সবচেয়ে দামি হেডফোন- ভালো মানের ব্লুটুথ হেডফোন-কম দামে ভালো হেডফোন

প্রিয় পাঠক আপনি কি ব্লুটুথ হেডফোন বাংলাদেশ প্রাইস জানতে চাচ্ছেন,তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে ব্লুটুথ হেডফোন বাংলাদেশ প্রাইস এবং ভালো মানের ব্লুটুথ হেডফোন ও সবচেয়ে দামি হেডফোন সম্পর্কে আলোচনা করব। আপনি পোস্টটি পড়তে থাকুন তাহলে সব ধরনের হেডফোনের দাম সম্পর্কে জানতে পারবেন।
ব্লুটুথ হেডফোন বাংলাদেশ প্রাইস
এছাড়াও আপনি এ পোষ্টের মধ্যে পাবেন শাওমি ব্লুটুথ হেডফোন দাম,কম দামে ভালো হেডফোন,লেনোভো ব্লুটুথ হেডফোন এর দাম সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।

ভূমিকা

হেডফোন আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। হেডফোন ব্যবহার করার ফলে আমরা সহজে কথা বলতে পারি, কোন কিছু শুনতে পারে। বিশেষ করে পথের যাত্রায় হেডফোন অনেক ভালো একটি সঙ্গী। বাংলাদেশে অনেক ধরনের ব্লুটুথ হেডফোন রয়েছে। বর্তমান বাজারে ব্লুটুথ হেডফোনের চাহিদাও অনেক বেশি।

 
এই পোস্টের মধ্যে যাবতীয় হেডফোনের দাম এবং গুণগত মান সম্পর্কে আলোচনা করব যাতে করে আপনি ব্লুটুথ হেডফোন কিনতে গিয়ে প্রতারিত না হোন।

ব্লুটুথ হেডফোন বাংলাদেশ প্রাইস

বাংলাদেশের এমন কিছু ভালো ভালো কোম্পানির রয়েছে সেসব কোম্পানি অনেক ভালো মানের হেডফোন বের করে থাকে। একেক কোম্পানির একেক রকম দাম হয়। চলুন এবার আমরা সেই হেডফোন গুলোর দাম জানি
  1. Baseus Bowei WM02 True Wireless Earphone এই হেডফোনটির দাম ২১৫০ টাকা।
  2. Air Pro 6 TWS Wireless Bluetooth Headphone এই হেডফোনটির দাম ১১০০ টাকা।
  3. Damix M41 Hi-Fi Digital Indicator True Wireless Headset এই হেডফোনটির দাম ১৫০০ টাকা।
  4. Aspor A602 Bluetooth In Ear Hook Headphone আপনি এটা ফোন কিনতে গেলে আপনার থেকে দাম নিবে ১২৫০ টাকা।
  5. Baseus Encok WM01 True Wireless Earphon এই হেডফোনটির দাম ১৫০০ টাকা।
  6. Havit HV-H610BT Bluetooth Headphone হ্যাবিটের হেডফোন গুলো অনেক ভালো হয়ে থাকে। আপনি এই হেডফোন কিনতে গেলে আপনার থেকে ১২০০ টাকা নিবে।
  7. F9 TWS C55748 Bluetooth Earbuds এই হেডফোনের দাম ৬০০ টাকা।
  8. Awei T13 Pro True Wireless Sport Earbud এই হেডফোনের দাম ১৩৫০ টাকা।
  9. AirPods Pro ANC এটার দাম নিবে ১৫০০ টাকা।
  10. Logitech H111 Stereo Headset হেডফোনটির দাম ১ হাজার টাকা।
  11. 35 TWS True Wireless Earbud with Touch Control ফোনটি দেখতে অনেক সুন্দর। এটার দাম ১৬০০ টাকা।
  12. Joyroom JR-T03S Pro ANC TWS Wireless Headset এই হেডফোনটির দাম ৩২০০ টাকা হয়ে থাকে। এটা অনেক ভালো মানের একটি হেডফোন।
  13. P2i True Wireless Earbud এই হেডফোনটি অনেক আকর্ষণীয় এবং মানগতভাবেও খুব ভালো। এই হেডফোনের দাম হয়ে থাকে ৩৪০০ টাকা।
  14. Baseus Bowie P1 Half In-Ear Neckband Wireless Earphones এই হেডফোনটির দাম ১৫০০ টাকা।
  15. BB1 4-Mic ENC True Wireless Earbuds আপনি যদি হেডফোন কিনতে চান তাহলে আপনার থেকে ২ হাজার টাকা নিবে। এই হেডফোনও অনেক ভালো।
  16. Blitzwolf BW-ANC3 Bluetooth TWS Earphone এই হেডফোন মানগত এবং গুণগত দিক দিয়ে অনেক ভালো এবং দেখতে অনেক আকর্ষণীয়। এই হেডফোন কালো কালারের হয়ে থাকে। এই হেডফোনের দাম ৬০০০ টাকা।
  17. JBL Harman M10 Pro TWS Earbud এই হেডফোনের দাম ১ হাজার টাকা।
  18. JR-TL11 Dual-Mic ENC Wireless Earphone এই হেডফোনের দাম আপনার থেকে ১৯০০ বা ২ হাজার টাকা নিবে।
  19. Joyroom MG-C05 Wireless Earbud এই হেডফোনটির দাম ১৭০০ টাকা নিয়ে থাকে।
  20. Pro Transparent TWS Earbud এ হেডফোন দিয়ে স্টাইলের দিক দিয়ে অনেক ভালো এবং হেডফোনের দাম ১৮০০ টাকা।
  21. Bone Conduction Bluetooth Earphone এ হেডফোনটির দাম ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা হয়।
  22. Anker Soundcore R500 Wireless Neckband Earphone এ হেডফোনটি ব্যবহার করতে অনেক আরামদায়ক এবং হেডফোনের দাম 1900 টাকা।
আপনি বাজারে হেডফোন কিনতে গেলে ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্তও পাবেন। এখন আপনি আপনার বাজেটের মধ্যে যেকোনো একটি নিলেই আপনার জন্য ভালো হবে।

