ছেলেদের মেয়েদের ঠোঁটের কালো দাগ দূর করার উপায় ও ক্রিমের নাম

প্রিয় পাঠক আপনি কি ঠোঁটের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন,তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে ঠোটের কালো দাগ দূর করার উপায় এবং ছেলেদের ঠোঁটের কালো দাগ দূর করার উপায় ও ঠোঁট গোলাপি করার উপায় সম্পর্কে আলোচনা করব। আপনি পোস্টটি পড়তে থাকুন তাহলে সবকিছু জানতে পারবেন।
ঠোঁটের কালো দাগ দূর করার উপায়
এছাড়াও আপনি পোষ্টের মধ্যে পাবেন মেয়েদের ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম,ঠোঁটের সিগারেটের কালো দাগ দূর করার উপায়,ঠোটের কালো দাগ কেন হয় এসব সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।

ভূমিকা

মুখ মন্ডলের কয়েকটি অংশের মধ্যে একটি হচ্ছে ঠোঁট। ঠোঁট কালো হওয়ার কারণে অনেকের চেহারা খারাপ দেখায়। আবার অনেকে অনেক রকমের রকমের ধারণা করে যেমন নেশাখোর জাতীয়। ঠোঁটকে গোলাপি করা অত্যন্ত জরুরী তাহলে আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি হবে। এই পোষ্টের মধ্যে ঠোঁটের কালো দাগ কিভাবে দূর করা যায় সেই সম্পর্কে সবকিছু বিস্তারিত আলোচনা করা হবে।

ঠোঁটের কালো দাগ দূর করার উপায়

ঠোঁটের কালো দাগ দূর করার অনেকগুলো উপায় আছে। আপনি সেই উপায় গুলো অনুসরণ করলে খুব সহজেই আপনার ঠোঁটের কালো দাগ দূর করে ফেলতে পারবেন। চলুন এবার সেই উপায় গুলো জানি-
  • লেবুর রস এবং মধু একসাথে মিশিয়ে আপনার ঠোটের উপরে রাত্রে দিয়ে ঘুমাবেন। এভাবে নিয়মিত ব্যবহার করলে খুব তাড়াতাড়ি আপনার ঠোঁট থেকে কালো দাগ দূর হয়ে যাবে।
  • এলোভেরা জেল এবং নারিকেল রস একসাথে করে ঠোঁটের উপরে নিয়মিত ব্যবহার করবেন তাহলে আপনার ঠোঁটের স্বাভাবিক রং ফিরে আসবে।
  • দুধের সর এবং ডালিমের বীচের গুড়া একসাথে করে ঠোঁটে হালকা ভাবে ঘষুন। এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনার ঠোঁটে গোলাপি ভাব আসবে।
  • পুদিনা পাতা অত্যন্ত জরুরি একটু উপাদান পুদিনা পাতাও আপনার ঠোঁটের কালো দাগ দূর করতে পারবে। এক্ষেত্রে আপনি পুদিনা পাতার রস ঠোটে নিয়মিত মালিশ করবেন।
  • নারিকেল তেল এবং অলিভ অয়েল একসাথে করে ঠোঁটে ব্যবহার করতে পারেন। এর আগে আপনি বরফ দিয়ে ঠোঁটকে ভালোভাবে কিছু সময় ঘষে নিন তারপরে এই দুইটি তেল একসাথে করে ব্যবহার করবেন।
  • চিনি এবং অলিভ অয়েল একসাথে করে প্রতিদিন ঠোটের উপরে ব্যবহার করবেন তাহলে আপনার ঠোঁটে যে ন্যাচারাল কালার রয়েছে সে কালার ফিরে আসবে।
  • আপনি যদি বাইরে ঠোঁটে লিপিস্টিক দিয়ে যান তাহলে বাসায় ফিরে লিপিস্টিক তুলে হালকা অলিভ অয়েল তেল বা বাদামের তেল দিয়ে ঠোঁটে ভালোভাবে মালিশ করুন। তাহলে আপনার ঠোঁটের কালো ভাব দূর হয়ে যাবে।
  • গাজরের রস এবং জাফরান একসাথে মিক্স করে তা ঠোঁটে আলতো আলতো ভাবে মালিশ করবেন। এতে করে আপনার ঠোঁটের আদ্রতা ভাব ফিরে আসবে এবং সুন্দর একটি কালার আসবে।
  • কমলার খোসা অথবা কমলার খোসা গুঁড়ো করে গোলাপজল এবং সেগুলো একসাথে মিক্স করে ঠোঁটে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যাবে।
  • শসার রস নিয়মিত ঠোঁটে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনার ঠোঁট থেকে যে কালো ভাব গুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। এক্ষেত্রে আপনি প্রতিদিন দশ মিনিট করে শসার রস ব্যবহার করবেন।
  • টমেটো পেস্ট এবং নারিকেল তেল একসাথে করেও আপনি ঠোঁটের কালো ভাব দূর করার জন্য ব্যবহার করতে পারবেন। এটাও আপনাকে সুন্দর ফলাফল দিবে।
  • সবচেয়ে সেরা উপায় হচ্ছে দুধের মধ্যে কয়েকটি গোলাপের পাপড়ি ভিজিয়ে দিবেন তারপরে সেই পাপড়ি তুলে ভালোভাবে পেস্ট বানিয়ে মধু এবং সেসব পাপড়ি একসাথে মিক্স করে ঠোঁটে ব্যবহার করবেন। এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনার ঠোঁট খুব তাড়াতাড়ি কালো ভাব দূর হয়ে সুন্দর একটি কালার আসবে।
  • রাতে ঘুমানোর আগে ব্রাশ করা উচিত। আপনি ব্রাশ করার পূর্বে কিছু পেস্ট ঠোঁটে ব্যবহার করুন এবং হালকা ভাবে ঘষাঘষি করুন তাহলে আপনার ঠোঁট থেকে কালো দাগ দূর হয়ে যাবে।
  • লেবুর রস এবং বাদামের তেল একসাথে মিক্স করে ব্যবহার করার ফলেও আপনার ঠোঁট থেকে কালো দাগ দূর হয়ে যাবে।
  • আপনি শুধু নিয়মিত মধু ঠোঁটে মালিশ করার মাধ্যমেও ঠোঁটকে সুন্দর করে তুলতে পারবেন।
  • হলুদ এবং দুধ একসাথে করেও ব্যবহার করতে পারবেন। এর ফলেও আপনার ঠোঁটের কালো ভাব দূর হয়ে যাবে।
আপনি এসব উপায়গুলো অনুসরণ করলে খুব তাড়াতাড়ি আপনার ঠোঁট থেকে কালো ভাব দূর হয়ে যাবে এবং ঠোঁটের সুন্দর ফিরে আসবে।

