খুশকি কেন হয়- ছেলেদের মেয়েদের খুশকি দূর করার উপায় এবং শ্যাম্পু

প্রিয় পাঠক আপনি কি চিরতরে খুশকি দূর করার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন,তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এ পোষ্টের মধ্যে চিরতরে খুশকি দূর করার উপায় এবং খুশকি দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা করব। আপনি পোস্টটি পড়তে থাকুন এতে করে খুশকি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন।
চিরতরে খুশকি দূর করার উপায় এবং ঘরোয়া পদ্ধতি
এছাড়াও আপনি এই পোস্টের মধ্যে পাবেন খুশকি কেন হয়,মেয়েদের মাথার খুশকি দূর করার উপায়,ছেলেদের খুশকি দূর করার উপায়,খুশকি দূর করার শ্যাম্পু সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোস্টের দিকে আগানো যাক।

ভূমিকা

মাথায় খুশকির সমস্যা এটা কোন রোগ নয়। এটা মূলত মাথার চামড়া মরে গিয়ে ঝড়ে আসা। খুশকি থাকার কারণে মাথার চুল অনেক উঠে যায় এবং মাথার মধ্যে বিভিন্ন রকমের ঘা হতে শুরু করে। খুশকির সমস্যা শীতকালে বেশি হয়ে থাকে। খুশকি কোন ছোঁয়াচে রোগ নয়।


খুশকি আপনার চুলের জন্য ক্ষতিকর তাই এ পোস্টের মধ্যে আপনি কিভাবে আপনার মাথার খুশকি দূর করবেন সে সম্পর্কে বলা হবে।

খুশকি কেন হয়

খুশকি মূলত কিছু কারণে হয়। এসব কারণ গুলো থেকে বেঁচে থাকতে পারলে আপনার মাথায় আর খুশকি হবে না। তাই চলুন খুশকি কি কারণে হয় সেই সম্পর্কে জানুন যাতে করে আপনি এই কারণ গুলো থেকে সতর্ক থাকতে পারেন। খুশকি হওয়ার প্রধান কারণ হচ্ছে-
  • ফাঙ্গাস ইনফেকশন নামক একটি ফাঙ্গাসের কারণে খুশকি হয়ে থাকে।
  • চুলে অনেক ময়লা জমার কারণে বা নিয়মিত চুলে শ্যাম্পু না করার কারণে এবং ঠিকমতো চুল পরিষ্কার না করার কারণে খুশকি হয়ে থাকে।
  • অনেকে আছে যাদের বছরের প্রতিটি সময়ে মাথায় খুশকি থাক। এই সমস্যার পিছনে মূল কারণ হচ্ছে চুলের যত ঠিকভাবে না নেওয়া এবং চুলে ময়লা জমতে দেওয়া।
  • যাদের মাথার চামড়া শুষ্ক তাদের খুশকি বেশি হয়।
  • মাথায় অতিরিক্ত ঠান্ডা বাতাস অথবা গরম বাতাস লাগার কারণে খুশকি হয়ে থাকে।
  • যদি আপনি ঠিকমতো চুল না আচড়ান এবং চুলকে এলোমেলো রেখে দেন সে ক্ষেত্রেও মাথাতে খুশি হতে পারে কারণ খুশকি চুলের ময়লা থেকে হয়ে থাকে।
  • মাথায় অতিরিক্ত তেল ব্যবহার করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত তেল ব্যবহার করার কারণে মাথাতে খুশকি হয়ে থাকে।
  • মাথায় শ্যাম্পু না করার কারণেও খুশি হয়ে থাকে।
  • যাদের অতিরিক্ত মানসিক চাপ রয়েছে তাদের মাথায় খুশকির পরিমাণ বেশি হয়।
  • যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এর ফলে মাথায় খুশকি হতে থাকে।
  • আয়রন যুক্ত পানিতে গোসল করার কারণে এবং যদি পানিতে সমস্যা থাকে সেক্ষেত্রে মাথায় খুশকি হয়।
  • গরম পানি দিয়ে গোসল করার কারণে মাথাতেও খুশকি হতে পারে এজন্য গরম পানি থেকে গোসল করা থেকে বিরত থাকবেন।
  • অপুষ্টিকর খাবার খাওয়ার ফলেও মাথায় খুশকি হতে পারে কারণ খাবার আমাদের শরীরের উপরে এবং ত্বকের উপরে প্রভাব ফেলে।
এসব কারণে খুশকি হয়ে থাকে। আপনি এসব সমস্যা থেকে বেঁচে থাকলে আপনার মাথায় খুশকি হবে না।

