখিবো ছেড়ে দেবো না। শুভ জন্মদিন আমার প্রিয়তমা।
- তুমি আমার জীবনে আসার পর আমি জীবনের মানে বুঝতে পেরেছি তুমি না আসলে এত সুন্দর সুন্দর মুহূর্ত কখনোই উপভোগ করতে পারতাম না। তোমার কাছে আমি চির কৃতজ্ঞ শুভ জন্মদিন প্রিয়।
- আমি তোমার সহজ সরলতার আচরণে বারবার মুগ্ধ হয়ে উদাসীন হয়ে যায়। একটি মানুষ কিভাবে এত আমার ধারণার বাইরে তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন। শুভ জন্মদিন আমার প্রিয়।
- আমি এলোমেলো হয়ে গেছিলাম আচমকা তোমার আগমনে যেমনভাবে মৃত বাতাস বকুল বোন দোলা খায় তুমি আমাকে সেভাবেই নিজেকে ভালবাসতে শিখেছিলে ভালো থাকার পদ্ধতি বলে দিয়েছিলে। আজকের এই বিশেষ দিনে আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে ভালবাসি আমার প্রিয় এবং শুভ জন্মদিন।
- আমার জীবনে আমি অনেকগুলো উপহার পেয়েছি সেগুলোর মধ্যে সবচেয়ে সেরা উপহার হচ্ছ তুমি। আল্লাহ তায়ালার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আল্লাহতালা আমাকে তোমার তোমাকে আমার জীবনে দিয়েছে। শুভ জন্মদিন প্রিয়।
- প্রিয় তোমার মত একজন মানুষকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে অনেক বেশি ধন্য। তোমাকে পাওয়ার কারণে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমি সবসময় তোমাতেই মগ্ন থাকি জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও শুভ জন্মদিন প্রিয়।
- শুভ জন্মদিন প্রিয় বিশেষ দিন আমি তোমার জন্য দোয়া করি। তোমার মনের সব নেক আশা যেন পূরণ হয় এবং তুমি তোমার স্বপ্নগুলো যেন পূরণ করতে পারো ও সারা জীবন এভাবে হাসতে থাকো আমি সবসময় তোমার পাশে আছি।
- তোমার প্রতি আমার অনুভূতি প্রকাশ করার মতো পৃথিবীতে কোনো শব্দ তৈরি হয়নি। আমি তারপরও আজকের এই দিনে তোমাকে আমি বলতে চাই শুভ জন্মদিন প্রিয় আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি
- তুমি আমার জীবনে আশা রাখ পর্যন্ত সবকিছু অপূর্ণ ছিল তুমি আমার জীবনে এসে পূর্ণতা দান করেছে তোমার কাছে আমি কৃতজ্ঞ শুভ জন্মদিন প্রিয়।
- প্রিয় শুভ জন্মদিন। আমি তোমাকে সবসময় ভালোবাসি এবং ভবিষ্যতেও ভালবাসবো আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না আমি তোমার সুস্থতা কামনা করছি তোমার জীবন খুশিতে ভরে যাক।
- আমার মুখের হাসির কারণ তুমি তোমাকে একনিমেষ না দেখতে পেলে আমার মুখে হাসি দূর হয়ে যায়। সব সময় তুমি আমার মুখে হাসি হয়ে থেকো আজকের এই বিশেষ দিনে তোমার কাছে অনুরোধ করছি এবং অন্তরের অন্তস্থল থেকে জানাচ্ছি শুভ জন্মদিন।
