ঘাড়ের কালো দাগ দূর করার সাবান এবং ক্রিম ঘরোয়া উপায়

প্রিয় পাঠক আপনি কি ঘাড়ের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন,তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে ঘাড়ের কালো দাগ দূর করার উপায় এবং ঘাড়ের কালো দাগ কেন হয় ও ঘাড়ের কালো দাগ দূর করার ক্রিমের নাম নিয়ে আলোচনা করব। আপনি পোস্টটি পড়তে থাকুন তাহলে ঘাড়ের কালো দাগ সম্পর্কে সবকিছু জানতে পারবেন।
ঘাড়ের কালো দাগ দূর করার উপায়
এছাড়াও আপনি পোষ্টের মধ্যে পাবেন ঘাড়ের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়,ঘাড়ের কালো দাগ দূর করার সাবান সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।

ভূমিকা

ঘাড়ের কালো দাগ মানুষের সৌন্দর্য নষ্ট করে দেয় এবং দৃষ্টিকটু হিসেবে থাকে যার ফলে মানুষের সামনে অনেক সময় লজ্জায় পরতে হয়। ঘাড়ের কালো দাগ হলে ঘাড় ঢাকার জন্য উঁচু গলার পোশাক পড়তে হয় যেটা এক ধরনের অস্বস্তিকর ব্যাপার। ঘাড়ে কালো দাগ হওয়ার ফলে একটি খসখুসে ভাব হয়ে যায়।


এই সকল সমস্যা থেকে বাঁচার জন্য এই পোষ্টের মধ্যে আপনি কিভাবে আপনার ঘারের কালো দাগ দূর করবেন এবং কি কি করলে ঘাড়ের দাগ হবে না সেই সম্পর্কে আলোচনা করা হবে।

ঘাড়ের কালো দাগ কেন হয়

ঘাড়ের কালো দাগ হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। আপনি সেই কারণ গুলো এড়িয়ে চললে আপনার ঘাড়ে কোনভাবেই কালো দাগ পরবে না। চলুন আমরা এবার সে কারণগুলো জানি
  • অতিরিক্ত রোদে থাকার কারণে ঘাড়ে কালো দাগ পরতে পারে। আপনি যখন বাহিরে অতিরিক্ত সময় রোদে থাকবেন তখন রোদের আলো আপনার চামড়া আস্তে আস্তে শুষ্ক করে দিবে এবং সেখান থেকে কালো দাগ তৈরি হবে।
  • শরীর মোটা হওয়ার কারণেও ঘাড়ে কালো দাগ হয় এজন্য যাদের কালো ঘাড়ে কালো দাগ রয়েছে তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে স্বাভাবিকের তুলনায় মোটা হয়ে থাকে।
  • ডায়াবেটিস,উচ্চ রক্তচাপ,পিসিওএস এসব রোগের জন্যও ঘাড়ে কালো দাগ হয়ে থাকে।
  • আমরা শরীরে এবং ঘাড়ে অনেক রকমের পাউডার এবং লোশন ব্যবহার করে থাকি। যদি নিম্নমানের বা অস্বাস্থ্যকর লোশন বা পাউডার ব্যবহার করা হয় সেক্ষেত্রেও ঘাড় কালো হয়।
  • অনেকে গলায় ভারি ভারি চেইন বা গহনা ব্যবহার করে থাকে। এসব ভারি ভারি চেন এবং গহনার জন্য গলাতে কালো দাগ হয়।
  • চুল কালার করার সময় রাসায়নিক পদার্থ যদি গলাতেও পড়ে তাহলেও গলাতে আস্তে আস্তে কালো দাগ তৈরি হতে শুরু করে।
  • দূষিত পানি অথবা দূষিত বাতাসের ফলেও গলায় কালো দাগ হয়। দীর্ঘদিন ধরে চুলকানি অথবা চর্মরোগ থাকার কারণেও অনেক ক্ষেত্রে ঘাড়ে কালো দাগ পরতে শুরু করে।
  • অতিরিক্ত ঘামার কারণে আস্তে আস্তে শুষ্ক হতে শুরু করে এবং সেই শুষ্ক অবস্থার কারণে কালো দাগ তৈরি হয়।
  • যখন কালো দাগ হয় অনেকে সেটাকে ময়লা ভাবার কারণে নিয়মিত সাবান দেয়। কালো দাগের স্থানে অতিরিক্ত সাবান দেয়ার ফলেও কালো দাগ আস্তে আস্তে বৃদ্ধি হতে শুরু করে।
  • ঘাড়ে ত্বক অতিরিক্ত ভাজ পরে থাকার কারণেও সেখানে কালো দাগ সৃষ্টি হয়।
  • নিয়মিত ঘাড়ের ময়লা পরিষ্কার না করার কারণে এবং অযত্নে রাখার কারণেও আস্তে আস্তে ময়লা জমে এবং সেখান থেকে কালো দাগ হয়।
  • অতিরিক্ত ভারী কাপড় চোপড় পরিধান করার কারণে আস্তে আস্তে কালো দাগ পরতে থাকে।
এসব কারণে গলায় কালো দাগ হয়ে থাকে। সব সময় চেষ্টা করবেন এই সমস্যাগুলো থেকে বেঁচে থাকার তাহলে আপনার গলায় কখনো কোন কালো দাগ হবে না।