ছেলেদের ঠোঁটের কালো দাগ দূর করার উপায়

ছেলেদের ঠোঁট কালো বেশি হয়ে থাকে। ছেলেরা অনেক ক্ষেত্রে বাইরে কাজ করে সেভাবে ঠোঁটে যত্ন নেয়া হয় না এজন্য কালো ভাব সৃষ্টি হয়। চলুন এবার কোন ছেলে তার ঠোঁটের কালো ভাব কিভাবে দূর করবে সেসব উপায় জানি
  • লেবুর রস এবং গ্লিসারিন একসাথে করে ঠোঁটে ব্যবহার করার ফলেও ঠোঁটের কালো ভাব দূর হয়ে যাবে।
  • মধু,চিনি আর বাদামের তেল একসাথে করে একটি পেস্ট বানিয়ে নিন তারপর এটা ঠোঁটের উপরে ব্যবহার করুন তাহলে আপনার ঠোঁটের উজ্জ্বলতা বৃদ্ধি হবে এবং ঠোঁট নরম হবে।
  • টক দই ব্যবহার করার মাধ্যমেও ঠোঁটের কালো ভাব দূর করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রতিদিন দুইবার ব্যবহার করতে হবে তাহলে আপনার ঠোঁট থেকে কালো ভাব দূর হয়ে যাবে।
  • মধু ব্যবহার করার মাধ্যমেও একটি ঠোঁটের কালো ভাব দূর করতে পারবে। এই উপায় সবচেয়ে সহজ এবং কার্যকারী। আঙ্গুলের আগায় কিছু পরিমাণ মধু নিয়ে ঠোঁটে ঘষা মজা করুন তাহলে আপনার ঠোঁটের কালো ভাব দূর হয়ে যাবে।
  • বীটরুটের রস ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে এজন্য আপনি বীটরুটের রস প্রতিদিন ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনার ঠোঁটের কালো ভাব চলে যাবে।
  • দিনের মধ্যে এক থেকে দুইবার চেষ্টা করবেন ঠোঁটে টমেটোর পেস্ট বা টমেটো রস ব্যবহার করার।  টমেটো রস ঠোঁটের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং কালো ভাব দূর করবে।
  • বাজারে কিছু ক্রিমও পাওয়া যায় সেসব ক্রিম ব্যবহার করাও ফলেও ঠোঁটের কালো দাগ দূর হয়ে যাবে।

