ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি-জীবন নিয়ে ক্যাপশন-জীবন নিয়ে উক্তি

প্রিয় পাঠক আপনি কি ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি খুঁজছেন তাহলে পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি এবং সাদামাটা জীবন নিয়ে উক্তি ও সেরা কিছু ক্যাপশন তুলে ধরব। আপনি পোস্টটি পড়তে থাকুন তাহলে সেরা সেরা স্ট্যাটাস পেয়ে যাবেন।
ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি
এছাড়াও আপনি পোষ্টের মধ্যে পাবেন জীবনের কিছু বাস্তব কথা স্ট্যাটাস,জীবন নিয়ে উক্তি,এলোমেলো জীবন নিয়ে উক্তি,আহারে জীবন লিরিক্স এগুলো লিখা হয়েছে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।

ভূমিকা

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য অথবা ছবি পোস্ট করে সেখানে ক্যাপশন দেয়ার জন্য আমাদের বিভিন্ন রকমের স্ট্যাটাস এবং ক্যাপশনের প্রয়োজন হয়। আপনার স্ট্যাটাস বা ক্যাপশন যদি সুন্দর হয় তাহলে আপনার প্রতি মানুষ আকৃষ্ট হবে। আবার কিছু ক্ষেত্রে বন্ধু-বান্ধবকে দিতেও ক্যাপশনের প্রয়োজন হয়।


উক্তি এবং ক্যাপশন দিয়ে এমন এমন কাজ হবে যা আপনার কল্পনার বাইরে।

ক্ষণস্থায়ী জীবন নিয়ে উক্তি

পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী। আমাদের জীবনেও ক্ষণস্থায়ী। চলুন এবার ক্ষণস্থায়ী জীবন নিয়ে কিছু উক্তি জানি
  1. যদি পুরো পৃথিবী সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয় এবং ১০০০ বছর পর পর একটি করে পাখি এসে একটি দানা খেয়ে যায় তাও একদিন শেষ হয়ে যাবে।
  2. জীবনের লক্ষ্য না থাকার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তুমি একটি মাঠের মধ্যে দৌড়েও শেষ করতে পারবে না।
  3. শুধু বেঁচে থাকায় জীবনের সার্থকতা নয় বরং এ ক্ষণস্থায়ী জীবনে এমন কিছু করে যাওয়া যাতে মানুষ সারা জীবন মনে রাখে।
  4. মরার আগে এমন কোন কাজ করে যাও যাতে জানাজায় মানুষের অভাব না হয়।
  5. ক্ষণস্থায়ী জীবনকে এমনভাবে সাজানো উচিত যাতে তুমি পরিশ্রম করে সফলতার চূড়ায় পৌঁছে যাও।
  6. সফলতা ব্যর্থতা বলতে কিছুই নেই। মানুষের মূল গন্তব্য হচ্ছে কবর।
  7. পৃথিবী যেমন স্থায়ী না তেমনিভাবে মানুষের দুঃখ কষ্ট স্থায়ী না। ধৈর্য সকল দুঃখ কষ্ট দূর করে দেয়।
  8. নদীর পানি এবং নদীর স্রোত একদিন যেমন ভাবে শুকিয়ে যাবে তেমনিভাবে এই জীবনে একদিন শেষ হয়ে যাবে।
  9. বিড়ালের মত ১০০০ বছর বাঁচার চেয়ে বাঘের মত একদিন বাচ্চা উত্তম।
  10. ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি এজন্য যতবার ব্যর্থ হবে ততবার চেষ্টা করবে।
  11. তুমি যদি জীবনে ভালো কিছু করতে চাও সে ক্ষেত্রে তোমাকে ঝুঁকি নেওয়ার মতো সাহস রাখতে হবে।
  12. পৃথিবীতে আসার সময় কিছু নিয়ে আসোনি। যাওয়ার সময়ও কিছু নিয়ে যাবে না। মাঝখানে যা পাচ্ছো সবগুলোই বোনাস এজন্য উপভোগ করো এবং সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা আদায় করো।
  13. ব্যর্থতা ও হতাশা দুঃখ কষ্ট নিয়ে হাসিমুখে চলাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় নিয়ম।
  14. জীবন নাটকের চেয়েও নাটকীয়।
  15. সফলতার পিছনে দৌড়ায়ো না। ভালো কিছু হও সফলতা তোমার পিছনে দৌড়াবে।
  16. এই ক্ষণস্থায়ী জীবনে কখনো ভেঙে পড়ো না। তোমার থেকে যদি কোন কিছু হারিয়ে যায় তাহলে সেটি তোমার কাছে তার চেয়ে ভালো হিসেবে ফিরে আসবে।
  17. একজন প্রকৃত বন্ধু হাজার জন দুমুখে আত্মীয়দের চেয়েও উত্তম।
  18. জীবনের একটি দিন শেষ হওয়া মানে মৃত্যুর দিকে এক থাপ এগিয়ে যাওয়া।
  19. ভাগ্য মানুষের হাতেও থাকে। সঠিক রাস্তায় পরিশ্রম করো। তোমার ভাগ্য বদলে যাবে।
  20. শত্রুকে এত কষ্ট দিও না যে সে বন্ধু হলে তুমি লজ্জিত হবে। আবার বন্ধুকে এতটাও গভীর করোনা যে সে শত্রু হয়ে গেলে তোমার ক্ষতি করতে পারবে।