ভালো মানের ব্লুটুথ হেডফোন

বাংলাদেশে অনেক ভালো মানের হেডফোন রয়েছে যেগুলো দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী হয় এবং সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো। চলুন এবার আমরা সেই হেডফোন গুলোর নাম জানি
  1. Blitz Wolf BW-FYE13 In-Ear TWS with Dual Dynamic Earbud
  2. UiiSii GM40 Pro Wireless TWS Earbud with Charging Case
  3. Hoco ES64 Bluetooth Neckband
  4. Joyroom JR-TP1 Wireless Gaming Earbuds
  5. JBL Tune 230NC Pure Base Zero Noise Earbud
  6. WIWU Airbuds Pro 2 Wireless Earphone
  7. One Plus Air-RO3 Wireless V5.0 Headphone
  8. Edifier X3 True Wireless Stereo Earbud
  9. Edifier X3 Plus True Wireless Stereo Earbud
  10. Awei T15P True TWS Smart Touch Earbud
  11.  Aspor Airbass Pro Wireless Touchscreen Headphone
  12. Aspor A607 Bluetooth Headphone 15 Aspor A611 Wireless Headphone
  13. OnePlus Bullets Wireless Z2 Neckband
  14. TWS i12 Bluetooth Headphone with Small LED Indicator
  15. JBL Wave 200TWS Harman Wireless Earbud
  16. Awei A799BL Foldable Gaming Wireless Headphone
  17. Edifier W570BT Lightweight On Ear Bluetooth Headset
উপরে যেসব নাম বলা হলো এগুলো প্রত্যেকটি ভালো মানের হেডফোন। এগুলোর দাম ৫০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। আপনি যদি ভালো মানের হেডফোন নিতে চান সে ক্ষেত্রে এগুলোর মধ্যে যে কোন একটি নিলেই আপনার জন্য ভালো হবে এবং আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন।এসবের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো।