কোন ছেলে এসব উপায় গুলো অনুসরণ করলে খুব সহজে তার ঠোঁট থেকে কালো দাগ দূর হয়ে যাবে। এছাড়া উপরে ঠোঁটের কালো দাগ দূর করার উপায় বলা হয়েছে সেগুলো অনুসরণ করলেও ছেলেদের ঠোঁটের কালো দাগ দূর হয়ে যাবে।

মেয়েদের ঠোঁটের কালো দাগ দূর করার ক্রিম

বর্তমানে অনেক ক্রিম পাওয়া যায় যেগুলো ব্যবহার করার ফলে খুব সহজেই মেয়েদের ঠোঁটের কালো দাগ দূর হয়ে যায় এবং ক্রিম গুলো খুব দ্রুত কাজ করে।চলুন এবার ক্রিম গুলোর নাম জেনে নেই
  • scru cream এই ক্রিম ব্যবহার করার ফলেও আপনার ঠোঁটের কালো ভাব এবং ফাটা ভাব খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। এই ক্রিম কেনার আগে অবশ্যই Virant glamer এই ব্র্যান্ডের নিবেন তাছাড়া আপনি প্রতারিত হবেন।
  • Lip Sleeping Mask 20 gm (Berry) এই ক্রিমও বেশ কার্যকারী। এই ক্রিম ব্যবহার করার ফলেও আপনি ভালো ফলাফল পাবেন এবং মেয়েদের ঠোঁটের কালো ভাব খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে।
  • Product details of Biotique BIO BERRY PLUMPING LIP BALM (12g) আপনি চাইলে এই ক্রিম ব্যবহার করতে পারেন। এই ক্রিম আপনার ঠোটের কালো দাগ দূর করতে সাহায্য করবে।
  • LAIKOU Sakura Lip Mask 8 gm আপনি কসমেটিকের দোকানে এই ক্রীমও পাবেন। এই ক্রিম ব্যবহার করার ফলেও আপনার ঠোঁট থেকে কালো ভাব চলে যাবে।
  • MELAO Lip Sleeping Mask 20g এই ক্রিম ঠোটের শুষ্কতা এবং কালো ভাব দূর করতে বেশ কার্যকরী।
  • herish Herbal Lip Scrub soft and pinkish lips এই ক্রিম আপনি দারাজে অর্ডার করলে পেয়ে যাবেন। এই ক্রিমের ফলাফল ও খুব ভালো।
  • Bioaqua Pink Cherry Cream - 30gm এই ক্রিম আপনিও দারাজে পাবেন। এই ক্রিম ব্যবহার করার ফলেও মেয়েদের ঠোঁটের যেসব কালো ভাব থাকে সে ভাবগুলো দূর হয়ে যাবে।
  • Laikou 18g strawberry lip mask আপনি দারাজ থেকে এই লিফ মাস্ক কিনে ব্যবহার করার ফলেও আপনার ঠোঁট থেকে কালো ভাব দূর হবে এবং গোলাপি ভাব ফিরে আসবে ও ঠোঁট নরম হবে।
  • NIVEA আপনি এই ব্যান্ডের একটি ক্রিম পাবেন। সেই ক্রিম ব্যবহার করলেও আপনার ঠোঁটের কালো ভাব দূর হয়ে যাবে।
আপনি বাজারে ঠোঁটের কালো দাগ দূর করার জন্য এসব ক্রিম পাবেন। ক্রিম ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই নিয়ম মেনে ক্রিম ব্যবহার করবেন তাছাড়া অতিরিক্ত ব্যবহার করার ফলে আপনার ঠোঁটের কালো ভাব আরো বেড়ে যাবে অথবা ঠোঁট পুড়ে যেতে পারে। তাই অবশ্যই ক্রিম ব্যবহার করার আগে সাবধানতা অবলম্বন করে ক্রিম ব্যবহার করবেন।