- সুখের নিবিড়ে তোমার বসবাস স্বপ্নগুলো যেন সব পায়পূর্ণ তার ছোঁয়া ইচ্ছে গুলো বোঝাতে প্রজাপতির মত ডানা মেলে উড়ুক আমি তোমার হাতটি ধরে পাশে থাকবো। প্রিয় শুভ জন্মদিন।
- তোমার জন্মদিনে আমার কাছে তোমাকে দেয়ার জন্য ভালোবাসা ছাড়া কিচ্ছু নেই আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যেতে চাই তুমি আমাকে সারা জীবন ভালোবেসে শুভ জন্মদিন প্রিয়।
- তুমি আমার এমনও কোনো ক্ষতি যা ছাড়া আমার নিজেকে শূন্য মনে হয় তুমি আমার এমন অনুভূতি যাকে ছাড়া ভেতরটা হাহাকার করে তুমি আমার এমনই একজন প্রিয় মানুষ যাকে ছাড়া নিজের অস্তিত্ব হারিয়ে যায়। শুভ জন্মদিন প্রিয়।
- প্রিয় শুভ জন্মদিন ভালোবাসি অনেক ভালোবাসতে চাই ভালোবাসার সুযোগ দিও আমি আছি সব সময়।
বেস্ট ফ্রেন্ড এর জন্মদিনের শুভেচ্ছা
বেস্ট ফ্রেন্ড বলতে এমন একজন মানুষকে বোঝাই যাকে সর্বদা নিজের পাশে ছায়ার মত পাওয়া যায়। বেস্ট ফ্রেন্ড অনেকে হতে পারে নিজের মা-বাবা ভাই অথবা কোন বন্ধু। অনেকের হয় বন্ধু আছে কিন্তু বেস্ট ফ্রেন্ড খুব কম মানুষের হয়। বেস্ট ফ্রেন্ড পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আপনাদের যদি একজন বেস্ট ফ্রেন্ড থাকে তাহলে আপনি অবশ্যই একজন সুখী মানুষ।
অবশ্যই সে মানুষটিকে যত্ন করতে শিখুন এবং সারা জীবন আগলে রাখতে চেষ্টা করুন।
- বন্ধু তুই আমার কাছে এমন একজন মানুষ যার কাছে আমার সমস্ত আত্মীয় কিছু না। আমি তোকে সবসময় আমার পাশে চাই। শুভ জন্মদিন বন্ধু আমি আছি তোর পাশে।
- তুই আমার এমন একজন মানুষ আমার চোখের এক ফোটা পানি পড়ার আগে তুই ধরে নিস। আমি মাঝেমধ্যে তোকে দেখে অবাক হয়ে তোর প্রতি আমার ভালোবাসা অনেক। শুভ জন্মদিন বন্ধু সারা জীবন ভালোবাসার সুযোগ দিস।
- তোর মত একজন বেস্ট ফ্রেন্ড আমার জীবনে সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার তোকে না পেলে আমি অপূর্ণ রয়ে যেতাম রে বন্ধু অনেক দোয়া রইল শুভ জন্মদিন।
- শুভ জন্মদিন কলিজার বন্ধু আজকের দিনে তোর পৃথিবীতে আগমন হয় তোকে আমার বন্ধু হিসেবে পেয়ে আমি অনেক বেশি আনন্দিত আমি আছি সব সময় তোর পাশে।
- শুভ জন্মদিন বেষ্টু দোয়া করে তোর মনের সব আশা যেন পূরণ হয় তোর পথ চলা যেন সুন্দর হয় পৃথিবীর সব সুখ যেন তোর হয় ভালোবাসা নিস।
- বন্ধু তুই গ্যালাক্সির নক্ষত্র গুলোর মধ্যে একটি নক্ষত্র আজকের দিনে এ নক্ষত্রর আগমন পৃথিবীতে হয়েছিল শুভ জন্মদিন বন্ধু।
- আমার সমস্ত অপরাধের অংশীদার তুই তুই ছাড়া আমার কোন অপরাধ সম্পন্ন হয় না এভাবে সবসময় অপরাধের সাথে যুক্ত থাকে শুভ জন্মদিন বন্ধু।