জীবন নিয়ে ক্যাপশন - কালো নিয়ে ক্যাপশন

জীবন অনেক কঠিন। জীবন চলার পথে অনেক কিছু সম্মুখীন হতে হয়। চলুন এবার আমরা জীবন নিয়ে কিছু ক্যাপশন জেনে নেই
  1. স্বাধীন মানুষের জন্য পৃথিবী এক নরক আর শুধুমাত্র পরাধীনেরাই এই নরকে সুখী হতে পারে।
  2. মানুষের চোখের নিচে শুকিয়ে যাওয়া কান্নার কালিতে কবিরা পৃথিবীর প্রেমের গান লেখে।
  3. কেউ ভালোবেসে ফেললে ভয়ে ভয়ে থাকি এই সেই মানুষ যে আমাকে একসময় ঘৃণা করবে সবচেয়ে বেশী।
  4. প্রিয়জনের মৃত্যুর পরেই মানুষ মৃত্যুর গভীর শোকটা ভালো মতো টের পায় অথচ সব প্রাণকে প্রিয়জন ভেবে এই শোক যদি আগে টের পেতো তাহলে অপমৃত্যুহীন বাসযোগ্য পৃথিবী গড়তে পারতো মানুষ।
  5. অন্যের ভালো সহ্য হচ্ছে না মানে তুমি ভালো নেই।
  6. ঈর্ষা মূলত নিজের শক্তি সম্পর্কে অসচেতনতা। যাকে ঈর্ষা করা হচ্ছে তার সাথে এর কোনো সম্পর্ক নেই।
  7. অজস্র মুহূর্ত মিলে একটা জীবন অথচ সমস্ত জীবন দাঁড়িয়ে থাকে এক মুহুর্তের উপর।
  8. যে মরে গেছে তার চেয়ে করুণ যে মরার ভয় নিয়ে বেঁচে আছে।
  9. এমন করুণ পৃথিবীর জন্য অন্যের দোষ না খুঁজে যে নিজের দোষ খুঁজে বের করতে পেরেছে সে-ই শুধু পৃথিবীকে ভালোবেসেছে।
  10. সে-ই তো মানুষ যে এমনকি তার শত্রুর বিপদেও আনন্দ পায় না।
  11. যে পৃথিবীকে বাসযোগ্য করতে সবার এত অনীহা সে পৃথিবীতে সমস্ত হত্যাই শেষমেশ আত্মহত্যা।
  12. সবসময় সুন্দর হয়ে উঠতে চাচ্ছো মানে নিশ্চয় অসুন্দর কিছুকে লুকানোর চেষ্টা করছো।
  13. সভ্যতা কতটা এগিয়েছে তা জানা উপায় তার আবিষ্কৃত অত্যাধুনিক মারণাস্ত্রে কত বেশী মানুষের মৃত্যু হচ্ছে।
  14. কেউ যদি আমাকে ঘৃণা করে তার অর্থহীন জীবনকে অর্থময় করে তুলতে চায়,করুক না।