ঘাড়ের কালো দাগ দূর করার উপায়

ঘাড়ের কালো দাগ দূর করার কিছু উপায় রয়েছে। আপনি সেই উপায়গুলো অনুসরণ করলে খুব সহজেই আপনার ঘাড় থেকে কালো দাগ একেবারে দূর করে ফেলতে পারবেন। চলুন এবার আমরা সেই উপায় গুলো জানি।
  • গোলাপ জল এবং লেবুর রস একসাথে করে ব্যবহার করার ফলেও আস্তে আস্তে ঘাড়ের দাগ দূর হতে শুরু করে। এভাবে আপনি ২০ থেকে ২৫ দিন ব্যবহার করবেন। ঘাড়ে দেয়ার পরে ১০ থেকে ১২ ঘন্টা রেখে দিবেন এরপরে ধুয়ে ফেলবেন।
  • লেবুর রস এবং চিনি একসাথে ব্যবহার করার ফলেও আস্তে আস্তে ঘাড়ের যে কালো দাগ গুলো রয়েছে সেগুলো দূর হতে থাকে।
  • আলুর রস যেভাবে চেহারার দাগ দূর করে সেভাবে ঘাড়ের দাগও দূর করতে পারে। আলুর রস আপনার ঘাড়ের কালো জায়গায় ২০ থেকে ২৫ মিনিট দিয়ে রাখুন। এরপরে ধুয়ে ফেলুন এভাবে নিয়মিত ব্যবহার করলে একেবারে কালো দাগ চলে যাবে।
  • শসা এবং শসার রস আমরা চোখের কালো দাগ এবং চেহারার কালো দাগ দূর করতে ব্যবহার করে থাকি। আপনি শসার রস অথবা শসা ব্লেন্ড করে সেগুলো দিয়ে ঘাড়ের কালো দাগও দূর করতে পারবেন।
  • লেবুর রস এবং মধু একসাথে করে যেই জায়গায় কালো দাগ রয়েছে সেই জায়গায় ব্যবহার করুন। তারপরে কিছু সময় ধরে ঘষাঘষি করার পরে ধুয়ে ফেলবেন তাহলে আপনার কালো দাগ আস্তে আস্তে দূর হতে থাকবে।
  • বেসন এবং লেবুর রস একসাথে করে একটি প্যাক বানায় নিয়ে তা আপনার ঘাড়ে ব্যবহার করুন এবং ৩০ থেকে ৪০ মিনিট রেখে দেন। তারপরে ধুয়ে ফেলবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে ঘাড়ের দাগ দূর হয়।
  • গুড়া দুধ অথবা লিকুইড দুধ এবং হলুদ ও বেসন একসাথে মিক্স করে কালো দাগে ব্যবহার করুন। এভাবে সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করলে আস্তে আস্তে কালো দাগ যেতে শুরু করবে।
  • অ্যালোভেরা অথবা অ্যালোভেরা জেল খুব কার্যকারী একটি উপাদান। আপনি অ্যালোভেরা ঘাড়ে ব্যবহার করে কিছু সময় রেখে দিয়ে তারপরে দিয়ে ফেলবেন। এভাবে কিছুদিন করলেই আপনার ঘাড় থেকে কালো দাগ চলে যাবে।
  • শুধু লিকুইড দুধে এসিড থাকে। আপনি ঘাড়ে শুধু দুধ ব্যবহার করার ফলেও কালো দাগ চলে যেতে বাধ্য হয়।
  • লেবু এবং কাঁচা হলুদ একসাথে করে একটা পেস্ট বানিয়ে নিয়ে তা ঘাড়ে ব্যবহার করুন এবং এভাবে ২৫ থেকে ৩০ মিনিট রেখে দেন তারপরে ধুয়ে ফেলুন।
  • অলিভ অয়েল ত্বকের জন্য উপকারি। আপনি অলিভ অয়েল ব্যবহার করলেও আপনার ঘাড়ের কোষ আস্তে আস্তে আর্দ্র হতে থাকবে এবং কালো দাগ দূর হতে থাকবে।

