বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা - ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা

প্রিয় পাঠক আপনি কি বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বা মেসেজ জানতে চাচ্ছেন তাহলে পোস্টে আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা এবং বোনের জন্মদিনের স্ট্যাটাস ফানি সম্পর্কে লিখব। আপনি পোস্টটি পড়তে থাকুন তাহলে বোনদের কিভাবে উইশ করতে হয় এবং নিজেকে কিভাবে উইশ করতে হয় সে সম্পর্কে জানতে পারবেন।
বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন নিজের জন্মদিনের স্ট্যাটাস এবং মেয়েদের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও শুভ জন্মদিন ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে তাই চলুন কথা না বাড়িয়ে পোষ্টের দিকে আগানো যাক

ভুমিকা

আমাদের জীবনের সবার জন্মদিন আসে জন্মদিন এমন একটি জিনিস পৃথিবীতে যে জন্ম দেবে তারই জন্ম তারিখ থাকবে। এই দিনটিকে কেউ বিশেষভাবে পালন করে অথবা কেউ করে না কেউ মনে রাখে ।কেউ মনে রাখেনা পালন করুক অথবা মনে রাখুক বা না রাখুক জন্মদিনের নির্দিষ্ট একটি তারিখ কিন্তু সবারই রয়েছে এই দিনটির প্রথম কাজ হচ্ছে শুভেচ্ছা জানানো।

বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা

যার একটি বড় বোন রয়েছে সে অনেক বেশি লাকি এমন কথাই বইয়ে বা বাস্তবে বলা হয়। জীবনে একটি বড় বোন থাকা অনেক ভাগ্যের ব্যাপার। বড় বোন অনেক সময় মায়ের ভূমিকা পালন করে বিশেষ করে অনেক দোষ থেকে ছোট ভাইকে নিরাপদ রাখতে বোনের ভূমিকা অপরিসীম। তাই আপনার যদি বোন থাকে এবং তার জন্মদিনের আপনার অবশ্যই উচিত।


