রুম হিটারের ক্ষতিকর দিক এবং রুম হিটারের দাম ও ব্যবহারের নিয়ম

প্রিয় পাঠক আপনি কি রুম হিটারের ক্ষতিকর দিক জানতে চাচ্ছেন, তাহলে পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে রুম হিটারের ক্ষতিকর দিক এবং রুম হিটার ব্যবহারের নিয়ম ও দাম তুলে ধরার চেষ্টা করব। আপনি পোস্টটি পড়তে থাকুন তাহলে রুম হিটার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
রুম হিটারের ক্ষতিকর দিক এবং রুম হিটারের দাম
এছাড়াও আপনি পোষ্টের মধ্যে পাবেন রুম হিটারের দাম, ওয়ালটন রুম হিটারের দাম কত,ভিশন রুম হিটারের দাম কত,আরএফএল রুম হিটারের দাম কত সেসব সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্ট এর দিকে আগানো যাক।

ভূমিকা

শীত আসার সাথে সাথে আবহাওয়া পরিবর্তন হয় এবং চারিপাশ ঠান্ডা হয়ে যায়। রাতে ঘুমানোর মধ্যে অখেয়ালে আমাদের শরীরে ঠান্ডা লেগে যায় এবং আমরা অসুস্থ হয়ে যাই। এই অসুস্থতা থেকে বাঁচতে এবং রুমকে গরম রাখার জন্য আমরা রুম হিটার ব্যবহার করে থাকি। রুম হিটার অনেক ধরনের হয়ে থাকে এবং অনেক কোম্পানির হয়ে থাকে।


এ পোষ্টের মধ্যে ভালো মানের রুম হিটার সম্পর্কে এবং রুম হিটারের ক্ষতি কি কি সে সম্পর্কে আলোচনা করা হবে।

রুম হিটার ব্যবহারের নিয়ম

রুম হিটার বৈদ্যুতিক জিনিস এজন্য ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো অনুসরণ না করলে বড় কোন দুর্ঘটনা হতে পারে।
  • যখন রুমে হিটার চালু করার পরে ঘর স্বাভাবিক গরম হয়ে যাবে তখন বন্ধ করে দিবেন।
  • রুম হিটারের ওয়ার্ড যদি বেশি হয় সেক্ষেত্রে কারেন্টের বোর্ড ব্যবহার করার চেষ্টা করবেন।
  • আপনার ঘরের দরজা-জানলা যদি ফাটা থাকে বা কোন ফুটা থাকে সেক্ষেত্রে বন্ধ করে দিবেন।
  • রুম হিটার চালু করার পরে ঘরে কোন রকমের যেন বাতাস প্রবেশ না করে সেই দিকে নজর রাখা জরুরী।
  • সব সময় শিশুদের থেকে দূরে রাখার চেষ্টা করবেন তাছাড়া দুর্ঘটনা হতে পারে এবং এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যেখানে যাতায়াত খুব কম হয়।
  • হিটার চালু করার পরে সেটার পাশে বসা থেকে বিরত থাকুন তাছাড়া শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে।
  • রুম হিটারের তাপমাত্রা তিন থেকে চার রাখবেন তাহলে আপনার ঘর যথেষ্ট পরিমাণে গরম হয়ে যাবে।
  • দরজার ফাঁকা জায়গায় কাগজ কিংবা কাপড় গুঁজে দিবেন তাছাড়া ভিতরে ঠান্ডা বাতাস প্রবেশ করবে। এতে করে আপনার রুম হিটারে কোন কাজ হবে না।
  • রুম হিটার চালু করার আগে ভালোভাবে চেক করে নিন যেন সবকিছু ঠিক আছে নাকি।
  • রুম হিটার সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টা চালু রাখবেন এর বেশি চালু রাখবেন না তাহলে সমস্যা হতে পারে।
আপনি এই নিয়মগুলো অনুসরণ করে রুম হিটার ব্যবহার করতে পারেন।

রুম হিটারের দাম

আমরা রুম হিটার কিনতে যাওয়ার আগে দ্বিধাদ্বন্দে থাকি যে এটার দাম কেমন হবে এবং কত থেকে কত পর্যন্ত দামের মধ্যে রুম হিটার পাওয়া যায়। বাংলাদেশে বিভিন্ন ধরনের দামের উপর ভিত্তি করে রুম হিটার পাওয়া যায়। আপনার বাজেটের উপরে ভিত্তি করে আপনি বাজারে সব রকমের রুম হিটার পাবেন।

বাংলাদেশে ভালো কোম্পানির গুলোর মধ্যে হচ্ছে ওয়ালটন, ভিশন, আরএফএল,মিয়াকো,সিঙ্গার এগুলোর রুম হিটার ভালো হয়ে থাকে। আমি এই পোষ্টের মধ্যে বেশ কয়েকটি কোম্পানির রুম হিটারের মডেল এবং দাম তুলে ধরব। আপনি নিচে পড়তে থাকুন তাহলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের রুম হিটারের দাম জানতে পারবেন।

