কিভাবে অনলাইনে ব্যবসা করবো- ফেসবুকে অনলাইন ব্যবসা

প্রিয় পাঠক,আপনি কি অনলাইনে ব্যবসা করতে যাচ্ছেন এবং কিভাবে কি করবেন বুঝতে পারছেন না তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোস্টে অনলাইনে এ ব্যবসা করার উপায় এবং কিভাবে অনলাইনে ব্যবসা করবো সে সম্পর্কে যাবতীয় আলোচনা করব। আপনি ধৈর্য নিয়ে পোস্টটি পড়ুন আশা করি আপনি সহজ উপায় জানতে পারবেন।অনলাইনে এ ব্যবসা করার উপায়এছাড়াও আপনি জানতে পারবেন অনলাইনে কি কি ব্যবসা করা যায়,ব্যবসা করার নিয়ম,কোন ব্যবসায় কেমন লাভ,স্বল্প পুঁজিতে লাভজনক ব্যবসা,ফেসবুকে অনলাইন ব্যবসা কিভাবে করে,মেয়েদের অনলাইন ব্যবসা,অনলাইনে কাপড়ের ব্যবসা এবং যাবতীয় জিনিসের ব্যবসা কিভাবে করবে সে সম্পর্কে আমি তুলে ধরার চেষ্টা করব।তাই চলুন কথা না বাড়িয়ে পোস্ট এর দিকে আগানো যাক।

ভূমিকা

আমরা প্রায় সবাই স্মার্ট ফোন ব্যবহার করি এবং প্রায় সবাই অনলাইন ভিত্তিক যেসব প্ল্যাটফর্ম আছে সেসব ব্যবহার করে থাকি।আমরা চাইলে সেসব প্লাটফর্মগুলোকে কাজে লাগিয়ে ব্যবসা করতে পারি।বর্তমানে আমাদের সমাজে বেকারের হার বেশি। আপনি অনলাইনে এ ব্যবসা করার পদ্ধতি জেনে সেই মোতাবেক ব্যবসা করে নিজেকে স্বচ্ছল করতে পারবেন।অনলাইনে ব্যবসা করতে সেরকম বড় আকারের পুঁজি লাগে না।

অল্প কিছু পুঁজি এবং সময়কে কাজে লাগিয়ে চেষ্টা করলেই অনেক দূরে আগানো সম্ভব।আপনি অনেক মানুষকে পাবেন যারা অনলাইনে ব্যবসা করে নিজের একটা অবস্থান তৈরি করেছেন এবং ব্রান্ড হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।অনলাইনে ব্যবসায় লাভের পরিমাণ বেশি থাকে এবং অফলাইনে ব্যবসা করার মতো পরিশ্রম করা লাগে না।তাই নিজের হাতের ফোনকে কাজে লাগিয়ে আপনিও চাইলে অনলাইনে ব্যবসা করতে পারবেন।


অনলাইনে এ ব্যবসা করার পদ্ধতি আমি আপনাকে এই পোস্টে শিখিয়ে দিবো।আমি রাস্তা দেখাই দিবো আপনার কাজ শুধু সেই পথে পরিশ্রম করা।আশা করা যায় আপনি খুব তাড়াতাড়ি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন।তাই চলুন অনলাইনে এ ব্যবসা করার পদ্ধতি জেনে নেয়।