তাকে সুন্দরভাবে শুভেচ্ছা জানানো এবং সম্ভব হলে তার জন্য কেক কাটা এতে করে আপনার সম্পর্ক তার সাথে আরো বেশি গভীর হবে এবং ভাই বোনের ভালোবাসা আরো বেশি স্নিগ্ধ হবে।
  • শুভ জন্মদিন আপু। তোর মত বোনকে আমি অনেক বেশি ধন্য তুই আমার বট গাছের ছায়ার মত এভাবে সব সময় পাশে থাকিস।
  • আপু তুমি আমার জীবনের সূর্যের আলো তুমি মানুষ হিসেবে অনেক ভালো তুমি না থাকলে বুঝতামই না জীবন কত সুন্দর হয় তোমার ছোট ভাইয়ের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা নিও। শুভ জন্মদিন বড় আপু।
  • শুভ জন্মদিন আপু। তুমি আমাদের সবার প্রিয় বোন সরলতার প্রতিমা দ্বারা তোমার মনগড়া হয়েছে তুই পরিস্থিতিতে তুমি আমাকে আগলে রেখেছো তোমার মত বোন পেলে জীবনে আর কি লাগে এভাবে পাশে থেকো।
  • তোমাকে কি বলে শুভেচ্ছা জানাবো আমার জানা নেই আপু আমি তোমাকে আজকে একটি কথাই বলতে চাই আপু আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়ের পক্ষ থেকে ভালোবাসার শুভেচ্ছা নিও। শুভ জন্মদিন আপু।
  • আমার এই ছোট্ট জীবনের যে কয়েকটি উপহার পেয়েছি তার মধ্যে তুমি অনেক বড় একটি উপহার আপু তোমার মত বোন পাওয়া সত্যিই ভাগ্যের বিষয় তুমি হচ্ছে আমার দ্বিতীয় মা। শুভ জন্মদিন আপু।
  • শুভ জন্মদিন আপু। তোমার পথ যেন সুন্দর হোক তোমার সব স্বপ্নগুলো পূরণ হোক আমাকে এভাবে ভালবাসতে থেকো আমিও তোমাকে ভালোবাসবো আপু।
  • শুভ জন্মদিন আপু। তোমার জন্য আমি সবসময় দোয়া করি যেন আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখে তোমার কষ্ট আমার কোন ভাবে সহ্য হয় না সব সময় ভালো থেকো আপু।
  • তোমাকে শুধু বোন বললে কম হয়ে যাবে তুমি আমার হচ্ছ সবচেয়ে কাছের বন্ধু তুমি না থাকলে আমার সবকিছু অপূর্ণই থেকে যেত শুভ জন্মদিন আপু।
  • আল্লাহতালা তোমার জীবনকে পরিপূর্ণ করে দিক সুখে শান্তিতে তোমার জীবন ভরপুর করে ধরুক তোমার কপালে যেন সুন্দর একটি বর জুটে এই দোয়া করি। শুভ জন্মদিন আপু।
  • তুই আমার বড় আপু হলেও তোকে মাঝেমধ্যে আমার যে ছোট মনে হয় আজ থেকে আর মারামারি করা যাবে না তুই আমাকে অনেক মারিস এবার দয়া করে মারা বন্ধ কর। আপু শুভ জন্মদিন।
  • শুভ জন্মদিন আপু। তোর আগামীর পথ চলা সুন্দর হোক এবং তোর জীবনের প্রতিটি বছর যেন ফুলের মত সুগন্ধি হয় হাজার বছর বেঁচে থাক ভালোবাসা নিস।
  • আমি পৃথিবীর সবচেয়ে সেরা বোন কে পেয়েছে তোকে পেয়ে আমি জীবনে অনেক বেশি খুশি তোর মত বোন পাওয়া সত্যিই অনেক বড় ভাগ্যের ব্যাপার। শুভ জন্মদিন আপু।
  • আপু তুমি একমাত্র ব্যক্তি যাকে আমার হৃদয়ের কাছাকাছি রাখছে পৃথিবীতে আমার মত তুমি কাউকে তোমাকে এত যত্ন করে কেয়ার করার মত পাবে না তোমার ছোট ভাইয়ের পক্ষ থেকে ভালোবাসা নিয়েও এবং আমাকেও ভালোবেসো। শুভ জন্মদিন আপু।
  • যদি পুরো পৃথিবী একদিকে রাখা হয় এবং অপর পাশে তোমাকে রাখা হয় আমি তোমাকেই নেব আপু সব কিছু যে তুমি আমার কাছে অনেক বেশি মূল্যবান তুমি অনেক ভালো। শুভ জন্মদিন আপু।
  • আপু হাত খরচ এখন থেকে বেশি বেশি দিবা আমার দোষ গুলো আম্মু বা আব্বুর কাছে কম কম বলবা আর আমাকে শাসন কম করবা। শুভ জন্মদিন।
  • আপু তোমাকে আমি আমার বোন হিসেবে না পেলে হয়তো পৃথিবীতে অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যেত তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগেনা তোমাকে অনেক বেশি ভালোবাসি আপু। শুভ জন্মদিন।
  • আপু তোমার সাথে অনেক ঝগড়া করে ঝামেলা করে মারামারি করি দয়া করে মাফ করে দিও আসলে তোমাকে অনেক বেশি ভালোবাসি তো এজন্য এরকম হয়ে যায় তুমি ছাড়া তো আমার কেউ নাই। শুভ জন্মদিন আপু।
  • পৃথিবীতে মায়ের পরে যদি কোন মেয়ে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেটাও তো তুমি এভাবে সারা জীবন ভালোবেসে পাশে থেকে যেও আমিও তোমাকে সারা জীবন ভালবাসব। শুভ জন্মদিন আপু।
  • আমার একমাত্র বোনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা কোন সন্দেহ ছাড়াই তুমি পৃথিবীর সেরা মানুষগুলোর একজন এভাবে নিজের ভালো গুন গুলো ধরে রেখো শুভ জন্মদিন আপু।
  • তুমি আমার দশটা নয় পাঁচটা নয় একটাই সুন্দরী আপু। আমি তো তোমার ছোট ভাই আমাকে বেশি বেশি ভালোবাসবা এবং গিফট দিবা আর হ্যাঁ বকাও একটু কম দিও শুভ জন্মদিন আপু।

শুভ জন্মদিন ফেসবুক স্ট্যাটাস

জন্মদিনের দিন ফেসবুকে পোস্ট না করলে একেবারে হয়না। ফেসবুকে পোস্ট না করলে কেমন জানি সবকিছু অপূর্ণ লাগে। ফেসবুকে পোস্ট করার ক্ষেত্রে আপনার স্ট্যাটাস যত বেশি সুন্দর হবে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। সুন্দরভাবে জন্মদিনের স্ট্যাটাস করাও একটি বড় গুণের ব্যাপার এবং সবার মধ্যে থাকে না।