আহারে জীবন লিরিক্স - পৃথিবীর সেরা উক্তি

চিরকুট ব্যান্ডের একটি গানের নাম হচ্ছে আহারে জীবন। আহারে জীবন গানের লাইনগুলো হচ্ছে
কার্নিশে ভুল, অবেলা বকুল
থাকো ছুঁয়ে একুল ওকুল
থাকো ছুঁয়ে, শহুরে বাতাস
ছুঁয়ে থাকো নিয়ন আকাশ
আবছায়া চলে যায় হিজলের দিন
অভিমান জমে জমে আমি ব্যথাহীন।।

আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন।

আহা পারতাম, যদি পারতাম
আঙুলগুলো ছুঁয়ে থাকতাম
বিষাদেরই জাল টালমাটাল
এ কোন দেয়াল, এ কোন আড়াল
ছাই হয় গোধূলি কারে যে বলি
এ কোন শ্রাবণ আজ বয়ে চলি।

আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন।

আহা সংশয়, যা হবার হয়
বোঝেনা হৃদয় কত অপচয়
কংক্রিট মন, মিছে আলাপন
বিসর্জনে ক্লান্ত ভীষণ
মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ
ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলের নিনাদ।

আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন

জীবনের কিছু বাস্তব কথা স্ট্যাটাস - বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস

বড় হওয়ার সাথে সাথে বাস্তবতা বুঝে আসে। বাস্তবতা অনেক কঠিন। চলুন এবার বাস্তবতা নিয়ে কিছু স্ট্যাটাস জানি
  1. মানুষের মস্তিষ্ক এই পৃথিবীকে নরক বানিয়েছে যতটুক স্বর্গ অবশিষ্ট আছে তা হৃদয়ের কারণে।
  2. একটা ভুলকে সত্য বানাতে গেলে সেটা সত্য হয় না। উল্টো আরও অনেক সত্যকে মিথ্যে হতে হয়।
  3. ব্যর্থ মানুষদের বাদ দিয়ে পৃথিবীর কোন কিছু পরিকল্পনা করা যতটা কঠিন। তার চেয়ে অনেক সহজ কাজ হলো – কাউকে ব্যর্থ হতে না দেয়া।
  4. রেসের ময়দানে আমি এক নিখোঁজ ঘোড়া।
  5. এই পৃথিবীতে আমি কেবল একজনই। আমার কোন অনুলিপি নেই। আমার মৃত্যুর পর আমাকে আবার সংস্কার করা হবে না। আমার ভেতরে যা কিছু আছে , আমি বলে না গেলে, এই পৃথিবী কখনো জানতে পারবে না।
  6. একজনের শূন্যস্থান কখনো অন্যজন পূরণ করতে পারেনা।
  7. শূন্যস্থানে নিচে (…..) যেমন দাগ থাকে অন্তরে ও থাকে।
  8. আমি যতবারই কোনো মানুষকে তার প্রাপ্য মর্যাদার চাইতে বেশি সম্মান করেছি, ততবারই সে আমাকে ঠিক ততটুকু অমর্যাদা করেছে।
  9. আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে,পাপের বন্ধনে থাকা সরল মানুষ
  10. কারো একটা মিথ্যা কথা তার আগের সকল সত্যকে প্রশ্নবিদ্ধ করে! কিন্তু একটা সত্য কথা, তার আগের মিথ্যাগুলোকে প্রশ্নবিদ্ধ তো করেই না, উল্টো সেই সত্যকে লোকে সন্দেহ করে বসে...!
  11. আমি লাটিম ঘোরানোর বয়সে ঘুরিয়েছি আমায়,আমি ঘুড়ি ওড়ানোর বয়সে উড়িয়েছি আমায়।
  12. কেউ তোমাকে অযোগ্য মনে করে, এর মানে এমনও হতে পারে -লোকটি তোমাকে বোঝার জন্য যোগ্য হয়ে উঠেনি।
  13. জন্মের আজান আদায় হয় জানাযায়। যেন জন্মের ঋণ শোধ হলো মৃত্যুতে।
  14. এত সামান্য বাতাসে ঝরে পড়ে গেলে ! কীভাবে দাঁড়াবে কাল-বৈশাখে।
  15. একা মানুষের কোন পিছুটান থাকে না, কথাটা আসলে ঠিক না। জীবনের প্রতি ভালোবাসা হলো সব চাইতে বড়ো পিছুটান।
  16. পৃথিবীতে যেখানে সুখ আছে, সেখানে নিষেধ আছে। একটা সুখ মানে একটা নিষেধ অমান্য করার ফল।
  17. মানসিক রোগের অনেক গুলো স্তর আছে। সব চেয়ে খারাপ স্তর হলো,অপরাধ করার পর অপরাধবোধ কাজ না করা !
  18. যখন নিজের সব কিছুতে অন্যরা মিশে থাকে,তখন বেঁচে থাকতে হয় নিজেকে ছাড়া।