চিরতরে খুশকি দূর করার উপায়

খুশকি দূর করার এমন কিছু উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি চিরতরে খুশকি দূর করে ফেলতে পারবেন এবং খুশকি সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন
  • সপ্তাহে দুইবার নারিকেল তেল ব্যবহার করার কারণে আপনার মাথা থেকে খুশকি দূর হয়ে যাবে। নারিকেলের তেল খুশকির সমস্যা দূর করতে বেশ কার্যকরী।
  • পিয়াজ ব্লেন্ডার করে বা ভালো করে বেটে রস কিছু পরিমাণ পানির সাথে মিশিয়ে নিন এরপরে সেসব মাথায় ভালোভাবে লাগান এরপরে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুই থেকে তিনবার করবেন তাহলে আপনার খুশকি চিরতরে দূর হয়ে যাবে।
  • টক দই দিয়েও আপনি খুশকির সমস্যা দূর করতে পারবেন। মাথায় টক দই দিয়ে ১০-১৫ মিনিট রেখে দেন এরপরে ধুয়ে ফেলুন এতে করে আপনার খুশকি সমস্যা দূর হয়ে যাবে।
  • লেবুর রস এবং পানি একসাথে মিশিয়ে সেটা মাথার ত্বকে এবং চুলে ব্যবহার করুন। এভাবে কিছুক্ষণ রেখে দেন তারপরে ধুয়ে ফেলবেন তাহলে আপনার মাথা থেকে খুশকি চলে যাবে।
  • রিঠা আপনার চুলের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং খুশকির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করে দিবে। ব্যবহার করার পদ্ধতি হচ্ছে আপনি রিঠা পানিতে সিদ্ধ করে নিবেন তারপরে সেই পানি আপনার মাথার ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রাখবেন এরপরে ধুয়ে ফেলবেন। এভাবে সপ্তাহে দুই থেকে তিনবার করার ফলে আপনার খুশকি চিরতরে দূর হয়ে যাবে।
  • মেথির সাহায্যেও আপনি আপনার চুলের খুশকি দূর করতে পারবেন। এক্ষেত্রে উপায় হচ্ছে সারারাত মেথি ভিজিয়ে রেখে সকালে ভালোভাবে বেটে নেন। এরপরে চুলের গোড়ায় দিয়ে রাখুন তারপর এক ঘন্টার মত এভাবে রেখে দেন এরপরে ধুয়ে ফেলবেন। এতে করে আপনার মাথার খুশকি দূর হয়ে যাবে। এভাবে সপ্তাহে একবার থেকে দুইবার ব্যবহার করবেন।
  • নারিকেল তেল এবং রোজমেরি অয়েল ব্যবহার করার মাধ্যমে আপনার মাথার খুশকি সমস্যা চিরতরে দূর করতে পারবেন। এক্ষেত্রে ব্যবহারের পদ্ধতি হচ্ছে কিছু পরিমাণ নারিকেল তেল এবং সেখানে কয়েক ফোটা রোজমেরি অয়েল দিবেন এরপরে তা ভালোভাবে মাথার এবং মাথার ত্বকে লাগিয়ে নিবেন। এভাবে কিছুক্ষণ রেখে দেয়ার পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন এতে করে আপনার মাথার খুশকি দূর হয়ে যাবে।
  • এলোভেরা মাথার খুশকি দূর করতে বেশ কার্যকরী একটি উপাদান। এলোভেরা ব্যবহার করার ফলে খুব দ্রুত সমাধান পাওয়া যায়। আপনি অ্যালোভেরা আপনার মাথার ত্বকের লাগিয়ে রাখুন এরপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন তাহলে আপনার খুশকি সমাধান হয়ে যাবে।
  • বেকিং সোডার মাধ্যমেও মাথার খুশকি দূর করতে পারবেন। এক্ষেত্রে উপায় হচ্ছে কিছু পরিমাণ বেকিং সোডা পানির সাথে মিশিয়ে নিয়ে মাথার ত্বকে ব্যবহার করুন। এরপরে ৩০ মিনিটের মতো রেখে দেন তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন তাহলে আপনার মাথার খুশকির সমস্যা দূর হয়ে যাবে।