আপনি এসব উপায় অবলম্বন করলে খুব সহজে আপনার ঘাড় থেকে কালো দাগ দূর করে ফেলতে পারবেন এবং ঘাড় আগের মতোই সুন্দর হয়ে যাবে।

ঘাড়ের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়

আমাদের বাসায় এমন কিছু উপকরণ থাকে যেগুলো আমাদের রূপচর্চার কাজে এবং অনেক প্রয়োজনীয় কাজের ব্যবহার হয়। আমরা অনেকে জানি না সেগুলো দিয়ে কি কি করা যায় চলুন এবার আমরা জানি বাসার মধ্যে এমন কি কি উপাদান রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার ঘাড়ের কালো দাগ দূর করতে পারবেন
  • বেকিং সোডা যেমন খাওয়ার কাজেও ব্যবহার হয় তেমনিভাবে ঘাড়ের কালো দাগ দূর করতেও ব্যবহার করতে পারবেন। বেকিং সোডা এবং লেবুর রস অথবা পানি দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়ে তা ঘাড়ে ব্যবহার করুন। এভাবে ২০ থেকে ২৫ মিনিট রাখার পরে ধুয়ে ফেললেই কালো দাগ দূর হয়ে যাবে।
  • প্রত্যেকের বাসায় মধু থাকে। শুধু মধু আপনার ঘাড়ে নিয়মিত ব্যবহার করে মাসাজ করুন তাহলে কালো দাগ নিমিষেই চলে যাবে।
  • কমলার রস অথবা কমলার খোসা ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি ঘাড়ের দাগও দূর করতে সাহায্য করে। এজন্য আপনি কমলার খোসা অথবা কমলার রস ব্যবহার করতে পারেন অথবা কমলার রস এবং কমলা খোসার গুঁড়ো একসাথে করেও ব্যবহার করার ফলেও আপনি ভালো ফলাফল পাবেন।
  • নারিকেল তেল মরা কোষ জীবিত করতে সাহায্য করে এবং ত্বকে আদ্রতা ভাব নিয়ে আসে। এজন্য আপনি ঘাড়ে নিয়মিত নারিকেল তেল ব্যবহার করবেন ফলে আপনার কালো দাগ আস্তে আস্তে দূর হতে থাকবে।
  • আপেল সিদার ভিনেগার পানির সাথে মিশিয়ে তা হালকা ভাবে ঘাড়ে মাসাজ করতে থাকুন। এভাবে কয়েক দিন মাসাজ করলে আস্তে আস্তে আপনার ঘাড় থেকে কালো দাগ দূর হতে শুরু করবে।
  • বাদামের তেল ভিটামিন ই সমৃদ্ধ যা ত্বকের জন্য বেশ উপকারী। এজন্য আপনি বাদামের তেল ব্যবহার করার ফলে ঘাড়ের কালো দাগ দূর হবে এবং আস্তে আস্তে উজ্জ্বল ভাব আসতে শুরু করবে। তাই প্রতিদিন কয়েক ফুটা বাদামের তেল নিয়ে ঘাড়ে মাসাজ করুন।
  • টক দই রূপচর্চার পাশাপাশি ঘাড়ের কালো দাগ এবং ময়লা দূর করতেও সাহায্য করবে এজন্য আপনি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে ভালোভাবে মাসাজ করুন এরপর ধুয়ে ফেলুন তাহলেই কালো দাগ আস্তে আস্তে যেতে শুরু করবে।
  • টক দই এবং হলুদ দিয়ে পেস্ট বানিয়েও আপনি আপনার ঘাড়ের জন্য ব্যবহার করতে পারেন এটি একটি প্রমাণিত উপায়। এভাবে ঘাড়ে ব্যবহার করার পরে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিয়ে তারপর ধুয়ে ফেলুন।
  • অনেক ভালো ভালো মশ্চারাইজার ক্রিম পাওয়া যায় যেগুলো রোদ থেকে ঘাড়কে দূরে রাখতে সাহায্য করবে। আপনি সেই ক্রিমগুলো ব্যবহার করলেও আপনার ঘাড়ের দাগ দূর হবে।
  • রক সল্ট লবণ নিয়মিত ঘাড়ে ব্যবহার করার ফলেও আপনার ঘাড় থেকে কালো দাগ চলে যাবে। এজন্য প্রতিদিন গোসলের আগে হালকা করে রক সল্ট পানির সাথে মিশিয়ে ঘাড়ে ব্যবহার করুন তারপর ধুয়ে ফেলুন।
  • ওটস এটি ত্বক এবং শরীরের জন্য পুষ্টিকর একটি খাবার। আপনি এটা দিয়ে রূপচর্চা করতে পারবেন। নিয়মিত গুঁড়ো করে ঘাড়ে ব্যবহার করার ফলেও ঘাড় থেকে কালো দাগ চলে যায়।
  • বাদাম পেস্ট করে সেই বাদাম ঘাড়ে ব্যবহার করে মাসাজ করলেও আপনার ঘাড় থেকে কালো দাগ আস্তে আস্তে দূর করতে সাহায্য করে।
  • টমেটো রস অথবা টমেটো পেস্ট করেও আপনি ঘাড়ের দাগ দূর করতে ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিও ঘাড়ের দাগ দূর করতে আপনাকে সাহায্য করবে।
  • যাদের ওজন বেশি আছে তারা নিয়মিত ব্যায়াম করবেন। নিয়মিত ব্যায়াম করার ফলে ওজন কমতে থাকবে এবং ঘাড়ের দাগ দূর হতে থাকবে।
  • প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি এবং সামান্য পরিমাণ হলেও ফল খাওয়ার চেষ্টা করবেন তাহলে শরীর হাইট্রেড থাকবে এবং আস্তে আস্তে কালো দাগ দূর হতে থাকবে।
  • লেবু ও গোলাপ জল এবং কুসুম গরম পানি একসাথে মিক্স করেও আপনি ঘাড়ে ব্যবহার করে আস্তে আস্তে মাসাস করবেন। এভাবে কিছুদিন ব্যবহার করলেই ঘাড় থেকে কালো দাগ চলে যাবে।
  • পেঁপে,আপেল,কমলা,কলা এগুলো ব্লেন্ড করে একটা মাস্ক তৈরি করে ঘাড়ে ব্যবহার করুন। এভাবে ব্যবহার করলেও আপনার ঘাড় থেকে জীবাণু দূর হয়ে আস্তে আস্তে কালো দাগ চলে যাবে।
  • আখরোটের গুড়ো এবং টক দই একসাথে মিক্স করে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করুন। ঘাড়ে ব্যবহার করার পরে ১৫ থেকে ২০ মিনিট দিয়ে রাখবেন এরপরে ধুয়ে ফেলবেন।
  • ডিমের সাদা অংশ এবং লেবুর রস একসাথে মিক্স করেও আপনি ঘাড়ে ব্যবহার করতে পারেন। এভাবে ব্যবহার করে আপনি ঘাড়ে ৪০ থেকে ৫০ মিনিট রেখে দিবেন এরপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
আপনি এসব ঘরোয়া উপায়ে অবলম্বন করলে খুব সহজেই আপনার ঘাড় থেকে কালো দাগ দূর করে ফেলতে পারবেন এবং আপনার ঘাড়ের ত্বক সুন্দর হয়ে যাবে।