সাদামাটা জীবন নিয়ে উক্তি

মানুষের জীবন যত সাদামাটা হবে সে ততই সুখে থাকবে। বিলাসিতার মধ্যে সুখ নাই। চলুন এবার সাদামাটা জীবন নিয়ে কিছু উক্তি জানি
  1. ব্যর্থ মানুষদের বাদ দিয়ে পৃথিবীর কোন কিছু পরিকল্পনা করা যতটা কঠিন, তার চেয়ে অনেক সহজ কাজ হলো – কাউকে ব্যর্থ হতে না দেয়া।
  2. কারো উৎসাহে আত্মতুষ্টিতে ভোগার অর্থ হলো কারো নিরুৎসাহে আপনি আবার ভেঙ্গে পড়বেন। পাশ্ববর্তী চরিত্রদের এত গুরুত্ব দেবার কিছু নেই।
  3. নষ্ট করো না আমাকে, নষ্টরা কষ্ট পায়। কষ্টরা আবার নষ্ট করবে তোমাকে।
  4. পৃথিবীতে টাকা রোজগার করতে গিয়ে মূর্খ ও বেকুবদের সাথে দিনরাত গা ঘেঁষাঘেঁষি করে মনের শান্তি ও সমতা নষ্ট হয়ে যায়।
  5. মস্তিষ্কের বামদিকে প্রিফ্রন্টাল কর্টেক্সে সুখ এবং দুঃখ এক সাথে থাকে। আমরাই বরং এদের আলাদা করে দেখি।
  6. যে সূর্য ডুবে গেছে, আগামীকাল সে আবার উঠবে। শুধু থেকে যাবে আজ রাতের অন্ধকার।
  7. একজন ভুল মানুষ চলে যাবার অর্থ হলো, সঠিক মানুষটি আসার পথ তৈরী হয়েছে!
  8. এখনও ফুরিয়ে যাইনি, কালের প্রবাহে হৃদয়ে বুদবুদ করে সাগরের ঢেউ। আমাদের দেখা হবে পুনর্জন্মে, দেখা না হবার মতো করে।
  9. মানুষ যখন দূরে চলে যায় ,মানুষ অর্ধেক কষ্ট পায় পুরনো দিনের স্মৃতি থেকে; বাকি অর্ধেক কষ্ট হলো অধিকার হারানোর কষ্ট। তৃতীয় কোন কষ্ট নেই।
  10. মানুষের চোখ যদি কথা বলে,তাহলে চোখের কালি হলো সেই কথার সারাংশ।
  11. আমি তোমাদের বলেছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে।
  12. পৃথিবীতে কোন মানুষই আসলে হারায় না। কোথাও না কোথাও ঠিকই তো আছে। শুধু এক সময় আর খুঁজে পাওয়া যায় না !!
  13. আলোই জীবনের সার্থকতা না। সার্থক জীবন অন্ধকারেও হয় !
  14. আমাকে অবিশ্বাস করার অনেক কারণ আছে। যখন সত্য বলি,আংশিক আড়াল করি। যখন মিথ্যা বলি,আংশিক সত্য বলি।
  15. তোমার বন্ধু কিংবা নিকট আত্মীয়, যে হয়ত চায় তুমি ভালো থাকো। কিন্তু সে এটা চায় না , তুমি তার চেয়ে বেশি ভালো থাকো। মানুষের সাধারণ মনের প্রবৃত্তি এভাবে কাজ করে।
  16. জীবনের দামে বেঁচে দেয়া গান,আমার গানের শহর আমাকে ছাড়া,বিদায় বেলায় আমাকে দেয়,উত্তাল সমুদ্র রাতে বাচাঁর অভিশাপ।
  17. ঘৃনা করলে আত্মার ক্ষয় হয়, ভালোবাসলে বাড়ে।আমি তোমাকে ঘৃণা করতে ভালোবাসি!
  18. আমি যে মানুষটা হতে চাই সেই মানুষটা কিন্তু আমি না। সেটা আমার ইচ্ছে। আমি নিজের ইচ্ছায় জন্ম নেই নি। নিজের ইচ্ছায় মরণও হবে না। শুধু বেঁচে থাকতে চাই নিজের ইচ্ছায়।