আপনি এই পদ্ধতি গুলা অবলম্বন করলে খুব সহজে চিরতরে খুশকি দূর করতে পারবেন। এসব উপকরণগুলো আপনার হাতের আশেপাশে থাকে তাই চেষ্টা করুন এসব পদ্ধতিতে খুশকি দূর করার।

খুশকি দূর করার ঘরোয়া উপায়

আমাদের ঘরে এমন কিছু পণ্যসামগ্রী থাকে যেগুলোর মাধ্যমে আমরা অনেক উপকৃত হতে পারি। ঘরে এমন কিছু পণ্য রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার মাথার খুশকি সমস্যা দূর করতে পারবেন। চলুন এবার কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি আপনার খুশকি দূর করবেন সে সম্পর্কে জানুন
  • নারিকেল তেল এবং লেবু একসাথে মিশিয়ে তা আপনার মাথার ত্বকে মালিশ করুন। এরপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন তাহলে আপনার খুশকি নাই হয়ে যাবে।
  • গ্রিন টি আপনার মাথার খুশকি দূর করতে বেশ সাহায্যকারী হবে। গ্রিন টি এর যে পাতি রয়েছে সেগুলো মাথায় দিয়ে রাখুন। এরপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন তাহলে আপনার খুশকিদূর হয়ে যাবে।
  • অ্যাপল সাইডার ভিনেগার এবং পানি একসাথে মিশিয়ে আপনার মাথার ত্বকে ১০ থেকে ১৫ মিনিট রেখে দেন। তারপরে ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে এক দুইবার করার মাধ্যমে আপনার মাথার খুশকি দূর হয়ে যাবে।
  • নিয়মিত চুল আচড়ানোর চেষ্টা করুন। নিয়মিত চুল আছড়ানোর ফলে আপনার চুলের ময়লা জমতে পারবেনা এবং খুশকি ও হবে না।
  • নিমপাতা শুকিয়ে সেগুলো গুঁড়ো করে এবং অলিভ অয়েল তেল একসাথে করে পেস্ট বানিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন। এভাবে কিছুক্ষণ লাগানোর পরে ধুয়ে ফেলুন তাহলে আপনার মাথার খুশকি দূর হয়ে যাবে।
  • লেবু,অলিভ অয়েল,তেল মধু এবং টক দই একসাথে মিশিয়ে তা আপনার মাথার চুলে এবং ত্বকে ৪০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত রেখে দিন। এরপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন খুশকি চিরতরে দূর হয়ে যাবে।
  • অ্যালোভেরা জেল অথবা অ্যালোভেরার গাছ এবং লেবুর রস একসাথে করে ভালো ভাবে মাথার ত্বকে লাগান এরপর অপেক্ষা করুন। তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন তাহলে খুশকি মাথা থেকে নাই হয়ে যাবে।
  • আদার রস ব্যবহার করার মাধ্যমেও খুশকি দূর হয়ে যায়। আপনি আদার রস মাথার ত্বকে মাসাজ করুন তারপরে তা শ্যাম্পুর মাধ্যমে ধুয়ে ফেলুন তাহলে আপনার মাথা থেকে খুশকি দূর হয়ে যাব।
  • হেনা চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে এবং খুশকি দূর করতে বেশ কার্যকারী। আপনাকে হেনা কয়েক ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হবে তারপর তা চুলের গোড়া এবং চুলে ভালো করে মালিশ করতে হবে। এভাবে দুই ঘন্টা থেকে তিন ঘন্টা রেখে দিবেন তারপরে ধুয়ে ফেলবেন তাহলে আপনার খুশকি দূর হয়ে যাবে।
  • হোয়াইট ভিনেগার দিয়েও আপনি খুব তাড়াতাড়ি খুশকি দূর করার জন্য ব্যবহার করতে পারবেন। কিছু পরিমাণ নরমাল পানির সাথে কিছু পরিমাণ ভিনেগার দিয়ে তা মাথার ত্বকে এবং চুলে ব্যবহার করুন এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে এভাবে এক থেকে দুইবার ব্যবহার করলে আপনি ভালো ফলাফল পাবেন।
  • লেবু এবং ডিমের সাদা অংশ একসাথে করে তা আপনার মাথার চুল এবং চুলের গোড়ায় দিয়ে রাখুন। এভাবে কিছুক্ষণ মাসাজ করুন তারপরে ধুয়ে ফেললেই আপনার খুশকি নাই হয়ে যাবে।
  • আমলকি খুশকি দূর করতে বেশ কার্যকারী একটি উপাদান। আমলকি পানির সাথে বিলিন্ডার করার মাধ্যমে পেস্ট করে নিন। এরপর চুলে এবং মাথার ঘোরায় দিয়ে রাখুন তারপরে শ্যাম্পু করে নিন আপনার খুশকি মাথা থেকে চলে যাবে।
আপনার বাসায় যদি এসব উপাদান থাকে তাহলে আপনি ঘরে বসে খুব সহজে মাথা থেকে খুশকি দূর করতে পারবেন এবং খুশকির সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন।