ঘাড়ের কালো দাগ দূর করার ক্রিমের নাম

বর্তমানে বাজারে এমন কিছু ক্রিম পাওয়া যায় যেগুলো ব্যবহার করার ফলেও ঘাড় থেকে কালো দাগ চলে যায়। চলুন এবার সেই ক্রিম গুলোর নাম জানি
  • Marika Body AUra Toner এই ক্রিম ব্যবহার করার ফলেও ঘরের কালো দাগ দূর হয়। এই ক্রিমের দাম ৪৫০ থেকে ৪৬০ টাকা নিয়ে থাকে।
  • Vc Armpit Whitening এই ক্রিম ব্যবহার করার ফলে আপনার ঘাড়ের পাশাপাশি কুনইয়ের দাগ দূর করতেও আপনাকে সাহায্য করবে।
  • Black Spot এই ক্রিম শরীরের বিভিন্ন কালো দাগ দূর করার পাশাপাশি ঘাড়ের কালো দাগ দূর করতেও সক্ষম।
  • Himalaya Kareena Anti-Acne Cream এই ক্রিম কাঠবাদাম কাজুবাদাম এগুলো দিয়ে তৈরি হয়ে থাকে এই ক্রিম ব্যবহার করার ফলে আপনার ঘাড়ের কালো দাগ দূর করার পাশাপাশি আপনার ত্বকে ভিটামিন প্রবেশ করবে এতে করে আপনার ত্বক আর্দ্র হবে।
  • Dark spot corrector by Olay এই ক্রিমও আপনার ঘাড় থেকে কালো দাগ দূর করতে আপনাকে সাহায্য করবে। এটি উন্নত মানের এবং ভালো।
আপনি এগুলোর মধ্যে থেকে যেকোন একটি ক্রিম ব্যবহার করার ফলে আপনার ঘাড় থেকে আস্তে আস্তে কালো যেসব দাগ রয়েছে সেই দাগগুলো যেতে শুরু করবে এবং আপনার ঘাড় আগের মতই সুন্দর হয়ে যাবে।