অনলাইনে ব্যবসা করার উপায়

দিনদিন দেশ এবং প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে মানুষের অনলাইনে কেনাকাটার উপরে আগ্রাহ বাড়ছে।ইদানীং মানুষ অনলাইনে ব্যবসা করার জন্য অতি আগ্রহী হচ্ছে এটার মূল কারণ মানুষের চাহিদা।অনেকেই অনলাইনে ব্যবসা করে কিন্তু সেভাবে ইনকাম করতে পারে না। এটার পিছনে মূল কারণ হচ্ছে মানুষ অনলাইনে এ ব্যবসা করার যেসব উপায় সমূহ রয়েছে সেসব সঠিক ভাবে জানে না।চলুন এবার আপনাকে সঠিক নিয়ম বলি।
  • নিজের একটা পেইজ থাকা লাগবে,এটা ছাড়া সম্ভব না।
  • আপনার প্রথম কাজ হচ্ছে আপনি ব্যবসা শুরু করার ১০/১৫ দিন আগে মানুষের পেইজ,ওয়েবসাইটে ঘুরাঘুরি করবেন।দেখবেন যে আসলে তারা কি করছে,কিভাবে পোস্ট করে।
  • মানুষের কোন সব জিনিসে চাহিদা বেশি সেই জিনিসগুলো টার্গেট করবেন।
  • কখনও আপনি শুধু একটা জিনিস নিয়ে ব্যবসা করবেন না,অনেক রকমের জিনিস নিয়ে ব্যবসা করবেন।আপনার কাছে যে সব জিনিস উপস্থিত থাকতে হবে বিষয় এমন না।আপনার কাছে যখন অর্ডার করা হবে আপনি তখন কিনে দিবেন।এতে করে আপনার সেল বাড়বে।
  • ফেসবুকে আপনি অনেক গ্রুপ পাবেন।সেসব গ্রুপে আপনি নিয়মিত ২/৩ টা পোস্ট করবেন।আপনি সেসব গ্রুপ থেকে অনেক কাস্টমার পাবেন।
  • সবসময় এটা মনে রাখবেন যে কাস্টমার অন্য কাস্টমারকে আনে।বিস্তারিত বলি আপনার জন্য অবশ্যক হচ্ছে আপনি কাস্টমারের সাথে অনেক ভালো ভাবে কথা বলবেন এবং অনেক ভদ্র ব্যবহার করবেন যাতে করে সে আপনার ব্যবহারে মুগ্ধ হয়।আর পণ্য অবশ্যই খাঁটি দিতে হবে।
  • কখনও নিজের পণ্যের উপরে শুরুতে ডিসকাউন্ট দিবেন না।এটা আপনার ব্যবসার উপরে খারাপ প্রভাব ফেলবে।
  • আপনি যে পণ্য নিয়ে কাজ করবেন সেটার ছবিগুলো সুন্দর হওয়া উচিত যাতে করে মানুষের চোখে বাঁধে।
  • একটা পোস্ট দিনের মধ্যে বারবার কখনই করবেন না।প্রতিদিন ২ বার পোস্ট করলেই হবে।
  • আপনি যেসব পণ্য নিয়ে কাজ করবেন সেসব একই রকমের যারা পণ্য নিয়ে কাজ করবে তাদেরকে নিয়মিত ফলো করবেন এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন।
  • আপনার পণ্যের প্যাকেজিং এর ক্ষেত্রে ভালো করে খেয়াল করবেন।প্যাকেজিং এতটা সুন্দর করার চেষ্টা করবেন যাতে কাস্টমারের মন খুশি হয়।
  • আপনার পণ্য যারা নিবে তাদের থেকে রিভিউ নিয়ে সেসব আপনার পেইজে পোস্ট করবেন।
  • সব সময় চেষ্টা করবেন নতুন নতুন পণ্য নিজের ব্যবসায় যুক্ত করা এতে করে কাস্টমার বেশি পাবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাল ছাড়া যাবে না।সেল না হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে।দেখবেন সেল খু্ব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে।