ঠোঁটের সিগারেটের কালো দাগ দূর করার উপায়

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ধূমপান করা একটি বদ অভ্যাস। অনেক ছেলেদের এবং মেয়েদের দেখা যায় ধূমপান করার কারণে ঠোঁটে কালো দাগ হয়। চলুন এবার আপনার ঠোঁটের ধূমপান করার কারণে যে কালো দাগ হয় সে দাগ কিভাবে দূর করবেন সেসব উপায় জানি-
  • ধূমপানের কালো দাগ দূর করার জন্য সবচেয়ে প্রথম শর্ত হচ্ছে ধূমপান করা বাদ দিতে হবে তাছাড়া আপনি উপায়গুলো ব্যবহার পরেও যদি ধূমপান নিয়মিত করতে থাকেন তাহলে আপনার ঠোঁট থেকে কালো দাগ দূর হবে না।
  • লেবু এবং চিনি একসাথে করে প্রতিদিন ব্যবহার করলেও ধূমপানের কারণে যে ঠোঁটের কালো দাগ হয় তা দূর হয়ে যাবে।
  • দুধের সর এবং গ্লিসারিন একসাথে করেও আপনার ঠোঁটে ব্যবহার করতে পারেন। তাহলে আপনার ঠোঁট থেকে ধূমপানের দাগ দূর হয়ে যাবে।
  • গোলাপের পাপড়ি এবং মধু একসাথে পেস্ট করেও আপনার ঠোঁটে ব্যবহার করবেন। তাহলে আপনার ঠোঁট থেকে ধূমপানের দাগ চিরতরে দূর হয়ে যাবে।
  • কমলালেবুর রস এবং কমলালেবুর খোসার গুঁড়ো একসাথে করে ঠোটের উপরে ব্যবহার করুন। আপনার ঠোঁট থেকে কালো ভাব দূর হয়ে যাবে।
  • আলুর রস অথবা আলু নিয়মিত ১৫ থেকে ২০ মিনিট আপনার ঠোঁটের উপরে দিয়ে রাখুন তাহলে আপনার ঠোঁট থেকে ধূমপানের দাগ চলে যাবে।
  • আপনি চাইলে শসার রস অথবা শসাও দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন। এই উপায়ও কার্যকারী একটি উপায়।
  • মধু এবং চিনি একসাথে করে অথবা শুধু মধু ঠোঁটের উপরে ঘষাঘষি করার মাধ্যমে ঠোঁট থেকে ধূমপানের দাগ দূর করা সম্ভব হয়।
  • নারিকেল তেল অথবা আমান্ড অয়েল এবং চিনি একসাথে করে ব্যবহার করার ফলেও ঠোঁট থেকে ধূমপানের কারণে যে দাগ হয় সে দাগ দূর করা সম্ভব হয়।
  • অ্যালোভেরা ঘষার মাধ্যমেও আপনি আপনার ঠোঁট থেকে কালো দাগ দূর করতে পারবেন। এক্ষেত্রে কয়েক ডানা চিনি নিয়ে নিবেন সাথে।

আপনি এসব উপায় অনুসরণ করলে আপনার ঠোঁট থেকে ধূমপানের কারণে যে দাগ হয় সে দাগ দূর করে ফেলতে পারবেন। একটা বিষয় লক্ষ্য রাখা জরুরী যে যতক্ষণ না আপনি ধূমপান বাদ দিবেন ততক্ষণ আপনার ঠোঁট থেকে কালো দাগ দূর হবে না। আপনি এসব উপায় অনুসরণ করলে কোন রকম কাজে দিবে না।