ছেলেদের খুশকি দূর করার উপায়

অনেক সময় দেখা যায় ছেলেদের মাথা খুশকিতে ভর্তি থাকে অথবা শীত আসার সাথে সাথে খুশকি হতে শুরু হয়। যেসব ছেলের মাথায় খুশকি হয় তারা কিভাবে দূর করবেন সেসব পদ্ধতি জেনে নিন
  • সপ্তাহে দুইদিন ভালো করে শ্যাম্পু করুন।
  • চেষ্টা করবেন সপ্তাহে একদিন নিমপাতার তেল তুলে দেওয়া তাহলে আপনার চুল থেকে খুশকি দূর হবে এবং চুল ভালো থাকবে।
  • কোন ভাল ব্র্যান্ডের নারিকেল তেল ব্যবহার করবেন তাহলে আপনার মাথায় খুশকি হবে না।
  • লেবুর রস এবং পানি একসাথে মিক্স করে তার কিছুক্ষণ সময় নিয়ে মাথার চুলের নিচে মাসাজ করুন এবং চুলে নাড়াচাড়া করুন। তারপরে ধুয়ে ফেলুন এতে করে আপনার মাথা থেকে খুশকি চলে যাবে।
  • চেষ্টা করবেন মাথার চুলে এবং মাথার ত্বকে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখবেন এবং ভালোভাবে মাসাজ করবেন আপনার খুশকি সমস্যা দূর হয়ে যাবে।
  • চুলে বাদামের তেল দেওয়ার চেষ্টা করবেন এর ফলে আপনার মাথার চামড়ায় রক্ত চলাচল স্বাভাবিক থাকবে এবং ত্বক সুস্থ এবং নরম থাকবে।
  • বাহির থেকে এসে সবার আগে মাথার চুল পরিষ্কার করে নিন কারণ ময়লা থাকার কারণেই চুলে খুশকি হয়ে থাকে।
  • কন্ডিশনার ব্যবহার করুন। কন্ডিশনার আপনার চুলের খুশকি খুব সহজে দূর করে দিবে এবং সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।
  • পানি এবং আপেল সিলডার ভিনেগার একসাথে করবেন। যতখানি পানি নিবেন তার চার ভাগের একভাগ আপেল সিডার ভিনেগার নিবেন। এরপরে সেসব মাথার চুলে স্প্রে করুন এভাবে ১০-১৫ মিনিট রেখে দিন। তারপরে ধুয়ে ফেলুন আপনার মাথার খুশকি নিমেষে চলে যাবে।
  • আপনার মাথায় যদি অতিরিক্ত খুশকি হয় তাহলে টক দই এবং মেহেদি পাতা একসাথে বেটে নিয়ে সেই পেস্ট মাথায় ৩০ থেকে ৪০ মিনিট দিয়ে রাখুন। এরপরে ধুয়ে ফেলবেন তাহলে আপনার খুশকি চলে যাবে।
  • আপনি চাইলে কাঁচা পেঁয়াজের রস ব্যবহার করার মাধ্যমেও মাথা থেকে খুশকি দূর করতে পারেন।

আপনি এসব পদ্ধতি গ্রহণ করলে খুব সহজেই আপনার মাথা থেকে খুশকি দূর করতে পারবেন। তাই আপনার মাথায় যদি খুশকি হয় উপরে বলা পদ্ধতির গুলোর মধ্যে যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করুন এবং খুশকি থেকে নিরাপদ থাকুন।