এলোমেলো জীবন নিয়ে উক্তি - জীবন নিয়ে উক্তি

অনেক সময় অনেক কারণে মানুষের জীবনে এলোমেলো হয়ে যায়। কোন কিছু ভাল লাগেনা। চলুন এবার এলোমেলো জীবন নিয়ে কিছু ক্যাপশন জানি
  1. কেউ যদি আমাকে ঘৃণা করে তার অর্থহীন জীবনকে অর্থময় করে তুলতে চায়, করুক না।
  2.  এই আলো ধরে রাখো কুঠুরী,আমাকে আর খুঁজো না।
  3. কেনো ভেবে ভেবে ভয় পাচ্ছো কাল তোমার কি হবে! মানুষ যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে।
  4. আমার ঠোঁটে ঢেলে দাও তোমার ঠোঁটের হাজার বছরের নিঃসঙ্গতা।
  5. সবাই আমাকে ছেড়ে গেলেও আমি নিজেকে ছেড়ে যাবো না।
  6. ভালোবাসো - না হয় দূরে চলে যাও,ঘৃণার জন্য জীবন খুবই ছোটো।
  7. আমি চলে গেলেও পৃথিবী থামবে না একবার,যত সময় বেঁচে আছি তাই কেনো থামবো আর!
  8. নরক হলো লেনদেন,যেখানে সবাই সবার সাথে আগুন বিনিময় করে বেঁচে থাকে।
  9. পৃথিবী অনেক আগেই মরে গেছে, আর তুমি মৃত বলেই তা দেখতে পারছো না।
  10. সব যেহেতু সাজানো সেহেতু খোলা চোখে আর কিছুই দেখা যায় না,দেখতে হয় চোখ বন্ধ করে,তবু এ অন্ধত্ব নয়, বরং ভেতরের চোখ খুলে যাওয়া।
  11. নিজেকে ভুলে যেওনা,কেউ না কেউ তোমাকে মনে রাখবেই।
  12. আমি তোমার প্রেম চাই না,তোমার হৃদয়ে প্রেম ফেরাতে চাই।
  13. কোনো জায়গা নিয়ে মধুর স্মৃতি ধরে রাখতে হলে,জানতে হবে সেই জায়গা কখন ত্যাগ করতে হবে।
  14. কেউ যদি তোমাকে লক্ষ্যচ্যুত করতে পারে,তবে বুঝে নিতে হবে,সে তোমার চেয়ে তোমার লক্ষ্যকে ভালোমতো চেনে।
  15. নীরবতা মানে নিজের সাথে কথা বলা।

আজকের দিনে কোন উক্তি ভালো

আজকের দিনের কিছু সেরা সেরা স্ট্যাটাস ক্যাপশন এবং উক্তি জানুন
  1. সবাইকে নিয়ে একা থাকাটা অনেক বেশি কষ্টের সবাইকে ছাড়া একা থাকার চাইতে।
  2. কে দেবে মুক্তি, কে দেবে শান্তি? সমুদ্র আমাদের ছিল না।
  3. আমার দায়বদ্ধতা আমাকে মুক্ত করে পাপ থেকে। কিন্তু আমার পাপ বন্দী করে আমাকে; নানান লোভনীয় কায়দায়।
  4. কেমন আছো কোথায়, মনে কি রবে নেশা লাগে ঠোঁটে, নিশানা চোখে। 
  5. অনেক দূরে যেতে চাও? আলোর মতো হালকা হও। 
  6. আমার একমাত্র আনন্দ হয় তখনই, যখন টের পাই সব চেনাজানা মানুষ থেকে অনেক দূরে আছি।
  7. সবচেয়ে বেশী আনন্দ,নিজের কাঁধে নিজে ভর করে দাঁড়ানো।
  8. যেটুকু পাইবার মতো পাওয়া সেটুকু পাইয়াই যেন সুখী হইতে পারি। তার চেয়ে বেশি যতটুকুই পাওয়া যায় তার অনেক ভার, অনেক দুঃখ।
  9. বৃহৎ আনন্দ থেকে সংক্ষিপ্ত সুখ উত্তম। কেননা উভয়ই তার সমপরিমাণ দুঃখ ফিরিয়ে দেবে।
  10. যে শোসিত হওয়ার যোগ্য,শুধুমাত্র তাকেই শোসন করা যায়।