কিভাবে অনলাইনে ব্যবসা করবো

পৃথিবীতে কোন কাজ করার আগে এটা জানা জরুরি যে সেটা কিভাবে করতে হয়,তাছাড়া আপনি ভুল পথে চলে যাবেন।
  • আপনার পণ্য ভালো হতে হবে। পণ্যের মধ্যে কোন রকমের খুঁত থাকা চলবে না।
  • মার্কেটের বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে।চোখ কান খোলা রাখার দ্বারা উদ্দেশ্য হলো কখন কোন জিনিসের দাম কেমন হবে কখন কোন জিনিস বেশি বিক্রি হচ্ছে।
  • আপনার সার্ভিস সুন্দর হতে হবে।আপনি যার কাছে পণ্য পাঠাবেন তার কাছে যেন সুন্দর ভাবে পৌঁছে।
  • ডাকাত পরিমাণ লাভ করা থেকে বিরত থাকুন হঠাৎ আপনার নিদিষ্ট পরিমাণ একটা লাভ রাখুর।অতিরিক্ত লাভ করা থেকে বিরত থাকুন।
  • নিজের ব্যবসার উপরে সৎ থাকা।মানুষকে কখনও কোন ভাবে ঠকানোর চেষ্টা করা যাবে না।আপনি একজনকে ঠকালেন মানে ১০০ জন কাস্টমারকে হারালেন।এমনও হতে পারে যে আপনার ব্যবসা চিরতরে বন্ধ হয়ে গেছে।
  • ব্যবসা হালাল কাজ। এটাকে হারাম বানানোর চেষ্টা করবেন না অথ্যাৎ পণ্য বিক্রির ক্ষেত্রে মিথ্যা বলা থেকে বিরত থাকবেন।
  • অভিজ্ঞ এবং সৎ মানুষের সাথে পরামর্শ করবেন।
  • কোন পণ্য কিনলে আপনি নিজে গিয়ে দেখে শুনে কিনবেন মানুষের ভরসায় অন্য কিনবেন না।

ফেসবুকে অনলাইন ব্যবসা

অনলাইনে এ বিজনেস করার উপায় সমূহের মধ্যে একটি হচ্ছে ফেসবুকে ব্যবসা করা। অনলাইনে ব্যবসা করার জন্য সবচেয়ে বেশি ক্রেতা পাওয়া যাবে এমন একটা প্লাটফর্ম হচ্ছে ফেসবুক।আপনি খেয়াল করলে দেখবেন অধিকাংশ মানুষ যারা অনলাইনে ব্যবসা করে তাদের মূল পথ হচ্ছে ফেসবুকে ব্যবসা করা।
  • ফেসবুকে ব্যবসা করার জন্য আপনার নিজের একটা আইডি দরকার এবং সেখানে অনেক ফ্রেন্ড থাকা দরকার যাতে করে অনেক মানুষ দেখতে পাই।
  • একটা পেইজ খোলা।সেখানে নিয়মিত আপনি আপনার পণ্য নিয়ে পোস্ট করবেন।সম্ভব হলে পণ্য নিয়ে নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করবেন।এতে করে আপনার ২ টা উপকার,প্রথমত আপনার পণ্য সেল হবে দ্বিতীয়ত আপনার ফলোয়ার বাড়বে এবং ভিউ থেকে টাকা ইনকাম করতে পারবেন।
  • পোস্ট বুশট করতে পারেন।এতে করে অনেক মানুষের সামনে আপনার পোস্ট যাবে এবং ভালো সেল হবে।
  • ফেসবুকে অনেক ব্যবসার গ্রুপ আছে সেসবে পোস্ট করা।এতে করে আপনি ভালো পরিমাণে কাস্টমার পাবেন।
  • নিয়মিত নিজের পণ্যের ছবি স্টোরি দেওয়া।স্টোরিতে ভিউ বেশি হয়।সেখান থেকেও সেল হবে।
  • কোন মানুষ কোন পণ্যের খোঁজে পোস্ট করলে সেখানে কমেন্ট করা এবং উনাকে ইনবক্সে এ নক করে বিস্তারিত জানানো।
  • ব্যবসার গ্রুপে সব পোস্টে কমেন্ট করার চেষ্টা করবেন এতে করে আপনার পরিচিত বাড়বে।
  • আপনার পরিচিতি যত বেশি হবে আপনার বিক্রি তত বেশি হবে। এজন্য যেখানে যাবেন নিজের অন্যের মার্কেটিং নিজেই করবেন।
ফেসবুকে ব্যবসা করা সবচেয়ে সহজ।আপনি ঠিকমতো ফেসবুকে পরিশ্রম করলে অনেকদূর আগাতে পারবেন।