আপনি যদি সুন্দরভাবে জন্মদিনের শুভেচ্ছা ফেসবুকে পোস্ট করেন দেখবেন মানুষ আপনার দিকে হা করে তাকিয়ে আছে এবং অনেক বেশি অবাক হয়ে যাবে।
  • আজকের এই বিশেষ দিনের জন্য বিশেষভাবে শুভকামনা রইল দোয়া করি বছরের প্রতি দিন যেন তোমার সুন্দর কাটে এবং সারা জীবন যেন সুখে শান্তি দিতে পার করতে পারো। শুভ জন্মদিন।
  • রাত দিন যায় রাত আসে মাস দেড় বছর আসে সবাই থাকে নিজের ভালো দিনের আশায় আর আমি থাকি তোমার জন্মদিনের আশায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন।
  • এলো খুশির শুভ জন্মদিন সর্বদা থাকে যেন তোমার মন এরকমই রঙিন সারা জীবন তোমার মুখে হাসি অটুট থাকুক এই দোয়াই রইল তোমার জন্য।
  • আজকে তোমার জন্মদিন জীবন হোক সূর্যের মতো রঙিন সুখ যেন কখনোই ধরার মতো না হয় বেলুন তোমার জীবনের দুঃখ যেন না আসে কোনদিন তোমাকে জানাই তোমার জন্মদিনের শুভেচ্ছা ও শুভ জন্মদিন।
  • মুছে দেওয়া পুরনো কষ্টের চাইতে খুলে দিও মনের ক্ষমার দরজা ভুলে যাও কষ্টের দিনগুলি চোখ থেকে মুছে ফেলো সকল পানে ঝরে যাক তোমার জীবন থেকে সমস্ত দুঃখ-কষ্ট দুর্দশা মনে জাগাও তোমার জন্য নতুন সব আশা শুভ জন্মদিন।
  • তোমার সব স্বপ্নগুলো সত্যি হোক সকল আশা পূর্ণতা পাক তোমার জীবন থেকে দুঃখ চিরতরে চলে যাক তোমার জীবন সুখে ভরপুর হয়ে যাক জীবনটা তোমার হোক অনেক বেশি ধন্য তোমার জন্য আমার পক্ষ থেকে রইল জন্মদিনের শুভকামনা আজকের এই দিনে তোমাকে বলতে চাই শুভ জন্মদিন।
  • আরও একটা বছর জীবন থেকে চলে গেল বেড়ে যাচ্ছে আরও একটি মোমবাতি কালো ছিলাম আজও আছে থাকবো সারা জীবন তোমার জীবনের পথ চলার সাথী শুভ জন্মদিন।
  • গ্রীষ্মকালের ফুল বর্ষার অনজনে শীতের গীতালি হেমন্তের মিতালী শীতকালের পিঠাবলি ও কুয়াশা বসন্তের নতুন গাছের নতুন ফুল এভাবে ভরে উঠুক তোমার মন জীবন তোমার তরে এই দিনগুলি বারবার ফিরে আসুক শুভ জন্মদিন।
  • রাজার যেমন থাকে অনেক ধন আমার কাছে আছে তোমার জন্য সুন্দর একটি মন পাখির যেমন থাকে ছোট্ট একটি বাসা আমার মনের মধ্যেও রয়েছে তেমনি একটি আশা আশা তেই হচ্ছে তোমার সারা জীবন যেন সুখে সুন্দর ভাবে কাটে তোমায় দিলাম জন্মদিনের ভালোবাসা ও শুভ জন্মদিন।