ওয়ালটন রুম হিটারের দাম কত

Walton বাংলাদেশী কোম্পানী। এই কোম্পানিতে অনেক রকমের ইলেকট্রনিক জিনিস পাওয়া যায় সেগুলোর মধ্যে একটি হচ্ছে রুম হিটার। চলুন ওয়ালটন কোম্পানিতে কি কি মডেলের রুম হিটার রয়েছে এবং দাম কত সেগুলো জানি-
Walton WRH PTC203T
এটার মূল্য হচ্ছে ৪৫০০ টাকা।
Walton WRH-PTC204T
এটার মূল্য হচ্ছে 3600 টাকা।
Walton WRH-PTC202
এটার মূল্য 3500 টাকা।
Walton WRH-PTC006
এটার দাম ২৫০০ টাকা।
Walton  WRH-PTC001
এটার দামও ২৫০০ টাকা।
Walton WRH-PTC009
এটার মূল্য ২১০০ টাকা।
Walton WRH-PTC007
এটার মূল্য 1650 টাকা।
Walton PTC007 Max 1000W
এটার দাম ১১০০ টাকা।
WRH-PTC001 Maximum 1500W
এটার দাম ১৯০০ টাকা।
WRH-PTC004 – 1800w
এটার দাম ৩২০০ টাকা।
WRH-PTC001
এটার দাম ২৫৫০ টাকা।
আপনি বাজারে ওয়ালটনের এসব মডেলের মধ্যে এবং প্রাইসের মধ্যে রুম হিটার পাবেন।

ভিশন রুম হিটারের দাম কত

ভিশন কোম্পানিকে ভালো যেসব কোম্পানি রয়েছে সেসবেরর মধ্যে একটি কোম্পানি হিসেবে গণ্য করা হয়। এই কোম্পানির পণ্য মানে এবং গুনে অনেক উন্নত। চলুন এবার এই কোম্পানির রুম হিটারের মডেল এবং দাম জানি
Vision Room Comforter Easy Gray
এটার দাম ১৬৫০ টাকা।
Vision Room comforter Easy White
এটার দামও ১৬৫০ টাকা।
VISION Room Comforter Easy Yellow
এটার দাম ১৬৫০ টাকা।
Vision Room comforter Simple
এটার মূল্য ২১০০ টাকা।
Vision Room Heater Comfort VE
এটার মূল্য ২৬০০ টাকা।
VISION Room Comforter Easy Black
এটার দামও ১৬৫০ টাকা।
VISION Room Comforter REL Radiator Black
এটার দাম ৩৯৫০ টাকা।
Vision Room Comforter Flaming
এটার দাম ৩০০০ টাকা।
Vision Room Comforter With Automatic Control Temperature Simple 22
এটার দাম নিবে ৩১০০ টাকা।
VISION Room Comforter REL Radiator White
এটার দাম নিবে ৩৯৫০ টাকা।
VISION Room Comforter Wall Mount 01
এটার দাম নিবে ৫৯০০ টাকা।
Vision Room Heater Fire with Smooth Moving System
এটার দাম নিবে 3600 টাকা।
Vision Room Comforter Wall Mount -02
এটার দাম নিবে ৫৫০০ টাকা।
Vision Room Heater Conforter Deluxe
এটার দাম নিবে ২২৫০ টাকা।
আপনি বাজারে ভীষণ কোম্পানির এসব রুম হিটার পাবেন। এখন আপনি আপনার সাধ্যের মধ্যে যেটা ভালো মনে হয় সেটা কিনে নিবেন।

আর এফ এল রুম হিটারের দাম কত

আর এফ এল কোম্পানিকে বাংলাদেশে অনেক উন্নত মানের কোম্পানি হিসেবে ধরা হয় এবং সেরা ৫টি কোম্পানির মধ্যে RFL কোম্পানি একটি। চলুন এবার আরএফএল কোম্পানির রুম হিটারের মডেল এবং দাম জেনে নেই
Click Room Heater Black
এটার দাম ১৩০০ টাকা।
Click Room Heater White
এটার দামও ১৩০০ টাকা।
আপনি বাজারে এই দুই রকমের rfl এর রুম হিটার পাবেন

নোভা রুম হিটার এর দাম কত

রুম হিটারের মধ্যে নোভা কোম্পানির রুম হিটার গুলো অনেক ভালো চলুন এবার নোভা কোম্পানির রুম হিটারের দাম জেনে নেই 
NOVA 2000W Electric Room Heater NH-1201 A 
এটার দাম ১৫৭০ টাকা।
NOVA Electric Room Heater NH-108
এটার দাম নিবে ১৯৫০ টাকা।
NOVA Electric Room Heater NH-1204
এটার দাম নিবে ১৫৫০ টাকা।
NOVA Electric Room Heater NH-NH1213
এটার দাম নিবে ৩৯৯০ টাকা।
NOVA Remote Control Room Heater NH-1202 A
এটার দাম নিবে ৩৪৭০ টাকা।
Nova Room Heater NV-4060
এটার দাম নিবে ২৭০০ টাকা।
Room Heater Nova (ME-RH1206)
এটার দাম ২৯০০ টাকা।
আপনি বাজারে নোভা কোম্পানির এসব রুম হিটার পাবেন।