ঘাড়ের কালো দাগ দূর করার সাবান

ঘাড়ে কালো দাগ হলে সাধারণ যেসব সাবান আছে এগুলো অতিরিক্ত ব্যবহার করার ফলে ঘাড়ের কালো দাগ ব্যবহার বেড়ে যায় কিন্তু কিছু সাবান আছে যেগুলো ব্যবহার করার ফলে আস্তে আস্তে ঘাড়ে কালো দাগ দূর হতে শুরু করে। চলুন এবার সাবান গুলোর নাম জানি
  • Alada soap এই সাবান থাইল্যান্ডে তৈরি হয়। এই সাবান অনেক ভালো। আপনি এই সাবান নিয়মিত ব্যবহার করলে খুব সহজেই আপনার ঘাড় থেকে কালো দাগ দূর হয়ে যাবে।
  • Bumelime আপনি এই সাবান ব্যবহার করলেও আপনার ঘাড় থেকে কালো দাগ দূর করে ফেলতে পারবেন।
  • Black Soap এই সাবানও খুব উন্নত এবং ভালো। এই সাবান ব্যবহার করার ফলেও আপনার ঘাড় থেকে কালো দাগ চলে যাবে।
  • Multani soap এই সাবান সম্পন্ন আয়ুর্বেদিক একটি সাবান। এই সাবান ব্যবহার করলেও আপনি খুব দ্রুত ফলাফল পাবেন।

আপনি এগুলোর মধ্যে যেকোন একটি সাবান ব্যবহার করলেও ভালো ফলাফল পাবেন এবং হাড়ের কালো দাগ চলে যাবে। ঘাড়ে কালো দাগ হলে অবশ্যই সাধারণ যে সাবান গুলো আছে এগুলো সীমার মধ্যে দিবেন। অতিরিক্ত ব্যবহার করা থেকে বিরত থাকবেন।

ঘাড়ের কালো দাগ সম্পর্কে মানুষের প্রশ্নের উত্তর

১ প্রশ্ন কালো দাগ দূর করে কোন ভিটামিন?

উত্তর

ভিটামিন সি ঘাড়ের কালো দাগ দূর করতে সাহায্য করে। এছাড়াও অন্যান্য যেসব ভিটামিন রয়েছে যেগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে সেগুলো ভিটামিন ঘাড়ের কালো দাগ দূর করতে সাহায্য করে।

২ প্রশ্ন কালো সাবান কি ঘাড়ের কালো দূর করতে সাহায্য করে?

উত্তর

হ্যাঁ কালো সাবানও ঘাড়ের দাগ দূর করার জন্য সাহায্য করে।এই সাবান ব্যবহার করার ফলেও আপনি ভাল ফলাফল পাবেন।

৩ প্রশ্ন ঘাড় কালো হওয়ার কারণ কি?

উত্তর

ঘাড় কালো হওয়ার প্রধান কারণ হচ্ছে ওজন শরীরের ওজন বেশি হওয়া এবং দূষিত পানি ও রোদে বেশি সময় ধরে থাকার কারণে আস্তে আস্তে ঘাড়ের অংশ কালো হতে থাকে।

শেষ কথা

আপনার ঘাড় কালো হলে অবশ্যই ঘাড়ের কালো দাগ দূর করার যেসব উপায় রয়েছে সেগুলোর মাধ্যমে দূর করার চেষ্টা করবেন। তাছাড়া আপনার ঘাড়ের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে থাকবে এবং এখান থেকে বড় কোন সমস্যা হতে পারে। আমার এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করুন যাতে তাদের কারো ঘাড়ে কালো দাগ থাকলে তারাও তাদের ঘাড় থেকে কালো দাগ দূর করতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url