  • নতুন দিন নতুনভাবে শুরু যা যেন হয় না কখনো শেষ জন্মদিনের অনেক শুভেচ্ছা পাঠালাম আমি তোমার কাছে আমার পক্ষ থেকে ভালোবাসা নিও শুভ জন্মদিন।
  • তোমাকে আজকের এই বিশেষ দিনের অনেক বেশি শুভেচ্ছা ও শুভকামনা রইল তুমি সারা জীবন হাসতে থাকো তোমার তরে সমস্ত সুখ শান্তি চলে আসো তোমাকে জানাই শুভ জন্মদিন।
  • শুভ রজনী শুভ দিন আজকে তোমার শুভ জন্মদিন। জন্মদিনে তোমায় এক লাখ গোলাপের শুভেচ্ছা এবং তোমার জন্য অফুরন্ত ভালোবাসা তুমি সবসময় থাকবে হৃদয় আমার তোমাকে জানাই জন্মদিনের অনেক বেশি শুভকামনা।
  • আল্লাহ তায়ালার কাছে অনেক বেশি ধন্যবাদ যে আল্লাহতালা তোমাকে এই দিনে পৃথিবীতে পাঠিয়েছে তুমি মানুষ হিসেবে অনেক ভালো সারা জীবন এভাবে ভালো থেকো শুভ জন্মদিন।
  • হঠাৎ করে তুমি এসেছিলে কোন একদিন আমার অন্তরে এভাবেই সারা জীবন থাকবে তুমি আমার অন্তরের মাঝখানে কখনোই যেতে দেবোনা তোমাকে আমার থেকে হারিয়ে আজকের এই বিশেষ দিনে আবারও বলতে চাই থেকো আমার পাশে শুভ জন্মদিন।
  •  অভিমানের মেঘ ভাসিয়ে দাও দূর আকাশে যেসব বিষয় তোমার মন খারাপ করে সে বিষয়গুলো যেন আর কখনো না আসে ফিরে দুঃখগুলো উড়িয়ে দাও বাতাসের সাথে তোমার জীবনে নেমে আসুক অজস্র সুখ শান্তি শুভ জন্মদিন।
  • চাঁদের যেমন আছে পূর্ণিমা পাহাড়ের আছে ঝর্ণা নদীর আছে মোহনা আর আমার পাশে আছে সব সময় তুমি তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং শুভ জন্মদিন।
  • তুমি আমার কাছে এতটা প্রিয় উপরোক্তপূর্ণ যে ফেসবুক রিমাইন্ড ছাড়াই আমি তোমার জন্মদিন মনে রাখতে পারে তোমাকে ভুলে যাওয়া কখনোই সম্ভব নয় আর তোমার জন্মদিন তো আরো ভুলা সম্ভব নয় শুভ জন্মদিন।
  • জীবনের প্রতিটি বছর এভাবেই চলে যাচ্ছে সামনেও আরো জন্মদিন আসবে নিজের জীবনকে গুরুত্ব দাও এবং সময়কে কাজে লাগাও তোমার জন্য অবশ্যই সফলতা অপেক্ষা করছে শুভ জন্মদিন।
  • আমার থেকে যদি কখনো কোন রকমের কষ্ট পেয়ে থাকো তাহলে অবশ্যই মাফ করে দিও। জানিনা সামনে বছর কোথায় থাকবো ভালোবাসা নিয়েও শুভ জন্মদিন।
  • প্রতিবছরের ন্যায় এবারও ঘুরে জন্মদিন এসেছিল তোমার প্রতি ভালোবাসা আরো বেশি বেড়ে গেল এভাবে সারা জীবন ভালোবেসেই থাকব শুভ জন্মদিন।