মেয়েদের অনলাইন ব্যবসা

বর্তমান সমাজে মেয়েরাও পিছিয়ে নিয়ে।এখন অধিকাংশ মেয়ে নিজে স্বাবলম্বী হবার চেষ্টা করে যাতে কেউ হেউ প্রতিপন্ন না করতে পারে।চাকরি করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মেয়েরা নিরাপদ না।আজকে অমুক কালকে অমুক কুপ্রস্তাব দিয়ে বসে।যেটা একটা মেয়ের জন্য সত্যি অনেক কষ্টকর।কোনো মেয়ে যদি অনলাইনে এ ব্যবসা করার পদ্ধতি জেনে থাকে তাহলে তার জন্য অনলাইনে ব্যবসা করা সবচেয়ে নিরাপদ।মেয়েরা চাইলে অনেক কিছু নিয়ে ব্যবসা করতে পারে সেসব নিচে বলা হলো-
  • খাবার বিক্রি করা। প্রতিটি মেয়ের মধ্যে কোন না কোন রান্নার গুন থাকেই।সে নিজে বাসায় আচার,চিপস,এরকম যেসব বাসায় বানানো যায় সেসব বিক্রি করতে পারে।
  • জামা কাপড় বিক্রি বর্তমানে যারা অনলাইনে জামা কাপড় বিক্রি করে তাদের অধিকাংশ মানুষ মেয়ে।এই ব্যবসা অতি লাভ জনক।এই ব্যবসা অনেক ভালো হবে।
  • কুটির শিল্পের ব্যবসা।মেয়েরা নিজে হাতে অনেক কিছু বানাতে পারে যেমন কাথা,জামা কাপড়ে ডিজাইন করা।জামা নিজে বানানো। এই ব্যবসা করেও উপকৃত হতে পারেন।
  • সাজুগুজু করা মেয়েদের পছন্দের কাজ। আপনি মেকাপ এবং এ জাতীয় যতকিছু আছে সেসব নিয়েও কাজ শুরু করতে পারেন।
  • মেয়েদের যেকোনো পণ্য আপনি এই বিক্রি করতেও ব্যবসা করতে পারবেন। 
এছাড়াও আপনি অনলাইনে কোন কোর্স করে ডিজাইন মার্কেটিং,গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং,কনটেন্ট রাইটিং এরকম যাবতীয় কাজ করতে পারেন।

শেষ কথা

আমি উপরে যেসব অনলাইনে এ ব্যবসা করার পদ্ধতি এবং উপায় বলেছি সেসব আমার নিজের অভিজ্ঞতা থেকে বলেছি।আমি নিজে ২ বছর অনলাইনে গুড় মধুর ব্যবসা করেছি এবং যথেষ্ট ভালো পরিমাণে সেল করতে সার্থক হয়েছি।আপনি উপরের প্রতিটি পয়েন্ট অনুযায়ী চললে আপনিও ভালো পরিমাণে সেল করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন।কোন কাজই ছোট না।

বর্তমানে অনলাইনে ব্যবসা করা অনেক ভালো একটা ব্যবসা।কম পুঁজিতে আপনি ব্যবসা করতে পারবেন।আপনার পোস্টটি যদি আপনার ভালো লাগে এবং এখান থেকে উপকৃত হোন তাহলে বন্ধুমহলে এবং আত্মীয়স্বজন ও এমন মানুষের সাথে শেয়ার করবেন যারা অনলাইনে ব্যবসা করার কথা চিন্তা করছে।আশা করি তারাও উপকৃত হবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url