মেয়েদের মাথার খুশকি দূর করার উপায়

খুশির সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে মেয়েদের। তাদের অধিকাংশ সময়ে চুলে খুশকি হয়ে থাকে এবং এজন্য চুল পড়ে যায়। যাদের খুশকির সমস্যা রয়েছে সেসব মেয়েরা কিভাবে চুল থেকে খুশকি দূর করবেন সে সম্পর্কে জানুন
  • লেবুর রস এবং নারিকেল তেল একসাথে করে মাথার ত্বকে এবং চুলে দেয়ার ফলে খুশকি ভালো হয়ে যেতে পারে।
  • চেষ্টা করবেন প্রতিদিন চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর এবং নিজের জন্য একটি আলাদা চিরুনি রাখবেন।
  • মসুরের ডাল ব্লেন্ড করে সেসব মাথায় ৩০ থেকে ৪০ মিনিট দিয়ে রাখুন এরপর ধুয়ে ফেলুন তাহলে আপনার মাথার খুশকি দূর হয়ে যাবে।
  • আপনি পেয়াজের রস ব্যবহার করার মাধ্যমেও আপনার মাথা থেকে খুশকি দূর করতে পারবেন। এক্ষেত্রে আপনি পেঁয়াজের রস এবং লেবুর রস একসাথে করে মাথায় দিয়ে রাখুন তারপরে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করার ফলে আপনার মাথা থেকে খুশকি চিরতরে চলে যাবে।
  • টক দই এবং মধু একসাথে মিশিয়ে মাথায় ২০ থেকে ২৫ মিনিটের জন্য দিয়ে রাখুন এরপরে ভালোভাবে ধুয়ে ফেলুন এতে করে আপনার খুশকি চলে যাবে।
  • টক দই,মধু,নারিকেল তেল এবং লেবুর রস একসাথে করে মাথার ত্বকে ২০ থেকে ২৫ মিনিট দিয়ে রাখুন তারপর মেসেজ করুন এবং শ্যাম্পু করে ধুয়ে ফেলুন তাহলে আপনার খুশি দূর হয়ে যাবে।
  • সপ্তাহে মেথি দুই থেকে তিনবার ব্যবহার করা ফলে আপনার মাথা থেকে খুশকি দূর হয়ে যাবে এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে। মেথি দেয়ার আগে রাত্রে ভিজিয়ে রাখবেন এবং সকালে ব্লেন্ডার করে ৫০ থেকে ৫৫ মিনিটের মতো মাথায় দিয়ে রাখবেন। এরপরে ভালো করে ধুয়ে ফেলুন তাহলে আপনার মাথার খুশকি নিমিষেই নাই হয়ে যাবে।
  • এলোভেরা এবং লেবুর রস একসাথে করে মাথায় দেয়ার ফলে চুল পরিষ্কার হবে এবং মাথার খুশকি দূর হয়ে যাবে।
মহিলারা এসব উপায়ে খুব সহজেই তাদের মাথা থেকে খুশকি এবং চুলের ময়লা দূর করতে পারবেন। আপনি উপরের বেলায় যে কোন একটি পদ্ধতি অবলম্বন করলেই আপনার মাথা থেকে খুশকি দূর হয়ে যাবে।