- তুই আমার কাছে অন্য মায়ের গর্ভে জন্ম নেওয়া আপন ভাই তোকে আমি সব সময় আমার নিজের ভাইয়ের মত দেখে শুভ জন্মদিন ভাই তোকে বন্ধু হিসেবে আমি অনেক বেশি আনন্দিত।
- শুভ পয়দা দিবস বন্ধু এই দিনটি তোর জীবনে বারবার ফিরে আসুক মৃত্যুর শেষ পর্যন্ত যেন আমরা একসাথে থাকতে পারি আমাদের বন্ধুত্ব যেন টিকে থাকে এটাই দোয়া রইল ভালো থাকিস সবসময়।
- শুভ জন্মদিন বেস্ট ফ্রেন্ড। সূর্যের আলোর মতো উজ্জ্বল হোক তোর জীবন সবসময় হাসিখুশি থাকিস এ দোয়াই রইল আল্লাহর কাছে একসাথে অনেক পথ চলতে চাই।
- বন্ধু তোমার তো আজকে জন্মদিন কোন কাহিনী করবা না সুন্দর মত সন্ধ্যাবেলায় এসে খাওয়াই দিবা তাহলেই হবে। শুভ জন্মদিন দোস্ত ভালোবাসি কোনদিন বলা হয়নি আজকে বললাম।
- তুই একজন ভালো মানুষ অসাধারণ অনবদ্য দুর্দান্ত একজন মানুষ তোকে আমার জীবনে পেয়ে আমি সত্যিই অনেক ভাগ্যবান। শুভ জন্মদিন বন্ধু
- শুভ জন্মদিন স্বপ্নবাজ। কলিজার আত্মার বন্ধু এই দিনটি তোর জন্য অনেক শুভ হোক এবং সারা বছর যেন তোর পথ চলা সুন্দর হয় ও তোর মনের আশা যেন পূরণ হয় এই দোয়াই রইল শুভ জন্মদিন কখনো আমাকে ভুলে যাস না
- জীবনে তো অনেক প্রেম করলেই এবার বিয়েটা করে নে আর কত অপরাধ করাবে আমাকে দিয়ে। শুভ জন্মদিন বন্ধু আমি আছি সব সময় বিয়ের দাওয়াতটা দিয়ে দিস
- তোর প্রতি যে আমার ভালোবাসা রয়েছে তা কখনো বলে প্রকাশ করা যাবে না বন্ধু আজকের দিনে শুধু এতটুকুই বলতে চাই। শুভ জন্মদিন অনেক বেশি ভালোবাসি
- শুভ জন্মদিন বেস্টু। তোর জীবনে এই দিনটি হাজার বার ফিরে আসুক তোকে বেস্ট ফ্রেন্ড হিসেবে না পেলে জীবনে অনেক কিছুই মিস হয়ে যেত।
- দোস্ত তোর কাছে একটাই অনুরোধ আজকে তোরে জন্মদিনে মৃত্যুর আগ পর্যন্ত তুই আমার সাথে থাকিস। শুভ জন্মদিন বন্ধু
- তুই পাশে থাকলে আমি অনেক বেশি সাহস পায় আমার পথ চলা অনেকটা সহজ হয় তুই ছাড়া আমার কাছে সবকিছু কঠিন আগে। শুভ জন্মদিন বন্ধু তুই আমার বন্ধুর থেকে একটা উপরে সবচেয়ে কাছের বেস্ট ফ্রেন্ড।
- আমার কাছে তোর গুরুত্ব কতখানি তা কখনোই বলে বোঝানো সম্ভব নয় আমি সব সময় কাজে প্রমাণ করে দিতে চাই আমি তোকে কতটা ভালোবাসি এবং তোর গুরুত্ব আমার কাছে কতখানি আজকে একটি বিশেষ দিন এই দিনটি তোর জীবনের বারবার ফিরে আসুক। শুভ জন্মদিন বেস্ট ফ্রেন্ড।
- তোর বিয়েতে অনেক নাচ গান হবে দুইজন সিম কালারের পাঞ্জাবি পড়বো অনেক আনন্দ হবে তোকে ছাড়া কোন কিছু কল্পনা করা সম্ভব না। বন্ধু শুভ জন্মদিন।
প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা - জন্মদিন এর শুভেচ্ছা