নিজের জন্মদিনের স্ট্যাটাস

সবসময় নিজেকে ভালোবাসা সবচেয়ে বেশি জরুরী। আপনার যদি নিজেকে নিজে ভালোবাসতে না পারেন তাহলে আপনাকে কেউই ভালোবাসবে না। এই জন্য নিজের জন্মদিনের প্রথমে নিজেকে নিজে উইশ করা উচিত। সুন্দর করে নিজেকে নিজে উইশ করবেন হয়তো সেটা ফেসবুকে পোস্ট করার মাধ্যমে বা নিজেকে নিজে বলার মাধ্যমে।


যখন আপনি নিজেকে মাঝেমধ্যে কোন কিছু গিফট করবেন বা কোন উৎসব উপলক্ষে স্বাগতম জানাবেন তখন নিজের মধ্যে ভালো ভালো কাজ করবে এবং নিজেকে নতুন ভাবে ভালবাসতে পারবেন।
  • আজকে আমার জন্মদিন শুভ জন্মদিন আমার জন্য সবাই দোয়া করবেন যেন এই দিনটা আমার জীবনে বারবার ফিরে আসে আমি আপনাদের সবাইকে ভালোবাসি।
  • দেখতে দেখতে জীবন থেকে আরো একটি বছর পার হয়ে গেল বিগত বছরগুলো হাসি কান্না সবকিছু মিলিয়ে অসাধারণ ছিল আশা করি সামনের বছর আরো ভালো কাটবে।
  • জন্মদিনের অসাধারণ কিছু উপহার পেলাম নিজের পরিবারের কাছ থেকে আমি কখনো কল্পনায় করিনি এভাবে। আমাদের জন্মদিন আমার পরিবার পালন করবেন আজকের দিনটি আমার কাছে সেরা একটি দিন।
  • যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমি তাদের কাছে চির কৃতজ্ঞ আমি কখনো কল্পনা করিনি আপনি এভাবে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন অনেক অনেক ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করবেন।
  • জন্মদিনে এখন আর আগের মত মনে নেই সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে জন্মদিনের তারিখটি স্পষ্ট হলেও কেউ কখনো উইশ করে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত এজন্য নিজের পক্ষ থেকে নিজেকে জানাই হ্যাপি বার্থডে টু মি।
  • জীবনের যতই বাধা আসুক তারপর আমাকে এগিয়ে যেতে হবে জীবন থেকে আরও একটি বছর চলে গেল আশা করি সামনের বছর অনেক বেশি সুন্দরভাবে কাটবে সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো শুভ জন্মদিন।
  • কিছু কথা অব্যক্ত থেকে যায় কিছু অনুভূতি সব সময় নিজের মধ্যেই রয়ে যায় কিছু ভালোবাসা থেকে নিরবে চোখ থেকে উচু ফেলায় আজকের এই দিনে নিজেকে নিজেই জানাই শুভ জন্মদিন।
  • নিজেকে ভালবাসলে পৃথিবীর সব কিছুকেই ভালোবাসা যায়। নিজেকে যদি ভালবাসতে পারা যায় তাহলে সব ভালোবাসা সুন্দর মনে হয় আজকের এই বিশেষ দিনে আমি আবারও বলতে চাই আমি আমার নিজেকে অনেক বেশি ভালোবাসি শুভ জন্মদিন।
  • আজকের দিনটি অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমার জন্মদিন আজকের এই শুভদিনে আমার পৃথিবীতে আগমন হয়েছিল সবাই আমার জন্য দোয়া করবেন।