অনুপ্রেরণামূলক ছোট উক্তি

মানুষের জীবনে অনুপ্রেরণা দরকার হয়। অনুপ্রেরণা মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। চলুন এবার অনুপ্রেরণা নিয়ে কিছু উক্তি জানি
  1. একটা বিশাল পাহাড় যদি ভেঙ্গে গিয়ে একটা পিঁপড়ার উপরে গিয়ে পড়ে তখন পিঁপড়াটা সেটাকে একটা ছোট পাথরই মনে করবে কেননা এর চাইতে বেশি আঘাত সহ্য করার ক্ষমতা তার নেই।
  2. একটা গাছের ঠিক ভাবে বেড়ে উঠার জন্য মাঝে মাঝে আগাছা কেটে ফেলতে হয়। যত বড় গাছ তত বেশি আগাছা। মানুষের ক্ষেত্রেও তাই। মানুষের আগাছা হলো অহংকার।
  3. নিজেকে ভালোবাসো, ভালো না বাসার জন্য অন্যরা তো আছেই।
  4. দূরের কোনো জিনিস কাছ থেকে দেখলে সেটা আরো দূরের মনে হয়, কাছের কোনো জিনিস দূর থেকে দেখলে সেটা আরো কাছের মনে হয়।
  5. মানুষ সামাজিক জীব না, মানুষ ব্যক্তিগত জীব। টেলিভিশনে একশ মানুষের মৃত্যুর খবর থেকে ব্যক্তিগত একশ ডিগ্রী জ্বর মানুষকে অধিক বেশি ভাবায়।
  6. আমার ভেতরে আমি সবাইকে খুঁজে পাই, কিন্তু সবার ভেতরে আমি আমাকে খুঁজে পাই না।
  7. নিজেকে যে ভালোবাসতে জানে, অন্যের ভালোবাসা না পেলেও তার প্রেমের অভাব হয় না।
  8. যে তোমাকে টেনে নিচে নামানোর চেষ্টা করছে, সে ইতিমধ্যে নিচে-ই আছে।
  9. রাস্তা না চিনলে জীবন অহেতুক ভ্রমণ ছাড়া আর কিছুই নয়। আর সে-ই চেনে না রাস্তা, যে অন্যের কাছে জানতে চায়, "আমার পথটা কোনদিকে"। নিজের জীবনের রাস্তা এমন, যা শুধুমাত্র নিজেই খুঁজে পাওয়া যায়।
  10. নিজেকে হারানোর বিনিময়ে কোনোকিছু পেতেই রাজী নই।
  11. কারো উৎসাহে আত্মতুষ্টিতে ভোগার অর্থ হল কারো নিরুৎসাহে আপনি আবার ভেঙ্গে পরবেন। পাশ্ববর্তী চরিত্রদের এত গুরুত্ব দেবার কিছু নেই।
  12. আমি ছাড়া আমার কোনো বন্ধু অথবা শত্রু নেই।
  13. মৃত্যু ভয় দেখায় না, বাঁচার মতো বাঁচতে শেখায়।
  14. মাথার উপর ছাদ খুঁজতে গিয়ে আকাশ হারানো এক প্রজাতি হলো মানুষ।
  15. জীবনে দুটি দুঃখ আছে। একটি হল তোমার ইচ্ছা অপুর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পুর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা।

শেষ কথা

পোস্টের সৌন্দর্য বৃদ্ধি করতে এবং ফেসবুকে পোস্ট করার জন্য আমাদের প্রতিদিন ক্যাপশন এবং স্ট্যাটাসের প্রয়োজন হয়। আপনি উপরে অনুপ্রেরণামূলক ছোট উক্তি, আজকের দিনে কোন উক্তি ভালো এবং জীবন নিয়ে ক্যাপশন এসব সবকিছুই সম্পর্কে পোস্ট এবং ক্যাপশন পাবেন।

আমার এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনদের মাঝে শেয়ার করুন যাতে করে তারাও ফেসবুকে পোস্ট করার জন্য এবং ছবি পোস্ট করার জন্য ক্যাপশন খুঁজে পাই।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url