ঠোঁট গোলাপি করার উপায়

আমরা সবাই চাই যে আমাদের ঠোট গোলাপি হোক। ঠোঁট গোলাপি হলে দেখতে সুন্দর লাগে এবং চেহারার সৌন্দর্য বেড়ে যায়। চলুন এবার আমরা জানি কিভাবে ঠোঁটকে গোলাপী করা যায় সেই উপায়গুলো সম্পর্কে-
  • নিয়মিত বরফ কিউব ঠোঁট কিছু সময় ধরে ঘষবেন। এতে করে আপনার ঠোঁট গোলাপী খুব সহজে হব। যদি সম্ভব হয় তাহলে সাথে কয়েক দানা চিনি নিয়ে নিবেন তাহলে আরো ভালো ফলাফল দিবে।
  • দুধের সর কয়েক ফোটা নিয়ে গোলাপের পাপড়ি পেস্ট করবেন। তারপরে সেই পেস্ট ব্যবহার করবেন তাহলে আপনার ঠোঁট খুব তাড়াতাড়ি গোলাপী হয়ে যাবে।
  • কাঁচা হলুদ,মধু অথবা দুধ একসাথে করে একটা পেস্ট বানিয়ে তা ঠোঁটে ব্যবহার করার ফলে গোলাপি ভাব আসতে শুরু করে।
  • রাতে ঘুমানোর আগে নিয়মিত ঠোঁটে অলিভ অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন। নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করলে আপনার ঠোঁট গোলাপি হতে বাধ্য।
  • নারিকেল তেল যেমন ভাবে ঠোঁটের কালচে ভাব দূর করে তেমনি ভাবে নারিকেল তেল ঠোঁট গোলাপি করতে ভীষণ সাহায্য করে।
  • ডালিমের দানা পেস্ট করে ঠোঁটে ব্যবহার করার চেষ্টা করুন তাহলে আপনার ঠোঁট গোলাপি হবে অথবা ডালিমের বিচি গুড়া করে সে গুড়া এবং মধু একসাথে করেও ঠোটে ব্যবহার করতে পারবেন তাহলেও আপনার ঠোঁট গোলাপি হবে।
  • অ্যালোভেরা জেল এবং মধু একসাথে করেও পেস্ট বানিয়ে তা ঠোঁটে ব্যবহার করলেও ঠোঁট গোলাপি হয়। এই পদ্ধতি আপনার ঠোঁটের কালো ভাব দূর করতেও সাহায্য করবে।
  • সুন্দর ঠোঁট পাওয়ার জন্য প্রতিদিন পানি খাওয়ার নির্দিষ্ট একটা পরিমাণ রয়েছে সেই পরিমাণ পানি খাওয়ার চেষ্টা করুন।
  • ঠোট খুব পাতলা একটি অঙ্গ এজন্য সব সময় চেষ্টা করবেন ভেসলিন অথবা মশ্চারাইজার ক্রিম ব্যবহার করার। তাহলে আপনার ঠোঁট সুন্দর থাকবে।
আপনি এসব উপায় মেনে চললে আপনার ঠোঁট খুব তাড়াতাড়ি গোলাপি হবে এবং এতে করে আপনার ঠোঁটেও সৌন্দর্য বৃদ্ধি হবে।

ঠোঁটের কালো দাগ কেন হয়

আপনি যদি ঠোঁট কালো হওয়ার যে কারণগুলো রয়েছে সে কারণগুলো থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আপনার ঠোঁট সব সময় গোলাপি থাকবে। চলুন এবার আমরা জানি কি কি কারণে ঠোঁট কালো হয়-
  • আপনার শরীরে যদি ভিটামিনের অভাব হয় সেক্ষেত্রেও ঠোঁট কালো হয়ে যেতে পারে। বিশেষ করে ভিটামিন বি১২ এর অভাবে ঠোঁট কালো হয়।
  • শরীরে পানির ঘাটতি হলে অথবা দূষিত পানি পান করার ফলেও শরীর ঠোঁট কালো হয়ে যায়।
  • আপনার ঠোট কালো হওয়ার পাশাপাশি যদি ঠোঁট থেকে রক্ত বের হয় তাহলে খুব দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা নিয়েন কারণ এটি ক্যান্সারের লক্ষণ হয়ে থাকে।
  • অনেকের হরমোনের কারণে ঠোঁট কালো হয়ে থাকে এক্ষেত্রে কোনো রকম কিছু করার নাই এটা প্রাকৃতিকগত বিষয়।
  • ঠোঁট কালো হওয়ার পিছনে সবচেয়ে বড় উপাদান হচ্ছে ধূমপান করা। ধূমপান করার কারণে ঠোঁট প্রচুর পরিমাণে কালো হয়।
  • অনেকের এলার্জির কারণে ঠোঁট কালো হয়ে থাকে এক্ষেত্রে আপনার এলার্জি ভাল হওয়ার সাথে সাথে ঠোটের কালো ভাবো দূর হতে থাকবে।
  • অতিরিক্ত রোদে থাকার কারণেও ঠোঁট শুষ্ক হয়ে কালো হয়ে যেতে থাকে।
  • নিয়মিত ঠোঁটের যত্ন না নেওয়ার কারণে ঠোট কালো হয়ে যায় এবং ঠোঁট ফেটে যায়।
  • অতিরিক্ত সময় ঠোঁটে লিপিস্টিক অথবা মেকআপ দিয়ে রাখার কারণেও ঠোঁট কালো হয়ে যায়।
  • অনেকে আছে যারা নিজেরা ঠোঁট কামড়ায় চামড়া তুলে এই অভ্যাসের কারণেও ঠোঁট কালো হয়ে যায়।
  • ঠোঁটে কোন কিছু ব্যবহার করার ক্ষেত্রে অতিরিক্ত ব্যবহার করা থেকে বিরত থাকবেন। অতিরক্ত লিপস্টিক অথবা অতিরিক্ত কোন কিছু ব্যবহার করার ফলেও ঠোঁট কালো হয়।