  • সুন্দর এই পৃথিবীতে আমাকে শুভ জন্মদিন বলার মতো কেউ নেই এজন্য নিজেকে নিজেই জানাই শুভ জন্মদিন।
  • দীর্ঘ এক বছর অপেক্ষা করার পরে আজকের দিনটা আমার জীবনে এলো। আমি সবসময় অপেক্ষা করি আমার জন্মদিনের জন্য এই দিনটিকে বন্ধুদের সাথে অনেক বেশি আনন্দ হয় পরিবারের লোকজন অনেক স্পেশাল ভাবে দিনকে পালন করে।
  • আল্লাহর কাছে দোয়া করি আমার জীবনের জন্য এই দিনটি বারবার ফিরিয়ে নিয়ে আসে এবং আমাকে সবসময়ই ভালো রাখে আল্লাহ তুমি আমার সব ইচ্ছা পূরণ কর আজকে আমার জন্মদিন। শুভ জন্মদিন।
  • আজকে বছরের সেরা দিনগুলোর মধ্যে একটি অনেক আনন্দের সাথে প্রতিটি মুহূর্ত উদযাপন করতে পেরেছি যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আশা করছি।
  • বয়সটাকে এবার একটি সংখ্যা মাত্র নতুন বছরে পদার্পণ করলাম চলতে থাকুক জীবন উপভোগ করতে হবে জীবনে এখনো অনেক পথ চলা বাকি আছে।
  • আমার জন্মদিনে আমাকে একা ঘিরে ভালোবাসা এবং সমর্থনের প্রশংসা করার জন্য কিছুক্ষণ নিচ্ছে আমার গল্পের অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমার জন্মদিনের শুভেচ্ছা নিবেন।
  • আমার জন্মদিনে আমার উপার্জিত শিক্ষা অতীতের সকল ব্যর্থতা ও সফলতা ভরা স্মৃতি এবং ভবিষ্যতে বাস্তবায়নের সব স্বপ্ন দেখা সকল ইচ্ছা গুলোর প্রতি আমি নতুনভাবে আশাবাদী সকলের কাছে দোয়া চাই আমার আর কোন কিছু তার নেই সামনে এগিয়ে যাবেন ইনশাল্লাহ সকলকে আমার জন্মদিনের শুভেচ্ছা।
  • জন্মদিন হল মাইলফলকের মতো যার জীবনের মধ্যে আমাদের যাত্রা কে চিহ্নিত করতে আসে আজ আমি গর্বিতভাবে আরেকটি মাইলফলক উদযাপন করছে, আমার বিশ্বাস যোগ্য এবং শুভাকাঙ্ক্ষীদেরকে আমার জানাই জন্মদিনের শুভেচ্ছা। সকলে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এই অনুরোধ রইলো।
  • নদীর স্রোতের মতো জীবনও বহমান। চোখের পলক ফেলতে না ফেলতে আরেকটি বছর পার করে ফেললাম হাসি কান্না দুঃখ আনন্দ উল্লাস সবকিছু মিলে ভালই কাটলো বছরের সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আশা করি সামনের বছর আরো ভালো কাটবে। নিজেকে জানায় নিজের জন্মদিনের শুভেচ্ছা।
  • নিজেকে নতুন ভাবে মেলে ধরতে চাই। পাখির মতো উড়তে চাই সব বাধা-বিপত্তি পেরিয়ে সফল হতে চাই জীবন থেকে আরেকটি বছর চলে গেল নতুন বছরে পা দিলাম আশা করছি সামনের বছর সবকিছু আরো বেশি ভালো হবে। শুভ জন্মদিন।
  • দুনিয়া অনেক ক্ষণস্থায়ী। আমি জানি একটি সময় আমাকে চলে যেতে হবে। জীবন থেকে যত দিন যাচ্ছে মৃত্যু সময় ততক্ষণে আসছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সঠিক পথে চলতে পারি আজকের দিনে সবাই আমার জন্মদিনের শুভেচ্ছা নেবেন।

বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ফানি

ভাই বোনের সম্পর্ক সব সময় হাসি মধুর দুষ্টামির হয়ে থাকে। ভাই বোনের সম্পর্কে দেখা যায় তারা বেশ ফ্রেন্ড এর মত এক্ষেত্রে উইশ করার জন্য তাদেরকে ফানি ভাবে উইশ করার দরকার হয়। ভালোবাসা মনের ভিতর থাকলে উইশ করার ক্ষেত্রে যদি ফানি হিসেবে উইশ করা হয় সে ক্ষেত্রে সম্পর্কের সাথে বিষয়টা অনেকটাই মিলে যায়।

ফানি উইশ করার আগে অবশ্যই আপনার বোনের সাথে সম্পর্ক কেমন সেই দিকে লক্ষ্য রেখে তারপরে ফানি উইশ করবেন।
  • আজ বাড়ির মহারানীর জন্মদিন। শুভ জন্মদিন। মহারানী আপনি তার বাসার সবচেয়ে স্পেশাল মানুষ সুন্দর করে উইশ করলাম কিছু খাওয়াই দিস শত হলেও তুই আমার বড় আপু।
  • জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল পেত্নী। তোর জন্য সব সময় দোয়া করি পৃথিবীতে যেন সব সুখ তোর কাছে আসে।
  • আমাকে আজ থেকে কম মারধর করবি শাসন কম করবি বেশি বেশি সাপোর্ট করবি বড় হয়ে যাচ্ছিস ছোট ভাইকে আদর করতে শিখ। শুভ জন্মদিন।
  • আজকে তোর জন্মদিন চল একবার মারামারি হয়ে যাক দেখা যাক কে বেশি পারে আর হ্যাঁ জন্মদিন ট্রিটটা দিয়ে দিস। শুভ জন্মদিন।
  • শুভ জন্মদিন আপু। তুই মানুষ হিসেবে ভালো তবে মাঝেমধ্যে একটু বেশি দুষ্টামি করে ফেলে দুষ্টামি কমা আমাকে শান্তিতে থাকতে দে।
  • আমার নামে আব্বু আম্মুর কাছে বিচার দিবি সবকিছুতে আমাকে সাপোর্ট করবে টিভি দেখার সময় এরই মত আমার জন্য ছেড়ে দিবে। শুভ জন্মদিন।
  • তুই পৃথিবীতে যতদিন থাকবি আমি তোকে জ্বালায় যাব তোর কোন ছাড় নাই কারণ তুই আমার বোন। শুভ জন্মদিন আপু।
  • তুই আমার জন্য অনেক লাকি রে তোকে পেয়ে আমি সত্যি অনেক খুশি তোর মত বোন না পেলে আমার আর কেয়ার কে করতো বল। শুভ জন্মদিন।
  • তোর সৌভাগ্য যে আমি তোর ভাই আমার মত ভাই পাইছিস সেজন্য শুকরিয়া আদায় কর আমার মত এত ভাল ভাই কখনোই পাবিনা। শুভ জন্মদিন।
  • ঠিকভাবে পড়াশোনা কর নিজের লক্ষ্যে অটুট থাক ইনশাল্লাহ তোর লক্ষ্য পূরণ হবে তোর জন্য দোয়া করি আপু। শুভ জন্মদিন।
  • বোন তোর প্রতিটি স্বপ্ন যেন পূরণ হয় তোর জীবন যেন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায় ওই দোয়াই করি জন্মদিনের শুভেচ্ছা নিস শুভ জন্মদিন।
  • জীবনে তোর মত যদি বোন থাকে তাহলে আর কারো দরকার নাই তুই আমার বোন আমার বন্ধু আমার পথ চলার সঙ্গে আপু সবসময় এভাবেই সাথে থাকে আরেকটু বেশি করে আমাকে ভালবাসিস। শুভ জন্মদিন আপু।
  • আল্লাহ তালার কাছে আমি সবসময় একটা বোন যেতাম আল্লাহ আমাকে তোকে দিয়েছে আমি আল্লাহর কাছে অসংখ্য কৃতজ্ঞ তোর মত একজন বোনকে পেয়ে শুভ জন্মদিন।
  • প্রিয় আপু আজকের দিনে তুই পৃথিবীতে এসেছিলে আর আমি আজকের দিনে একটি আদরের বোন পেয়েছি। তুই পৃথিবীতে না আসলে হয়তো আমি এরকম আদর কখনো পেতাম না। শুভ জন্মদিন আপু।
  • তুই এখনো সাবধান হয়ে যা আর যদি তোর কোন দোষ দেখি তাহলে সরাসরি আম্মুও বা আব্বুকে বলে দিব আর হ্যাঁ তুই যদি আমাকে সাপোর্ট করিস তাহলে আমিও তোকে সাপোর্ট করবো যাক যেহেতু তোর জন্মদিন সেহেতু বলতে হয় শুভ জন্মদিন।
  • তোর মতো ঘরের শত্রু থাকতে ভাইয়ের শত্রুর কোন প্রয়োজন নেই শুভ জন্মদিন আমার চিরশত্রু।
  • দুষ্টামি শয়তানে কমা অনেক তো করলি আর কত করবি বদের হাড্ডি হয়ে যাচ্ছিস দিন দিন শুভ জন্মদিন।
  • আমরা সারাদিন যতই ঝামেলার রাগারাগি মারামারি করি না কেন দিনশেষে আমরা একজন আরেকজনের পরিপূরক। আমি আমার প্রিয় বোনকে জানাই জন্মদিনের শুভেচ্ছা সারা জীবন ভালো থাকিস।
  • পৃথিবীতে হয়তো অনেক বন্ধু আমি আমার জীবনে পাবো কিন্তু কখনোই তোর মত ভাল-মন্দ পাব না রে আপু এভাবে সারা জীবন বন্ধু হয়ে পাশে থাকে। শুভ জন্মদিন।
  • শুভ জন্মদিন আপু। তোমার মত যত্নবান এবং প্রেমময় বোনকে পেয়ে আমি সত্যিই নিজেকে অনেক ভাগ্যবান মনে করে আমি তোমার কাছে সবকিছু জন্য কৃতজ্ঞ ধন্যবাদ আপু শুভ জন্মদিন।
  • শুভ জন্মদিন আপু। তোর পথ চলা দীর্ঘ হোক প্রতিটি সূর্য সুন্দর হোক সব সময় আমার পাশে থাকিস আমিও তোর পাশে আছি।