প্রিয় মানুষের জন্মদিনের দিন আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে প্রথমে তাকে সুন্দরভাবে উইশ করা। এরপর যখন দেখা করতে যাবেন একটি পাঞ্জাবি পড়বেন হাতে কিছু ফুল নিবেন। তার জন্য অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী কিছু একটা গিফট নিবেন এবং পকেটে কিছু পরিমাণ টাকা নিবেন খাওয়া দাওয়া করার জন্য। তার চাহিদা যতোটুকু থাকবে।
আশা করি তার চাহিদা কখনোই অতিরিক্ত থাকবে না। তাকে ফুচকা খাওয়াবেন আইসক্রিম কিনে দিবেন ঘোরাঘুরি করবেন দেখবেন সে অনেক বেশি খুশি হয়ে যাবে। প্রিয় মানুষকে খুশি করা কখনোই কষ্টের কাজ নয়। তার সামান্য ছোট ছোট বিষয় খুশি হয়ে যায় এজন্য চেষ্টা করবেন সে ছোট ছোট বিষয়গুলো ভালোবাসে সেগুলো যত্ন সহকারে করার।
দেখবেন মানুষকে আপনার হাত ধরে দীর্ঘ সময় ধরে আপনার সাথে থাকবে।
- আমি তোমাকে ভালবাসতে পেরে অনেক বেশি ধন্য। তোমাকে ভালবাসতে না পারলে আমি কখনোই ধন্য হতে পারতাম না। শুভ জন্মদিন আমার ভালবাসার মানুষ। তোমার হাতে ধরে আমি সারা জীবন পার করতে চাই।
- আজকে একটি বিশেষ দিন তোমার সাথে আমি চুক্তি করতে চাই একসাথে বৃদ্ধ হবা? আমি তোমার সাথে বৃদ্ধ হতে চাই। সারা জীবন একসাথে চলতে চাই। আজকের বিশেষ দিনের শুভেচ্ছা রইল এবং শুভ জন্মদিন আমার ভালোবাসা।
- আমার কাছে তুমি পৃথিবীর সব নারীর চেয়ে বেশি সুন্দরী। তোমাকে আমি যখন দেখি আমার চোখ শীতল হয়ে যায় সব হতাশা দূর হয়ে যায়। তুমি এভাবে আমার পাশে থেকো শুভ জন্মদিন প্রিয়।
- বৃদ্ধ বয়সে তোমাকে ওষুধ খাওয়াবো। একসাথে নিয়ে হাঁটবো। প্রতিদিন সকালে ঘুরতে বের হব। প্রতিদিন বিকালে বের হয়ে টং দোকানে চা খাব। তোমাকে অনেক ভালবাসি শুভ জন্মদিন।
- তুমি আমাকে ভালোবেসেছ এজন্য আমি তোমার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তোমার এই করুণা আমি কোনদিন ভুলতে পারবো না। শুভ জন্মদিন প্রিয়। সব সময় ভালো থেকো। তোমার জন্য আমার অফুরন্ত ভালোবাসা রইলো।
- আমি তোমাকে একদিনের জন্য ভালোবাসি না। আমি তোমাকে সারা জীবনের জন্য ভালবাসি এবং সারা জীবন ভালোবেসে যাবো। তোমার জীবনে এই দিনটি বারবার ফিরে আসুক। শুভ জন্মদিন।
- তোমার জন্মদিনে তোমাকে ভালোবাসার সমুদ্র উষ্ণ শুভেচ্ছা। তুমি আমার জীবনের প্রথমও শেষ ভালোবাসা। আমি তোমার সাথে ভালবেসে পথ চলতে চাই। তোমার জীবন সুখে ভরপুর হয়ে যাক। শুভ জন্মদিন।
- আজ এমন একটি মানুষের জন্মদিন যে মানুষটি আবার জীবনে না আসলে হয়তো অনেক কিছুই আমার জীবন থেকে চলে যেত। আমি তোমার কাছে চির কৃতজ্ঞ। শুভ জন্মদিন আমার প্রিয় মানুষ।