আপনি এসব কারণ থেকে বেঁচে থাকতে পারলে আপনার ঠোঁট সব সময় সুন্দর থাকবে এবং কোনোভাবে কখনো কালো দাগ আসবে না এজন্য অবশ্যই নিজের ঠোঁটের প্রতি যত্নশীল হবেন।

ঠোঁটের কালো দাগ সম্পর্কে মানুষের প্রশ্নের উত্তর

১ প্রশ্ন ঠোটে লেবুর রস দিলে কি হয়?

উত্তর

ঠোটে লেবুর রস ব্যবহার করার ফলে খুব দ্রুত আপনার ঠোঁট থেকে কালো ভাব দূর হয়ে যাবে এবং ঠোঁট সুন্দর হবে। লেবুতে ভিটামিন সি থাকায় ঠোঁটকে নরম করতে এবং কোমল রাখতেও সাহায্য করবে। লেবুর রসের সাথে কয়েক দানা চিনি যোগ করবেন তাহলে আরো ভালো কাজ করবে।

২ প্রশ্ন প্রাকৃতিক উপায়ে ঠোঁট গোলাপি করার উপায়?

উত্তর

আপনি যদি প্রাকৃতিক উপায়ে ঠোঁট গোলাপি করতে চান সেক্ষেত্রে আপনি মধু,চিনি,লেবুর রস,কমলালেবুর খোসা,এলোভেরা,দুধ,গোলাপজল, চিনি,গোলাপের পাপড়ি এসব ব্যবহার করার ফলে খুব দ্রুত প্রাকৃতিকভাবে আপনার ঠোঁট গোলাপি হয়ে যাবে।

৩ প্রশ্ন ঠোঁট গোলাপি হওয়ার কারণ কি?

উত্তর

শরীরে মেলাটোনিন নামক প্রোটিন কম থাকলে ফর্সা দেখায় আর যাদের শরীরে মেলাটোনিন নামক কালো প্রোটিন বেশি তাদের দেখতে কালো দেখায়। ঠোট হচ্ছে বিচলনক্ষম অঙ্গ। ঠোঁটে রক্ত পরিবহনালি থাকে এজন্য যাদের মেলানিন এর অভাব তাদের ঠোঁট গোলাপী হয়।

৪ প্রশ্ন ঠোঁটের দুই পাশে কালো হয়ে যায় কেন?

উত্তর

টক্সিন নামক বিষাক্ত পদার্থের কারণে ঠোঁটের দুই পাশে কালো হয়ে থাকে। যখন এই উপাদান শরীর থেকে বের হতে পারে না তখন তার ঠোঁটের দুই পাশে এরকম হয়। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ পানি পান না করার কারণেও ঠোঁটের দুই পাশে কালো হয়ে থাকে।

শেষ কথা

যারা কোন কারনে ঠোঁট কালো করে ফেলেছেন অথবা কালো হয়ে গেছে তারা চেষ্টা করবেন যেসব উপায় দূর সুন্দর করার সেই উপায়গুলো অনুসরণ করে ঠোঁটকে গোলাপী এবং সুন্দর করে নিবেন। তাহলে আপনার চেহারা দেখতে আরো সুন্দর হবে।

আমার এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করুন। যাতে করে তারাও তাদের ঠোটের কালো ভাব দূর করতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url