খুশকি দূর করার শ্যাম্পু

আপনি খুশকি দূর করার যেসব পদ্ধতি রয়েছে এগুলোর পাশাপাশি আপনি চাইলে শ্যাম্পু দিয়েও খুশকি দূর করতে পারেন। বাজারে অনেক শ্যাম্পু পাওয়া যায় যেগুলোর মাধ্যমে আপনি আপনার মাথার খুশকি দূর করতে পারবেন। চলুন এবার সেই শ্যাম্পুগুলোর নাম জেনে নেই 
  • Odessy এই শ্যাম্পু ব্যবহার করার ফলে আপনার মাথা থেকে খুশকি খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। এটি আপনি ফার্মেসির দোকানে পাবেন।
  • Nizoral এ শ্যাম্পু খুশকি দূর করার জন্য বেশ কার্যকারী। আপনি এ শ্যাম্পু সপ্তায় এক থেকে দুই দিন ব্যবহার করার ফলেও আপনার মাথা থেকে খুশকি খুব তাড়াতাড়ি চলে যাবে।
  • Nizoder 2% খুশকি দূর করার জন্য এই শ্যাম্পুও তুলনা অতুলনীয়। এই শ্যাম্পু আপনি ব্যবহার করার ফলে আপনার মাথার খুশকি অনেক তাড়াতাড়ি খুশকি চলে যাবে এবং আপনার মাথা খুশকি মুক্ত হয়ে যাবে।
  • Select Plus এই শ্যাম্পু অনেক সমস্যার সমাধান করে। আপনি এই শ্যাম্পু ফার্মেসির দোকানে পাবেন। এই শ্যাম্পু সপ্তাহে দুইবার ব্যবহার করার ফলে আপনার খুশকি এবং মাথার ত্বকে যদি কোন সমস্যা থাকে সে সমস্যা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে।
  • Clear man এ শ্যাম্পু আপনি যেকোনো দোকানে পাবেন। নিয়মিত ব্যবহার করার ফলেও খুশকি দূর করতে ভূমিকা রাখে।
  • Head & Shoulders খুশকি দূর করার জন্য এই শ্যাম্পু খুব বিখ্যাত। আপনি এই শ্যাম্পু নিয়মিত ব্যবহার করার ফলে আপনার মাথা থেকে খুশকি চলে যাবে এবং এই শ্যাম্পু আপনি যেকোন দোকানে।
  • Lever Ayush এটি একটি নিমপাতাযুক্ত আয়ুর্বেদিক শ্যাম্পু। এই শ্যাম্পু ব্যবহার করার ফলে আপনার চুল সিল্কি হবে এবং মাথা থেকে খুশকি চিরতরে দূর হয়ে যাবে।

আপনি খুব তাড়াতাড়ি যদি মাথার খুশকি দূর করতে চান তবে উপরে বলা শ্যাম্পু গুলোর মধ্যে যেকোনো একটি ব্যবহার করতে পারেন। তাহলে আপনার চুল সুন্দর হবে এবং খুশকি দূর হয়ে যাবে।

খুশকি সম্পর্কে মানুষের প্রশ্নের উত্তর

১ প্রশ্ন Select Plus shampoo কেন ব্যবহার করে?

উত্তর

Select Plus shampoo এই শ্যাম্পু মাথার ত্বকের বিভিন্ন সমস্যা এবং খুশকি দূর করার জন্য বেশ কার্যকারী একটি শ্যাম্পু। ডাক্তাররা অনেক সময় এই শ্যাম্পু ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকেন।

২ প্রশ্ন খুশকির জন্য কি তেল?

উত্তর

আপনি নারিকেলের তেল ব্যবহার করার মাধ্যমেও আপনার মাথা থেকে খুশকি দূর করে ফেলতে পারবেন। এছাড়াও রোজমেরি অয়েল এটা ব্যবহার করার ফলেও খুশকি দূর হয়ে যায়। তুলসী পাতা এবং নারিকেল তেল একসাথে করে মাথায় দেয়ার ফলেও খুশকি তাড়াতাড়ি দূর হয়ে যায়। পুদিনা পাতার রস এবং নারিকেলের একসাথে করে দেয়ার ফলেও খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে।

৩ প্রশ্ন খুশকি মানে কি?

উত্তর

মূলত ত্বকের একটি বিশেষ অবস্থা যা মাথার ত্বকের চামড়া উঠে আসে এবং ঝরে পরে যায় এটাকে খুশকি বলা হয়।

৪ প্রশ্ন খুশকির কারণ?

উত্তর

ঠিকমতো তুলে যত্ন না নেয়ার কারণে খুশকি হয়ে থাকে এবং নিয়মিত চিড়ুনি না করা,শ্যাম্পু ব্যবহার না করা এবং চুলের ময়লা জমতে দেয়ার কারণে মূলত খুশকি হয়ে থাক। প্রোটিনযুক্ত খাবার না খাওয়ার ফলেও খুশকি হয়ে থাকে এজন্য চেষ্টা করবেন পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়ার।

শেষকথা

খুশকির সমস্যা এমন একটি সমস্যা যা আপনাকে ভদ্র সমাজে লজ্জিত করতে পারে। খুশকি হওয়ার কারণে অনেকে আপনার জিনিস ব্যবহার করতে চাইবে না এজন্য উপরে বলা পদ্ধতিতে আপনি খুশকি তাড়াতাড়ি দূর করে নিন এতে করে আপনার জন্য ভালো হবে।

আমার এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করুন যাতে করে তারাও তাদের খুশকি দূর করতে পারে এবং উপকৃত হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহকর্মীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url