- তুমি আমার জীবনে হাসি খুশি দিয়ে পরিপূর্ণ করেছ। তুমি আমার জীবনের ভালোবাসা এবং বন্ধু তোমাকে ঘিরে আমার অদ্ভুত সব ভালো লাগে এবং অনুভূতি। শুভ জন্মদিন।
- তোমার ইচ্ছে গুলো আমাকে পূরণ করার সুযোগ দিও। তোমার পাশে থেকে সারাজীবন ভালবাসতে দিও। আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাবো। শুভ জন্মদিন আমার সত্তাসঙ্গিনী।
- আমি তোমার সাথে জীবনের শেষ সূর্য দেখতে চাই। সেই সময়ে তোমার হাত ধরে পার করতে চাই। আমি তোমার কাছে ওয়াদা করছি সারা জীবন তোমাকেই ভালোবেসে যাবো। আজকে তোমার জন্মদিন তোমার জীবনে হাজার বার জন্মদিন ফিরে আসুক। শুভ জন্মদিন।
- আপনার জীবন অনেক বেশি সুন্দর হোক এবং সুখের হোক। আমি আপনার পাশে থেকে আপনার স্বপ্নগুলো পূরণের সঙ্গীদার হতে চাই। শুভ জন্মদিন সহকর্মী।
- তোমার হাসিতে আমি বারবার জীবিত হই। তোমার চোখে আমি বারবার ডুবে যায় এভাবে সারা জীবন দুবার সুযোগ দিও এবং সারা জীবন আমার পাশে থেকো। তোমার তরে আজকের এই বিশেষ দিনটি শতবার ফিরে আসুক। শুভ জন্মদিন।
- তোমাকে ভালোবেসে আমি আমার জীবনের সত্যিকারের অর্থ বুঝতে পেরেছি। তুমি ছাড়া এখন সবকিছু নিরর্থ লাগে। আমার হাতটি ধরে সারা জীবন থাকো। আজকের বিশেষ দিনে আমি তোমাকে মন থেকে আবার বলছি ভালোবাসি শুভ জন্মদিন।
- আমি তোমাকে কতখানি ভালবাসি তা বলে কখনোই বোঝাতে পারবো না। যদি সম্ভব হয় অনুভব করে নিও নয়তো আমি তা কাজের দ্বারা প্রকাশ করে দেব। আজকে একটি বিশেষ দিন এ বিশেষ দিন তোমার জীবনে বারবার ফিরে আসুক। শুভ জন্মদিন।
বন্ধু জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ফানি - জন্মদিনের স্ট্যাটাস
বন্ধুত্বের সম্পর্কে সবচেয়ে বেশি যা হয় তা হচ্ছে হাসি তামাশা। সব সময় ফাজলামো দুষ্টামি এগুলো দিয়ে একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। খুব কম সময় থাকে যে বন্ধুত্বের সম্পর্কে দুঃখ থাকে। বন্ধুকে উইশ করার ক্ষেত্রে অবশ্যই ফানি কিছুর প্রয়োজন হয় এতে করে বন্ধুরা আরও বেশি আনন্দিত হয় এবং ভাবে তারা অনেক কাছের।
এজন্য বন্ধুকে উইশ করার ক্ষেত্রে শুরুতে কিছু ভালোবাসা মূলক কথা ও দোয়া বলবেন এবং শেষের দিকে ফানি কিছু কথা যুক্ত করবেন তাহলে আপনার জন্মদিনের শুভেচ্ছা জানানোর সবচেয়ে সেরা হবে।
- শুভ জন্মদিন বন্ধু। কি ব্যাপার ভুলে গেলে নাকি? ভুলে লাভ নাই আজকে সন্ধ্যা বেলা তোমার খবর আছে। টাকা রেডি রাইখো হেভি খাওয়া দাওয়া হবে।
- তোর সাথে সেই নেংটা কাল থেকে বড় হওয়া। তোর মত কেউ আমাকে এভাবে চিনে না। এভাবে পাশে থাকিস বাপ সারা জীবন। শুভ জন্মদিন বেটা।