শাওমি ব্লুটুথ হেডফোন দাম

শাওমি বাংলাদেশের সেরা ব্রান্ডগুলোর মধ্যে একটি। শাওমি মোবাইল,বুলুটুথ হেডফোন সব কিছুই রয়েছে। চলুন এবার আমরা শাওমি ব্লুটুথ হেডফোনের দাম জানি
  1. Xiaomi AirPods Pro এই হেডফোনের দাম ৭০০ টাকা হয়।
  2. Xiaomi DDQEJ05WM Single Dynamic Earphone এই হেডফোনের দাম ৯০০ টাকা।
  3. Xiaomi BRE01JY 3.5mm Dual Driver Headphone এই হেডফোনের দাম ১৫০০ টাকা হয়ে থাকে।
  4. Xiaomi Mi Sport Bluetooth Ear-Hook Headphone এই হেডফোনের দামও ১৫০০ টাকা।
  5. আপনার যদি দারাজ থেকে শাওমি হেডফোন নিতে চান সেক্ষেত্রে আপনি দারাজ থেকেও নিতে পারবেন।
  6. Redmi SonicBass Wireless Earphones with Dual-Mic Noise Cancellation - Headphone এই হেডফোনের দাম ২০০০ টাকা।
  7. Xiaomi MI Airpods Pro Touch Control Wireless Bluetooth Headphone White Color এ হেডফোনের দাম দাঁড়াতে ৪০০ টাকা।
  8. Realme TechLife Buds T100 True Wireless Earbuds এই হেডফোনের দাম ২৪০০ টাকা।
  9. Mi Xiaomi Airpods_Pro Wireless Bluetooth TWS Earbuds এই হেডফোনটির দাম বাহিরের ১৩০০ টাকা।
  10. Xiaomi Air_buds pro TWS Sport Wireless Bluetooth Earphone Air_buds pro SE Bass Earbuds pro এই হেডফোনটির দাম ৮০০ টাকা।
  11. Redmi Air Dots 2 True Wireless Earphones এই হেডফোনটির দাম ২২০০ টাকা।
  12. Xiaomi Haylou X1 Neo True Wireless Earbuds-Black হেডফোনটির দাম আপনার থেকে নেবে ১৬০০ টাকা।
  13. Xiaomi MI M50 Silica Gel Neckband Bluetooth Earphone Multicolor এ হেডফোনটির দাম ৫০০ টাকা।
  14. Xiaomi Air_Buds Pro Tws Sport Wireless Bluetooth Earphone Bass Earbuds. - Bluetooth Headphone এ হেডফোনটির দাম ১০৫০ টাকা।
  15. Xiaomi Haylou W1 TWS Wireless Earbuds-White এ হেডফোনটির দাম ৩৫৫০ টাকা।
  16. Xiaomi Redmi Buds 4 Active TWS- Black Color এ হেডফোরদের দাম ৪০০০ টাকা হয়ে থাকে।

আপনি শাওমির এই হেডফোনগুলো পাবেন। এসব বাদেও আরো কিছু হেডফোন রয়েছে। শাওমি ব্র্যান্ডে প্রত্যেকটি হেডফোন ই ভালো। আপনি এখানে যত টাকা দিয়ে হেডফোন নিবেন আপনি তত ভাল মানের হেডফোন পাবেন এজন্য আপনি আপনার বাজেটের উপরে নির্ভর করে কোন একটি হেডফোন নিলে আপনার জন্য ভালো হবে।

সবচেয়ে দামি হেডফোন

বাংলাদেশ এবং পৃথিবীতে এমন এমন হেডফোন রয়েছে যেগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। আমরা বাংলাদেশের মানুষ সাধারণত হেডফোন ব্যবহার করে থাকে ৫০০ টাকা থেকে শুরু করে 40 বা 50 হাজার টাকার মধ্যে। আমাদের হেডফোনগুলো সচরাচর এই দামের বাহিরে যায় না। এর বেশি খুব একটা হয় না।