মেয়েদের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

প্রতিদিন মেয়ে সন্তান তার বাবার কাছে রাজকন্যার সমান। জন্মদিনের দিন বাবাদের বা ভাইয়ের অনেক উৎসাহ আনন্দ থাকে। তাদেরকে উইশ করার ক্ষেত্রে অবশ্যই সুন্দরভাবে উইশ করা উচিত কারণ পিচ্চিরা এতে বেশি খুশি হয়।

  • শুভ জন্মদিন আমার আদরের ছোট মেয়ে আজকে তোমার জীবনের বিশেষ একটি দিন আল্লাহ তাআলা তোমার জীবনের এই দিনটি বারবার ফিরে নিয়ে আসুক তুমি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এবং উপহার
  • আমার জীবনে আজকে একটি শ্রেষ্ঠ দিন কারণ আমি তোমার মাধ্যমে পৃথিবীতে বাবা হতে পেরেছি। শুভ জন্মদিন আমার সোনা মেয়ে।
  • শুভ জন্মদিন মামনি। তোমার জন্য অনেক শুভকামনা রইল এই দিনের মতো প্রতিদিনই যেন তোমার শুভ হয় এই কামনায় জীবনে অনেক দূর এগিয়ে যাও তুমি মনে মনে যা চাও তাই যেন পাও তোমার জন্য আমার সবচেয়ে বড় উপদেশ হচ্ছে সব সময় সম্মান নিয়ে বেঁচে থাকবে।
  • শুভ জন্মদিন মামনি। তোমার ভবিষ্যতে উজ্জ্বল কামনা করছি তোমার জন্মদিন ছিল আমার সবচেয়ে আনন্দের দিন আজ আমার সমস্ত হৃদয় জুড়ে ভালোবাসায় পরিপূর্ণ অনেক আশা তোমাকে নিয়ে আশা করি তুমি ভালো মানুষ হিসেবে বেঁচে থাকবে।
  • শুভ জন্মদিন আমার সোনা মা। তোমার জীবনের আজকের একটি বিশেষ দিন এই দিনটি সবসময় যেন স্মরণীয় হয়ে থাকে এটাই কামনা তোমার ভবিষ্যৎ নিশ্চয়ই উজ্জ্বল হবে আমার দোয়া তোমার উপরে রয়েছে।
  • তোমার জন্মদিনের অনেক বেশি শুভেচ্ছা এবং তোমার জন্য আমার সব সময় বুক ভরা ভালোবাসা রইলো আমার মামনি। আমি সর্বদা তোমার মাথার ওপরে ছায়ার মতো থাকবো কখনোই তোমাকে রোদে রোদে পুড়তে দেবো না।
  • তুমি শুধু আমার রাজকন্যা নয় তুমি আমার দেখা পৃথিবীর সবচেয়ে সেরা এবং সুন্দর রাজকন্যা। শুভ জন্মদিন আমার মা।
  • আমাদের জীবনে বৃষ্টিপাতের রংধনু যেভাবে প্রতিচ্ছবি তৈরি করে সেভাবে তোমার দুঃখ ভরা মুহূর্তগুলোর মধ্যে সুখের রঙিন হয়ে উঠুক। শুভ জন্মদিন মামনি।
  • তোমাকে মেয়ে হিসেবে আমি সত্যিই অনেক ধন্য তোমার সুস্বাস্থ্য এবং সুখময় জীবন কামনা করছি। শুভ হোক তোমার প্রতিটি দিন শুভ জন্মদিন।
  • আজকের এই দিনে তোমার জন্ম হয়েছিল তোমাকে পেয়ে আমরা সপরিবারে অনেক বেশি খুশি তুমি যে পৃথিবীতে এসেছিলে আমরা খুশির জোয়ারে ভেসে গেছিলাম। শুভ জন্মদিন আমার রাজকন্যা।
  • একজন মেয়ে তার বাবার জান্নাত আর তুমি আমার সে জান্নাত যেদিন তোমার মুক্তি দেখি সেদিন রাজ্যসমস্ত আনন্দ আমার কাছে চলে আসছিল তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি আজ তোমার জন্মদিন দেখতে দেখতে তুমি বড় হয়ে যাচ্ছ তোমার সামনের দিনগুলো আরো সুন্দর কাটুক এটাই আমার দোয়া। শুভ জন্মদিন আমার পিচ্চি
  • শুভ জন্মদিন আমার কলিজার মেয়ে। চাঁদের মতই তুমি এসেছিলে তোমার মায়ের কোলজুটা সর্বদা তুমি চাঁদের আলোর উজ্জ্বল হয়ে আলোছাড়াও আমাদের পরিবারে এবং আমাদের জীবনে এখনো অনেক পথ চলা বাকি আছে আল্লাহতালার কাছে দোয়া করি তুমি যেন অনেক বড় হও।
  • শুভ জন্মদিন আমার পৃথিবী। মাতৃত্বের পৃথিবীতে আমার শ্রেষ্ঠ অদন্ত মেয়ে তোমাকে পেয়ে মাতৃত্ব স্থান দাসের অনুগত প্রবাহমান যা পৃথিবীতে সবচেয়ে বড় একটি অর্জন আজ তোমার জন্মদিন পরিবারে আরও একটি সুখ ও বিরাজমান এসব যেন হাজার বছর পৃথিবীতে বিরাজমান থেকে এটাই আমার চাওয়া
  • শুভ জন্মদিন আমার কলিজার মেয়ে তোমার জন্য আমার সব সময় মন ভরা দোয়া এবং বুক ভরা ভালবাসা রইল এগিয়ে যাও আমি সর্বদা তোমার পাশে রয়েছি।
  • শুভ জন্মদিন আমার মা। তুমি হচ্ছে আমার দ্বিতীয় মা তোমাকে পেয়ে আমি আরো বেশি পরিপূর্ণ হয়ে গেছে মামনি তোমার মুখের দিকে তাকালে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় আল্লাহ তোমাকে অনেক বড় করুক আমি তোমার জন্য দোয়া করি।

শেষ কথা

উইশ করার ক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উইশ করার তাহলে সে অনেক বেশি খুশি হবে। এখানে যেসব স্ট্যাটাস মেসেজ উঠতে বলা হয়েছে আপনি এগুলো দিয়ে কাউকে উইশ করলে সে অবশ্যই অনেক বেশি খুশি হবে।

আমার এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের মাঝে শেয়ার করুন যাতে করে তারাও তাদের বোন এবং নিজের মেয়েদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • নামহীন
    নামহীন ১৭ মার্চ, ২০২৪ এ ১১:২৭ PM

    সুন্দর পোস্ট। আরও লিখুন, এগিয়ে যান। ধন্যবাদ।

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url