- তুই কি কোনদিন ভালো হবি না? আবার তো আরেকটি জন্মদিন চলে আসলো এবার আপাতত ভালো হ। না থাক ভালো হওয়ার দরকার নেই এভাবেই থাক শুভ জন্মদিন বেটা।
- বিয়ে-শাদী কবে করবি? তাড়াতাড়ি বিয়ে করে নে। আরো এক বছর জীবন থেকে চলে গেল। শুভ জন্মদিন।
- আমি ভাবছিলাম আজ কোন সেলিব্রেতে জন্মদিন পরেও দেখিয়ে হারামি বন্ধুর জন্মদিন। শুভ জন্মদিন ব্যাটা। ভালো ভালো থাকিস সবসময় আর সময় আছে দেখা হলে খাওয়াই দিস।
- ফাজলামির একটা লিমিট থাকা দরকার বন্ধু। আজকে তো জন্মদিন তাও ফাজলামি দিয়ে সবকিছু শুরু করলি। আজকে আপাতত পাগলামি একটু কম কর। মাফ চাই ভাই আমাকে ছেড়ে দে।
- গিফটের আশা ভুলে যাও। ট্রিটের জন্য তৈরি থাকো। দেখা হচ্ছে দেখা হলেই খাওয়া হবে। শুভ জন্মদিন বন্ধু।
- পৃথিবীর সব কিছু ভুলে যাওয়া সম্ভব কিন্তু তোর জন্মদিন কোনদিনই বলা সম্ভব না। সারা বছর তো খাওয়াস না আপাতত আজকের দিনে একটা ট্রিট দে। সবার ইচ্ছা পূরণ কর আজকে অনুরোধ। শুভ জন্মদিন।
- তোর মতো বন্ধু কোথাও খুঁজে পাওয়া যাবে না। তুই সম্পূর্ণ আলাদা এভাবে। সারা জীবন থাকিস। শুভ জন্মদিন বন্ধু।
- তোর মত রত্ন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমি তোর মত রত্নকে আমার জীবনে পেয়ে ধন্য। বন্ধু শুভ জন্মদিন।
- বিয়ে করার সময় অবশ্যই শালি দেখে বিয়ে করবি তাছাড়া আমাদের জন্য অসুবিধা হয়ে যাবে বিষয়টা মাথায় রাখিস। শুভ জন্মদিন।
- বন্ধু হাস্যকর হলেও সত্যি তোকে কোনদিন টাকা দিয়ে কিনা সম্ভব নয়। তোর ভালোবাসা সম্পূর্ণ আলাদা। শুভ জন্মদিন বন্ধু।
- তোকে নিয়ে নতুন করে আর কি বলব তোকে নিয়ে বলতে গেলে ইতিহাস হয়ে যাবে তোর তো গুণের অভাব নাই খুব ভালো মানুষ তুই। শুভ জন্মদিন।
- সব কাহিনী বাদ দিয়ে এবার একটু দিনের পথে আয়। অনেক তো শয়তানি করে বেড়ালে ভালো হয়ে যা। শুভ জন্মদিন।
- শুভ জন্মদিন বন্ধু। তুই হাসলে আমরাও হাসি তোর কষ্টে আমারও কষ্ট লাগে সব সময় হাসি খুশি থাকিস এটাই দোয়া রইল আর হ্যাঁ ট্রিটটা দিয়ে দিস।
শেষ কথা
প্রিয় মানুষ অথবা বন্ধু উভয়কে উইশ করায় খুব জরুরী। এরা দুইজন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদের জন্মদিন কখনো ভুলে যায় না তাহলে আপনার জীবনে কষ্ট আছে। তাদেরকে সুন্দর করে উইশ করে দেবেন দেখবেন খুশি হয়ে যাবে।
আমার এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করুন তারাও যেন নিজের প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা সুন্দরভাবে জানাতে পারে। আপনার বন্ধু বা প্রিয়জনকে শুভ জন্মদিন। আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url