আপনি যদি বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি হেডফোন দিতে চান সে ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে অ্যাপলের বা ওয়ান প্লাস অথবা শাওমি থেকে সবচেয়ে দামি হেডফোনটি নেওয়া। আপনি এই তিনটি ব্র্যান্ডের মধ্যে অনেক দামের হেডফোন পাবেন। সবচেয়ে বেশি দামের যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনি আ্যাপল থেকে ফোন দিতে পারেন।

আ্যাপলের হেডফোন গুলো অনেক বেশি দামী হয়ে থাকে।বর্তমান পৃথিবীতে অডিও প্রতিষ্ঠান সেনহাইজার একটি হেডফোন বের করেছে। যেটার দাম সিঙ্গাপুরে ডলার ৮২ হাজার ডলার। যেটার বর্তমান বাজার মূল্য ৯৫ লাখ টাকা। কর যুক্ত করলে এটি দাম আরো বেশি হবে। এই হেডফোনটির ওজন ২৫ কেজি।

আপনি হেডফোন বাহিরে নিয়ে ঘোরাফেরা করতে পারবেন না একটি নির্দিষ্ট জায়গায় রেখে শুনতে হবে। সে কোম্পানি বলছে এই হেডফোনটির দাম ভবিষ্যতে আরো বাড়বে।

লেনোভো ব্লুটুথ হেডফোন

বাংলাদেশে হেডফোনের কয়েকটি ভালো ব্রান্ড গুলোর মধ্যে একটি হচ্ছে লেনোভো। লেনোভো হেডফোন দেখতে অনেক আকর্ষণীয় এবং গুণগত উভয় দিক দিয়েই অনেক ভালো। চলুন এবার আমরা lenovo হেডফোনের মডেল এবং দাম জানি
  1. Lenovo HF130 Wired In Ear Headphones এই হেডফোনটির দাম ২৫০ টাকা।
  2. Lenovo HE08 Neckband Bluetooth Earphone এই হেডফোন দাম ৯০০ থেকে ১০০০ টাকা হয়ে থাকে।
  3. LENOVO QE07 BLUETOOTH 5.0 WIRELESS HEADPHONES এই হেডফোনের দাম ১৩০০ টাকা।
  4. LENOVO HE05X NECKBAND BLUETOOTH EARPHONE এই হেডফোনটির দাম ৮০০ টাকা।
  5. Lenovo HE05X II (New Edition) Wireless In-Ear Neckband Earphone এই হেডফোনটির দাম সাড়ে ৭০০ টাকা।
  6. LENOVO QE03 WIRELESS NECKBAND BLUETOOTH EARPHONES এই হেডফোনটির দাম ৫৫০ টাকা।
  7. LENOVO QE08 WIRELESS BLUETOOTH NECKBAND এই হেডফোনটির দাম ৮০০ টাকা হয়ে থাকে।
  8. LENOVO X3 WIRELESS BLUETOOTH NECKBAND এই হেডফোনের দাম ১৭৫০ টাকা।
  9. LENOVO THINKPLUS LIVE PODS X20B BLUETOOTH EARPHONE এ হেডফোনটির দাম ১৭০০ টাকা।
  10. Lenovo LP40 Semi-in-ear Earphones TWS Wireless Bluttooth 5.0 Headphones True Wireless Earbuds এই হেডফোনটির দাম ১৪০০ টাকা।
  11. Lenovo GM2 Pro Gaming Earphones Bluetooth Earphones Low Latency In Ear Waterproof HIFI Sound Quality Bluetooth 5.3 এ হেডফোনটির দাম ৩০০০ টাকা।
  12. Lenovo XT92 True Wireless BT5.1 Gaming Earbuds এ হেডফোনটির দাম ১৪০০ টাকা।
  13. Lenovo QE08 Neckband Wireless Headphone Bluetooth 5.0 Earphone HIFI Stereo Running Waterproof Sport Magnetic Earbuds with Mic এই হেডফোন দিতাম ১২০০ টাকা।
  14. Lenovo HQ08 TWS Gaming Earbuds - Black নিতে গেলে আপনার ১৭০০ টাকা দাম লাগবে।
  15. Lenovo X5 Bone Conduction Headphones IPX8 Headset Built In 8GB Storage এ হেডফোনের দাম ৫৩০০ টাকা।
  16. Lenovo XT80 TWS Wireless headset with Charging Box Bluetooth 5.1 Headphone Waterproof Sports Earphone with micphone এ হেডফোনটির দাম ২৯০০ টাকা।
  17. Lenovo XG01 Earphones Wireless Bluetooth 5.0 Headphone Gaming Headsets HiFi Sound Built-in Mic Earbuds with LED Light এ হেডফোনটির দাম আপনার থেকে নিবে ৩৬০০ টাকা।
  18. Lenovo HE05 Bluetooth Magnetic Neckband Earphones IPX5 Waterproof - Headphone - Ear Phone - Earphone এই হেডফোনটির দাম ৪০০ টাকা।
  19. Headphones Lenovo BT10 TWS earphones এই হেডফোনের দাম ১২০০ টাকা। এটা কয়েকটি কালারের হয়ে থাকে।
  20. Lenovo LP40 Plus Bluetooth 5.3 Earphones Wireless Headset Noise Reduction Headphones Stereo Gaming Headset Sports Earbuds With Mic এ হেডফোনের দাম ২২০০ টাকা।