রুম হিটারের ক্ষতিকর দিক

রুম হিটার যেহেতু একটু ইলেকট্রিনিক যন্ত্র সেজন্য এটাতে ক্ষতিকর কিছু দিক রয়েছে। চলুন এবার সেই ক্ষতিকর দিকগুলো জানি যাতে করে আমরা সাবধান থাকতে পারি
  • রুম হিটার থেকে যে গরম বাতাস বের হয় সেটা ত্বককে আদ্র এবং শুষ্ক করে দেয় যার ফলে ত্বকের ক্ষতি হয়।
  • রুম হিটার চালু করে ঘুমানোর ফলে মাথা ব্যথা এবং মাইগ্রেনের ব্যথা বেড়ে যেতে পারে।
  • রাসায়নিক পদার্থ বের হয় যেগুলো শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের ভিতরে প্রবেশ করে এবং এতে করে মানুষের শরীরে ক্ষতি হয়।
  • যাদের এজমা সমস্যায় এবং এলার্জির সমস্যা রয়েছে তারা হিটার ব্যবহার করা থেকে বিরত থাকুন তাছাড়া আপনাদের সমস্যাগুলো আরো বেড়ে যাবে।
  • রুমে হিটারের পাশে বসা থেকে বিরত থাকুন রুম থেকে যে বাতাস বের হয় সেটা সরাসরি আপনার হার্টের উপরে প্রভাব ফেলবে।
  • কখনো আসবাবপত্র এবং কম্বলের আশপাশে হিটার রাখবে না তাহলে আগুন লাগার সম্ভাবনা থাকে।
  • প্রতিদিন হিটার ব্যবহার করা থেকে বিরত থাকুন তাছাড়া আপনার গলা মাথা চোখের সমস্যা হবে এবং নিঃশ্বাস নেয়ার ক্ষেত্রেও সমস্যায় পরবেন।
  • আপনার রুমে যদি শিশু বা বয়স্ক লোক থাকে সেক্ষেত্রে হিটার ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ এটা থেকে নির্গত বাতাস শিশু এবং বয়স্কদের জন্য ক্ষতিকর।
  • অনেক সময় রুম হিটার চালানোর কারণে আপনার ঘুমের সমস্যা হতে পারে এবং ঠিকমতো ঘুম হবেনা।
  • অতিরিক্ত রুম হিটার চালানোর কারণে সেই বাতাস ফুসফুসে কফ জমাতে শুরু করে।

এসব ক্ষতিকর দিকে বাঁচার জন্য সব সময় চেষ্টা করবেন যত কম রুম চালানো যায়। সবচেয়ে ভালো হয় রুম হিটার চালানো থেকে একেবারে বিরত থাকলে।

রুম হিটার সম্পর্কে মানুষ প্রশ্নের উত্তর

১ প্রশ্ন রুম হিটারের কাজ কি?

উত্তর

রুম হিটারে কাজ হচ্ছে গরম বাতাস বের করার মাধ্যমে শীতল রুম কে ঠান্ডা করা।

২ প্রশ্ন রুম হিটার থেকে কি কার্বন মনোক্সাইড বের হয়?

উত্তর

রুম হিটার থেকে যে বাতাস বের হয় তা রুমের বাক্যকে বিষাক্ত করে তোলে এবং ত্বককে শুষ্ক করে দেয় কারণ রুম হিটার থেকে কার্বন মনোক্সাইড বের হয়।

৩ প্রশ্ন রুম হিটার কি?

উত্তর

রুম হিটার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যেটার মাধ্যমে গরম বাতাস বের হয় এবং শীতল জায়গাকে গরম করে তোলে।

৪ প্রশ্ন কনভেক্টর হিটার কি শক্তি সাশ্রয়ী?

উত্তর

হ্যাঁ, কনফেক্টার হিটার সবচেয়ে বেশি শক্তিশালী এবং দক্ষ এটি মূলত ব্যবসা সংস্থাগুলোতে ব্যবহার করা হয়।

শেষ কথা

শুধু শীতকালে রুম হিটার ব্যবহার হয়ে থাকে। আপনি চেষ্টা করবেন ভিন্ন কোন পদ্ধতিতে রুমকে গরম রাখার। হিটার ব্যবহার করার কারণে যতটুকু উপকৃত হবেন তার চেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য চেষ্টা করবেন এই হিটারকে বর্জন করার।

আমার এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করুন যাতে করে তারাও রুম হিটার সম্পর্কে জানে এবং উপকৃত হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url