Lenovo এমন একটি কোম্পানি আপনি এখানে ৩০০ টাকা থেকে শুরু করে ৫০০- 7000 দামের পর্যন্ত হেডফোন পাবেন। এই কোম্পানির সবগুলো হেডফোনই ভালো। আপনি আপনার বাজেটের মধ্যে যে হেডফোনে নিবেন সেটাই আপনার জন্য ভালো হবে।

ব্লুটুথ হেডফোন সম্পর্কে মানুষের প্রশ্নের উত্তর

১ প্রশ্ন হেডফোন M10 দাম কত?

উত্তর

এই ধরনের ফোন গুলোর দাম ৬৫০ থেকে ৪ হাজার পর্যন্ত আছে বিভিন্ন রকম এবং বিভিন্ন কোয়ালিটির হেডফোনের দাম বিভিন্ন রকম আপনি আপনার বাজেটের মধ্যে যেটা ভালো মনে হয় সেটা এখান থেকে নিতে পারবেন।

২ প্রশ্ন ওয়ান প্লাস ব্লুটুথ এর দাম কত?

উত্তর

ওয়ানপ্লাস হেডফোন ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত আছে। এই কোম্পানির হেডফোন গুলো অনেক ভালো। ওয়ান প্লাস কোম্পানির ফোন এবং হেডফোন সবকিছুই অনেক উন্নত মানের।

৩ প্রশ্ন ব্লুটুথ কতদূর?

উত্তর

বেশিরভাগ স্মার্টফোন বা ব্লুটুথ হেডফোন গুলো ৩৩ ফুটের মধ্যে সার্ভিস দিয়ে থাকে। ব্লুটুথ হেডফোন ৫.০ এবং তার উপরে পরিসীমা এবং গুনমান শক্তিশালী করে।

৪ প্রশ্ন টিডব্লিউএস মোড কি?

উত্তর

টিডব্লিউএস এটি একটি অন্যান্য ব্লুটুথের বৈশিষ্ট্য যা আপনাকে কেবল অথবা তারের ব্যবহার ছাড়াই সত্তিকারের সাউন্ড কোয়ালিটি উপভোগ করতে দিবে।

শেষ কথা

হেডফোন কেনার আগে অবশ্যই আপনি আপনার বাজেটের দিকটা চিন্তা করে নিবেন কারণ আপনার সামনে অনেক রকমের হেডফোন থাকে আপনি যত টাকা দিয়ে কিনবেন আপনার জন্য তত ভালো হবে। বাজারে অনেক দুই নাম্বার হেডফোন পাওয়া যায় সেগুলো কেনা থেকে বিরত থাকবেন এবং হেডফোন কেনার আগে ভালোভাবে দেখে নিবেন।

আমার এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করুন যাতে করে তারাও উপকৃত হতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url